Class 9 physical science chapter 4

মিশ্রণের উপাদানের পৃথকীকরণঃ নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান | Class 9 physical science chapter 4

Last Updated on March 22, 2025 by Science Master

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় ” মিশ্রণের উপাদানের পৃথকীকরণ ” (Class 9 physical science chapter 4) থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করে দেওয়া হল। নবম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নউত্তর গুলি প্র্যাকিটিস করে নিতে পারো।

1. পেট্রোলিয়াম শোধনের সময় প্রধানত যে প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয় তা হল-

(a) কেলাসন

(b) সাধারণ পাতন

(c) আংশিক পাতন

(d) পরিস্রাবণ

উত্তরঃ- (c) আংশিক পাতন।

2. মিথানল ও জলের মিশ্রণ থেকে মিথানল ও জলকে পৃথক করা হয়-

(a) পাতন পদ্ধতিতে

(b) আংশিক পাতন পদ্ধতিতে

(c) সেপারেটরি ফানেলের সাহায্যে

(d) ঊর্ধ্বতনের সাহায্যে

উত্তরঃ- (b) আংশিক পাতন পদ্ধতিতে।

3. বেঞ্জিন (bp=80⁰C) এবং টলুইন (bp=110⁰C) মিশ্রণকে যে প্রক্রিয়ায় পৃথক করা যায় তা হল-

(a) পরিস্রাবণ

(b) সেপারেটরি ফানেলের সাহায্যে

(c) আংশিক পাতন

(d) পাতন

উত্তরঃ- (c) আংশিক পাতন ।

4. কালি ও জলের মিশ্রণ থেকে কীভাবে কালিকে পৃথক করবে?

(a) পাতন প্রক্রিয়া

(b) পরিস্রাবন প্রক্রিয়া

(c) আংশিক পাতন প্রক্রিয়া

(d) সেপারেটরি ফানেলের সাহায্যে

উত্তরঃ- (a) পাতন প্রক্রিয়া ।

7. জল (স্ফুটনাঙ্ক =100⁰C) ও মিথানলের (স্ফুটনাঙ্ক =65⁰C) মিশ্রণ পৃথক করা হবে-

(a) আংশিক পাতন

(b) পরিস্রাবন

(c) ঊর্ধ্বপাতন

(d) কেলাসন

উত্তরঃ- (a) আংশিক পাতন।

8. প্রদত্ত কোন জোড়কে পৃথক করতে পৃথকীকরণ ফানেলে ব্যবহৃত হয়?

(a) জল ও সালফিউরিক অ্যাসিড

(b) জল ও কস্টিক পটাশ

(c) জল ও তুঁতের দ্রবণ

(d) জল ও কার্বন টেট্রাক্লোরাইড

উত্তরঃ- (d) জল ও কার্বন টেট্রাক্লোরাইড।

9. বেঞ্জিন ও টলুইনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যাবে-

(a) পরিস্রাবণ

(b) সেপারেটরি ফানেল

(c) আংশিক পাতন

(d) পাতন দ্বারা

উত্তরঃ- (c) আংশিক পাতন ।

10. আংশিক পাতনে লাগে-

(a) শীতক

(b) লিবিগ শীতক

(c) অংশকারী স্তম্ভ

(d) a ও b উভয়ই

উত্তরঃ- (d) a ও b উভয়ই।

11. প্রদত্ত কোন জোড়টিকে পৃথক করতে বিয়োজী ফানেল ব্যবহার করা হয়?

(a) জল ও সালফিউরিক অ্যাসিড

(b) জল ও সোডিয়াম ক্লোরাইড

(c) জল ও ইথাইল অ্যালকোহল

(d) জল ও কার্বন টেট্রাক্লোরাইড

উত্তরঃ- (d) জল ও কার্বন টেট্রাক্লোরাইড।

12. বায়ুর গ্যাসীয় উপাদান পৃথকীকরণে যে পদ্ধতি অবলম্বন করা হয় তা হলো-

(a) আংশিক পাতন

(b) ঊর্ধ্বপাতন

(c) পাতন

(d) স্টিম পাতন

উত্তরঃ- (a) আংশিক পাতন।

13. কোনটি অসমসত্ব মিশ্রণ নয় –

(a) পাথর

(b) ধোঁয়া

(c) সিমেন্ট

(d) বিশুদ্ধ বায়ু

উত্তরঃ- (a) পাথর

14. মিথানল ও জলের মিশ্রণ থেকে উপাদান গুলিকে পৃথক করা হয়-

(a) পাতন পদ্ধতিতে

(b) আংশিক পাতনের সাহায্যে

(c) বিয়োজী ফাইনালের সাহায্যে

(d) উর্ধ্বপাতন এর সাহায্যে

উত্তরঃ- (b) আংশিক পাতনের সাহায্যে।

[পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সিলেবাস | WBBSE Class 9 Physical Science Syllabus]

1. রান্নার গ্যাসের উৎস কি?

উত্তরঃ- অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস।

2. ক্লোরোফর্ম ও জলের মিশ্রণকে বিয়োজী ফানালের সাহায্যে পৃথক করলে কোনটি ফানেলের মধ্যে পড়ে থাকবে?

উত্তরঃ- জল।

12. একাধিক তরলের মিশ্রণে স্ফুটনাঙ্কের পার্থক্য থাকলে_______দ্বারা পৃথক করা হয়।( শূন্যস্থান পূরণ করো)

উত্তরঃ- আংশিক পাতন।

13. কি ধরনের মিশ্রণ পৃথক করতে সেপারেটরি ফানেল ব্যবহার করা হয় উদাহরণ দাও

উত্তরঃ- পরস্পর মেশে না এমন দুটি অসম ঘনত্বের তরলের মিশ্রণ থেকে তরল দুটিকে সেপারেটরি ফানেলের সাহায্যে পৃথক করা যায়।

17. জল ও সরষের তেল কী দিয়ে পৃথক করা যায়?

উত্তরঃ- সেপারেটরি ফানেল।

18. আংশিক পাতন পদ্ধতির নীতি লেখ।

উত্তরঃ- আংশিক পাতন পদ্ধতিতে দুটি বা তার বেশি বিভিন্ন স্ফুটনাঙ্কের তরল পদার্থের সমসত্ব মিশ্রণকে বিভিন্ন উষ্ণতায় কয়েকবার পাতন ক্রিয়ার দ্বারা মিশ্রিত তরল পদার্থের উপাদানগুলিকে পৃথক করা হয়।

nath আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

google news
WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *