p-Block Elements MCQ (Gr-13, Gr-14)
একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের প্রথম সেমিস্টারের p-Block Elements MCQ (Group-13, Group-14) অধ্যায় থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ম উত্তর করা হল। একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা তাদের প্রথম সেমিস্টারের রসায়ন বিষয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তরগুলি দেখে নিতে পারো। Group-13 এবং Group-14 উভয় অংশ থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তর দেওয়া হয়েছে। নিচে p-ব্লক মৌলসমূহ (p-Block Elements MCQ) প্রশ্ম উত্তর গুলি দেওয়া আছে।
p-Block Elements MCQ (Gr-13, Gr-14) Class 11
(1) অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহৃত রাসায়নিক পদার্থ।-
(a) CaCO3 (b) NaHCO3 (c) Na2CO3 (d) K2CO3
Ans:- (c) Na2CO3
(2) কোনটি অজৈব গ্রাফাইট নামে পরিচিত?
(a) ভূসোকালি (b) বোরন নাইট্রাইড (c) সিলিকন কার্বাইড (d) গ্রাফিন।
Ans:- (b) বোরন নাইট্রাইড।
(3) কোন যৌগটি অজৈব বেঞ্জিন (Inorganic Benzene) নামে পরিচিত-
(a) বোরন নাইট্রাইড (b) বোরন হাইড্রাইড (c) বোরাজোল (d) সোডিয়াম পাইরোবোরেট।
Ans:- (c) বোরাজোল।
(4) ব্যানানা বন্ডে (Banana Bond) ইলেকট্রনের অবস্থান-
(a) 2C-2e (b) 3C-2e (c) 1C-2e (d) 4C-2e
Ans:- (b) 3C-2e
(5) CO , NO ভাই বিষাক্ত গ্যাস। কারণ-
(a) উভয়ই বিজারক দ্রব্য (b) উভয়ই হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন ভেঙে দেয় (c) সাইটোক্রোম- কার্বন নামক বায়োমিলকুলকে অসক্ত করে দেয় (d) নায়বিক স্পন্দন নিয়ন্ত্রণ করে।
Ans:- (b) উভয়ই হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন ভেঙে দেয়
(6) নিচের কোনটি সর্বাধিক লুইস অ্যাসিড চরিত্র বিশিষ্ট? (a) BF3 (b) BCl3 (c) BBr3 (d) BI3
Ans:- (d) BI3
(7) ধাতুর ঝালাই এর কাজে কোনটি ব্যবহার করা হয়?
(a) ডাইবোরেন (b) মেটাবরিক অ্যাসিড (c) বোরাক্স (d) সোডিয়াম কার্বনেট।
Ans:- (c) বোরাক্স
(8) কোনটি উভধর্মী অক্সাইড –
(a) SiO2 (b) SnO2 (c) CaO (d) CO2
Ans:- (b) SnO2
(9) আগুন নেভানোর সময় CO2 ব্যবহার করলেও নীচের কোন মৌলের উপস্থিতিতে আগুন নেভানো অসম্ভব –
(a) Na (b) Al (c) Mg (d) Sn
Ans:- (c) Mg
(10) সবচেয়ে কঠিন বস্তু হল-
(a) SiO2 (b) হীরক (c) B4C (d) SiC
Ans:- (c) B4C
আরও দেখুনঃ s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন (Semester-I)
(11) B2H6 এর সেতু বন্ধনে কতগুলি ইলেকট্রন আছে?
(a) 6 (b) 4 (c) 2 (d) 8
Ans:- (b) 4
(12) অজৈব বেঞ্জিন (Inorganic Benzene) কাকে বোঝায়?
(a) বোরাক্স (b) বোরাজিন (c) বোরন নাইট্রাইড (d) বোরোলিন।
Ans:- (b) বোরাজিন
(13) নীচের কোন ধাতুর পাত্রে গাঢ় HNO3 রাখা হয়-
(a) অ্যালুমিনিয়াম (b) জিঙ্ক (c) টিন (d) কপার
Ans:- (a) অ্যালুমিনিয়াম
(14) কোল গ্যাসে (Coal Gas) উপস্থিত থাকে-
(a) CH4, C2H6 (b) CH4, H2 (c) CO+H2 (d) CO2
Ans:- (b) CH4, H2
(15) কার্বনের রূপভেদ গুলির মধ্যে কোনটি কেলাসাকার সিলিকনের সঙ্গে সমাকৃতি সম্পন্ন ?
(a) C-60 (b) গ্রাফাইট (c) কোক (d) হীরক
Ans:- (d) হীরক
(16) বোরনের কোন যৌগটি সিগমা- বন্ধন গঠনের সঙ্গে সঙ্গে পাই- বন্ধনও গঠন করে –
(a) BF3 (b) BH3 (c) BF4– (d) B2H6
Ans:- (c) BF4–
(17) কোনটির সঙ্গে Al এর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত হয় না –
(a) ফুটন্ত জল (b) উষ্ণ গাঢ় NaOH (c) গাঢ় HCl (d) গাঢ় H2SO4
Ans:- (d) গাঢ় H2SO4
(18) নীচের কোন মৌলটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে?
(a) Ga (b) Si (c) B (d) Al
Ans:- (d) Al
(19) আর্দ্র বাতাসে AlCl3 ধূমায়িত হয়, কারন-
(a) AlCl3 সমযোজী যৌগ (b)AlCl3 উদবায়ী (c) AlCl3 জলাকর্ষী (d) আর্দ্র পরিবেশে HCl তৈরি করে
Ans:- (c) AlCl3 জলাকর্ষী
(20) গ্রুপ-14 মৌলসমূহের মধ্যে কোনটির ক্যাটিনেশন ধর্ম দেখানোর প্রবণতা সবথেকে বেশি?
(a) জার্মেনিয়াম (b) লেড (c) কার্বন (d) সিলিকন
Ans:- (c) কার্বন
আরও দেখুনঃ রাসায়নিক বন্ধন- MCQ একাদশ শ্রেণী Semester- I | Chemical Bonding Chemistry Class 11 Chapter 4 MCQ
(21) গ্রাফাইট এবং হীরকের গঠনে কার্বন পরমাণুর সংকরায়ণ হল-
(a) sp3, sp2 (b) sp3, sp3 (c) sp2, sp3 (d) sp2, sp2
Ans:- (c) sp2, sp3
(22) অজৈব বেঞ্জিন রূপে পরিচিত –
(a) B2H6 (b) B3N3H6 (c) B6H6 (d) NaBH4
Ans:- (b) B3N3H6
(23) Group -13 এর কোন মৌলটি স্বাভাবিক তাপমাত্রায় তরল-
(a) B (b) Al (c) Ga (d) Ti
Ans:- (c) Ga
(24) টিনক্যাল (Tincal) কী?
(a) অ্যালাম (b) বোরিক অ্যাসিড (c) বোরাক্স (d) অ্যালুমিনিয়াম
Ans:- (c) বোরাক্স
(25) গাঢ় HNO3 এ Al নিস্ক্রিয় হয়ে যায়। কারন-
(a) Al2O3 (b) AlN (c) Al4C3 (d) Al2S3
Ans:- (a) Al2O3
(26) কোনটিকে অ্যান্টিসেপটিক (Antiseptic) হিসেবে পাউডারে ব্যবহার করা হয়-
(a) ডাইবোরেন (b) বোরাক্স (c) বোরিক অ্যাসিড (d) সোডিয়াম কার্বনেট।
Ans:- (c) বোরিক অ্যাসিড।
(27) B2H6 এ B এর হাইব্রিডাইজেশন (Hybridization) কী?
(a) sp (b) sp² (c) sp³ (d) dsp²
Ans:- (c) sp³
(28) কোনটি প্রোডিউসার গ্যাস-
(a) CO + H2 (b) CO + N2 (c) C2H2 + O2 (d) C3H8 + C4H10
Ans:- (b) CO + N2
(29) অর্ধপরিবাহী শিল্পে ব্যবহৃত হয়-
(a) ফুলারিন কার্বন (b) Si (c) Al (d) Sb
Ans:- (b) Si
(30) LPG এর প্রধান উপাদান কি?
(a) মিথেন (b) প্রোপেন (c) বিউটেন (d) প্রোপেন ও বিউটেন
Ans:- (d) প্রোপেন ও বিউটেন
(31) ফরমিক অ্যাসিডের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় উৎপন্ন হয়-
(a) CO (b) CO2 (c) C3O2 (d) CH3COOH
Ans:- (a) CO
(32) সবচেয়ে কঠিন বস্তু – (a) SiO2 (b) হীরক (c) B4C (d) SiC
Ans:- (c) B4C
(33) বোরাক্স বীড পরীক্ষায় ধাতব অক্সাইড কোন যৌগের সঙ্গে বিক্রিয়া করে মেটাবোরেট উৎপন্ন করে?
(a) NaBO2 (b) B2O3 (c) Na2B4O7 (d) Na3BO3
Ans:- (b) B2O3
(34) কার্বনের সবচেয়ে সক্রিয় রূপভেদ কোনটি-
(a) চারকোল (b) গ্রাফাইট (c) হীরক (d) কোক
Ans:- (a) চারকোল
(35) বায়ুর অনুপস্থিতিতে হীরককে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়-
(a) গ্যাস কার্বন (b) কোক (c) গ্রাফাইট (d) ফুলারিন
Ans:- (c) গ্রাফাইট
(36) (a) (b) (c) (d)
Ans:-
(37) (a) (b) (c) (d)
Ans:-
(38) (a) (b) (c) (d)
Ans:-
(39) (a) (b) (c) (d)
Ans:-
(40) (a) (b) (c) (d)
Ans:-
(41) (a) (b) (c) (d)
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর
- s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন
- WB NMMSE Scholarship 2025 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস
- VSO-2025 Layer-2 Admit Card | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