Last Updated on March 22, 2025 by Science Master
নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় ” মিশ্রণের উপাদানের পৃথকীকরণ ” (Class 9 physical science chapter 4) থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করে দেওয়া হল। নবম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নউত্তর গুলি প্র্যাকিটিস করে নিতে পারো।
সঠিক উত্তরটি নির্বাচন করে পুর্ণবাক্যে লেখ।
1. পেট্রোলিয়াম শোধনের সময় প্রধানত যে প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয় তা হল-
(a) কেলাসন
(b) সাধারণ পাতন
(c) আংশিক পাতন
(d) পরিস্রাবণ
উত্তরঃ- (c) আংশিক পাতন।
2. মিথানল ও জলের মিশ্রণ থেকে মিথানল ও জলকে পৃথক করা হয়-
(a) পাতন পদ্ধতিতে
(b) আংশিক পাতন পদ্ধতিতে
(c) সেপারেটরি ফানেলের সাহায্যে
(d) ঊর্ধ্বতনের সাহায্যে
উত্তরঃ- (b) আংশিক পাতন পদ্ধতিতে।
3. বেঞ্জিন (bp=80⁰C) এবং টলুইন (bp=110⁰C) মিশ্রণকে যে প্রক্রিয়ায় পৃথক করা যায় তা হল-
(a) পরিস্রাবণ
(b) সেপারেটরি ফানেলের সাহায্যে
(c) আংশিক পাতন
(d) পাতন
উত্তরঃ- (c) আংশিক পাতন ।
4. কালি ও জলের মিশ্রণ থেকে কীভাবে কালিকে পৃথক করবে?
(a) পাতন প্রক্রিয়া
(b) পরিস্রাবন প্রক্রিয়া
(c) আংশিক পাতন প্রক্রিয়া
(d) সেপারেটরি ফানেলের সাহায্যে
উত্তরঃ- (a) পাতন প্রক্রিয়া ।
7. জল (স্ফুটনাঙ্ক =100⁰C) ও মিথানলের (স্ফুটনাঙ্ক =65⁰C) মিশ্রণ পৃথক করা হবে-
(a) আংশিক পাতন
(b) পরিস্রাবন
(c) ঊর্ধ্বপাতন
(d) কেলাসন
উত্তরঃ- (a) আংশিক পাতন।
8. প্রদত্ত কোন জোড়কে পৃথক করতে পৃথকীকরণ ফানেলে ব্যবহৃত হয়?
(a) জল ও সালফিউরিক অ্যাসিড
(b) জল ও কস্টিক পটাশ
(c) জল ও তুঁতের দ্রবণ
(d) জল ও কার্বন টেট্রাক্লোরাইড
উত্তরঃ- (d) জল ও কার্বন টেট্রাক্লোরাইড।
9. বেঞ্জিন ও টলুইনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যাবে-
(a) পরিস্রাবণ
(b) সেপারেটরি ফানেল
(c) আংশিক পাতন
(d) পাতন দ্বারা
উত্তরঃ- (c) আংশিক পাতন ।
10. আংশিক পাতনে লাগে-
(a) শীতক
(b) লিবিগ শীতক
(c) অংশকারী স্তম্ভ
(d) a ও b উভয়ই
উত্তরঃ- (d) a ও b উভয়ই।
11. প্রদত্ত কোন জোড়টিকে পৃথক করতে বিয়োজী ফানেল ব্যবহার করা হয়?
(a) জল ও সালফিউরিক অ্যাসিড
(b) জল ও সোডিয়াম ক্লোরাইড
(c) জল ও ইথাইল অ্যালকোহল
(d) জল ও কার্বন টেট্রাক্লোরাইড
উত্তরঃ- (d) জল ও কার্বন টেট্রাক্লোরাইড।
12. বায়ুর গ্যাসীয় উপাদান পৃথকীকরণে যে পদ্ধতি অবলম্বন করা হয় তা হলো-
(a) আংশিক পাতন
(b) ঊর্ধ্বপাতন
(c) পাতন
(d) স্টিম পাতন
উত্তরঃ- (a) আংশিক পাতন।
13. কোনটি অসমসত্ব মিশ্রণ নয় –
(a) পাথর
(b) ধোঁয়া
(c) সিমেন্ট
(d) বিশুদ্ধ বায়ু
উত্তরঃ- (a) পাথর
14. মিথানল ও জলের মিশ্রণ থেকে উপাদান গুলিকে পৃথক করা হয়-
(a) পাতন পদ্ধতিতে
(b) আংশিক পাতনের সাহায্যে
(c) বিয়োজী ফাইনালের সাহায্যে
(d) উর্ধ্বপাতন এর সাহায্যে
উত্তরঃ- (b) আংশিক পাতনের সাহায্যে।
[পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সিলেবাস | WBBSE Class 9 Physical Science Syllabus]
অতি সংক্ষিপ্ত উত্তর দাও (Class 9 physical science chapter 4)
1. রান্নার গ্যাসের উৎস কি?
উত্তরঃ- অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস।
2. ক্লোরোফর্ম ও জলের মিশ্রণকে বিয়োজী ফানালের সাহায্যে পৃথক করলে কোনটি ফানেলের মধ্যে পড়ে থাকবে?
উত্তরঃ- জল।
12. একাধিক তরলের মিশ্রণে স্ফুটনাঙ্কের পার্থক্য থাকলে_______দ্বারা পৃথক করা হয়।( শূন্যস্থান পূরণ করো)
উত্তরঃ- আংশিক পাতন।
13. কি ধরনের মিশ্রণ পৃথক করতে সেপারেটরি ফানেল ব্যবহার করা হয় উদাহরণ দাও
উত্তরঃ- পরস্পর মেশে না এমন দুটি অসম ঘনত্বের তরলের মিশ্রণ থেকে তরল দুটিকে সেপারেটরি ফানেলের সাহায্যে পৃথক করা যায়।
17. জল ও সরষের তেল কী দিয়ে পৃথক করা যায়?
উত্তরঃ- সেপারেটরি ফানেল।
18. আংশিক পাতন পদ্ধতির নীতি লেখ।
উত্তরঃ- আংশিক পাতন পদ্ধতিতে দুটি বা তার বেশি বিভিন্ন স্ফুটনাঙ্কের তরল পদার্থের সমসত্ব মিশ্রণকে বিভিন্ন উষ্ণতায় কয়েকবার পাতন ক্রিয়ার দ্বারা মিশ্রিত তরল পদার্থের উপাদানগুলিকে পৃথক করা হয়।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
