পরিবেশ বিজ্ঞান-ষষ্ঠ শ্রেণী সিলেবাস ও নম্বর বিভাজন (Class 6 Poribesh Bigyan Syllabus and Marks Distribution): পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) অধীনে ষষ্ঠ শ্রেণির পরিবেশ বিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পোস্টে আমরা ষষ্ঠ শ্রেণির পরিবেশ বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস অধ্যায়ভিত্তিকভাবে আলোচনা করব। এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন কোন অধ্যায় কোন পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকছে তাই আলোচনা করা হয়েছে।
তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচি (Class 6 Poribesh Bigyan Syllabus)
| পর্যায়ক্রমিক মূল্যায়ন | অধ্যায় | পাতার সংখ্যা |
|---|---|---|
| প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (First Summative Evaluation) (প্রত্যেক বিষয় থেকে 10 নম্বর করে থাকবে) | 1. পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা 2. আমাদের চারপাশের ঘটনাসমূহ 3. মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ | পাতা- (1-20) পাতা- (21-38) পাতা- (39-54) |
| দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Second Summative Evaluation) (প্রত্যেক বিষয় থেকে 10 নম্বর করে থাকবে) | 4. শিলা ও খনিজ পদার্থ 5. মাপজোক বা পরিমাপ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা 7. তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি ৪. মানুষের শরীর | পাতা- (55-62) পাতা- (63-78) পাতা- (79-99) পাতা- (100-105) পাতা- (106-132) |
| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Third Summative Evaluation) (প্রত্যেক বিষয় থেকে 10 নম্বর করে থাকবে) | 9. সাধারণ যন্ত্রসমূহ 10. জীববৈচিত্র্য ও তার শ্রেণিবিভাগ 11. কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ 12. বর্জ্য পদার্থ | পাতা- (133-140) পাতা- (141-155) পাতা- (156-174) পাতা- (175-180) |
বিশেষ মন্তব্য: তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে নির্দেশিত অংশগুলির সঙ্গে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত অধ্যায় মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মাপজোক বা পরিমাপ, বল ও শক্তির ধারণা অধ্যায়টি অন্তর্ভুক্ত হবে। সংযোজিত অংশটি ধরে পাঠ্য প্রতিটি বিষয় অবলম্বনে 10 নম্বরের প্রশ্নপত্র মূল্যায়নের জন্য তৈরি করতে হবে। সেক্ষেত্রে অধ্যায় ও তা থেকে তৈরি করা প্রশ্নের মূল্যায়নের সারণিটি হবে নিম্নরূপ:
| অধ্যায় | প্রশ্নের মূল্যমান |
|---|---|
| 3. মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ 5. মাপজোক বা পরিমাপ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা 9. সাধারণ যন্ত্রসমূহ 10. জীববৈচিত্র্য ও তার শ্রেণিবিভাগ 11. কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ 12. বর্জ্য পদার্থ | 10 10 10 10 10 10 10 |
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- পরিবেশ বিজ্ঞান-ষষ্ঠ শ্রেণী সিলেবাস ও নম্বর বিভাজন | Class 6 Poribesh Bigyan Syllabus
- পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সিলেবাস | Class 5 Poribesh Bigyan Syllabus New
- মাধ্যমিক ২০২৬ জীবন বিজ্ঞান প্র্যাকটিস সেট | Madhyamik 2026 Life Science Practice set
- পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর সিলেবাস | West Bengal Board Class 9 Syllabus
- নবম শ্রেনীর ইংরেজী সিলেবাস | WBBSE Class 9 English Syllabus
#Class 6 Environment Studies WB Board
ষষ্ঠ শ্রেণির পরিবেশ বিজ্ঞান সিলেবাসWBBSE Class 6 EVS SyllabusWest Bengal Board Class 6 EnvironmentClass 6 EVS Bengali Medium

