Last Updated on February 12, 2024 by Science Master
পরিমাপ (Class-9 Physical Science)
ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলের জন্য নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় (Class-9 Physical Science) ” পরিমাপ ” থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ, VSAQ, SAQ এবং LAQ প্রশ্নের উত্তর করে দেওয়া হলো। ছাত্র-ছাত্রীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের এটি খুবই উপকারে লাগবে। তোমরা যারা নবম শ্রেণীতে ভালো ফলাফল করতে চাও এই প্রশ্ন- উত্তর গুলি দেখতে পারো ।
সঠিক উত্তর নির্বাচন করো (Physical Science Chapter-1 MCQ):
1.চাপের SI একক-
(a) পাস্কেল
(b) নিউটন
(c) জুল
(d) ওয়াট
উঃ- পাস্কেল।
2. ঘনত্বের SI একক হল-
(a) m.kg-3
(b) m3.kg-3
(c) m3.kg-1
(d) kg.m-3
উঃ- kg.m-3
3. ভরবেগের মাত্রীয় সংকেত-
(a) [MLT]
(b) [MLT2]
(c) [ML2T]
(d) [MLT-1]
উঃ- [MLT-1]
4. কোনটি একক বিহীন ভৌত রাশি?
(a) শক্তি
(b) বেগ
(c) আণবিক ভর
(d) চাপ
উঃ- আণবিক ভর।
5. কোনটি মাত্রাহীন রাশি নয়-
(a) দ্রাব্যতা
(b) ভরবেগ
(c) পারমাণবিক গুরুত্ব
(d) আপেক্ষিক গুরুত্ব
উঃ- ভরবেগ।
6. কোনটি দৈর্ঘ্য মাপার একক-
(a) লিপইয়ার
(b) আলোকবর্ষ
(c) ওহম
(d) সৌরদিন
উঃ- আলোকবর্ষ।
7. কোনটি স্কেলার রাশি-
(a) বল
(b) ভরবেগ
(c) ত্বরণ
(d) কার্য
উঃ- কার্য।
8. তড়িদাধানের CGS একক হল-
(a) হাৎর্জ
(b) বর্গসেমি
(c) স্ট্যাটকুলম্ব
(d) কুলম্ব
উঃ- স্ট্যাটকুলম্ব।
9. একটি লব্ধ একক-
(a) ক্যাণ্ডেলা
(b) কেলভিন
(c) আলোকবর্ষ
(d) জুল
উঃ- জুল।
10. চাপের মাত্রীয় একক-
(a) [ML-1T-2]
(b) [ML2T-2]
(c) [MLT-2]
(d) [MLT2]
উঃ- [ML-1T-2]
11. 1 ন্যানো সেকেণ্ড কত সেকেণ্ডের সমান?
(a) 10-3
(b) 10-12
(c) 10-9
(d) 109
উঃ- 10-9 সেকেণ্ড।
12. ফার্মি বলতে বোঝায়-
(a) 10-15 m
(b) 10-12 m
(c) 10-10 m
(d) 10-8 m
উঃ- 10-15 m
13. কোন উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তনকে এক লিটার ধরা হয়?
(a) 273 oC
(b) 0 oC
(c) 10 oC
(d) 4 oC
উঃ- 4 oC
14. শক্তির মাত্রীয় সংকেত হল-
(a) [MLT-2]
(b) [ML2T-2]
(c) [MLT-1]
(d) [ML-1T-2]
উঃ- [ML2T-2]
15. কোনটি ত্বরণের মাত্রীয় সংকেত-
(a) [MLT-2]
(b) [MLT-4]
(c) [LT-2]
(d) [LT-1]
উঃ- [LT-2]
16. ঘনত্বের মাত্রীয় একক-
(a) [LT-2]
(b) [ML-3]
(c) [MLT-2]
(d) [MLT-1]
উঃ- [ML-3]
17. 1 A = কত মিটার?
(a) 10-6
(b) 10-8
(c) 10-10
(d) 10-12
উঃ- 10-10
18. 1 ক্যারেট = কত গ্রাম?
(a) 2
(b) 200
(c) 0.2
(d) 0.02
উঃ- 0.2
19. সাধারণ স্কেলের সাহায্যে নির্ভুলভাবে যে দৈর্ঘ্য মাপা যায়, তা হল-
(a) 0.1 cm
(b) 0.01 cm
(c) 1 cm
(d) 0.001 cm
উঃ- 1 cm
20. সাধারণ স্কেলের সাহায্যে নীচের কোন দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়-
(a) 4.5 cm
(b) 2.3 cm
(c) 3.91 cm
(d) 7.5 cm
উঃ- 3.91 cm
[ আরও দেখুনঃ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ অ্যাসিড, ক্ষার ও লবণ এর প্রশ্ন-উত্তর। ]
⬕ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম (Class-9 Physical Science Chapter-1 VSAQ)
1. আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি। [সত্য/মিথ্যা ]
উঃ- সত্য।
2. CGS পদ্ধতিতে বলের একক নিউটন। [সত্য/মিথ্যা ]
উঃ- মিথ্যা ।
3. আলোকবর্ষ একক ব্যবহার করে ……..কে প্রকাশ করা হয়।
উঃ- খুব বড়ো দৈর্ঘ্যের একক।
4. একটি মাত্রাহীন রাশির উদাহরণ দাও।
উঃ- আপেক্ষিক গুরুত্ব।
5. V আয়তন বিশিষ্ট একটি নিরেট বলের উপাদানের ঘনত্ব d হলে, তার ভর কত?
উঃ- ভর (m) = V.d
6. সাধারণ তুলাযন্ত্র বাটখারা গুলির ভরের অনুপাত কত?
উঃ- 5 : 2 : 2 : 1
7. ডালটন এককে কী মাপা হয় ?
উঃ- ভর মাপা হয়।
8. একটি মাত্রাহীন রাশির নাম লেখো যার একক আছে?
উঃ- কোণ।
9. রেডিয়ান কিসের একক?
উঃ- কোণ মাপার একক।
10. SI তে বলের একক কী ?
উঃ- নিউটন।
11. একটি স্কেলার রাশির উদাহরণ দাও, যা দুটি ভেক্টর রাশির সাহায্যে গঠিত হয়েছে।
উঃ- কার্য।
12. তুলাযন্ত্রের সর্বোচ্চ এবং সর্বনিন্ম পরিমাপের সীমা কত?
উঃ- তুলাযন্ত্রের সর্বোচ্চ মাপ 211.11 গ্রাম এবং সর্বনিন্ম মাপ 0.01 গ্রাম।
13. আলোকবর্ষ মূল একক না লব্ধ একক ?
উঃ- মূল একক।
14. 1 পারসেক = ……….আলোকবর্ষ।
উঃ- 3.26
- নবম শ্রেণীর ভূগোল সিলেবাস | Class 9 Geography Syllabus
- পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সিলেবাস ২০২৪ | Class 9 Life Science Syllabus 2024
- নবম শ্রেণীর ইতিহাস সিলেবাস | Class 9 History Syllabus
- নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ মোলের ধারণা প্রশ্ম-উত্তর | Class 9 Physical Science Chapter 4 mole concept
- নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ জল প্রশ্ম-উত্তর | Physical Science Class 9
⬕ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম (Physical Science Chapter-1 SAQ):
1. স্কেলার রাশি কাকে বলে? উদাহরণ দাও।
উঃ- যেসব ভৌতরাশির শুধুমাত্র মান আছে, কিন্তু কোনো দিক বা অভিমূখ নেই, তাদের স্কেলার রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি।
2. ভেক্টর রাশি কাকে বলে? উদাহরণ দাও।
উঃ- যেসব ভৌতরাশির মান ও অভিমূখ দুই-ই আছে, তাদের ভেক্টর রাশি বলে। যেমন- সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি।
3. মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও।
উঃ- যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির সাহায্যে বিভিন্ন ভৌতরাশি গঠিত হয়, তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহমাত্রা ইত্যাদি।
4. লব্ধরাশি কাকে বলে? উদাহরণ দাও।
উঃ- যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমবায়ে গঠিত হয়, তাদের লব্ধরাশি বলে। যেমন- ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ, ত্বরণ, বল ইত্যাদি।
5. স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো।
উঃ-
স্কেলার রাশি | ভেক্টর রাশি |
যেসব ভৌতরাশির শুধুমাত্র মান আছে, কিন্তু কোনো দিক বা অভিমূখ নেই, তাদের স্কেলার রাশি বলে। | যেসব ভৌতরাশির মান ও অভিমূখ দুই-ই আছে, তাদের ভেক্টর রাশি বলে। |
স্কেলার রাশির শুধুমাত্র মান আছে। | ভেক্টর রাশির মান ও অভিমূখ দুই আছে। |
যেমন- দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি। | যেমন- সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি। |
6. একটি মাপনী চোঙের সাহায্যে কীভাবে তুমি এক ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে ?
উঃ- মনে করি, একটি ড্রপার দিয়ে সরু আকৃতির মাপনী চোঙে X টি জলের ফোঁটা ফেলাতে জলের ওপরতল মাপনী চোঙের একটি নির্দিষ্ঠ দাগে পৌঁছাল। এই অবস্থায় মাপনী চোঙের জলের আয়তন জেনে নেওয়া হল। মনে করি, মাপনী চোঙের জলের আয়তন V cc । তাহলে এক ফোঁটা জলের আয়তন হবে =( V/X) cc ।
7. সাধারন স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কীভাবে নির্ণয় করা যায়?
উঃ- নিন্মলিখিত উপায়ে সাধারন স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান নির্ণয় করা যায়।
১) প্রথমে বই এর দুপাশের মোটা কভার বাদ দিয়ে বাকি পাতাগুলির বেধ একটি স্কেলের সাহায্যে মেপে নিতে হবে।
২) এরপর বই এর পাতাগুলিকে গুনে নিতে হবে।
৩) বই এর পাতাগুলির মোট বেধকে পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যাবে।
8. ওজনের বাক্সের বাটখারা গুলির ভর 5 : 2 : 2 : 1 অনুপাতে রাখার কারন কী ?
উঃ- ওজনের বাক্সের বাটখারা গুলির ভর 5 : 2 : 2 : 1 অনুপাতে রাখলে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 mg থেকে 990 mg পর্যন্ত যে কোনো মানের ভর বাক্সের বাটখারা গুলি থেকে পাওয়া যায়। আলাদাভাবে ঐ ভরের বাটখারার প্রয়োজন হয় না। যেমন কোনো বস্তুর ভর 78.47 gm মাপতে হবে। তাহলে (50+20+5+2+1) gm এবং (200+200+50+20) mg ভরের বাটখারা গুলি থেকে ওই ভর পাওয়া যাবে।
9. 50 g ভরের একটি নিরেট ধাতব বলকে একটি মাপনী চোঙের 200 cc জলে পুরোপুরি ডুবিয়ে দিলে, জলতলের পাঠ পাওয়া যায় 250 cc। ঐ বলটির উপাদানের ঘনত্ব কত?
10. মেট্রিক পদ্ধতি কাকে বলে?
উঃ- প্রাথমিক বা মূল একককে প্রকাশ করার এক প্রচলিত পদ্ধতি হল সি.জি.এস পদ্ধতি। আর এই পদ্ধতিকেই মেট্রিক পদ্ধতি বলে।
11. লম্বন ভূল কী ?
উঃ- স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাকে লম্বন ভুল বলে।
12. একটি বস্তুর ভর 7.8 kg, আয়তন 1000 cc হলে, বস্তুটির ঘনত্ব কত?
উঃ- 7.8 কেজি = 7800 গ্রাম
আমরা \; জানি,\; বস্তুর \;ঘনত্ব = \frac{বস্তুর\;ভর}{বস্তুর \;আয়তন} \\\therefore \; বস্তুর \;ঘনত্ব = \frac{7800}{1000}\;gm/cc\\=7.8\;gm/cc
13. ভৌত রাশির মাত্রা বলতে কী বোঝায়? কোণকে মাত্রাহীন ভৌত রাশি বলা হয় কেন?
উঃ- কোনো রাশির একক গঠন করার জন্য মৌলিক একক গুলিকে যে ঘাতে উন্নীত করার দরকার হয়, তাকে সেই ভৌত রাশির মাত্রা বলে।
কোনো ভৌত রাশির মাত্রা 1 হলে তাকে মাত্রাহীন ভৌত রাশি বলে। কোণের ক্ষেত্রে মাত্রা নির্ণয় করার সময় দুটি দৈর্ঘ্যের অনুপাত আসে, ফলে এর মাত্রা 1 । তাই কোণকে মাত্রাহীন ভৌত রাশি বলে।
14. মৌলিক একক এবং লব্ধ এককের সংজ্ঞা দাও।
উঃ- মৌলিক এককঃ যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে অন্যান্য প্রায় সমস্ত লব্ধ রাশির একক গঠিত হয়, সেই একক গুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়।
লব্ধ এককঃ এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত একক গুলিকে লব্ধ একক বলা হয়। যেমন- ত্বরণ।
15. একটি ড্রপারের এক ফোঁটা জলের আয়তন কীভাবে নির্ণয় করবে?
উঃ- ধরি, ড্রপারের মোট আয়তন V ml
ওই আয়তনের ড্রপারের জলের থেকে n সংখ্যাক ফোঁটা পাওয়া গেলে,
এক ফোঁটা জলের আয়তন হবে (V/n) ml
⬕ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ম (Physical Science Chapter-1 LAQ):
1.সাধারণ তুলাযন্ত্র ও মাপক চোঙ ব্যবহার করে কীভাবে একটি অনিয়তাকার জলে অদ্রাব্য কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করবে?
উঃ- যন্ত্রাদি ও প্রয়োজনীয় উপকরনঃ সাধারণ তুলাযন্ত্র, আয়তন মাপক চোঙ , অনিয়তাকার কঠিন বস্তু, মোম লাগানো সরু নাইলন সুতো, জল ।
পরীক্ষা পদ্ধতিঃ i) আয়তন মাপক চোঙে একটি নির্দিষ্ট দাগ পর্যন্ত জল নেওয়া হলো। ধরি, এই অবস্থায় জলের পাঠ V1 ml ।
ii) এবার অনিয়তাকার কঠিন বস্তুটিকে মোম লাগানো সরু নাইলন সুতোয় বেঁধে ধীরে ধীরে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। বস্তুটি সম আয়তন জল অপসারণ করবে। ধরি, বস্তুটি দ্বারা অপসারণ করা জলের আয়তন V2 ml ।
iii) অতএব কঠিন বস্তুর আয়তন = (V2-V1) ml
iv) এবার সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কঠিন বস্তুটির ভর পরিমাপ করা হলো। ধরি, কঠিন বস্তুটির ভর M gm
v) কঠিন বস্তুটির ঘনত্ব = M÷(V2-V1) gm/ml
2. ভালো তুলাযন্ত্রের গুনাবলি লেখো।
উঃ- তুলাযন্ত্র (i) সুবেদী, (ii) নির্ভুল, (iii) দৃঢ় এবং (iv) সুস্থিত হলে সেই তুলাযন্ত্রকে ভালো তুলাযন্ত্র বলা হয়।
সুবেদীঃ যে তুলায় ভরের সামান্য পার্থক্য বোঝা যায় তাকে সুবেদী তুলা বলে। অর্থাৎ যে তুলায় ভরের সামান্য পার্থক্য হলেই তুলাদণ্ডটি বেশি ভরের দিকে হেলে যায় । তুলাযন্ত্র সুবেদী হবে যদি তুলাদণ্ড হালকা হয়, দণ্ডের বাহু দুটি লম্বা হয় এবং দণ্ডের ভারকেন্দ্র আলম্বের কাছাকাছি থাকে।
নির্ভুলঃ তুলাপাত্র দুটি খালি থাকলে অথবা সমান ভরের দুটি বস্তু দুই তুলাপাত্রে থাকলে যদি তুলাদণ্ড অনুভূমিক থাকে, তাহলে সেই তুলাযন্ত্রকে নির্ভুল তুলাযন্ত্র বলে। তুলাযন্ত্র নির্ভুল হওয়ার জন্য তুলাদণ্ডের দুই বাহুর দৈর্ঘ্য ও ভর সমান সমান হওয়া এবং তুলাপাত্র দুটির ভরও সমান হওয়া প্রয়োজন।
দৃঢ়ঃ তুলাযন্ত্রের বিভিন্ন অংশ মজবুত হতে হবে এবং কোনো অংশ ঢিলে থাকলে বস্তুর ভর সঠিক ভাবে মাপা যায় না।
সুস্থিতঃ তুলাদণ্ডটি একবার আন্দোলিত হলে সেই দোলন যেন দীর্ঘক্ষণ স্থায়ী না হয়, তুলাদণ্ডটি যেন শীর্ঘই স্থির অবস্থায় ফিরে আসে।
3. এককের প্রয়োজনীয়তা কী ?
উঃ- বাজার থেকে 10 কিলোগ্রাম চাল কিনে আনা হলো। বলা হলো যে চালের পরিমান 10। তাহলে ওই 10 কথাটি থেকে চালের সঠিক পরিমান জানা সম্ভব নয়। কিন্তু যখনই বলা হবে চালের পরিমান 10 কিলোগ্রাম, তখন চালের পরিমান জানা সম্ভব।
আবার, বলা হল আমি সকালে পড়াশোনা করি 3 । তাহলে আমার পড়াশোনা করার সময় সঠিকভাবে জানা গেল না। কিন্তু যদি বলা হত আমি সকালে পড়াশোনা করি 3 ঘণ্টা। তাহলে আমার পড়াশোনা করার সঠিক সময় জানা যেত।
সুতরাং আমরা বলতে পারি প্রতিটি ভৌতরাশি পরিমাপ করার জন্য এককের প্রয়োজন। একক ছাড়া ভৌতরাশির পরিমাপ সম্ভব নয়। শুধু একক বা শুধু সংখ্যা দ্বারা কোনো রাশিকে মাপা যায় না। তাই আমরা লিখতে পারি-
কোনো ভৌতরাশির পরিমাপ = সংখ্যা X ওই রাশির একক ।
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।
Latest Posts:
- প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণঃ অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যা | Poribesh O Bigyan Chapter 5
- VSO Layer 2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024
- তড়িতের রাসায়নিক প্রভাব: অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান | Poribesh O Bigyan Class 8 Chapter 2.4
- Aikyashree Scholarship 2024-2025 | ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ, যোগ্যতা
- VSO Layer-1 Result 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৪ পরীক্ষার রেজাল্ট
Class-9. Lifescience 1stchapter question.
Pdf download link