দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় (Madhyamik Life Science Chapter 4) ‘অভিব্যক্তি ও অভিযোজন’ অধ্যায় থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর করে দেওয়া হল। যেমন সমস্ত ছাত্র-ছাত্রী দশম শ্রেণীতে পাঠরত এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তরগুলি প্র্যাকটিস করে নিতে পারো। জীবন বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় (Madhyamik Life Science Chapter 4) ‘অভিব্যক্তি ও অভিযোজন’ অধ্যায় থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিচে দেওয়া হলো।
নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান (Madhyamik Life Science Chapter 4)
1. পৃথিবীর জীববৈচিত্র্যের প্রধান কারণ হল____।
উঃ- অভিব্যক্তি।
2. জীবনের উৎপত্তি সম্পর্কে আধুনিক মতবাদের প্রবক্তা হলেন____।
উঃ- বিজ্ঞানী হেকেল।
3. অজৈব বস্তু থেকে জীবের উৎপত্তিকে ____ বিবর্তন বলে।
উঃ- রাসায়নিক।
4. অভিব্যক্তি শব্দটির জনক হলেন____।
উঃ- হারবার্ট স্পেনসার।
5. পৃথিবীর প্রথম জীবকোশ হল____।
উঃ- কোয়াসারভেট।
6. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন____।
উঃ- চার্লস ডারউইন।
7. বায়োজেনেটিক সূত্রটি ____ নামেও পরিচিত।
উঃ- রিক্যাপিচুলেশন থিওরি।
৪. সমবৃত্তীয় অঙ্গসৃষ্টির ঘটনাকে বলা হয় ____।
উঃ- অ্যানালজি।
9. ____ হল আধুনিক ঘোড়া।
উঃ- ইকুয়াস।
10. নয়া ডারউইনবাদের অপর নাম ____।
উঃ- সংশ্লেষবাদ।
11. মানুষের অ্যাপেনডিক্স একটি ____ অঙ্গ।
উঃ- লুপ্তপ্রায়।
12. ____ একটি মিসিং লিংক।
উঃ- আর্কিওপটেরিক্স।
13. উটপাখির নিষ্ক্রিয় অঙ্গ ____।
উঃ- ডানার উড্ডয়ন পেশি।
14. তিমি মাছের ফ্লিপার হল মানুষের ____ সমসংস্থ অঙ্গ।
উঃ- হাতের।
15. ____ দ্বীপে ডারউইন মহান ফণা বৈচিত্র্য আবিষ্কার করেন।
উঃ- গ্যালাপাগোস।
16. জীবের পপুলেশনে ____ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে।
উঃ- প্রকরণ বা ভেদ।
17. ইকুয়াসের গড় উচ্চতা হল ____।
উঃ- ১.৬ মিটার বা ৬০ ইঞ্চি।
18. ফণীমনসার কাঁটাগুলি অঙ্গসংস্থানগত ভাবে ____।
উঃ- পাতা।
19. রুইমাছের পটকার পশ্চাদ প্রকোষ্ঠের ____গ্যাস শোষণ করে।
উঃ- রেটিয়া মিরাবিলিয়া।
20. শ্বাসমূল দেখা যায় ____ গাছে।
উঃ- সুন্দরী ।
21. ____ RBC স্বাভাবিক আকারের থেকে 240% বৃদ্ধি পেতে পারে।
উঃ- উটের।
22. ভৌত শুষ্ক মৃত্তিকা হল ____ -মৃত্তিকা।
উঃ- বালুকাময়।
23. ওয়াগল নৃত্য ইংরেজি আকৃতি ____ বিশিষ্ট হয়।
উঃ- ৮ আকৃতি।
24. মৌমাছির বার্তা আদানপ্রদান হল ____ ঘটিত অভিযোজন।
উঃ- আচরণ।
25. মৌচাকে দু-প্রকার কর্মী মৌমাছি থাকে যথা ____ ও ____।
উঃ- স্কাউট ও ফোরেজার।
26. ____ নামক কর্মী মৌমাছিরা মৌনৃত্য পরিবেশন করে।
উঃ- স্কাউট।
27. নাচের ভঙ্গিতে দেহ সঞ্চালনের সাহায্যে অপর মৌমাছিদের খাদ্যের উৎস সম্পর্কে বার্তা প্রদানকে ____ বলে।
উঃ- মৌনৃত্য।
28. পত্রকণ্টক দেখা যায় ____ উদ্ভিদে।
উঃ- জেরোফাইটিক বা জাঙ্গল।
29. ____ হল খাদ্য সংগ্রাহক কর্মী মৌমাছি।
উঃ- ফোরেজার।
30. ____ গাছ পত্রমোচনের মাধ্যমে লবণ ত্যাগ করে।
উঃ- সুন্দরী।
31. ____ একটি পটকাবিহীন মাছ।
উঃ- হাঙর।
অতি সংক্ষিপ্ত প্রশ্ম-উত্তর (Madhyamik Life Science Chapter 4)।
1. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা কে?
উঃ- ওপারিন।
2. ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী?
উঃ- ইওহিপ্পাস।
3. আধুনিক ঘোড়া ইকুয়াসের উৎপত্তির বিবর্তনগত ধারাবাহিক পর্যায়টি কী?
উঃ- ইওহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইকুয়াস।
4. মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।
উঃ- অ্যাপেনডিক্স ও কক্সিস।
5. কোন্ শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ডে অর্ধবিভক্ত নিলয় দেখা যায়?
উঃ- সরীসৃপ ।
6. দুটি প্রাণী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উঃ- সিলাকান্থ মাছ, পেরিপেটাস।
7. উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।
উঃ- কালকাসুন্দার স্ট্যামিনোড (পুংকেশর) এবং ভূনিন্মস্থ কাণ্ডের শল্কপত্র।
৪. মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গ কোনটি?
উঃ- নিকটিটেটিং পর্দা।
9. হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম কে বলেন?
উঃ- হ্যালডেন।
10. ল্যামার্কবাদের একজন সমালোচকের নাম লেখো।
উঃ- বিজ্ঞানী ওয়াইসম্যান।
11. মাছ ও কুমিরের হৃৎপিন্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত?
উঃ- মাছের প্রকোষ্ঠ সংখ্যা ২ টি, কুমিরের প্রকোষ্ঠ সংখ্যা ৪ টি।
12. কীসের মাধ্যমে জীব পপুলেশনে অভিযোজিত বৈশিষ্ট্য বা অভিযোজনের উদ্ভব ঘটে?
উঃ- প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে।
13. পর্ণকাণ্ড বা ফাইলোক্যাড কী?
উঃ- ফণীমনসা প্রভৃতি কিছু ক্যাকটাসের কাণ্ড সালোকসংশ্লেষের জন্য যে স্থুল, রাসালো, চ্যাপ্টা প্রসারিত ও সবুজ বর্ণের পত্রসদৃশ অঙ্গে রূপান্তরীত হয়েছে, এইরূপ কাণ্ডকে পর্ণকাণ্ড বলে।
14. পায়রার ফুসফুসের সঙ্গে কতগুলি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে বা ‘Airsac’ বা বায়ুথলি কী?
উঃ- ৯ টি বায়ুথলি যুক্ত থাকে।
15. উটের RBC-র বৈশিষ্ট্য কী যা জল নিরুদন হ্রাস করে? বা উটের লোহিত কণিকা কী রকম?
উঃ- উটের RBC বড়ো, ডিম্বাকার ও নিউক্লিয়াস বিহীন যা জল নিরুদন হ্রাস করে।
16. পরজীবীয় আক্রমণের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য শিম্পাঞ্জির কী অভিযোজন ঘটে?
উঃ- ভেষজ গুণসম্পন্ন পাতা খাওয়ার অভ্যাস গড়ে ওঠে।
17. উটের জল অপচয় রোধের জন্য এদের রেচন তন্ত্রে কী অভিযোজন ঘটেছে?
উঃ- উটের অর্ধকঠিন মূত্র উৎপন্ন হয় এবং মূত্রে ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড বেশি থাকে যা মূত্রের জলের অপচয় রোধ করে।
18. মৌমাছির ‘ওয়াগটেল নৃত্য’ বা ‘ওয়াগল’ নৃত্যের অভিযোজনগত তাৎপর্য কী?
উঃ- মৌমাছি ‘ওয়াগটেল নৃত্য’ বা ‘ওয়াগল’ নৃত্যের মাধ্যমে বোঝায় খাদ্যের উৎস কোথায় ও কতদূরে।
19. পটকার রেডগ্রন্থির অভিযোজিত বৈশিষ্ট্য লেখো। অথবা, রেডগ্রন্থির কাজ কী?
উঃ- গ্যাস উৎপন্ন করে এবং মাছের আপেক্ষিক ভর কমিয়ে জলে ভাসতে সাহায্য করে।
20. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কোথায় দেখা যায়?
উঃ- সমুদ্র তীরবর্তী অঞ্চল।
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- অভিব্যক্তি ও অভিযোজন- মাধ্যমিক জীবন বিজ্ঞান | Madhyamik Life Science Chapter 4
- পরিবেশ ও জনস্বাস্থ্য- সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান | Class 7 Science Chapter 8
- পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ-সপ্তম শ্রেণীর বিজ্ঞান | Class 7 Poribesh Chapter 7
- পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়)- সপ্তম শ্রেণীর বিজ্ঞান | Class 7 Science Chapter 4
- সময় ও গতি (দ্বিতীয় অধ্যায়) সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ম উত্তর | Class 7 Science Chapter 2




