20211207 224554

মাধ্যমিক ভৌতবিজ্ঞান: চলতড়িৎ অধ্যায় | Electric Current Chapter Physical Science Class 10

Last Updated on July 6, 2024 by Science Master

চলতড়িৎ (Electric Current) অধ্যায়ের প্রশ্ম-উত্তর

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের ‘চল তড়িৎ (Electric Current)’ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ MCQ, SAQ এবং VSAQ প্রশ্ম ও তার উত্তর করে দেওয়া হল। যে সমস্ত ছাত্র ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুবই কাজে লাগবে। ‘চল তড়িৎ (Electric Current) ‘ অধ্যায়ের সমস্ত রকম সালের প্রশ্ম গুলিরও উত্তর সুন্দর ভাবে করে দেওয়া আছে। ছাত্র ছাত্রীরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সুবিধার জন্যেই ভৌত বিজ্ঞান বিষয়ের এই ‘চল তড়িৎ (Electric Current) ‘ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ, SAQ এবং VSAQ প্রশ্ম গুলির উত্তর করে দেওয়া হল।

 

সঠিক উত্তর নির্বাচন করোঃ (MCQs on Electric Current Chapter):

1. উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় –

(a) পরিবাহীর (b) অর্ধপরিবাহীর (c) অন্তরকের (d) অতি-পরিবাহীর । [MP-17]

উঃ- অর্ধপরিবাহীর ।

2. কোনটি রোধের একক –

(a) ভোল্ট (b) অ্যাম্পিয়ার (c) কুলম্ব (d) ওহম। [MP-18 ]

উঃ- ওহম।

3. প্রদত্ত রাশি গুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি –

(a) কুলম্ব .সেকেণ্ড (b) ভোল্ট. ওহম -1 (c) ভোল্ট. ওহম (d) ভোল্ট-1. ওহম [MP-17]

উঃ- ভোল্ট. ওহম -1

4. অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা 1 হলে, নীচের কোনটি সত্য ?

(a) V ∞ I (b) V ∞ I2 (c) V ∞ I -1 (d) V ∞ I-2 [MP-19]

উঃ- V ∞ I

5. তড়িৎচালক বল (V), কার্য (W), ও আধান (Q) এর মধ্যে সম্পর্কটি হল-

(a) Q=WV (b) Q=V/W (c) Q=V/W2 (d) Q=W/V [MP-19]

উঃ- Q=W/V

6. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে ?

(a) আর্থ লাইন (b) লাইভ লাইন (c) নিউট্রাল লাইন (d) লাইভ ও নিউট্রাল লাইন । [MP-18 ]

উঃ- লাইভ লাইন ।

7. ফিউজ তারের বৈশিষ্ট্য হল –

(a) রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ (b) রোধ নিন্ম, গলনাঙ্ক নিন্ম (c) রোধ নিন্ম, গলনাঙ্ক উচ্চ (d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিন্ম।

উঃ- রোধ উচ্চ, গলনাঙ্ক নিন্ম।

8. দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত । রোধ দুটি 100 Ω ও 200 Ω । এদের ক্ষমতার অনুপাত হবে- 

(a) 1:2    (b)  2:1   (c)  1:4   (d)   4:1 

উঃ- 2:1 

9. কুলম্ব =  

(a) ভোল্ট – অ্যাম্পিয়ার  (b) অ্যাম্পিয়ার/ওহম  (c) অ্যাম্পিয়ার/সেকেণ্ড  (d)  অ্যাম্পিয়ার/ সে.-1

