madhyamik 2024 Physical Science Question Paper

উত্তরসহ মাধ্যমিক ২০২৪ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র | Madhyamik 2024 Physical Science Question Paper Solved

Last Updated on March 2, 2025 by Science Master

উত্তরসহ মাধ্যমিক ২০২৪ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র (Madhyamik 2024 Physical Science Question Paper Solved): মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আজকের প্রতিবেদনে নিয়ে এসেছি উত্তরসহ ২০২৪ সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র। সমস্ত প্রশ্নের উত্তর অভিজ্ঞ শিক্ষক দ্বারা নিখুঁত ভাবে করা হয়েছে। নীচে ২০২৪ সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সমস্ত উত্তর করা আছে দেখে নাও।

2024

PHYSICAL SCIENCE

(For Regular and External Candidates)

Time Three Hours Fifteen Minutes

(First FIFTEEN minutes for reading the question paper only)


Full Marks 90

For Regular Candidates

100 For External Candidates

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.



কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।

বিভাগ- ‘ক’

(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)



১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: ১x১৫=১৫

১.১ বায়োগ্যাসের মূল উপাদান হল-

(a) CH4

(b) CFC

(c) CO₂

(d) CO

Ans:- (a) CH4

১.২ বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে

(a) উচ্চচাপে এবং উচ্চ তাপমাত্রায়

(b) উচ্চচাপে এবং নিম্ন তাপমাত্রায়

(c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়

(d) নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়।

Ans:- (c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়।

১.৩ STP তে 44.8 লিটার CO4 এর মোল সংখ্যা-

(a) 3

(b) 1

(c) 2

(d) 1.5

Ans:- (c) 2

১.৪ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়-

(a) 1 / 2

(b) 0

(c) 1 / 273

(d) 1

Ans:- (c) 1 / 273

১.৫ প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল

(α) μ = Α+Β/λ

(b) μ = Α + Βλ2

(c) μ = Αλ + Β

(d) μ = Α + B/λ2


Ans:- (d) μ = Α + B/λ2


১.৬ বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হয়-

(a) উত্তল দর্পণ দ্বারা

(b) উত্তল লেন্স দ্বারা

(c) সমতল দর্পণ দ্বারা

(d) অবতল লেন্স দ্বারা

Ans:- (b) উত্তল লেন্স দ্বারা

১.৭ একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা-

(a) বৃদ্ধি পাবে

(b) হ্রাস পাবে

(c) প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে

(d) তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না।

Ans:- (b) হ্রাস পাবে।

১.৮ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে-

(a) 6 কুলম্ব

(b) 150 কুলম্ব

(c) 300 কুলম্ব

(d) 30 কুলম্ব

Ans:- (b) 150 কুলম্ব।

১.৯ 86A222 —> 84 B210 বিক্রিয়াটিতে নিঃসৃত α, ও  β কণার সংখ্যা হবে যথাক্রমে-

(a) 6α, 3β

(b) 3α, 4β

(c) 4α, 3β

(d) 3α, 6β

Ans:- (b) 3α, 4β

১.১০ মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার উর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো-

(a) C < N < O < F

(b) C > N > O > F

(c) O < N < C < F

(d) F > C > O > N

Ans:- (b) C > N > O > F (নিন্মক্রম)

১.১১ NaCl যৌগে Na ও CI পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল-

(a) Na – 2, 8, 8 ; Cl – 2, 8

(b) Na-2, 8, 7 ; Cl- 2, 8, 1

(c) Na – 2, 8, 1 ; Cl – 2, 8, 7

(d) Na- 2, 8 ;  Cl- 2, 8, 8

Ans:- (d) Na- 2, 8 ;  Cl- 2, 8, 8

১.১২ তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো-

(a) রাসায়নিক পরিবর্তন হয়

(b) দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে

(c) উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে

(d) আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়।

Ans:- (c) উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে

১.১৩ যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল-

(a) NO2

(c) HCI

(b) H2S

(d) NH3

Ans:- (d) NH3

১.১৪ তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হল-

(a) Ag

(b) Mg

(c) Fe

(d) Au

Ans:- (c) Fe

১.১৫ কোন্ রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো-

(a) CH4 + Cl2

(b) CH3Cl + Cl2

(c) CH2Cl2 + Cl2

(d) CHCl3 + Cl2


বিভাগ-খ



২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

২.১ ক্লোরিন পরমাণু (CI) ওজোন অণুর (O₃) বিনষ্টি ঘটায়- একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। ১

