Taruner Swapna 2025

Taruner Swapna 2025 | তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্র-ছাত্রীরা পাবে 10000 টাকা। দেখে নিন কি কি তথ্য লাগবে?

Blinking Buttons WhatsApp Telegram

Taruner Swapna 2025: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ” তরুণের স্বপ্ন প্রকল্পের (Taruner Swapna Scheme) “ আবেদন শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পাশ করে একাদশে নিতে পারতো তারা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন ১০ হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক একাউন্টে পাবে। এর জন্য কি কি তথ্য বা ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna 2025)

পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা এক প্রকল্প তরুণের স্বপ্ন (Taruner Swapna 2025)। এই প্রকল্পে একাদশ শ্রেণীতে পাঠাও তো ছাত্রছাত্রীরা তাদের ডিজিটাল মাধ্যমে পড়াশোনার জন্য ট্যাব (Tablet)বা স্মার্টফোন (Smart phone) কেনার জন্য এককালীন ১০ হাজার টাকা আর্থিক সাহায্য পাবে।

আরও দেখুন:  {pdf} মাধ্যমিক প্রশ্মপত্র ২০২৫ | WB Madhyamik Question Paper 2025 Download
Scheme Name তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme)
State West Bengal
Eligibility Madhyamik Pass and Studying in Class 11
Scheme Amount10000/-
Official Websitehttps://banglarshiksha.gov.in/

Taruner Swapna 2025: কিভাবে আবেদন করা যাবে?

ত্বরণের স্বপ্ন প্রকল্পের জন্য নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এর কাছে আবেদন করতে হবে। এর জন্য মূলত দুটি ফর্ম একটি হল Annexure- F এবং আরেকটি Self Declaration ফর্ম পূরণ করতে হবে। এই দুটি ফার্ম নিজে নিজে বিদ্যালয় থেকেই পাওয়া যাবে। ফর্ম দুটি সঠিকভাবে পূরণ করে দুজনের বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ে জমা করতে হবে।

কি কি ডকুমেন্টস (Documents) লাগবে ?

তরুণের স্বপ্ন ফর্মটি ভালোভাবে পূরণ করার পর নিচে দেওয়া নথিপত্র গুলির সঙ্গে বিদ্যালয়ে জমা দিতে হবে। যে সমস্ত নথিপত্র পত্র দিতে হবে তা নিচে দেওয়া হল।

  • ব্যাঙ্ক পাসবুক (Bank Passbook): ছাত্র-ছাত্রীদের নিজ-নিজ ও ব্যাংক একাউন্টের পাস বইয়ের প্রথম পাতার ফটোকপি।
  • আধার কার্ড (Aadhaar Card): আধার কার্ডের ফটোকপি সঙ্গে দিতে হবে।
  • মোবাইল নম্বর (Mobile Number): আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে এমন মোবাইল নম্বর দিতে হবে যাতে OTP আসবে।
আরও দেখুন:  WBCHSE PPR PPS 2025 | উচ্চমাধ্যমিক রিভিউ এবং স্কুটনি পদ্ধতি ২০২৫

ছাত্র-ছাত্রীদের কাছে অনুরোধ করা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা পাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ বিদ্যালয় যোগাযোগ করে।

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top