উঃ- অ্যাম্পিয়ার/ সে.-1

10. তড়িৎ ক্ষমতা (P), বিভব প্রভেদ (V) এবং রোধ (R) এদের মধ্যে সম্পর্কটি হল – 

(a)PR2=V2  (b)  V=PR  (c) P= V2/R  (d) P=V2

উঃ- P= V2/R 

11. কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে রোধাঙ্ক হবে – 

(a) দ্বিগুণ   (b) চারগুন   (c)  অর্ধেক  (d) অপরিবর্তিত 

উঃ- অপরিবর্তিত । 

12. একটি পরিবাহীর প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ – 

(a) দ্বিগুণ হবে  (b) চারগুন হবে   (c)একই থাকবে (d) অর্ধেক হবে। 

উঃ- চারগুন হবে  । 

13. পরিবাহীর রোধ সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে– 

(a) দ্বিগুণ (b) চারগুন (c) ছয়গুণ (d) আটগুন। 

উঃ- চারগুন। 

14. তড়িৎ ক্ষমতার একক হল – 

(a) জুল (b) ওয়াট (c) ভোল্ট  (d) কুলম্ব । 

উঃ- ওয়াট। 

15. নিচের কোনটি ওহমের সুত্র মানে না

(a) রূপো (b)তামা  (c) অ্যালুমিনিয়াম  (d)  সিলিকন । 

উঃ- সিলিকন । 

16. কোনটি তড়িৎ শক্তির একক – 

(a) কিলোওয়াট  (b) কিলোওয়াট – ঘণ্টা  (c) ভোল্ট. অ্যাম্পিয়ার (d) ভোল্ট/অ্যাম্পিয়ার ।

উঃ- কিলোওয়াট – ঘণ্টা । 

17. একটি ইলেকট্রনের আধান হল- [MP-22]

(a) -3.2×10-19 C (b) -1.6×10-19 C (c) 1.6×10-19 C (d) 3.2×10-19 C

উঃ- -1.6×10-19 C

18. পরিবাহীর রোধ (R) ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H) ও প্রবাহমাত্রার (I) সম্পর্ক হল – [MP-22]

(a) H ∞ I (b) H ∞ 1/I2 (c) H ∞ I2 (d) H ∞ 1/I

উঃ- H ∞ I2

19. কোনও পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 C আধান প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহমাত্রা হল- [MP-22]

(a) 6 অ্যাম্পিয়ার b) 0.1 অ্যাম্পিয়ার (c) 24 অ্যাম্পিয়ার (d) 10 অ্যাম্পিয়ার

উঃ- 0.1 অ্যাম্পিয়ার।

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্মঃ (VSAQs on Electric Current Chapter)

1. কুলম্ব তড়িৎ আধানকে ভোল্ট বিভবপ্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে ? [MP-17]

উঃ- এক জুল।

2. উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়? [MP-18 ]

উঃ- উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কমে।

আরও দেখুন:  Class 10 English Syllabus 2024 New

3. একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। [MP-19]

উঃ- জার্মেনিয়াম।

4. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র তড়িৎক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত?

উঃ- 90o

5. একটি যন্ত্রের নাম লেখো, যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়।

উঃ- বৈদ্যুতিক মোটর।

6. ডায়ানামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরীত হয়?

উঃ- যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরীত করা হয়।

7. এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরীত হয় ?

উঃ- বৈদ্যুতিক মোটর।

8. গৃস্থলির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ? [MP-00]

উঃ- নিউট্রাল তার ও আর্থিং তার।

9. ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়

উঃ- শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। 

10. কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে প্রবাহিত তড়িদাধান 1200 কুলম্ব হবে

উঃ- 10 মিনিট। 

11. ওয়াটঘণ্টা কোন ভৌতরাশির একক

উঃ- তড়িৎ শক্তির একক। 

12. গৃহবর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র গুলি কোন সমবায়ে যুক্ত থাকে

উঃ- সমান্তরাল সমবায়ে। 

13. বার্লোচক্রের ঘূর্ণ্নের অভিমুখ কিভাবে বদলাবে

উঃ- তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যে যে কোনো উলটে দিলে ঘূর্ণ্নের অভিমুখ বদলাবে। 

14. একটি তারকে কেটে সমান দু টুকরো করা হল। তারটি উপাদানের রোধাঙ্কের কী পরিবর্তন হবে

উঃ- রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। 

15. বৈদ্যুতিক বর্তনীতে সুইচকে কোন সমবায়ে যুক্ত করা হয়

উঃ- শ্রেণী সমবায়ে । 

16. জেনারেটরের মূলনীতি কীসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে

উঃ- তড়িৎ – চুম্বকীয় আবেশ।  

17. রোধাঙ্কের SI একক কী

উঃ- ওহম. মিটার। 

18. দুটি 10 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যাঙ্করোধ কত হবে

উঃ- 5 ওহম। 

19. LED এর পুরো নাম লাখো। 

উঃ- Light Emitting Diode. 