Ans:- Cl (সক্রিয়) + O3 —> ClO + O2

২.২ বায়ুমণ্ডলের কোন্ স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? ১

Ans:- মেসোস্ফিয়ার।

অথবা

আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমন্ডলের কোন্ স্তরে অবস্থিত? ১

Ans:- থার্মোস্ফিয়ার।

২.৩  P বনাম 1/V লেখচিত্রের প্রকৃতি কি?

Ans:- সরলরৈখিক।

২.৪ পরম উদ্বুতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। ১

Ans:- PM = dRT     [d- ঘনত্ব]

২.৫ অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্ক 24 × 10-6 °C হলে, SI এককে এর মান কত হবে?

Ans:- 24 x 10-6 K-1

অথবা

কোন্ সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়?

Ans:- চার্লসের সূত্র।

২.৬ আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে?

Ans:- কোনো পরিবর্তন হবে না।


২.৭ উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ১

Ans:- লেন্সের যেদিকে বস্তু আছে, প্রতিবিম্বটি লেন্সের অন্যদিকে 2f এর থেকে বেশি দূরত্বে গঠিত হবে।

২.৮ একটি বর্তনীতে 6 ওহম ও 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে?

Ans:-

২.৯ বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন্ সূত্র দ্বারা নির্ণীত হয়?

Ans:- ফ্লেমিং এর বামহস্ত নিয়ম।

২.১০ নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। ১

Ans:- নিউক্লিয়ার রিঅ্যাক্টর ।

অথবা

নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন?  ১

Ans:- নিউক্লিয় সংযোজনের জন্য যে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, সেই তাপমাত্রা নিউক্লিয় বিভাজন ঘটিয়ে পাওয়া যায়। সেই কারণে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়।

২.১১ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো ১×৪=৪

বামস্তন্তডানস্তম্ভ
(১) নোবল্ গ্যাস(a) Cs
(২) ইনভার(b) Rn
(৩) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল(c) কার্বন দ্বারা বিজারণ
(8) ZnO + C → Zn + CO(d) একটি সংকর ধাতু

Ans:- (১) – (b); (২) – (d); (৩) – (a); (৪) – (c)


২.১২ জল ও বেঞ্জিন এর মধ্যে কোনটিতে KCI দ্রবীভূত হয়।

Ans:- জল।

২.১৩ জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ তড়িৎদ্বারে জারণ ঘটে?

Ans:- অ্যানোডে।

অথবা

তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DC-এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? ১

Ans:- DC

২.১৪ HCI গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন? ১

Ans:- HCI গ্যাসের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে।

২.১৫ অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। ১

Ans:- ইউরিয়া। H2NCONH2

অথবা


সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। ১

Ans:- Ag2S

২.১৬ মেলামাইন প্রস্তুতির জন্য কোন্ যৌগ ব্যবহৃত হয়?

Ans:- ইউরিয়া।

২.১৭ C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। ১

Ans:- ইথাইল অ্যালকোহল (CH3CH2OH) , ডাইমিথাইল ইথার (CH3OCH3)

২.১৮ LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো।

Ans:- CH3– CH2– CH2– CH3 (বিউটেন)

অথবা

1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন এর গঠনমূলক সংকেত লেখো।

Ans:- CHBr2– CHBr2


বিভাগ ‘গ’



৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

৩.১ Fire ice এর সংকেত লেখো। এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? ১+১

Ans:- Fire ice এর সংকেত 4CH4, 23H2O

Fire ice কে উত্তপ্ত করলে বা চাপ কমালে বা অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইডের উপস্থিতিতে ওর কেলাস থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসে।

৩.২ -3°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 750 cc। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হল যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত? ২

Ans:-

প্রাথমিক \; উষ্ণতা (T_1)= (273-3)=270 K,\; প্রাথমিক\; আয়তন(V_1)= 750cc\\অন্তিম \; উষ্ণতা (T_2)= ?,\; অন্তিম\; আয়তন(V_2)= 1000cc\\\frac{V_1}{V_2}= \frac{T_1}{T_2}\\T_2=\frac{T_1.V_2}{V_1}\\T_2=\frac{270\times1000}{750}\\T_2= 360K\\\therefore \; চূড়ান্ত\; উষ্ণতা(T_2)= 360K, বা, (360-273)=87^oC



অথবা

4 অ্যাটমস্ফিয়ার চাপে ও 27oC উষ্ণতায় ৪ গ্রাম H2 গ্যাসের (H = 1) আয়তন কত হবে? [ R = 0.082 লিটার অ্যাটমস্ফিয়ার mol-1 K– 1 ] . ২

Ans:-

চাপ(P)=4atm, উষ্ণতা (T) =(27+273)=300K,মোল\; সংখ্যা (n)=4, আয়তন(V)=?\\PV=nRT\\V=\frac{nRT}{P}\\V=\frac{4\times0.082\times300}{4}\\V= 24.6L\\H_2 \;গ্যাসের\;আয়তন=24.6L



৩.৩ একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20o হবে?

Ans:- চ্যুতি কোণ (δ) = 20o , সমবাহু প্রিজমের শীর্ষকোণ (∠A)= 60o ,

আমরা জানি, δ = i1 + i2 – ∠A

বা, 2i1 = ∠A + δ, [সমবাহু প্রিজমের ক্ষেত্রে i1 = i2 হয়]

বা, i1 = (60 + 20)\2,

বা, i1 = 40o

আলোক রশ্মির আপতন কোণ = 40o



অথবা

2 mm বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা গণনা করো। কাচের প্রতিসরাঙ্ক = 1.5.

Ans:-

কাচের\; ফলকের\; বেধ (d)= 2mm=0.002cm, \\শূন্যমাধ্যমে\; আলোর \; বেগ(c)= 3\times10^{-8}m/s\\কাচ \; মাধ্যমে\; আলোর \; বেগ= v, \\কাচ \; মাধ্যমে\; আলোর \; প্রতিসরাঙ্ক= \mu=1.5\\\mu=\frac{c}{v}\\v=\frac{c}{\mu}\\\therefore সময়\; লাগবে= \frac{d}{v}=\frac{d.\mu}{c}=\frac{0.002\times1.5}{3\times10^{-8}}s=10^{-11}s\\কাচের \; ফলক \; অতিক্রম \; করতে \; সময় \; লাগবে= 10^{-11}s



৩.৪ একটি বৈদ্যুতিক কোশের অভ্যন্তরীণ রোধ ও EMF এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ২

Ans:-

কোশের \; EMF=E; কোশের \; বাইরের\; রোধ = R; কোশের \; অভ্যন্তরীণ \; রোধ = r; \; বর্তনীর \; প্রবাহমাত্রা=I\\ প্রবাহমাত্রা=\frac{কোশের \; EMF}{কোশের \; মোট \; রোধ}\\ I=\frac{E}{R+r}\\E=I(R+r)\\E=IR+Ir\\E=V+Ir



৩.৫ অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগের উদাহরণ দাও। ১+১

Ans:- কোন মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা যখন 8 হয় তখনই পরমাণুটির উপস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে, ও বলা হয় যে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন অষ্টপন্ন হয়েছে। এটিই অষ্টক সূত্র নামে পরিচিত। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগ হলো- লিথিয়াম হাইড্রাইড (LiH) বেরিলিয়াম ক্লোরাইড (BeCl2)।

অথবা

আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। ২

Ans:-

আয়নীয় যৌগসমযোজী যৌগ
(১) সাধারণত জলে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য।(১) সাধারণত জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য।
(২) এরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সমাবয়বতা ধর্ম প্রদর্শন করে না। (২) এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সমাবয়বতা ধর্ম প্রদর্শন করে।



৩.৬ আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন এর পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন? ২
Ans:-
যেসমস্ত যৌগের অণুর অস্তিত্ব আছে তাদের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি ব্যবহার করা হয়। আয়নীয় যৌগের ক্ষেত্রে পৃথক অণুর কোনো অস্তিত্ব নেই। তাই আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন বলাই বেশি যুক্তিযুক্ত।

৩.৭ অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? ২

Ans:- অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির হওয়ায় এটি অম্লধর্মী গাঢ় H2SO4 এর সংস্পর্শে এসে অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন করে। তাই অ্যামোনিয়া গ্যাসকে গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা হয় না।

2NH3 + H2SO4 = (NH4)2SO4



৩.৮ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময়ে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? ২

Ans:- NaCl ও অনার্দ্র CaCl2 এর গলিত মিশ্রণে ক্যাটায়ন রূপে Na+ ও Ca2+ আয়ন থাকে। ক্যালশিয়ামের পরাধর্মিতা সোডিয়াম অপেক্ষা বেশি হওয়ায় Ca2+ আয়নের বিজারিত হবার প্রবণতা Na+ আয়ন অপেক্ষা কম হয়। ফলে Ca2+ আয়নের পরিবর্তে Na+ আয়ন ক্যাথোডে আধানমুক্ত হয় ও ধাতব সোডিয়ামে পরিনত হয়। এই জন্য মিশ্রণে যতক্ষণ Na+ আয়ন থাকে ততক্ষণ Ca2+ আয়ন ক্যাথোডে মুক্ত হয়।

অথবা

লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। ২

Ans:- লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায়: (১) লোহার উপর রং, আলকাতরা ইত্যাদির প্রলেপ দিতে হবে। (২) লোহার উপর জিঙ্ক লেপন ও টিনের প্রলেপ দিতে হবে।

৩.৯ ডিনেচার্ড স্পিরিট কী? ২

Ans:- রেক্টিফায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে প্রায় 10 ভাগ পর্যন্ত বিষাক্ত মিথানল এবং সামান্য উৎকট স্বাদযুক্ত পদার্থ, যেমন – ন্যাপথা, পিরিডিন প্রভৃতি মেশানো হয়। এই বিষাক্ত মিশ্রণকে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট বলা হয়। ডিনেচার্ড স্পিরিট

অথবা

ইথাইল অ্যালকোহল ও অ্যাসেটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। ১+১

Ans:- ইথাইল অ্যালকোহল সুগন্ধি ও মদ জাতীয় পানীয় তৈরিতে ব্যবহৃত হয়।

অ্যাসেটিক অ্যাসিড ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।


বিভাগ ‘ঘ’


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

৪.১ একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো। ১+২

Ans:- ঘরের এক কোণে ধূপ জ্বালালে, কিছুক্ষণের মধ্যে ধূপের গন্ধ গোটা ঘরে ছড়িয়ে পড়ে। গ্যাসের অণুগুলি গতিশীল থাকার জন্যই এইরকম ঘটনা ঘটে। সাধারণত গ্যাসের অণুর ব্যাপন ধর্মের জন্যেই এটি ঘটে।

গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য: (১) গ্যাসের অণুগুলিকে বিন্দুভরের কণা হিসেবে ধরা হয় এবং গ্যাসীয় অনুগুলির নিজস্ব মোট আয়তন গ্যাস যে পাত্রে রাখা হয় তার আয়তনের তুলনায় খুবই নগণ্য ধরা হয়। (২) গ্যাসের অনুগুলির মধ্যে কোন আকর্ষণ বা বিকর্ষণ বল নেই।

