মাধ্যমিক ২০২৬ জীবন বিজ্ঞান প্র্যাকটিস সেট | Madhyamik 2026 Life Science Practice set

Blinking Buttons WhatsApp Telegram

Madhyamik 2026 Life Science Practice set: আগত মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাদের জীবন বিজ্ঞান বিষয়ের উপরে একটি প্র্যাকটিসের তৈরি করা হলো। প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি ২০২৬ সালের টেস্ট পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্র্যাকটিস সেট বা মক টেস্টে (Madhyamik 2026 Life Science Mock Test) অংশগ্রহণ করে তাদের কনফিডেন্স লেভেল বাড়িয়ে নিতে পারো। টেস্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ স্কুল থেকে এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে। নিচে দেওয়া স্টার্ট বাটনে ক্লিক করলে অংশ নিতে পারবে।

Madhyamik 2026 Life Science Practice set

0%

মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট (Madhyamik Life Science Mock Test)

1 / 15

1) সম্পূর্ণ বিভেদিত চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায় যে সরীসৃপে তা হলো-

2 / 15

2) প্রদত্ত যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো-

3 / 15

3) মেরু অঞ্চলে বরফ দ্রুত গলে যাওয়ার ফলে যে প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে। সেটি শনাক্ত করো-

আরও দেখুন:  মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্র্যাকটিস সেট ২০২৬ | Madhyamik Physical Science Practice Set 2026

4 / 15

4) ডিনাইট্রিফিকেশন ধাপে যে যে ঘটনা ঘটে তার ক্রমটি স্থির করো-

5 / 15

5) ডিম্বানু কোন প্রকার শুক্রানু দ্বারা নিষিক্ত হলে কন্যাসন্তান হয়?

6 / 15

6) নিষেকের আগে ভ্রুণস্থলীর কোন নিউক্লিয়াসটি  2n ক্রোমোজোম বিশিষ্ট থাকে-

7 / 15

7) বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অভিজোজিত হয়েছে সেটি হল-

8 / 15

8) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়?

9 / 15

9) পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভবনা-

আরও দেখুন:  WBBSE Holiday List 2026- মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা! PDF দেখে নিন

10 / 15

10) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে?

11 / 15

11) নদীর জলে BOD বেশী হলে যা নির্দেশিত হয় তা হল-

12 / 15

12) কোন হরমোন প্রয়োগ করে পাতাবাহার গাছ, ফুলদানিতে ফুলের তোড়া দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখা যায়?

13 / 15

13) মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না?

14 / 15

14) আলোক প্রতিকুলবর্তী চলন দেখা যায় উদ্ভিদের-

15 / 15

15) কোয়াসারভেট তত্বের প্রবক্তা হলেন-

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannelWhatsapp Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Home
শিক্ষার খবর
ক্লাস নোটস
মক টেস্ট
Scroll to Top