Vidyasagar Science Olympiad 2025 (VSO)- শুরু হলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর অনলাইন আবেদন। এটি জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এর পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে এক স্কলারশিপের পরীক্ষা। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ একটি ত্রি-স্তরীয় পরীক্ষা ব্যবস্থা। অর্থাৎ মোট তিনটি স্তরে এই পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধিনস্থ সমস্ত সরকারি স্কুল, সমস্ত স্বীকৃত বেসরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পনসর স্কুল এবং সমস্ত মহার্ঘ ভাতা প্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রী যারা নবম শ্রেণীতে পাঠরত এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছে এমন প্রথম পাঁচজন এই পরীক্ষায় অংশ নিতে পারবে। তারা অবশ্যই স্কুলের HM, AHM, TIC দ্বারা মনোনীত হবে।
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার বিভিন্ন স্তর
প্রথম স্তর – আন্তঃ ইউনিট প্রতিযোগিতা
দ্বিতীয় স্তর – আন্তঃ জেলা প্রতিযোগিতা
তৃতীয় স্তর – আন্তঃ রাজ্য প্রতিযোগিতা
আবেদনের পদ্ধতি
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। তবে পরীক্ষার্থীরা নিজেরা অনলাইনে আবেদন করতে পারবে না। শুধুমাত্র স্কুল থেকে বা হেডমাস্টার মশাইয়ের কাছ থেকেই অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে ?
- ছাত্রছাত্রীদের নাম, অভিভাবকের নাম, জেন্ডার এবং বাংলার শিক্ষা পোর্টালের আইডি।
- মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
- অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার মার্কশীট।
- এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
- ফুল সিগনেচারের JPG ফরমেট।
সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন
পরীক্ষার স্তর | প্রশ্নের ধরন | সিলেবাস |
---|---|---|
Layer-1 | প্রথম স্তরের পরীক্ষায় মোট ৫০ টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ করে। মোট পরীক্ষা হবে ১০০ নম্বরের। | ভৌত বিজ্ঞান-৪০ জীবন বিজ্ঞান- ৩০ গণিত- ৩০ |
Layer-2 | দ্বিতীয় স্তরের পরীক্ষায় মোট ৫০ টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ করে। মোট পরীক্ষা হবে ১০০ নম্বরের। | ভৌত বিজ্ঞান-৪০ জীবন বিজ্ঞান- ৩০ গণিত- ৩০ |
Layer-3 | তৃতীয় স্তরে মোট ৩০ টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ করে। মোট পরীক্ষা হবে ৬০ নম্বরের। | ভৌত বিজ্ঞান-২০ জীবন বিজ্ঞান- ২০ গণিত- ২০ |
আবেদনের তারিখ এবং পরীক্ষার তারিখ (VSO 2025 application date and Exam date)
আবেদন শুরু- ২৫ এপ্রিল ২০২৫
আবেদনের শেষ তারিখ – ১৫ মে ২০২৫
পরীক্ষার তারিখ – ১৫ জুন ২০২৫ দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টে।
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার আবেদনের লিঙ্ক
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার জন্য অনলাইন আবেদনের লিঙ্ক নীচে দেওয়া হল। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই সরাসরি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার জন্য আবেদন করা যাবে।
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- গ্রুপ-১৬ মৌলসমূহ MCQ দ্বাদশ শ্রেণী- রসায়ন (Sem-III) | Group-16 Elements MCQ Class 12 Chemistry
- গ্রুপ-১৫ মৌলসমূহ MCQ-দ্বাদশ শ্রেণীর রসায়ন | Group-15 Elements Class 12 Chemistry Chapter 2 MCQ
- পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম উত্তর | States of Matter-Solid and Gases | Chemistry Class 11 Chapter 5 MCQ
- Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025
- রাসায়নিক বন্ধন- MCQ একাদশ শ্রেণী Semester- I | Chemical Bonding Chemistry Class 11 Chapter 4 MCQ