৪.২ 21 গ্রাম লোহিত তপ্ত আয়রণের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ H2 পাওয়া যাবে? STP তে ওই H2 – এর আয়তন কত হবে? [Fe = 56] ২+১

Ans:-

3Fe  + 4H_2O=Fe_3O_4+ 4H_2\\ 168g \;লোহিত \;তপ্ত\; আয়রণের \;ওপর \;দিয়ে \;স্টিম \;চালনা \;করলে\;H_2 পাওয়া \; যায় \;8 g\\21g \;লোহিত \;তপ্ত\; আয়রণের \;ওপর \;দিয়ে \;স্টিম \;চালনা \;করলে\;H_2 পাওয়া \; যায় \;\frac{8\times21}{168}=1g\\আমরা\; জানি, \; 2 g \; H_2 এর\; আয়তন\; 22.4L\\\therefore 1 g \; H_2 এর\; আয়তন\; 11.2L


অথবা

O2 এর উপস্থিতিতে SO2 এর জারণের ফলে SO3 প্রস্তুত করা হল। 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 এর প্রয়োজন? [S = 32, 0 = 16] ৩

Ans:-

2SO_2+ O_2=2SO_3 \\ 160g \;SO_3 উৎপন্ন \; করতে\; 128g \; SO_2 \; প্রয়োজন\\40g \;SO_3 উৎপন্ন \; করতে\; 128g \; SO_2 \; প্রয়োজন\;\frac{128\times40}{160}=32g\\অতএব,\; 40 \;গ্রাম \;SO_3\; উৎপন্ন \;করতে\; SO_2\; এর \;প্রয়োজন\; 40g


৪.৩ তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। SI পদ্ধতিতে তাপীয় রোধের একক কী? ২+১

Ans:- একক বেধ এবং একক প্রস্থচ্ছদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে, তলের সঙ্গে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয়, তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। SI পদ্ধতিতে তাপীয় রোধের একক KW-1

অথবা

গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। ১+২

Ans:- গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক: চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রী সেন্টিগ্রেড থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয়, তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে।

যদি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, 0oC এবং toC উষ্ণতায় যথাক্রমে V0 এবং Vt হয় তাহলে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে-

\gamma_p = \frac{V_t-V_0}{V_0\times t}
\gamma_p \;এর\; মান \; সব \; গ্যাসের \; ক্ষেত্রে\;সমান। \;সুতরাং,  V_t-V_0=V_0 \gamma_pt,\\\therefore \;V_t=V_0+V_0\gamma_pt \\বা,V_t=V_0(1+\gamma_pt)...........(1)

চার্লসের সূত্র হল, অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1oC উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0oC উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ,

V_t =V_0(1+\frac{t}{273}) .................(2)

(1) এবং (2) নং সমীকরণ তুলনা করলে পাওয়া যায়,

\gamma_p=\frac{1}{273}^oC^{-1}


8.8 আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে? ১+২

Ans:- বায়ু বা শূন্য মাধ্যম সাপেক্ষে, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে।

বায়ু বা শূন্য মাধ্যম ব্যতীত, যে কোন মাধ্যমের সাপেক্ষে অপর কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কে ওই মাধ্যমটির আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে।

আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের উষ্ণতা ও আপতিত আলোর বর্ণের ওপর নির্ভর করে।

অথবা

দেখাও যে একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসম ভাবে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। ৩

Ans:- সমবাহু ত্রিভুজ ABC এর প্রতিসারক তলে PQ আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পরে প্রিজমের মধ্যে দিয়ে QS পথে প্রতিসৃত হয়ে AC প্রতিসারক তলের ওপর S বিন্দুতে আপতিত হয় ও ST পথে প্রতিসৃত হয়ে বায়ু মাধ্যমে নির্গত হয়।

AB প্রতিসারক তলের ওপর Q বিন্দুতে অঙ্কিত অভিলম্ব NO এবং AC প্রতিসারক তলের ওপর S বিন্দুতে অঙ্কিত অভিলম্ব N1O

Q বিন্দুতে আপতন কোণ = ∠PQN = i1 ও প্রতিসরণ কোণ = ∠OQS = r1

S বিন্দুতে আপতন কোণ = ∠OSQ = r2 ও প্রতিসরণ কোণ = ∠TSN1 = i2

আপতিত রশ্মির প্রাথমিক অভিমুখ PQRX ও নির্গত রশ্মির অভিমুখ RST

সুতরাং আলোকরশ্মির চ্যুতি হয় = ∠XRT = S

S= ∠XRT = ∠RQS + ∠RSQ

S= (∠RQO – ∠SQO) + (∠RSO – ∠QSO)

S= (i1-r1) + (i2-r2)

S= (i1+i2) – (r1+r2) ……….(1)

ত্রিভুজ QOS থেকে পাই,

r1 + r2 + ∠O = 180⁰ …………(2)

চতুর্ভুজ AQOS থেকে পাই, ∠AQO= ∠ASO = 90⁰

∠A +  ∠O = 180⁰ …………..(3)

(2) ও (3) তুলনা করে পাই,

A= r1 + r2

(1) থেকে পাই, δ = (i1 + i2) – ∠A

চ্যুতিকোণ = δ = i1 + i2 – ∠A

wp 17399046642978729039182446534263



৪.৫ আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে? ১+২

Ans:- বিজ্ঞানী নিউটন প্রথম পরীক্ষা করে দেখার যে সূর্যের সাদা আলোক রশ্মি একটি প্রিজমের মধ্য দিয়ে গিয়ে সাতটি বিভিন্ন রঙে বিশ্লিষ্ট হয়ে পড়ে, এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে।

একবর্ণী আলোকরশ্মিকে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করলে কোন বিচ্ছুরণ হবে না।

যৌগিক আলোকরশ্মিকে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করলে বিচ্ছুরণ ঘটবে ও ঐ রশ্মিটি বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হবে।

৪.৬ দুটি পরিবাহীর শ্রেণি সমবায়ে ও সমান্তরাল সমবায়ে তুল্যরোধ যথাক্রমে 9 ওহম ও 2 ওহম। পরিবাহী দুটির রোধ নির্ণয় করো। ৩

Ans:-

ধরি, \; রোধ \;দুটি \; যথাক্রমে\; R_1 \;এবং\;R_2 \\যখন\; শ্রেণি \; সমবায়ে \; যুক্ত \; থাকে\; তখন,\\ \; R_1+R_2=9 \\আর\; যখন\; সমান্তরাল \; সমবায়ে \; যুক্ত \; থাকে\; তখন,\\ \frac{1}{R_1}+\frac{1}{R_2}=\frac{1}{2}\\\frac{R_2+R_1}{R_1R_2}=\frac{1}{2}\\R_1R_2=18\;\; [R_1+R_2=9 \; বসিয়ে]\\অতএব, \; R_1(9-R_1)=18\\বা, \; 9R_1-R_1^2=18\\বা, \; R_1^2-9R_1+18=0\\বা, \; (R_1-6)(R_1-3)=0\\বা, \; R_1=6; বা, \; R_1=3\\ অতএব, রোধ \;দুটি \; যথাক্রমে\; 3 \;ওহম\;এবং\;6\;ওহম। 



অথবা

নিম্নলিখিত বর্তনীর A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো।

physical science question paper 2024 solve
physical science question paper 2024 solve

Ans:-

চিত্রে \; দেওয়া \; রোধ \; গুলি \; যথাক্রমে \; পরস্পর \; সমান্তরাল \;  সমবায়ে \; যুক্ত \; আছে। \\ ধরি, \; বর্তনীর \; তুল্য \; রোধ =R\\ \therefore \; \frac{1}{R}=\frac{1}{1}+\frac{1}{2}+\frac{1}{3}\\\frac{1}{R}=\frac{6+3+2}{6}=\frac{11}{6}\\R=\frac{6}{11} \; ওহম। \\ \therefore \;  বর্তনীর \; তুল্য \; রোধ =\frac{6}{11} \; ওহম।

