Online Mock TestOnline Mock Test

Last Updated on June 6, 2022 by Science Master

আমাদের এই পেজে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান বিষয়ের চলতড়িৎ আধ্যায়ের উপর অনলাইন মক টেস্টের (Online Mock Test) ব্যবস্থা করা হলো। যেসমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুবই উপকার হবে। তারা এই মক টেস্টে অংশগ্রহণ করে তাদের কনফিডেন্স লেবেল বাড়াতে পারবে। তবে ছাত্র-ছাত্রীদের কাছে আমাদের বিশেষ অনুরোধ তারা যেন প্রথমে চলতড়িৎ অধ্যায়টি ভালো করে পড়ে নিয়ে তারপর এই টেস্টে অংশগ্রহণ করে। এখানে দেওয়া সমস্ত প্রশ্মই MCQ টাইপ। নীচের Start বটনে ক্লিক করলেই অনলাইন মক টেস্টে (Online Mock Test) শুরু হয়ে যাবে।

0%
223
Created on By
Science Master

চলতড়িৎ আধ্যায়ের অনলাইন মক টেস্ট | Current Electricity Chapter Online Mock Test

1 / 20

রোধাঙ্কের SI এককটি হল-

2 / 20

বিভবপার্থক্য পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

3 / 20

অ্যাম্পিয়ার = ?

4 / 20

হিটারের কুণ্ডলীতে ব্যবহৃত ধাতুটি হল-

5 / 20

উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, কারন ইলেকট্রনের -

6 / 20

আর্থং তারের বর্ণ কি ?

7 / 20

ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী -

8 / 20

বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার (Star) চিহ্ন নির্দেশ করে-

9 / 20

প্রতি সেকেণ্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাপকে বলে-

10 / 20

গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে?

আরও দেখুন:  মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় "অভিব্যক্তি ও অভিযোজন" থেকে অনলাইন মক টেস্ট | Life Science Mock Test

11 / 20

নীচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়?

12 / 20

তড়িৎ পরিমাপের একক কী?

13 / 20

কিলোওয়াট - ঘণ্টা কোন ভৌতরাশির একক-

14 / 20

কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হল, পরিবাহীর রোধ-

15 / 20

পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে-

16 / 20

আর্থং তারের বর্ণ কি ?

17 / 20

বাড়িতে বাল্ব, পাখা প্রভৃতি যোগ করা উচিত-

18 / 20

ফিউজ তার কোন ধাতুর তৈরী?

19 / 20

পরিবাহীর রোধ (R) ও তড়িৎ প্রবাহমাত্রা (I) অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ (H) ও সময়ের (t) সম্পর্কটি হল-

20 / 20

অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে পরিবাহীর রোধ দৈর্ঘ্য অর্ধেক করলে, রোধ- দ্বিগুণ

Your score is

The average score is 48%

0%

Exit

আরও দেখুনঃ আলো অধ্যায়ের অনলাইন মক টেস্ট পার্ট-১

আরও দেখুনঃ গ্যাসের আচরণ অধ্যায়ের অনলাইন মক টেস্ট

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: