Vidyasagar Science Olympiad 2025 layer 1 Result

Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025

Blinking Buttons WhatsApp Telegram

Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result: প্রকাশিত হলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025 এর Layer-1 পরীক্ষার রেজাল্ট। এই বছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025 এর Layer-1 পরীক্ষা হয় 15 জুন 2025। Layer-1 পরীক্ষার পাফরমেন্সের ওপর ভিত্তি করে প্রত্যেক ইউনিটের 10% পরীক্ষার্থীকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে 30% Layer 1 এর পরীক্ষায় থাকবে) Layer 2 এর জন্য মনোনীত করা হয়েছে।

তাছাড়া কোনো ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা যাই হোক না কেন, মোট নম্বরের 50% বা তার বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীদের সরাসরি Layer 2 পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। উভয় নির্বাচনের ক্ষেত্রে যদি দুইজন পরীক্ষার্থীর স্কোর একই হয় তাহলে দুইজনকেই তালিকার অর্ন্তভূক্ত করা হবে।

ঠিক কবে Layer 2 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং Layer 2 পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তা পরে জানানো হবে।

আর সেই সঙ্গে প্রত্যেক ইউনিটের শীর্ষ 3 জনকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে 40% Layer 1 এর পরীক্ষায় থাকবে) বই কেনার গ্রাণ্ড হিসেবে 1000/- টাকা করে দেওয়া হবে।

আরও দেখুন:  Nabanna Scholarship 2025 | নবান্ন স্কলারশিপে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি

Vidyasagar Science Olympiad 2025 Overview

Examination NameVidyasagar Science Olympiad 2025 (VSO)
Conduct byJagadis Bose National Science Talent Search
Exam Date15 June 2025
VSO Layer-1 Result 2025 LinkClick here
Official WebsiteClick here

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৫ এর (Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result) পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন?

১) প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে।

২) এরপর Dropdown লিস্ট থেকে নিজের জেলার নাম এবং ব্লকের নাম সিলেক্ট করতে হবে।

৩) এরপর Find অপশনে ক্লিক করলেই ব্লক অনুযায়ী লিস্ট দেখা যাবে।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025 এর Layer-1 পরীক্ষার রেজাল্ট দেখার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result Link

Book Grand এর জন্য কিভাবে আবেদন করবেন?

প্রত্যেক ইউনিটের শীর্ষ 3 জনকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে 40% Layer 1 এর পরীক্ষায় থাকবে) বই কেনার গ্রাণ্ড হিসেবে 1000/- টাকা করে দেওয়া হবে। যেসমস্ত ছাত্র-ছাত্রী বুক গ্রাণ্ড এর জন্য সিলেক্ট হয়েছে রেজাল্ট লিস্টে তাদের নামের পাশে Book Grand Eligibility কলমে Yes লেখা থাকবে।

আরও দেখুন:  Vidyasagar Science Olympiad 2025 (VSO) | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫

১) Yes অপশনে ক্লিক করতে হবে।

২) এরপর একটি পেজ ওপেন হবে। যেখানে একটি ফর্ম দেওয়া থাকবে।

৩) বুক গ্রাণ্ডের (Book Grand) জন্য আবেদন করার জন্য এই ফর্ম টি পূরণ করতে হবে।

৪) প্রথমে নামের বানান ভুল থাকলে তা সঠিক করে লেখার অপশন আছে।

৫) এরপর নিজ নিজ স্কুলের UDISE কোড দিতে হবে।

৬) এরপর বেনিফিসারির নাম, ব্যাঙ্কের অ্যাকাউণ্ট নম্বর, শাখার নাম এবং ব্যাঙ্ক IFSC কোড দিতে হবে।

৭) তারপর দশ সংখ্যার Mobile নম্বর দিতে হবে।

8) শেষে ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতার pdf বা JPEG আপলোড করে, Conform বক্সে ক্লিক করে Submit Your Account Details অপশনে ক্লিক করতে হবে।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025) সম্বন্ধে আরও বিশদে জানতে এখানে ক্লিক করুন।

আরও দেখুন:  Madhyamik Exam Routine 2026 | মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৬

Book Grand এর আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে?

১) নিজ নিজ স্কুলের UDISE কোড।

২) ব্যাঙ্কের নাম (Bank Name), অ্যাকাউণ্ট নম্বর (Account No.) এবং IFSC কোড।

৩) ব্যাঙ্কের পাশ বই (Bank Pass Book) এর প্রথম পাতা বা ক্যান্সেল চেকের (Cancel Cheque) কপি।

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top