Last Updated on May 13, 2022 by Science Master
মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ভৌত বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা আমাদের ওয়েবসাইটে মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর অনলাইন মক টেস্টের (Online Mock Test) ব্যবস্থা করেছি। এই পেজে ভৌত বিজ্ঞান বিষয়ের ” গ্যাসের আচরন ” অধ্যায়ের ওপর অনলাইন মক টেস্ট (Online Mock Test) দেওয়া যাবে। ছাত্র-ছাত্রীরা তোমরা যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও তারা অংশগ্রহন করতে পারো। তবে ভৌত বিজ্ঞান বিষয়ের ” গ্যাসের আচরন ” অধ্যায়টি আগে ভালো করে পড়ে নিয়ে তারপর টেস্ট দেবে। প্রত্যেকটি প্রশ্নের মান ১ করে এবং এতে নির্দিষ্ট সময়ও দেওয়া আছে তার মধ্যেই সব উত্তর করতে হবে। টেস্ট শুরু করার জন্য ” Start ” বটনে ক্লিক করলেই হবে।
[ আরও দেখুনঃ পরিবেশের জন্য ভাবনা অধায়ের অনলাইন মক টেস্ট ]
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।
মক টেস্ট এর একটি কোশ্চেনের answer ভুল আছে….
Konta