group-18 elements mcq class 12 chemistry

Group-18 Elements MCQ | দ্বাদশ শ্রেণীর রসায়ন (Semester 3)

Blinking Buttons WhatsApp Telegram

Group-18 Elements

দ্বাদশ শ্রেণীর Semester-III এর রসায়ন বিষয়ের p-ব্লক মৌলসমূহ (Group-18 Elements) থেকে সমস্ত রকম গুরুতবপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর দেওয়া হল। দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীরা তারা তাদের রসায়ন বিষয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য Group-18 Elements এর এই প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস ক্রে নিতে পারো। Group-18 Elements থেকে গুরুতবপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর নীচে দেওয়া হলো। সেই সঙ্গে অন্যান্য গ্রুপের প্রশ্ম-উত্তরের লিঙ্কও নীচে দেওয়া আছে।

(1) কোন্ নিষ্ক্রিয় মৌলটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম?

(a) He (b) Ne (c) Ar  (d) Xe

Ans:- a

(2) কোন্ নিষ্ক্রিয় গ্যাসটির উপস্থিতি বায়ুমণ্ডলে সর্বাধিক?

(a) He (b) Ne (c) Ar (d) Kr

Ans:- c

(3) নিম্নলিখিত কোন্ গ্যাসীয় মৌলটির প্রকৃতি তেজস্ক্রিয়?

(a) He (b) Kr (c) Rn (d) Ar

Ans:- C

(4) ধাতু ও ধাতু সংকরের আর্ক ওয়েলডিং-এর ক্ষেত্রে নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করতে ব্যবহৃত হয়-

(a) He (b) Ne (c) Ar (d) Kr

Ans:- C

(5) প্রতিপ্রভ ল্যাম্পে কোন্ নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়?

(a) He (b) Ne  (c) Ar  (d) Kr

Ans:- b

(6) নিম্নলিখিত কোন্ নিষ্ক্রিয় গ্যাসটিকে অতিসহজেই তরলে পরিণত করা যায়?

(a) Ne (b) Ar (c) Kr (d) Xe

Ans:- d

(7) কোন্ নিষ্ক্রিয় গ্যাসটি জলে সর্বাধিক দ্রাব্য?

(a) He (b) Ne (c) Ar  (d) Xe

Ans:- d

(৪) নিম্নলিখিত কোন্ মৌলটির আয়নীভবন বিভব সর্বাধিক?

(a) H2 (b) He  (c) Kr  (d) Rn

Ans:- b

(9) সমুদ্রে ডুবুরিরা শ্বাসকার্য চালাতে ব্যবহার করে-

(a) O2 + Ne  (b) O2 + He  (c) O2 + Kr (d) কোনোটিই নয়

আরও দেখুন:  West Bengal HS Result 2025 Direct Link | দেখুন উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৫

Ans:- b

(10) নীচের কোনটি ক্ল্যাথরেট যৌগ গঠন করে না?

(a) He (b) Ar (c) Kr (d) Xe

Ans:- a

(11) কোন্ নিষ্ক্রিয় গ্যাসটি তরলীকরণের ফলে অস্বাভাবিক আচরণ প্রদর্শন করে?

(a) He (b) Xe (c) Ar (d) Kr

Ans:- a

(12) আর্গনের শেষ কক্ষকে ক-টি ইলেকট্রন থাকে?

(a) 8 (b) 18 (c) 2 (d) 6

Ans:- a

(13)  গ্রুপ-18-এর সর্বশেষ মৌল কোনটি?

(a) Ar (b) Rn (c) Xe (d) Ne

Ans:- b

(14) কঠিন অবস্থায় আর্গনের পরমাণুগুলির মধ্যে কোন্ প্রকারের বন্ধন দেখা যায়?

(a) আয়নীয় বন্ধন (b) হাইড্রোজেন বন্ধন

(c) সমযোজী বন্ধন (d) ভ্যান ডার ওয়ালস্ বল।

Ans:- d

(15) XeF6 যৌগে Xe-এর জারণ সংখ্যা হল-

(a) 0 (b) +2 (c) -6 (d) +6

Ans:- d

(16) নীচের কোন্ যৌগটির দ্বিমেরু ভ্রামক বর্তমান?

(a) XeF4 (b) XeO2F2 (c) XeF2 (d) সবকটি।

Ans:- b

(17) XeOF, যৌগে Xe-কে কেন্দ্র করে ক-টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ও বন্ধনজোড় বর্তমান?

(a) 1 এবং 4  (b) 0 এবং 5 (c) 1 এবং 5 (d) 2 এবং 3

Ans:- c

(20) নীচের কোন্ যৌগে Xe-এ সর্বাধিক সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান?

(a) XeF2 (b) XeO3 (c) XeF4 (d) XeF6

Ans:- a

(21) XeF2, XeF4, XeF6-এর ক্ষেত্রে Xe-এর সংকরায়ণ অবস্থা যথাক্রমে-

আরও দেখুন:  HS Semester 3 Routine 2025-2026 | উচ্চমাধ্যমিক সেমিস্টার ৩ পরীক্ষার রুটিন

(a) sp3d, sp3d2, sp3d3

(b) d2sp3,  sp3d2, sp3d

(c) sp3d, sp3d3, sp3d2

(d) sp3d2, sp3d3, sp3d

Ans:- a

(22) প্রদত্ত কোনটি XeF6-এর আর্দ্রবিশ্লেষণে কখনোই তৈরি হবে না?

(a) Xe (b) XeOF4 (c) HF (d) XeO3

Ans:- a

(23) XeF2– এর আর্দ্রবিশ্লেষণে উৎপন্ন হয়-

(a) Xe (b) XeO3 (c) XeO2 (d) XeOF3

Ans:- a

(24) XeO2F2-এর আর্দ্রবিশ্লেষণের ফলে উৎপন্ন হয়-

(a) XeF2 (b) Xe (c) O2F2 (d) HF

Ans:- d

(25) নীচের কোন্ যৌগটির জৈব সংশ্লেষণে ফ্লুরিনেটিং বিকারক হিসেবে ব্যবহৃত হয়?

(a) XeOF4  (b) XeO2F2  (c) XeF2  (d) XeO2F4

Ans:- c

(26) নীচের কোনটির গঠনাকৃতি সামতলিক বর্গাকার?

(a) XeOF2 (b) XeF4 (c) XeO2F2 (d) XeOF4

Ans:- b

(27) XeO3-এর গঠনাকৃতি হল-

(a) সরলরৈখিক  (b) সামতলিক বর্গাকার (c) T-আকৃতির  (d) পিরামিডাকৃতি।

Ans:- d

(28) Xe ও PtF6-এর বিক্রিয়ায় গঠিত যৌগের সংকেত-

(a) XePtF6 (b) XeF4 (c) XeF6 (d) [XeF]+ [Pt2F11]

Ans:- d

(29) XeO4 অণুর গঠনাকৃতি-

(a) চতুস্তলকীয় (b) অষ্টতলকীয় (c) পিরামিডীয় (d) সামতলিক বর্গাকার।

Ans:- a

(30) নীচের কোনটির আকার ‘T’ আকৃতির?

(a) XeOF2 (b) XeOF4 (c) XeO3F2 (d) XeO2F2

Ans:- a

আরও দেখুনঃ তরল অবস্থা (Liquid State)- দ্বাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Chemistry Class 12 Chapter 1 MCQ Question Answer

(31) XeF6-এর জ্যামিতিক আকৃতি-

(a) ত্রিকোণীয় সমতলীয় (b) চতুস্তলকীয় (c) বিকৃত অষ্টতলক (d) ত্রিকোণীয় দ্বি-পিরামিডীয়।

আরও দেখুন:  পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম উত্তর | States of Matter-Solid and Gases | Chemistry Class 11 Chapter 5 MCQ

Ans:- c

(32) XeF6 সম্পূর্ণরূপে আর্দ্রবিশ্লেষিত হয়ে উৎপন্ন হয়-

(a) XeO4 (b) XeOF2 (c) XeO2F2 (d) XeO3

Ans:- d

(33) XeF6-এর আর্দ্র বিশ্লেষণে কোনটি গঠিত হয় না?

(a) XeO3 (b) XeOF4 (c) XeO2 (d) XeO2F2

Ans:- c

(34) নিম্নের কোন্ জেনন ফ্লুওরাইডটি সম্ভব নয়?

(a) XeF2 (b) XeF4 (c) XeF3 (d) XeF6

Ans:- C

(35) নিম্নলিখিত কোনটি জেনন অক্সিফ্লুওরাইডের সঠিক সংকরায়িত অবস্থা ও আকৃতি?

(a) XeOF2, sp³ ও পিরামিড

(b) XeO3, sp³ ও T আকৃতি

(c) XeOF4, sp³d² ও বর্গাকার পিরামিড

(d) XeO3F2, sp³ ও চতুস্তলকীয়।

Ans:- C

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

Latest Posts:

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top