মাধ্যমিক ২০২৬ ভৌতবিজ্ঞান MCQ সাজেশন | Madhyamik 2026 Physical Science MCQ Suggestion

Blinking Buttons WhatsApp Telegram

Madhyamik 2026 Physical Science MCQ Suggestion: আসন্ন 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞান বিষয়ের Group -A অর্থাৎ MCQ অংশ থেকে সাজেশন তৈরি করে দেয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য ভৌত বিজ্ঞান বিষয়ের এই MCQ প্রশ্ন উত্তর গুলি একবার দেখে নিতে পারো। এই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তরগুলি বিভিন্ন টেস্ট পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। সাজেস্টিভ (Madhyamik 2026 Physical Science MCQ Suggestion) ভৌত বিজ্ঞান বিষয়ের MCQ প্রশ্ন উত্তরগুলি থেকে ছাত্রছাত্রীরা অনেকাংশে কমন পাবে আশা করা যায়।

Madhyamik 2026 Physical Science MCQ Suggestion

Group – A

(1) কোনটি জীবাশ্ম জ্বালানি নয়- (a) প্রাকৃতিক গ্যাস (b) গোবর গ্যাস (c) কয়লা (d) পেট্রোলিয়াম

Ans:- (b) গোবর গ্যাস।

(2) প্রধান গ্রিনহাউস গ্যাস হল- (a) CO2 (b) CFC (c) CH4 (d) NO

Ans:- (a) CO2

(3) দন্ত চিকিৎসক ব্যবহার করে থাকেন – (a) অবতল দর্পণ (b) উত্তল দর্পণ (c) অবতল লেন্স (d) সমতল দর্পণ

Ans:- (a) অবতল দর্পণ।

(4) দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা- (a) 9 (b) 13 (c) 18 (d) 7

Ans:- (c) 18

(5) পরিবাহীর রোধ (R) ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (I) ও প্রবাহমাত্রার মধ্যে সম্পর্ক হবে- (a) H α I (b) H α 1/I (c) H α I2 (d) H α 1/I2

Ans:- (c) H α I2

(6) কোনটি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল- (a) F (b) Cl (c) Br (d) I

Ans:- (a) F

(7)নীচের কোনটি কিটোনের কার্যকরী গ্রুপ- (a) -OH (b) >C=O (c) -CHO (d) -COOH

Ans:- (b) >C=O

(8) STP তে 1 লিটার H2 এর ভর হবে- (a) 2 gm (b) 1 gm (c) 0.089 gm (d) 0.89 gm

Ans:- (c) 0.089 gm

(9) তাপপরিবাহিতা K হলে তাপীয় রোধাঙ্ক হবে- (a) 1/K1/K (b) 1/K21/K^2 (c) K2K^2 (d) 1/K31/K^3

Ans:- (a) 1/K1/K

(10) তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোনটি ঘটে- (a) ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ (b) ক্যাথোডে জারণ, অ্যানোডে বিজারণ (c) উভয় তড়িৎদ্বারে বিজারণ (d) উভয় তড়িৎদ্বারে জারণ

Ans:- (a) ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ।

(11) কোনটি পর্যায়গত ধর্ম নয়- (a) পারমাণবিক ক্রমাঙ্ক (b) আয়নায়ন বিভব (c) পারমানবিক গুরুত্ব (d) তড়িৎ ঋণাত্মকতা

Ans:- (a) পারমাণবিক ক্রমাঙ্ক ।

(12) কপারের আকরিক হল- (a) গ্যালেনা (b) হেমাটাইট (c) বক্সাইট (d) চ্যালকোপাইরাইটিস

আরও দেখুন:  পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর নতুন সিলেবাস | West Bengal Board Class 10 Syllabus New

Ans:- (d) চ্যালকোপাইরাইটিস ।

(13) STP তে 0.01 mol CO2 এর আয়তন কত- (a) 22.4 L (b) 2.24 L (c) 0.224 L (d) 224 L

Ans:- (c) 0.224 L

(14) তড়িদবিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়- (a) তাপশক্তি (b) শব্দশক্তি (c) রাসায়নিক শক্তি (d) চৌম্বক শক্তি

Ans:- (c) রাসায়নিক শক্তি।

(15) কোন যৌগের ধাতব আয়নে অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়- (a) CaO (b) NaCl (c) LiH (d) MgCl2

Ans:- (c) LiH

(16)কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে V বনাম 1/P1/P লেখচিত্রের প্রকৃতি হবে- (a) সমপরাবৃত্ত (b) মূলবিন্দুগামী সরলরেখা (c) x-অক্ষের সমান্তরাল (d) y-অক্ষের সমান্তরাল

Ans:- (b) মূলবিন্দুগামী সরলরেখা.

(17) নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের মধ্যে কোন বর্ণের আলোক রশ্মির চ্যুতি সবচেয়ে বেশি- (a) নীল (b) লাল (c) বেগুনী (d) হলুদ

Ans:- (c) বেগুনী

(18) নীচের কোন গ্যাসটি ওজনস্তর ক্ষয়ে সহায়তা করে না- (a) NO (b) CFC (c) UV (d) CH4

Ans:- (d) CH4

(19) উত্তল লেন্সে গঠিত সদবিম্ব- (a) সর্বদা সমশীর্ষ (b) সর্বদা অবশীর্ষ  (c) সমশীর্ষ বা অবশীর্ষ (d) কোনোটিই নয়

Ans:- (b) সর্বদা অবশীর্ষ

(20) নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়- (a) CO2 (b) CH4 (c) N2 (d) N2O

Ans:- (c) N2

আরও দেখুনঃ উত্তরসহ মাধ্যমিক ২০২৪ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র | Madhyamik 2024 Physical Science Question Paper Solved

(21) কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন-  (a) CH4 (b) C2H4 (c) C2H6 (d) C3H8

Ans:- (b) C2H4

(22) কোনটি বায়ো গ্যাসের মূল উপাদান- (a) CO2 (b) CH4 (c) H2O (d) O2

Ans:- (b) CH4

(23) তেজস্ক্রিয় মৌল থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর- (a) ভর সংখ্যা বাড়ে (b) ভর সংখ্যা কমে (c) পারমাণবিক সংখ্যা বাড়ে (d) পারমাণবিক সংখ্যা কমে

Ans:- (c) পারমাণবিক সংখ্যা বাড়ে

(24) 220V- 100W বাতির রোধ কত হবে- (a) 840 ওহম (b) 484 ওহম (c) 44 ওহম (d) 440 ওহম

Ans:- (b) 484 ওহম।

(25) কোন ধাতুর তড়িৎ বিশোধনের সময় অ্যানোড মাড পাওয়া যায়- (a) কপার (b) অ্যালুমিনিয়াম (c) জিংক (d) আয়রন।

Ans:- (a) কপার।

(26) অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা যায়-  (a) H2SO4 (b) HNO3 (c) HCl (d) CH3COOH

Ans:- (b) HNO3

(27) সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে- (a) ট্রোপোস্ফিয়ার (b) ওজোনোস্ফিয়ার (c) থার্মোস্ফিয়ার (d) ম্যাগনেটোস্ফিয়ার

আরও দেখুন:  মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্র্যাকটিস সেট ২০২৬ | Madhyamik Physical Science Practice Set 2026

Ans:- (b) ওজোনোস্ফিয়ার।

(28) সদ্যপ্রস্তুত নাইট্রোপ্রুসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হবে- (a) বেগুনি (b) লাল (c) হলুদ (d) নীল।

Ans:- (a) বেগুনি

(29) বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং- (a) লাল (b) সবুজ (c) বাদামি (d) নীল

Ans:- (c) বাদামি

(30) কোন গাছের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্পঘনত্ব কত হবে-  (a) 20 (b) 16 (c) 32 (d) 8

Ans:- 32

(31) তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন প্রক্রিয়া ঘটে-  (a) জারণ (b) বিজারণ (c) জারণ ও বিজারণ (d) কোনোটিই নয়।

Ans:- (a) জারণ

(32) সর্বাধিক বেতন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মি কোনটি- (a) আলফা রশ্মি (b) বিটা রশ্মি (c) গামা রশ্মি (d) এক্স রশ্মি

Ans:- (c) গামা রশ্মি।

(33) ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে- (a) বৃদ্ধাঙ্গুলি (b) অনামিকা (c) মধ্যমা (d) তর্জনী

Ans:- (c) মধ্যমা

(34) কোনটি ইথারের কার্যকরী মূলক- (a) -CHO (b) -OH (c) -O- (d) -COOH

Ans:- (c) -O-

(35) গাড়ির ভিউ ভান্ডারে ব্যবহৃত হয়- (a) উত্তল লেন্স (b) উত্তল দর্পণ (c) অবতল লেন্স (d) অবতল দর্পণ।

Ans:- (b) উত্তল দর্পণ।

(36) দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন তড়িৎযোজী যৌগটি হল- (a) চিনি (b) জল (c) খাদ্য লবণ (d) কেরোসিন

Ans:- (c) খাদ্য লবণ ।

(37) প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য- (a) CuSO4 (b) KOH (c) H2SO4 (d) CH3COOH

Ans:- (d) CH3COOH

(38) কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্ক, ক্ষেত্র(a) (b) (c) (d)

Ans:-

(39) নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়- (a) অতিপরিবাহী (b) পরিবাহী (c) অর্ধপরিবাহী (d) অন্তরক

Ans:- (c) অর্ধপরিবাহী।

(40) নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়-  (a) গ্রাফাইট  (b) ভারী জল (c) উভয় (d) কোনোটিই নয়।

Ans:- (b) ভারী জল

(41) নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ- (a) চিনি (b) NaOH (c) HCl (d) NaCl

Ans:- (a) চিনি

(42) স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের P বনাম 1/V লেখচিত্রের প্রকৃতি হবে- (a) সমপরাবৃত্তাকার (b) অধিবৃত্তাকার (c) উপবৃত্তাকার (d) সরলরৈখিক।

Ans:- (d) সরলরৈখিক।

(43) কোনটি দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়- (a) গাঢ় H2SO4 (b) অনার্দ্র AlCl3 (c) CaO (d) P2O5

আরও দেখুন:  WBBSE Holiday List 2026- মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা! PDF দেখে নিন

Ans:- (c) CaO

(44) দীর্ঘ পর্যায় সারণির 16 নম্বর শ্রেণীর মৌল গুলিকে বলে- (a) হ্যালোজেন (b) নিকটোজেন (c) চালকোজেন (d) সন্ধিগত মৌল।

Ans:- (c) চালকোজেন

(45) কোন আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি- (a) লাল (b)  নীল (c) সবুজ (d) হলুদ

Ans:- (b)  নীল

(46) 22 gm CO2 গ্যাসের অবস্থার সমীকরন- (a) PV= 2RT (b) PV= RT (c) PV= 0.5RT (d) PV= 3RT

Ans:- (c) PV= 0.5RT

(47) কোনটি অ্যালুমিয়ামের আকরিক বক্সাইটের সংকেত- (a) Al2O3 (b) Al2O3.H2O (c) Al2O3.2H2O (d) AlF33NaF

Ans:- (c) Al2O3.2H2O

(48) কোনটি সালফাইড যুক্ত আকরিক- (a) বক্সাইট (b) ক্যালামাইন (c) রেড হিমাটাইট (d) কপার গ্লান্স।

Ans:- (d) কপার গ্লান্স।

(49) তেজস্ক্রিয়তা একটি- (a) ইলেকট্রনীয় ঘটনা (b) রাসায়নিক ঘটনা (c) নিউক্লিয় ঘটনা (d) তড়িৎ রাসায়নিক ঘটনা

Ans:- (c) নিউক্লিয় ঘটনা।

(50) কোন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্ক প্রযোজ্য- (a) কঠিন (b) তরল (c) গ্যাসীয় (d) তরল ও গ্যাসীয়

Ans:- (a) কঠিন

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannelWhatsapp Channel জয়েন করুন।

আরও দেখুন>>

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Home
শিক্ষার খবর
ক্লাস নোটস
মক টেস্ট
Scroll to Top