Last Updated on April 7, 2023 by Science Master
Class 9 Physical Science Syllabus
পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত সামেটিভ (Class 9 Physical Science Syllabus) পরীক্ষার সিলেবাস দেওয়া হলো। এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি সামেটিভ পরীক্ষারই সিলেবাস আলোচনা করা আছে। প্রথম এবং দ্বিতীয় সামেটিভ পরীক্ষা হবে 50 নম্বর করে এবং তৃতীয় সামেটিভ পরীক্ষা হবে 100 নম্বরের। নিচে তিনটি সামেটিভ পরীক্ষারই সিলেবাস আলোচনা করা আছে।
1st Summative Evaluation |
---|
1st Summative Evaluation:40; Month of Evaluation: April Internal Formative: 10 |
অধ্যায়/ উপধ্যায়ঃ
(1) পরিমাপ (Measurement)
(2) বল ও গতি (Force and Motion)
(3) পরমানুর গঠন (Atomic Structure)
2nd Summative Evaluation |
---|
2nd Summative Evaluation:40; Month of Evaluation: August Internal Formative: 10 |
অধ্যায়/ উপধ্যায়ঃ
(1) মোলের ধারনা (Mole Concept)
(2) পদার্থঃ গঠন ও ধর্ম (Matter: Structure and Properties)
(3) দ্রবন (Solution)
(4) অ্যাসিড, ক্ষারক এবং লবণ (Acids, Base and Salt)
(5) কার্য, ক্ষমতা এবং শক্তি (Work, Power and Energy)
3rd Summative Evaluation |
---|
3rd Summative Evaluation:90; Month of Evaluation:December Internal Formative: 10 |
অধ্যায়/ উপধ্যায়ঃ
(1) শব্দ (Sound)
(2) তাপ (Heat)
(3) মিশ্রণের উপাদানের পৃথককরণ (Separation of Components of Mixtures)
(4) জল (Water)
প্রথম ও দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় যে সমস্ত অধ্যায় এবং উপধ্যায়ের প্রশ্ম থাকবে, তৃতীয় সামেটিভ পরীক্ষাতেও ওই সমস্ত অধ্যায় এবং উপধ্যায়ের প্রশ্ম থাকবে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট