Last Updated on March 25, 2024 by Science Master
নবম শ্রেণীর ইতিহাস সিলেবাস (Class 9 History Syllabus)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস (Class 9 History Syllabus) বিষয়ের সিলেবাস দেওয়া হলো। প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পুরো সিলেবাস দেওয়া আছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী নবম শ্রেণীতে পাঠরত তারা তাদের পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস বিষয়ের (Class 9 History Syllabus) এই সিলেবাস দেখে নিতে পারো।
একনজরেঃ
পাঠ্যসূচিঃ
অধ্যায়- ১ ➤ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
অধ্যায়- ২ ➤ বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
অধ্যায়- ৩ ➤ ঊনবিংশ শতকের ইউরোপঃ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
অধ্যায়- ৪ ➤ শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
অধ্যায়-৫ ➤ বিশ শতকে ইউরোপ
অধ্যায়-৬ ➤ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর
অধ্যায়-৭ ➤ জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপূঞ্জ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 9 History Syllabus)- 1 st Summative
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান- ৪০ + অন্তর্বর্তী মূল্যায়ন- ১০ মূল্যায়নের মাস- এপ্রিল |
অধ্যায়- ১ | ফরাসি বিপ্লবের কয়েকটি দিক |
অধ্যায়- ২ | বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ |
আরও দেখুনঃ পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সিলেবাস | WBBSE Class 9 Physical Science Syllabus
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 9 History Syllabus)- 2nd Summative
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান- ৪০ + অন্তর্বর্তী মূল্যায়ন- ১০ মূল্যায়নের মাস- আগস্ট |
অধ্যায়- ৩ | ঊনবিংশ শতকের ইউরোপঃ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত |
অধ্যায়- ৪ | শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ |
অধ্যায়- ৫ | বিশ শতকে ইউরোপ |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 9 History Syllabus)- 3rd Summative
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান- ৯০ + অন্তর্বর্তী মূল্যায়ন- ১০ মূল্যায়নের মাস- ডিসেম্বর |
অধ্যায়- ৬ | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর |
অধ্যায়- ৭ | জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপূঞ্জ |
বি. দ্রঃ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়গুলির সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত ৫ টি অধ্যায়ও থাকবে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest Posts:
- মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test
- উত্তরসহ ২০২২ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | Physical science Solved paper 2022
- মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Madhyamik Life Science Chapter 1 VSAQ
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4