VSO-2025 Layer-2 Admit Card : প্রকাশিত হলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025 লেয়ার টু পরীক্ষার দিনক্ষণ। এই বছর Layer-1 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 15 ই জুন। নবম শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রীরা Layer-2 পরীক্ষার জন্য মনোনীত হয়েছে তাদের জন্য Admit কার্ডের অনলাইন ডাউনলোড শুরু হলো। লেয়ার টু পরীক্ষা অনুষ্ঠিত হবে 17 আগস্ট 2025 রবিবার দুপুর 12 টা থেকে 3 টে পর্যন্ত। পরীক্ষার সেন্টার নিজ-নিজ Admit Card ডাউনলোড করার পরেই জানা যাবে।
কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে?
বিদ্যাসাগর সাইন্স অলিম্পিয়াড (VSO-2025 Layer-2 Admit Card) পরীক্ষার এডমিট কার্ড ছাত্র-ছাত্রীরা নিজেরাই অনলাইনে ডাউনলোড করতে পারবে। Admit Card ডাউনলোড করার ধাপগুলি নিচে দেওয়া হল।
(১) নিচে দেওয়া লিংকে প্রথমে ক্লিক করতে হবে।
(২) তারপর নিজস্ব জেলা এবং ব্লক সিলেক্ট করে find অপশনে ক্লিক করতে হবে।
(৩) যে সমস্ত ছাত্র ছাত্রী ওই জেলা থেকে Layer-2 পরীক্ষায় মনোনীত হয়েছে তাদের নামের লিস্ট দেখা যাবে।
(৪) প্রত্যেক ছাত্র-ছাত্রীর নামের সাপেক্ষে Download Admit Card বলে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।
VSO-2025 Layer-2 Admit Card- পরীক্ষার তারিখ এবং সময়
এই বছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার টু পরীক্ষা হবে 17 আগস্ট 2025 রবিবার দুপুর 12 টা থেকে তিনটে পর্যন্ত। পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে অর্থাৎ সকাল 11 টা থেকে রিপোর্টিং টাইম।
পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী নিচে দেওয়া হলো।
1. পরীক্ষা শুরু হওয়ার অন্তত 30 মিনিট আগে প্রার্থীদের তাদের জন্য নির্দিষ্ট করা জায়গায় বসতে হবে। দুই ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না।
2. পরীক্ষার সময় Admit Card দেখাতে হবে।
3. তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর (০৪ সংখ্যার, যেমন 325xxxxx) এবং OMR শীটে নির্দিষ্ট স্থানে ব্যক্তিগত বিবরণ পূরণ করার আগে প্রশ্ন পুস্তিকা এবং OMR শীটে দেওয়া নির্দেশাবলী খুব সাবধানে পড়ো। কোন অবস্থাতেই তোমাকে কোন অতিরিক্ত OMR শীট প্রদান করা হবে না। যদি OMR শীট ত্রুটিপূর্ণ থাকে, সেক্ষেত্রে পরীক্ষার শুরুতেই পরিদর্শককে জানাও।
4. সমস্ত প্রশ্ন বাংলা ও ইংরেজি ভাষায় হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের চারটি বিকল্প থাকবে (A থেকে D পর্যন্ত)। তোমাকে সঠিক (একটি) উত্তর বেছে নিতে হবে। OMR শীটে তোমার উত্তর শুধুমাত্র BLACK INK Ball Point Pen -দ্বারা “বৃত্ত সম্পূর্ণ কালো” করে চিহ্নিত করতে হবে। উত্তর নিশ্চিত করার পরে বৃত্তটি পূরণ কর। একবার বৃত্তটি পূরণ করা হয়ে গেলে, এটি পরিবর্তন / কাটাকুটি করা যাবে না। সংশোধনের জন্য মার্কার বা সাদা তরল ব্যবহার করা যাবে না। রাফ কাজের জন্য প্রশ্ন-পুস্তিকার ভিতরে কয়েকটি ফাঁক পৃষ্ঠা দেওয়া হবে।
5. প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে।
6.তোমার সাথে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট রাখার অনুমতি নেই তবে জ্যামিতি বক্স অনুমোদিত।
7. পরীক্ষাটি পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ডের অষ্টম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান এবং গণিতের পাঠ্যক্রম ভিত্তিক হবে। মডেল প্রশ্নগুলি www.jbnsts.ac.in থেকে ডাউনলোড করা যেতে পারে।
৪. কোনো অসৎ উপায় অবলম্বন করলে প্রার্থীর বৈধতা বাতিল করা হবে। এ বিষয়ে কোনোরূপ অনুরোধ গ্রাহ্য করা হবে না।
9. পরীক্ষার হল ত্যাগ করার আগে, পরিদর্শকের কাছে OMR শীট জমা দিতে হবে।
10. অনুগ্রহ করে প্রবেশপত্র (ADMIT CARD) ডাউনলোড করো এবং একটি প্রিন্ট আউট নাও যা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে।
আরও দেখুন: বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বিগত বছরের প্রশ্নপত্র
Admit Card Sample Copy 👇👇

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
- আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদজগৎ-অষ্টম শ্রেণীর বিজ্ঞান| Poribesh Bigyan Class 8 Chapter 11
- পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ | Poribesh Bigyan Class 8 Chapter 10
- অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি (নবম অধ্যায়)-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 9
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর