WB HS Exam Routine 2026 (Old Syllabus): আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পুরানো সিলেবাসের পরীক্ষার রুটিন। যে সমস্ত ছাত্রছাত্রী কোনো কারনে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি বা যারা ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে তাদের জন্য এই রুটিন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ এবং শেষ হচ্ছে ২৭ ফেব্রুয়ারি ২০২৬। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে এবং চলবে দুপুর ১ঃ১৫ পর্যন্ত । নীচে ২০২৬ উচ্চমাধ্যমিকের পুরানো সিলেবাসের পরীক্ষার রুটিন (West Bengal HS Exam Routine 2026 Old Syllabus) দেওয়া হল।
WB HS Exam Routine 2026 {Old Syllabus}
| তারিখ | তারিখ | বিষয় |
|---|---|---|
| ১২ ফেব্রুয়ারি ২০২৬ | বৃহস্পতিবার | প্রথম ভাষা |
| ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | শুক্রবার | দ্বিতীয় ভাষা |
| ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | মঙ্গলবার | ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি |
| ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বুধবার | বৃত্তিমূলক বিষয় |
| ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বৃহস্পতিবার | ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, এগ্রোনোমি, ইতিহাস |
| ২০ ফেব্রুয়ারি ২০২৬ | শুক্রবার | বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ |
| ২১ ফেব্রুয়ারি ২০২৬ | শনিবার | স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফেমিলি রিসোর্স ম্যানেজমেন্ট, |
| ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | সোমবার | কেমেস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক, ফ্রেঞ্চ |
| ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | মঙ্গলবার | ইকোনমিক্স, |
| ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বুধবার | কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভাইরনমেটাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস |
| ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | শুক্রবার | কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং, ফিলোজফি, সোশিওলজি |

Latest Posts:
- পরিবেশ বিজ্ঞান-ষষ্ঠ শ্রেণী সিলেবাস ও নম্বর বিভাজন | Class 6 Poribesh Bigyan Syllabus
- পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সিলেবাস | Class 5 Poribesh Bigyan Syllabus New
- মাধ্যমিক ২০২৬ জীবন বিজ্ঞান প্র্যাকটিস সেট | Madhyamik 2026 Life Science Practice set
- পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর সিলেবাস | West Bengal Board Class 9 Syllabus
- নবম শ্রেনীর ইংরেজী সিলেবাস | WBBSE Class 9 English Syllabus