20. নাইক্রোম তারের একটি ব্যবহার লেখো। 

উঃ- তাপ উৎপাদক যন্ত্র যেমন ইলেট্রিক ইস্ত্রি, হিটার ইত্যাদিতে ব্যবহার করা হয়। 

21. SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী ? [MP-22]

উঃ- কুলম্ব।

22. তড়িৎ পরিবাহীতার একক কী? [MP-22]

উঃ- অ্যাম্পিয়ার।

23. ফিউজ তারের উপাদান কী কী? [MP-22]

উঃ- টিন (25%) ও সীসা (75%)।

24. ‘ কিলোওয়াট- ঘণ্টা’ কোন ভৌত রাশির একক? [MP-22]

উঃ- তড়িৎ শক্তির একক।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্মঃ (SAQs on Electric Current Chapter)

আরও দেখুনঃ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন |

  1. রোধাঙ্কের সংজ্ঞা দাও।

উঃ- নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থ দ্বারা নির্মিত একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি পরিবাহীর রোধের মানকে ওই পদার্থের রোধাঙ্ক বলে।

2. তড়িৎ চালক বল বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো।

উঃ-

তড়িৎ চালক বল বিভব প্রভেদ
যে কারনে তড়িৎ শক্তি ব্যতিত অন্যান্য শক্তি
তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে তড়িৎ বর্তনীর কোনো অংশে তড়িৎ প্রবাহ চালনায় সক্ষম হয় তাকে তড়িৎ চালক বল বলে।
তড়িৎ বর্তনীর কোনো অংশে তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরীত হলে ওর দুই প্রান্তের তড়িৎ চাপের পার্থক্যকে বিভব প্রভেদ বলে।
তড়িৎ চালক বল হলো কারন।বিভব প্রভেদ তড়িৎ চালক বলের ফল।
তড়িৎ চালক বলের মান সর্বদাই বিভব প্রভেদের থেকে বেশি হয় (কেবল মুক্ত বর্তনীতে এই দুই মান সমান হয়)বিভব প্রভেদের মান সর্বদা তড়িৎ চালক বলের মান অপেক্ষা কম হয় ( কেবল মুক্ত বর্তনীতে এই দুই মান সমান হয় )
তড়িৎ চালক বল বর্তনীর রোধের ওপর নির্ভর করে না।বিভব প্রভেদ বর্তনীর রোধের ওপর নির্ভর করে ।
পোটেনসিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়।ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়।

3. r1 r2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল r1 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা r2 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার 6 গুন, r1 r2 এর অনুপাত নির্ণয় করো। [MP-19]

উঃ- প্রথম পরিবাহীর রোধ r1 , বিভব প্রভেদ V1, প্রবাহমাত্রা I1 এবং দ্বিতীয় পরিবাহীর রোধ r2 , বিভব প্রভেদ V2 , প্রবাহমাত্রা I2 হলে,

প্রথম পরিবাহীর ক্ষেত্রে, V1= I1 x r1

দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে, V2 = I2 x r2

দুটি রোধ একই বিভব প্রভেদের মধ্যে যুক্ত আছে তাই V1= V2 হবে,

আবার, r1 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা r2 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার 6 গুন তাই I1 = 6 x I2

V1 / V2 = 6 x r1/r2

1= 6 x r1/r2

1/6 = r1/r2

r1 : r2 = 1 : 6

4. একটি বৈদ্যুতিক বাতির গায়ে ‘ 220V-100W ‘ লেখা আছে, এর অর্থ কী ?

