NMMS Exam Result 2024: প্রকাশিত হলো ২০২৪ সালের পশ্চিমবঙ্গ NMMS পরীক্ষার রেজাল্ট। যে সমস্ত ছাত্রছাত্রী ২০২৪ সালে অষ্টম শ্রেণীতে পাঠরত ছিলে এবং যারা NMMS (National Means Cum Merit Scholarship) পরীক্ষায় বসেছিলে তারা তাড়াতাড়ি দেখে নাও তোমাদের নাম মেরিট লিস্টে আছে কিনা। ২০২৪ সালের NMMS পরীক্ষার জেলাভিত্তিক মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। WB NMMS পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্ক নীচে দেওয়া আছে।
WB NMMS Exam Result 2024 Overview
| Result | NMMS Exam Result 2024 |
| Scholarship Name | National Means Cum Merit Scholarship |
| State | West Bengal |
| Exam Date | 15 Dec 2024 |
| Scholarship | 12000 per Annual |
| Official Website | https://scholarships.wbsed.gov.in/ |
[আরও দেখুনঃ WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫]
স্কলারশিপের পরিমাণ কত (Scholarship Amount)?
পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সমর্থন যোগানোর জন্য সরকার এন এম এম এস স্কলারশিপ এ প্রতি মাসে 1000 টাকা হিসেবে বার্ষিক ১২০০০ টাকা স্কলারশিপ প্রদান করে থাকে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট চার বছর এই স্কলারশিপ পাওয়া যাবে।
কিভাবে NMMS স্কলারশিপ পাওয়া যাবে?
যেসমস্ত ছাত্র ছাত্রীর NMMS Exam Result 2024 মেরিট লিস্টে নাম থাকবে তাদের স্কলারশিপ পাওয়ার জন্য National Scholarship Portal (NSP) এ গিয়ে আবেদন করতে হবে। NSP পোর্টালে আবেদন সাধারণত জুলাই বা আগস্ট মাসের দিকে হয়ে থাকে। যতক্ষণ না পর্যন্ত মেরিট লিস্টে নাম থাকা ছাত্র ছাত্রীরা এই NSP পোর্টালে আবেদন করবে ততক্ষণ তারা স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য নয়।
রেজাল্ট দেখার লিঙ্ক (WB NMMS Exam Result 2024)
NMMS 2024 রেজাল্ট দেখার জন্য নীচে দেওয়া ক্লিক করতে হবে।
Latest Posts:
- পরিবেশ বিজ্ঞান-ষষ্ঠ শ্রেণী সিলেবাস ও নম্বর বিভাজন | Class 6 Poribesh Bigyan Syllabus
- পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সিলেবাস | Class 5 Poribesh Bigyan Syllabus New
- মাধ্যমিক ২০২৬ জীবন বিজ্ঞান প্র্যাকটিস সেট | Madhyamik 2026 Life Science Practice set
- পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর সিলেবাস | West Bengal Board Class 9 Syllabus
- নবম শ্রেনীর ইংরেজী সিলেবাস | WBBSE Class 9 English Syllabus




