s-block elements mcq

s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন

Blinking Buttons WhatsApp Telegram

s-Block Elements MCQ (Group-1 and Group-2)

আজকের প্রতিবেদনে আমরা একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের s-Block Elements MCQ (Group-1 and Group-2) নিয়ে আলোচনা করবো। একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের ষষ্ঠ অধ্যায় s-ব্লক মৌলসমূহ Semester-I পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই প্রতিবেদনে s-Block Elements MCQ থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর দেওয়া হল। একাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের রসায়ন বিষয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তরগুলি দেখে নিতে পারো। নিচে s-Block Elements MCQ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি দেওয়া হল।

s-Block Elements MCQ (Group-1 and Group-2)

(1) 30 Vol H2O2 এর দ্রবণ বলতে কী বোঝায়?

(a) NTP তে 1 L H2O2 এর দ্রবণ থেকে 30L অক্সিজেন পাওয়া যায়

(b) একই পরিমাণ H2O2 30 বার ব্যবহার করা যাবে

(c) একই ক্ষমতার ব্লিচিং পাউডারের ব্লিচিং ক্ষমতার চাইতে 30 গুন বেশি ক্ষমতা H2O2 এর

(d) অক্সিজেনের জারণ ক্ষমতার 30 গুণ বেশি জারণ ক্ষমতা সমপরিমাণ H2O2 এর

Ans:- (a) NTP তে 1 L H2O2 এর দ্রবণ থেকে 30L অক্সিজেন পাওয়া যায়

(2) H2O2 এর বিয়োজন বন্ধ করতে কী ব্যবহার করা হয়?

(a) Zn চূর্ণ (b) MnO2 পাউডার (c) H3PO4  (d) ইউরিয়া।

Ans:- (c) H3PO4

(3) পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আম্লিক জলীয় দ্রবণে H2O2 যুক্ত করা হল-

(a) দ্রবণ বেগুনি রং থেকে সবুজ রং নেবে ও বুদবুদ আকারে অক্সিজেন গ্যাস নির্গত হয়

(b) দ্রবণের বেগুনি বর্ণ বর্ণহীন হবে এবং অক্সিজেন গ্যাস নির্গত হয়

(c) MnO2 এর কালো অধঃক্ষেপ পাওয়া যায় ও অক্সিজেন গ্যাস নির্গত হয়

(d) দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে

Ans:- (b) দ্রবণের বেগুনি বর্ণ বর্ণহীন হবে এবং অক্সিজেন গ্যাস নির্গত হয়

(4) সাদা ফসফরাসের সঙ্গে NaOH এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? 

(a) Na3P (b) Na3PO4  (c) NaH2PO2 (d) Na2P4O7

Ans:- (c) NaH2PO2

(5) KI এর জলীয় দ্রবণে I2 দ্রবীভূত হয়ে গাঢ় বাদামি বর্ণের হয়। উৎপন্ন করে- 

(a) I3  (b) I2  (c) I  (d) I2

Ans:- (a) I3

(6) সিমেন্টের ঢালায় তৈরির সময় মাঝেমাঝে জল দেওয়ার দরকার হয়। এর ফল কী?

(a) ঠান্ডা রাখার জন্য

(b) বালির আর্দ্র বিশ্লেষণে সিলিসিক অ্যাসিড তৈরি হয়

(c) সিমেন্টের সঙ্গে বালির জলের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করা

(d) জলের উপস্থিতিতে হাইড্রেটেড সিলিকেটের আন্তর্যোগাযোগকারী কেলাস সৃষ্টি করে।

Ans:- (d) জলের উপস্থিতিতে হাইড্রেটেড সিলিকেটের আন্তর্যোগাযোগকারী কেলাস সৃষ্টি করে।

আরও দেখুন:  গ্রুপ-১৫ মৌলসমূহ MCQ-দ্বাদশ শ্রেণীর রসায়ন | Group-15 Elements Class 12 Chemistry Chapter 2 MCQ

(7) কোনটি ক্যালগনের ফর্মূলা –

(a) Na2P2O6 (b) Na3P3O18  (c) Na6P6O18 (d) Na8P8O24

Ans:- (c) Na6P6O18

(8) ক্ষারীয় মৃত্তিকা মৌলের অক্সাইড গুলির ক্ষারকীয়তার সঠিক ক্রম হলো-

(a) BaO > SrO > CaO > MgO > BeO

(b) BeO > MgO > CaO > SrO > BaO

(c) CaO > MgO > SrO > BaO >  BeO

(d) MgO > CaO >  SrO > BaO > BeO

Ans:- (a) BaO > SrO > CaO > MgO > BeO

(9) সোডিয়াম টুকরোকে জলে ফেলে দিলে কি দেখতে পাওয়া যায়? 

(a) সোডিয়াম জলে দ্রবীভূত হয় এবং জল ঠান্ডা হয়ে যায় (b) সোডিয়াম জলে যুক্ত হলে তাপমোচী বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন নির্গত করে এবং আগুন ধরে যায়

(c) সোডিয়াম জলের সঙ্গে কোন বিক্রিয়া করে না 

(d) সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার তৈরি করে

Ans:- (b) সোডিয়াম জলে যুক্ত হলে তাপমোচী বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন নির্গত করে এবং আগুন ধরে যায়

(10) আম্লিক KI দ্রবণে H2O2 যুক্ত করলে বাদামি বর্ণ ধারণ করে। কারণ-

(a) KIO3 তৈরি হয় (b) KI3 তৈরি হয় (c) I2 তৈরি হয় (d) b ও c

Ans:- (d) b ও c

(11) ক্ষারকীয়তার সঠিক উর্ধ্বক্রমটি হল-

(a) Na2O < B2O3 < Al2O3 < MgO

(b) B2O3 <  Al2O3 <  Na2O < MgO

(c) B2O3 < Al2O3 < MgO < Na2O

(d) Al2O3 < B2O3 < MgO < Na2O

Ans:- (d) Al2O3 < B2O3 < MgO < Na2O

(12) কোন যৌগটি মানসিক অবসাদের ঔষধ হিসেবে ব্যবহার করা হয় –

(a) সোডিয়াম নাইট্রেট (b) লিথিয়াম কার্বনেট (c) ম্যাগনেসিয়াম সালফেট (d) জিপসাম পাউডার।

Ans:- (b) লিথিয়াম কার্বনেট

(13) কোন যৌগটি কাশির সিরাপে ব্যবহৃত হয়?

(a) NaHCO3  (b) NH4Cl (c) MgSO4 (d) CaCl2

Ans:- (b) NH4Cl

(14) বর্ণ যুক্ত ক্যাটায়ন শনাক্তকরণের বিট পরীক্ষায় কোন যৌগ ব্যবহৃত হয়? 

(a) মাইক্রোকসমিক সল্ট (b) বোরাক্স (c) মোর লবণ (d) a ও b উভয়েই

Ans:- (d) a ও b উভয়েই

(15) CO, H2, N2 গ্যাসের মিশ্রণকে বলা হয় –

(a) সিন গ্যাস  (b)  প্রোডিউসার গ্যাস (c) কোল গ্যাস (d) ওয়াটার গ্যাস

Ans:- (b)  প্রোডিউসার গ্যাস

(16) ফেনটন (Fenton’s) বিকারক কোনটি ?

(a) 30 Volume H2O2 দ্রবণ  (b) FeSO4 এর সঙ্গে H2O2 দ্রবণের মিশ্রণ (c) H3PO4 এর লঘু দ্রবণে H2O2 এর মিশ্রণ (d) H2O2 এর দ্রবণে ইউরিয়া যুক্ত মিশ্রণ

আরও দেখুন:  পরমানুর গঠন (Structure of Atom MCQ)-একাদশ শ্রেণীর রসায়ন প্রশ্ম-উত্তর

Ans:- (b) FeSO4 এর সঙ্গে H2O2 দ্রবণের মিশ্রণ

(17) আবদ্ধ সাবমেরিনে প্রশ্বাসের সঙ্গে নির্গত কার্বন ডাই অক্সাইড শোষণ করতে কোন যৌগ ব্যবহার করা হয়? 

(a) NaOH  (b) KOH  (c) LiOH (d) CsOH

Ans:-  (c) LiOH

(18) নিউক্লিয়ার রিয়্যাক্টরে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়-

(a) H2O (b) D2O  (c)  CH3-O-CH3 (d) H2O2

Ans:- (b) D2O

(19) পারহাইড্রল বলতে বোঝায় –

(a) লঘু পেট্রল জ্বালানি (b) 30% H2O2 এর দ্রবণ  (c) সোডিয়াম হাইড্রোপারক্সাইড  (d) সোডিয়াম হাইড্রক্সাইড।

Ans:- (b) 30% H2O2 এর দ্রবণ

(20) হাইড্রোলিথ কী?

(a) LiH (b) NaH (c) CaH2 (d) B2H6

Ans:- (c) CaH2

আরও দেখুন: পদার্থের অবস্থা: কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম-উত্তর- একাদশ শ্রেণীর রসায়ন, সেমিস্টার-১

(21) জ্বালানি হিসেবে তাপীয় মূল্য অনুযায়ী কোন জ্বালানি গুরুত্বপূর্ণ?

(a) LPG  (b) মিথেন গ্যাস (c) ডাইহাইড্রোজেন (d) ন্যাচারাল গ্যাস

Ans:- (c) ডাইহাইড্রোজেন

(22) পেশি সঞ্চালনে কোন ধাতব আয়নের ভূমিকা সর্বাধিক?

(a) Ca2+ (b) Mg2+ (c) Li+  (d) Na+

Ans:- (a) Ca2+

(23) Ca3(PO4)2 কিসের উপাদান –

(a) বেকিং পাউডার  (b) সিমেন্ট (c) কৃত্রিম হাড় (d) ইট

Ans:- (a) বেকিং পাউডার

(24) কোন ক্লোরাইড যৌগটি পলিমার তৈরি করে?

(a) BaCl2 (b) BeCl2 (c) CaCl2  (d) SrCl2

Ans:- (b) BeCl2

(25) কোনটি কৃত্রিম ভাবে তৈরি মৌল? 

(a) Fr (b) Rn  (c) Lr  (d) Tc

Ans:- (d) Tc

(26) সলভে পদ্ধতিতে Na2CO3 প্রস্তুতির সময় অ্যামোনিয়া পুনঃরুদ্ধারের জন্য চুন মেশালে যে উপজাত যৌগটি উৎপন্ন হয়, তা হল-

(a) NaCl  (b) CaCl2 (c) NaHCO3 (d) NaOH

Ans:- (c) NaHCO3

(27) ইন্টারস্টিসিয়াল হাইড্রাইডের একটি উদাহরণ হল-

(a) HF  (b) CrH  (c)  CH4 (d) MgH2

Ans:- (b) CrH

(28) তৈলচিত্র দীর্ঘদিন বায়ুতে উন্মুক্ত থাকলে কোন যৌগের জন্য কালো হয়ে যায়?

(a) PbO  (b) PbS  (c)  PbCO3  (d) PbSO4

Ans:- (b) PbS

(29) KO2 এর ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক –

(a) এটি একটি সুপার অক্সাইড (b) এটি পরাচৌম্বকীয় (c) এটি রঙিন (d) সবকটিই ঠিক।

Ans:- (d) সবকটিই ঠিক।

(30) রকেট জ্বালানি (Rocket Fuel) এর উপাদান হল- (a) H2 জ্বালানি (b) CH4 জ্বালানি (c) পারমাণবিক জ্বালানি (Nuclear Fuel)  (d) CNG (কম্প্রেসড ন্যাচারাল গ্যাস)

আরও দেখুন:  পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম উত্তর | States of Matter-Solid and Gases | Chemistry Class 11 Chapter 5 MCQ

Ans:- (a) H2 জ্বালানি

(31) ব্লিচিং পাউডারের মধ্যে H2O2 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়?

(a) H2  (b)  O2  (c)  H2 (d) N2

Ans:- (b)  O2

(32) সমুদ্রের জলে কোন ধাতব আয়নটি বেশি পরিমাণে আছে?

(a) Ca2+  (b)  Mg2+  (c)  K+  (d) Na+

Ans:- (d) Na+

(33) কোন ক্লোরাইডটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়?

(a) CaCl2  (b) NaCl  (c)  MgCl2  (d) BeCl2

Ans:- (d) BeCl2

(34) ক্ষার ধাতু গুলিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন? 

(a) বেশিরভাগ তেজস্ক্রিয় (b) অত্যধিক সক্রিয়  (c) প্রাকৃতিক প্রাচুর্য কম  (d) বেশিরভাগ যৌগ রূপে অবস্থান করে

Ans:-  (b) অত্যধিক সক্রিয় 

(35) প্রদত্ত কোনটি অ্যান্টাসিড (Antacid) হিসেবে ব্যবহৃত হয়?

(a) Ba(OH)2 (b) Mg(OH)2  (c) Ca(OH)2  (d) KOH

Ans:- (b) Mg(OH)2

(36) প্রদত্ত কোনটির ডিমের খোলকের প্রধান উপাদান?

(a) CaCO3 (b)  CaSiO3 (c) CaCl2 (d) BaCl2

Ans:- (a) CaCO3

(37) H2O2 এর বিরঞ্জন প্রক্রিয়াটি কোন পদ্ধতির মাধ্যমে হয়?

(a) জারণ (b) বিজারণ (c) প্রশমন (d) প্রতিস্থাপন

Ans:- (a) জারণ

(38) কোন লবনটি শিখা পরীক্ষায় সোনালী – হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে?

(a) NaCl  (b) KCl (c) LiCl (d) RbCl

Ans:- (a) NaCl

(39) ল্যাসাইন পরীক্ষায় কোন ধাতু ব্যবহৃত হয়?

(a) লিথিয়াম (b) সোডিয়াম (c) পটাশিয়াম (d) লেড

Ans:- (b) সোডিয়াম

(40) কোনটির শিখা পরীক্ষায় শেখার বর্ণ পরিবর্তন হয় না-

(a) Ca  (b) Sr (c) Ba  (d) Mg

Ans:- (d) Mg

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top