উঃ- একটি বাতির গায়ে ‘ 220V-100W ‘ লেখা থাকার অর্থ হল যে ওই বাতিটিকে 220V বিভব পার্থক্যে যুক্ত করলে সেটি 100 J/s হারে তড়িৎ শক্তি খরচ করে এবং তার উজ্জ্বলতা সর্বোচ্চ হয়।

5. ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। [MP-17]

আরও দেখুন:  মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

উঃ- ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা-

১. CFL বাতিতে তড়িৎ শক্তির বেশির ভাগটাই আলোক শক্তিতে পরিণত হয়।

২. ফিলামেন্ট না থাকায় কম পরিমান তড়িৎ শক্তি ব্যায় হয়।

6. তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 J তাপ উৎপন্ন হয়। প্রবাহমাত্রা 1A পরিবাহীর রোধ 20 ওহম হলে, কত সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছিল।

উঃ- পরিবাহীতে উৎপন্ন তাপ (H) = 800 জুল

প্রবাহমাত্রা ( I ) = 1 A

পরিবাহীর রোধ (R) = 20 ohm

সময় (t) = ?

আমরা জানি, H = I2.R.t

800 = (1)2 x 20x t

t = 800/20

t= 40 , অতএব, পরিবাহীতে 40 সেকেন্ড সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছিল।

7. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো।

উঃ- যদি কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যে তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু তার বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে।

8. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। [MP-17]

উঃ- তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র

১. কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, এই পরিবর্তন যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আবিষ্ট তড়িৎ চালক বল বর্তমান থাকে।

২. আবিষ্ট তড়িৎ চালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বকপ্রবাহের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক হয়।

9. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। [MP-18 ]

উঃ- একটি চুম্বক বা কুণ্ডলীকে গতিশীল করতে যে যান্ত্রিক কার্য করতে হয় সেটি হল কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক বলের উৎস। অর্থাৎ যান্ত্রিক শক্তি কুণ্ডলীতে তড়িতশক্তিতে

10. ওহমের সূত্রটি লেখো।

উঃ- উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ -প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব-পার্থ্যকের সমানুপাতিক।

11. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র গুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?

উঃ- বাড়ির সরবরাহ লাইনে 230V বিভব প্রভেদ এবং 50Hz কম্পাঙ্কের AC বিদ্যুৎ পাঠানো হয় এবং প্রত্যেক যন্ত্র এই মানের উপযুক্ত করে তৈরি করা হয়। সমান্তরালে লাগালে প্রত্যেক যন্ত্রে 230V , 50Hz মানের বিদ্যুৎ এসে পড়ে এবং যন্ত্র সঠিক ভাবে চলে। মেইন সুইচের পরে একটি বণ্টন বাক্স থাকে যা থেকে আলাদা আলাদা ফিউজের মাধ্যমে কয়েকটি লাইন টানা হয় এবং বাড়ির বিভিন্ন যন্ত্রাদি বিভিন্ন লাইনে লাগানো থাকে, এতে কোনো লাইনে বেশি লোড পড়ে না এবং অযথা ফিউজ তার গলে না।

12. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন?

উঃ- গৃহস্থলির বিদ্যুৎ লাইন ও ওই লাইনে যুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিকে শর্ট-সার্কিটের বিপদ থেকে রক্ষা করার জন্য গৃহস্থলি বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয়। কোনো কারনে কোনো বৈদ্যুতিক যন্ত্রে তড়িৎ প্রবাহের লিকেজ হলে অথবা, তড়িৎ বর্তনীতে হঠাৎ করে অতিরিক্ত পরিমান তড়িৎ প্রবাহ হলে তা আর্থিং এর মধ্য দিয়ে মাটিতে চলে যায় কারন পৃথিবীর বিভব শূন্য।

13. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।

উঃ- বামহস্তের বৃদ্ধাঙ্গুলি , মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।

14. 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। তুল্য রোধ কত হবে নির্ণয় করো। [MP-18 ]

উঃ- 10 ওহম রোধ বিশিষ্ট তারকে সমান দুভাগে ভাগ করলে প্রতিটি তারের রোধ হবে 5 ওহম করে।

রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে, তুল্য রোধ (R) হবে

1/R = (1/5 + 1/5)

R = 2.5 ohm

সমান্তরাল সমবায়টির 2.5 ওহম।

15. তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝায় ? একটি বাল্বের রেটিং লেখা আছে 220V-100W এর অর্থ কী ? [MP-00]

উঃ- কোনো বৈদ্যুতিক যন্ত্র সময়ের সাপেক্ষে যে হারে তড়িৎ শক্তি খরচ করে তাকে ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে।

তড়িৎ ক্ষমতা (P) = তাড়িতিক কৃতকার্য (W)/ সময় (t)

একটি বাতির গায়ে ‘ 220V-100W ‘ লেখা থাকার অর্থ হল যে ওই বাতিটিকে 220V বিভব পার্থক্যে যুক্ত করলে সেটি 100 J/s হারে তড়িৎ শক্তি খরচ করে এবং তার উজ্জ্বলতা সর্বোচ্চ হয়।

16. তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সুত্রগুলি লেখো। [MP-18 ]

উঃ- যে কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহমাত্রা, পরিবাহীর রোধ এবং প্রবাহের সময়ের ওপর নির্ভর করে। উৎপন্ন তাপ ওই বিষয় গুলির ওপর কীভাবে নির্ভর করে তা বিজ্ঞানী ‘জুল’ সুত্রের আকারে প্রকাশ করেন। সুত্রগুলি নিচে দেওয়া হল-

১. পরিবাহীতে উৎপন্ন তাপ (H) পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা (I) এর বর্গের সমানুপাতিক হয় যখন পরিবাহীর রোধ (R) এবং তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকে।

আরও দেখুন:  দশম শ্রেণীর গণিত সিলেবাস ২০২৪ | Class 10 Mathematics Syllabus

HI2 [ যখন R এবং t ধ্রুবক। ]

২. পরিবাহীতে উৎপন্ন তাপ (H) পরিবাহীর রোধ (R) সমানুপাতিক হয় যখন তড়িৎ প্রবাহমাত্রা (I) এবং তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকে।

HR [ যখন I এবং t ধ্রুবক। ]

৩. পরিবাহীতে উৎপন্ন তাপ (H) তড়িৎ প্রবাহের সময় (t) এর সমানুপাতিক হয় যখন তড়িৎ প্রবাহমাত্রা (I) এবং পরিবাহীর রোধ (R) অপরিবর্তিত থাকে।

H t [ যখন I এবং R ধ্রুবক। ]

17. 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘণ্টার জন্য যুক্ত করা হল। ব্যায়িত তড়িৎ শক্তির পরিমান BOT এককে নির্ণয় করো। [MP-17]

উঃ- রোধ, R=440 ohm , বিভব প্রভেদ, V=220

ক্ষমতা (P) =V2/R , বা, P= (220×220)/440 ওয়াট।

P= 110 ওয়াট।

অতএব, ব্যায়িত তড়িৎশক্তি = (110×10) ওয়াট-ঘণ্টা।

= 1100 ওয়াট-ঘণ্টা।

= (1100/1000) = 1.1 কিলোওয়াট-ঘণ্টা।

= 1.1 BOT

18. একটি বাড়িতে দুটি 60ওয়াট বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি পাখা গুলি দৈনিক 5 ঘণ্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে, এক মাসে কত খরচ হবে? [MP-18 ]

উঃ- দুটি বাতি ও পাখার মোট ক্ষমতা

= 2(60+80) ওয়াট।

= 280 ওয়াট।

প্রতিদিন 5 ঘণ্টা করে চললে, এক মাসে চলে 5×30 = 150 ঘণ্টা।

অতএব, ব্যায়িত ইউনিট = (280×150)/1000 কিলোওয়াট -ঘণ্টা।

= 42 কিলোওয়াট -ঘণ্টা।

=42 BOT

অতএব, এক মাসে খরচ হবে = (4×42) = 168 টাকা .

19. তড়িৎ চালক বল বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃস্য একটি বৈশাদৃশ্য উল্লেখ করো। [MP-00]

উঃ- সাদৃশ্যঃ তড়িৎ চালক বল ও বিভব প্রভেদ উভয়েরই SI একক ভোল্ট।

বৈসাদৃশ্যঃ– তড়িতচালক বল বর্তনীর রোধের ওপর নির্ভর করে না। কিন্তু বিভব প্রভেদ বর্তনীর রোধের ওপর নির্ভর করে ।

20. একমুখী তড়িৎপ্রবাহ (AC) পরিবর্তী তড়িৎপ্রবাহ (DC) কাকে বলে ?

একমুখী তড়িৎপ্রবাহ (AC) যদি একটি পরিবাহীতে তড়িৎপ্রবাহের অভিমুখ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তাহলে সেই তড়িৎপ্রবাহকে একমুখী তড়িৎপ্রবাহ বলে।

পরিবর্তী তড়িৎপ্রবাহ (DC)ঃ- যদি একটি পরিবাহীতে তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পূর্বের বিপরীত হয় এবং তড়িৎপ্রবাহের মান নির্দিষ্ট হারে পরিবর্তিত হয় তাহলে সেই তড়িৎপ্রবাহকে পরিবর্তী তড়িৎপ্রবাহ বলে।

21. মুক্ত বর্তনীতে তড়িৎ- কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। [MP-22]

উঃ- মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোশের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে, তাকে ওই কোশের তড়িৎ চালক বল বলে। অথবা,

মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোশের ভেতরে একক ধনাত্মক আধানকে নিন্ম বিভবের পাত থেকে উচ্চ বিভবের পাতে নিয়ে যেতে যে পরিমান কার্য করতে হয়, তাকে ওই কোশের তড়িৎ চালক বল বলে। তড়িৎ চালক বলের SI একক বা ব্যবহারিক একক হল ভোল্ট।

22. ‘240V-60W’ ও ‘240V-100W’ রেটিং এর দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণিকে সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বল ভাবে জ্বলবে? [MP-22]

উঃ- 240 V-60 W বৈদ্যুতিক বাতির রোধ,

R_1=\frac{V^2}{P}\\বা,\; R_1=\frac{(240)^2}{60}\\বা,\; R_1=960\; ohm

এবং 240 V-100 W বৈদ্যুতিক বাতির রোধ,

R_2=\frac{V^2}{P}\\বা,\; R_2=\frac{(240)^2}{100}\\বা,\; R_2=576 \; ohm

যেহেতু দুটি বাতি শ্রেণি সমবায়ে যুক্ত আছে তাই উভয়ের প্রবাহমাত্রা সমান। 60 W বাতির রোধ কম এবং 100 W বাতির রোধ বেশি। সুতরাং, P=I2R সূত্রানুসারে, প্রথম অর্থাৎ 60 W বাতি বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে।

23. 5 ওহম আভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট একটি তড়িৎ- কোশকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হল। কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো। [MP-22]

উঃ- কোশের তড়িৎ চালক বল (E) = 2 V, আভ্যন্তরীণ রোধ (r)= 5 ohm, এবং বর্তনীর রোধ (R)= 15 ohm

তড়িৎ প্রবাহমাত্রা = I হলে,

I=\frac{E}{R+r}\\বা,\; I=\frac{2}{15+5}=0.1 \;A 

অতএব, কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ হবে,V = IR

বা, V= (0.1 x 15) = 1.5 V

24. ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরীত হয়? গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় কেন? [MP-22]

উঃ- ◪ ইলেকট্রিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

◪ 11 নং প্রশ্মের উত্তর দেখো।

25. ওহম এর সূত্রটি বিবৃত করো। কোনও পরিবাহীর দুই প্রান্তে 10V বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1A তড়িৎ প্রবাহমাত্রা হয়। পরিবাহীর রোধ নির্ণয় করো। [MP-22]

উঃ- ◪ নং প্রশ্মের উত্তর দেখো।

◪ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ (V) = 10 V এবং প্রবাহমাত্রা (I) = 0.1 A

পরিবাহীর রোধ = R হলে,

ওহমের সূত্রানুযায়ী, V = I.R, R=(V/I)=(10/0.1)= 100 Volt

26. ওহম ও ওহম রোধ বিশিষ্ট দুটি পরিবাহী তার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে? [MP-22]

উঃ-

ধরি, \;R_1= 6 \;ohm \;এবং \;R_2=4\;ohm\\আমরা\; জানি, \;\frac{1}{R}=\frac{1}{R_1}+\frac{1}{R_2}\\অতএব,\; R=\frac{R_1\times R_2}{R1+R_2}\\\therefore R= \frac{6\times 4}{6+4}=2.4\;ohm

অতএব, সমবায়টির তুল্য রোধ হবে 2.4 ওহম।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top