নবম শ্রেণীর বাংলা সিলেবাস (Class 9 Bengali Syllabus)
West Bengal Class 9 Bengali Syllabus: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য সামেটিভ পরীক্ষার সিলেবাস আপলোড করা হলো। প্রথম (First Summative), দ্বিতীয় (Second Summative) এবং তৃতীয় সামেটিভ (Third Summative) পরীক্ষার সমস্ত বিষয়ের বাংলা (Bengali), ইংরেজী (English), গণিত (Mathematics), ভৌতবিজ্ঞান (Physical Science), জীবন বিজ্ঞান (Life Science), ইতিহাস (History), ভূগোল (Geography) সিলেবাস দেওয়া আছে।
মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ পরীক্ষার সিলেবাস (WBBSE Class 9 Bengali Syllabus), পরীক্ষার মাস এবং নম্বর বিভাজন ইত্যাদি বিষয়ে নীচে আলোচনা করা হয়েছে।
নবম শ্রেণীর বাংলা সিলেবাস (Class 9 Bengali Syllabus)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (First Summative Syllabus)
| প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (লিখিত -৪০ + অন্তবর্তী মূল্যায়ন-১০) মোট- ৫০ নম্বর পরীক্ষার মাস- এপ্রিল |
| ১) কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি ২) ধীবর-বৃত্তান্ত ৩) ইলিয়াস ৪) দাম ৫) নোঙর সহায়ক পাঠ- প্রফেসর শঙ্কুর ডাইরি গল্প- ব্যোমযাত্রীর ডায়রি ব্যাকরণ- ধ্বনি ও ধ্বনি পরিবর্তন শব্দ গঠন- উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয় নির্মিতি- ভাব-সম্প্রসারণ |
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Second Summative Syllabus)
| দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (লিখিত -৪০ + অন্তবর্তী মূল্যায়ন-১০) মোট- ৫০ নম্বর পরীক্ষার মাস- আগস্ট |
| ১) নব নব সৃষ্টি ২) আকাশে সাতটি তারা ৩) চিঠি ৪) আবহমান ৫) রাধারাণী সহায়ক পাঠ- প্রফেসর শঙ্কুর ডাইরি গল্প- কর্ভাস ব্যাকরণ- বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য-বিশেষণ-সর্বনাম এর বিস্তারিত আলোচনা নির্মিতি- ভাবার্থ ও সারাংশ |
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Third Summative Syllabus)
| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (লিখিত -৯০ + অন্তবর্তী মূল্যায়ন-১০) মোট- ১০০ নম্বর পরীক্ষার মাস- ডিসেম্বর |
| ১) হিমালয় দর্শন ২) খেয়া ৩) নিরুদ্দেশ ৪) ভাঙার গান ৫) চন্দ্রনাথ ৬) আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কবিতা, গল্প ও প্রবন্ধের সমগ্র অংশ সহায়ক পাঠ- প্রফেসর শঙ্কুর ডাইরি গল্প- স্বর্ণপর্ণী ব্যাকরণ- অব্যয়, ক্রিয়া এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ব্যাকরণের সমগ্র অংশ নির্মিতি- প্রবন্ধ রচনা, গল্প লিখন এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্মিতির সমগ্র অংশ। |
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিক ২০২৬ জীবন বিজ্ঞান প্র্যাকটিস সেট | Madhyamik 2026 Life Science Practice set
- পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর সিলেবাস | West Bengal Board Class 9 Syllabus
- নবম শ্রেনীর ইংরেজী সিলেবাস | WBBSE Class 9 English Syllabus
- মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত সিলেবাস (West Bengal Class 9 Mathematics Syllabus)
- মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর বাংলা সিলেবাস (West Bengal Class 9 Bengali Syllabus)