৪.৭ ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। আর্থিং কি? ২+১

Ans:- ডায়নামো: (১) তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে কাজ করে। (২) যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। (৩) ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের সাহায্যে তড়িচ্চালক বলের অভিমুখ পাওয়া যায়।

বৈদ্যুতিক মোটর: (১) তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়ার ভিত্তিতে কাজ করে। (২) তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। (৩) ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাহায্যে আবর্তনের অভিমুখ জানা যায়।

৪.৮ ৫ ও রশ্মির আধান, ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতার তুলনা করো। ৩

Ans:-

α- রশ্মিγ- রশ্মি
আধানα- রশ্মি ধনাত্মকγ- রশ্মি আধান বিহীন
ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতা কমভেদন ক্ষমতা বেশি
আয়নিত করার ক্ষমতাআয়নিত করার ক্ষমতা বেশিআয়নিত করার ক্ষমতা কম



৪.৯ কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়? Na, Rb, Li ও Cs কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। ৩

Ans:- সর্বনিম্ন শক্তির স্তরে অবস্থিত কোন মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বল ভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়োনাইজেশন শক্তি বলে।

আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রম: Cs <Rb < Na < Li

অথবা

‘A’, ‘B’ ও ‘C’ মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে (n-2), n, (n+1)। ‘B’ মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। ‘A’, ও ‘C’ পর্যায়সারণীর কোন্ শ্রেণিতে অবস্থিত? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশী? ‘A’, ও ‘C’ যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো।

Ans:- A মৌলের পরমাণুটি অবস্থিত = 16 ন়ং শ্রেণি অথবা VI শ্রেণিতে।

B মৌলের পরমাণুটি অবস্থিত = 1 ন়ং শ্রেণি অথবা I শ্রেণিতে।

বিজারণ ক্ষমতা বেশি = C

সংকেত = C2A


৪.১০ তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করা হয়? ২+১

Ans:- তড়িৎ লেপনের উদ্দেশ্য: সৌন্দর্য বৃদ্ধি করা, মরচে পড়া থেকে রক্ষা করা এবং ক্ষয় রোধ করা।

সোনা বলে দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম অরোসায়ানাইড।

৪.১১ ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণ লেখো। ২+১

Ans:- তরল অ্যামোনিয়া (NH3) ও কার্বন ডাই অক্সাইড (CO2)

2NH3+CO2 = H2NCONH2 + H2O


৪.১২ শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ করো। ১+২

Ans:- 350oC -360oC উষ্ণতায় উত্তপ্ত অ্যালুমিনার (Al2O3) ওপর দিয়ে ইথাইল অ্যালকোহল বাষ্পকে চালনা করে ইথিলিন প্রস্তুত করা হয়।

CH_3-CH_2-OH  \xrightarrow[350^oC-360^oC]{Al_2O_3}C_2H_4+H_2O

ব্যবহারঃ (1) কাঁচা ফল পাকাবার জন্য ব্যবহার হয় । (2) শল্য চিকিৎসায় চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়।


অথবা

মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন-টেট্রাক্লোরাইড উৎপন্ন করে? ৩

Ans:- বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করে। মিথেনের হাইড্রোজেন প্রমানুগুলি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে।

CH_4+Cl_2\rightarrow CH_3Cl \;(মিথাইল \;ক্লোরাইড)+HCl\\CH_3Cl +Cl_2\rightarrow CH_2Cl_2 \;(মিথিলিন \;ক্লোরাইড)+ HCl\\CH_2Cl_2 +Cl_2\rightarrow CHCl_3\;(ক্লোরোফর্ম)+HCl\\CHCl_3+Cl_2\rightarrow CCl_4\;(কার্বন \;টেট্রাক্লোরাইড)+HCl

nath আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *