গ্রুপ-১৭ মৌলসমূহ (Group-17 Elements)
Group-17 Elements MCQ: দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রসায়ন বিষয়ের p-ব্লক মৌলসমূহ অধ্যায়ের (Group-15, Group-16, Group-17 Elements) থেকে সমস্ত গ্রুপের MCQ প্রশ্ম-উত্তর দেওয়া হলো। দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্র-ছাত্রী Semester-3 পরীক্ষা দেবে তারা তাদের রসায়ন বিষয়ের প্রস্তুতির জন্য এই প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো। নীচে Group-17 Elements এর প্রশ্ম-উত্তর সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর দেওয়া হলো। তাছাড়াও Group-15 ও Group-16 এর MCQ প্রশ্ম-উত্তরের লিঙ্ক দেওয়া আছে।
(1) প্রদত্ত বিক্রিয়াটি কোন্ ধরনের বিক্রিয়া?
4CIO3– (জলীয়) → 3CIO4– (জলীয়) + CI– (জলীয়)
(a) জারণ বিক্রিয়া (b) বিজারণ বিক্রিয়া (c) অসমঞ্জস বিক্রিয়া (d) বিয়োজন বিক্রিয়া।
Ans➯ C
(2) HBr-এর জলীয় দ্রবণ থেকে ব্রোমিন নির্গত করার জন্য নীচের কোনটি প্রয়োজন?
(a) Cl2 (b) N2 (c) CO2 (d) I2
Ans➯ a
(3) ফ্লুওরিন জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে-
(a) HF এবং O2 (b) HF এবং OF2
(c) HF এবং O3 (d) HF, O2 এবং O3
Ans➯ d
(4) নীচের কোন্ আয়নটি ছদ্ম হ্যালোজেন নয়?
(a) CNO (b) RCOO– (c) OCN– (d) SCN–
Ans➯ b
(5) নিম্নলিখিত কোনটি শক্তিশালী অ্যাসিড?
(a) HF (b) HCI (c) HBr (d) HI
Ans➯ d
(6) হ্যালোজেন হাইড্রাসিডগুলির মধ্যে সবচেয়ে মৃদু হল-
(a) HCI (b) HF (c) HI (d) HBr
Ans➯ b
(7) নীচের যৌগগুলির মধ্যে কোন্ট্রিতে বন্ধনশক্তি সর্বাধিক?
(a) F2 (b) Cl2 (c) I2 (d) Br2
Ans➯ b
(৪) সুপার হ্যালোজেন মৌল হল-
(a) Cl (b) Br (c) I (d) F
Ans➯ d
(9) জারণ ক্রিয়া বৃদ্ধির সঠিক ক্রমটি হল-
(a) Cl < Br < I < F
(b) Cl < I < Br < F
(c) I < F < CI < Br
(d) I < Br < Cl < F
Ans➯ d
(10) কোনটি সবচেয়ে শক্তিশালী জারক দ্রব্য?
(a) Br2 (b) I2 (c) Cl2 (d) F2
Ans➯ d
(11) নীচের কোন্ হ্যালোজেন পরমাণুর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি?
(a) F (b) Cl (c) Br (d) I
Ans➯ b
(12) ক্লোরাইড লবণে ঘন H₂SO₄ যোগ করলে সাদা ধোঁয়া নির্গত হয় কিন্তু আয়োডাইড লবণের ক্ষেত্রে, বেগুনি ধোঁয়া নির্গত হয় কেন?
(a) H₂SO₄ দ্বারা HI বিজারিত হয়ে I₂ উৎপন্ন করে
(b) HI-এর বর্ণ বেগুনি
(c) HI জারিত হয়ে I₂ উৎপন্ন করে
(d) HI পরিবর্তিত হয়ে HIO2, উৎপন্ন করে।
Ans➯ c
(13) সর্বনিম্ন উদ্দ্বায়ী হাইড্রোজেন হ্যালাইডটি হল?
(a) HF (b) HCI (c) HBr (d) HI
Ans➯ a
(14) কোনটি লেড অ্যাসিটেটের সঙ্গে বিক্রিয়ায় অধঃক্ষেপ সৃষ্টি করে না?
(a) HF (b) HCI (c) HBr (d) HI
Ans➯ a
(15) দাঁতের ক্ষয় নিবারণ করতে কোন্ আয়নটি ব্যবহৃত হয়?
(a) Cl (b) Br (c) F (d) I
Ans➯ c
আরও দেখুনঃ গ্রুপ-১৬ মৌলসমূহ MCQ দ্বাদশ শ্রেণী- রসায়ন (Sem-III) | Group-16 Elements MCQ Class 12 Chemistry
(16) সর্বাধিক বিরঞ্জন ক্ষমতাসম্পন্ন হ্যালোজেনটি হল-
(a) F2 (b) Cl2 (c) Br2 (d) I2
Ans➯ b
(17) HF, HCI, HI, HBr-এর বিজারণ ধর্মের সঠিক ক্রম হল-
(a) HF < HCI < HI < HBr
(b) HF < HCI < HBr < HI
(c) HCI < HF < HBr < HI
(d) HF > HCI > HI > HBr
Ans➯ b
(18) সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হ্যালোজেন অ্যাসিডটি হল- (a) HF (b) HCl (c) HBr (d) HI
Ans➯ a
(19) নিম্নলিখিত কোন্ হ্যালোজেন মৌলটি তেজস্ক্রিয়?
(a) অ্যাস্টাটিন (b) আয়োডিন (c) ক্লোরিন (d) ব্রোমিন।
Ans➯ a
(20) কোন্ হ্যালোজেনটি সাধারণ উন্নতায় কঠিন? (a) F (b) Cl (c) Br (d) I
Ans➯ d
(21) কোন্ হ্যালোজেন + 7 জারণ অবস্থা প্রদর্শন করে না?
(a) ফুওরিন (b) ব্রোমিন (c) ক্লোরিন (d) আয়োডিন।
Ans➯ a
(22) নীচের কোনটি সবচেয়ে বেশি সক্রিয়?
(a) Br2 (b) I2 (c) ICI (d) Cl2
Ans➯ c
(23) N-এর কোন্ হ্যালাইডটি আর্দ্রবিশ্লেষিত হয় না?
(a) NCl3 (b) NF3 (c) NI3 (d) NBr3
Ans➯ b
(24) AgNO3 যুক্ত করলে নিম্নের কোন্ অ্যাসিডটির AgX (X = CI, Br, I, F)-এর অধঃক্ষেপ পড়বে না?
(a) HCI (b) HF (c) HBr (d) HI
Ans➯ b
(25) নিম্নলিখিত কোন্ ধাতব হ্যালাইডটির বন্ধন সর্বাধিক সমযোজী প্রকৃতির?
(a) AlF3 (b) AlCl3 (c) AlBr3 (d) All3
Ans➯ d
(26) নীচের কোন্ যৌগটি হিমায়করূপে ব্যবহৃত হয়?
(a) CCl2F2 (b) CCl4 (c) CoCl2 (d) CF4
Ans➯ a
(27) নিম্নলিখিত কোন্ হ্যালাইডটির নিউক্লিও ফিলিসিটি সর্বাধিক? (a) I (b) Br (c) Cl (d) F
Ans➯ a
(28) এচিং অব্ গ্লাস (etching of glass)-এর জন্য দায়ী হ্যালোজেন অ্যাসিডটি হল- (a) HF (b) HCl (c) HBr (d) HI
Ans➯ a
(29) ফ্লোরিন দ্বারা বাইসালফেট আয়নের জারণে উৎপন্ন হয়- (a) S2O (b) SO3 (c) S4O (d) S2O3
Ans➯ a
(30) BCl3, BBr3, BF3, BI3-এর লুইস অম্লধর্মিতার ক্রম-
(a) BI3 > BBr3 > BCl3 > BF3
(b) BBr3 > BI3 > BCl3 > BF3
(c) BF3 > BCl3 > BBr3 > BI3
(d) BF3 > BI3 > BCl3 > BBr3
Ans➯ a
আরও দেখুনঃ গ্রুপ-১৫ মৌলসমূহ MCQ-দ্বাদশ শ্রেণীর রসায়ন | Group-15 Elements Class 12 Chemistry Chapter 2 MCQ
(31) যে ফ্লোরিন যৌগটির ফ্লোরাইড টুথপেস্টে ব্যবহৃত হয় সেটি হল-
(a) সোডিয়াম হেক্সাফ্লোরাইড (b) ম্যাগনেশিয়াম ফ্লোরাইড (c) সোডিয়াম মনোফ্লোরোফসফেট (d) কোনোটিই নয়।
Ans➯ c
(32) I2 + I– → I3– বিক্রিয়ায় কোনটি লুইস ক্ষারক? (a) I2 (b) I (c) I3 (d) কোনোটিই নয়।
Ans➯ b
(33) 2NaOH + Cl₂ → NaCl + NaOCl + H₂O বিক্রিয়াটি হল-
(a) disproportionation বিক্রিয়া (b) comproportionation বিক্রিয়া (c) অ্যাসিড-ক্ষার বিক্রিয়া (d) কোনোটিই নয়
Ans➯ a
(34) ইউক্লোরিন নীচের কোন্ দুটির মিশ্রণ?
(a) CIO₂ এবং Cl₂ (c) Cl₂ এবং CO2 (b) Cl₂ এবং NH3 (d) Cl₂ এবং CO
Ans➯ a
(35) নিম্নলিখিত কোনটি দ্বারা ক্লোরিন গ্যাস শুষ্ক করা হয়?
(a) গাঢ় H2SO4 (b) গাঢ় HCI (c) গাঢ় HNO3 (d) গাঢ় NaOH
Ans➯ a
(36) CIO3– আয়নটির গঠন-
(a) চতুস্তলকীয় (b) ত্রিভুজাকার দ্বি-পিরামিডীয় (c) পঞ্চভুজাকার দ্বি-পিরামিডীয় (d) অষ্টতলকীয়।
Ans➯ a
(37) ক্লোরিনের বিরঞ্জন ক্ষমতা প্রকাশ পায়-
(a) সূর্যালোকে (b) শুষ্ক বায়ুতে (c) জলীয় বাষ্পতে (d) অন্ধকারে।
Ans➯ c
(38) ক্লোরিনের কোন্ অক্সাইড প্যারাম্যাগনেটিক?
(a) Cl2O (b) CIO2 (c) Cl2O4 (d) এদের সবকটি।
Ans➯ b
(39) Cl2 লঘু ও ঠান্ডা NaOH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে দেয়-
(a) Cl– + ClO– (b) Cl– + ClO2– (c) Cl– + ClO3– (d) Cl– + ClO4–
Ans➯ a
(40) যদি Cl2 গ্যাস গাঢ় ও উত্তপ্ত জলীয় NaOH-এর মধ্যে দিয়ে পাঠান হয়, উৎপন্ন পদার্থে ক্লোরিনের বিভিন্ন জারণস্তরগুলি হল-
(a) -1 এবং + 1 (b) – 1 এবং + 5 (c) + 1 এবং +5 (d) – 1 এবং + 3
Ans➯ b
(41) NH3 অতিরিক্ত Cl2 এর সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে-
(a) NH4Cl (b) N2 (c) NCl3 (d) NCl3+HCl
Ans➯ c
(42) ক্লোরিনের অক্সিঅ্যাসিডগুলির জারণ ক্ষমতা অনুযায়ী সঠিক ক্রমটি হল-
(a) HCIO4 > HCIO3 > HCIO2 > HCIO
(b) HCIO > HCIO2 > HCIO3 > HCIO4
(c) HCIO3 > HCIO > HCIO2 > HCIO4
(d) HCIO2 > HCIO3 > HCIO > HCIO4
Ans➯ b
(43) ক্রমহ্রাসমান অ্যাসিড ক্ষমতা অনুসারে নীচের অ্যাসিডগুলি সাজাও: CIOH (I), BrOH (II), IOH (III)
(a) I > II > III (b) II >II > III
(c) III > II > I (d) I > III > II
Ans➯ a
(44) ক্লোরিনের অক্সোঅ্যাসিডগুলির মধ্যে সর্বাপেক্ষা স্থিতিশীল হল-
(a) CIO2 (b) ClO– (c) CIO4– (d) ClO3–
Ans➯ c
(45) আয়োডিন নীচের কোনটিতে জল অপেক্ষা অধিক দ্রাব্য?
(a) KI (b) I– (c) HI (d) সবগুলিতেই।
Ans➯ a
(46) আয়োডিনের সঙ্গে গাঢ় HNO3-এর বিক্রিয়ায় উৎপন্ন হয়- (a) HI (b) HIO3 (c) HOIO2 (d) HOI
Ans➯ b
(47) নিম্নলিখিত কোনটির সঙ্গে I2 এর বিক্রিয়ায় আয়োডিনের বাদামি বর্ণ বর্ণহীন হয়ে যায়?
(a) H2O2 (b) Na2S2O3 (c) Na2SO4 d) Na2S
Ans➯ b
(48) টিংচার অফ আয়োডিন হল-
(a) I2 এর অ্যালকোহলীয় দ্রবণ (b) KI-এর জলীয় দ্রবণ (c) I2 এর জলীয় দ্রবণ (d) I2 + KI এর অ্যালকোহলীয় দ্রবণ।
Ans➯ d
(49) কোন্ হ্যালোজেনের অভাবে গলগন্ড রোগ হয়?
(a) F2 (b) Cl2 (c) Br2 (d) I2
Ans➯ d
(50) I2 এর ‘জারণ অবস্থা’ বৃদ্ধির সঠিক ক্রমটি হল-
(a) HI < I2 < ICl < HIO4 (b) I2 < HI < ICl < HIO4
(c) ICI < HI < I2 < HIO4 (2) HIO4 > ICI < I2 < HI
Ans➯ a
(51) নীচের কোন্ যৌগটি সম্ভব নয়?
(a) IF7 (b) ICl5 (c) BrF2 (d) CIF
Ans- cAns➯Ans- c
(52) IF7 যৌগটির গঠন-
(a) অষ্টতলাকৃতি (b) বর্গপিরামিডীয় (c) পঞ্চকোণীয় দ্বি-পিরামিডীয় (d) ত্রিকোণীয় দ্বি-পিরামিডীয়।
Ans➯ c
(53) ICI3 যৌগে আয়োডিনের সংকরায়িত অবস্থা-
(a) sp3 (b) sp2 (c) sp3d (d) sp3d2
Ans➯ c
(54) ক্ষারীয় মাধ্যমে I–, MnO4 দ্বারা জারিত হয়ে কীসে পরিণত হয়?
(a) I2 (b) IO– (c) I3– (d) IO3–
Ans➯ d
(55) নীচের কোন্ যৌগটির আকৃতি ‘T’ বিশিষ্ট?
(a) IBr3 (b) ICl2 (c) ICI (d) ICl5
Ans➯ a
(56) নীচের কোন্ যৌগটির আকৃতি সরলরৈখিক?
(a) IF7 (b) ICI (c) CIF5 (d) IF3
Ans➯ b
(57) নীচের কোনটি হ্যালোজেন / হ্যালাইড সদৃশ?
(a) ICI (b) IF5 (c) CN– (d) I3–
Ans➯ c
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি (নবম অধ্যায়)-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 9
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর
- s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন
- WB NMMSE Scholarship 2025 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস