Last Updated on November 15, 2024 by Science Master
উত্তরসহ ২০২২ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র (Physical science Solved paper 2022):
WBBSE Physical science Solved paper 2022: মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা এই পেজে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান (WBBSE Physical science Solved paper 2022) বিষয়ের প্রশ্মপত্রের সমস্ত প্রশ্মের সঠিক এবং নির্ভূল উত্তর করে দিলাম। যেসমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে বিগত বছরের প্রশ্মপত্র গুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তাদের সুবিধার জন্য ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত প্রশ্মের উত্তর করে দিলাম।
PHYSICAL SCIENCE
(For Regular & External Candidates)
Time: Three Hours Fifteen Minutes
(First fifteen minutes for reading the question paper)
Full Marks
90- For Regular Candidates 100 For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness & bad handwriting.
কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।
‘ক’ বিভাগ
1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: 1×15-15
1.1 বায়ুমণ্ডলের কোন্ স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশী?
(a) ট্রোপোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার
Ans:- (a) ট্রোপোস্ফিয়ার
1.2 গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হল
Ans:- (b)
1.3 গ্যাসীয় পদার্থের আণবিক ভর (M) ও বাষ্প ঘনত্বের (D) সম্পর্কটি হল
(a) 2M=D
(b) M=D2
(c) M=2.8D
(d) M=2D
Ans:- (d) M=2D
1.4 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সে.মি. হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে
(a) 20 সে.মি.
(b) 15 সে.মি.
(c) 10 সে.মি.
(d) 40 সে.মি.
Ans:- (c) 10 সে.মি.
1.5 দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে নীচের কোল্টির তরঙ্গদৈর্ঘ্য বড়ো?
(a) x-রশ্মি
(b) অবলোহিত রশ্মি
(c) y-রশ্মি
(d) অতিবেগুনি রশ্মি
Ans:- (b) অবলোহিত রশ্মি
1.6 দন্তচিকিৎসকগণ ব্যবহার করেন
(a) উত্তল দর্পণ
(b) উত্তল লেন্স
(c) অবতল দর্পণ
(d) অবতল লেন্স
Ans:- (c) অবতল দর্পণ
1.7 একটি ইলেকট্রনের আধান হল
(a) – 3.2 x 10-19 C
(b) – 1.6 x 10-19 C
(c) 1.6 x 10-19 C
(d) 3.2 x 10-19 C
Ans:- (b) – 1.6 x 10-19 C
1.8 পরিবাহীর রোধ (R) ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় (1) অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H) ও প্রবাহমাত্রার (1) সম্পর্ক হল
(a) H ∝ l
(b) H ∝ 1/(l2)
(c) H ∝ I2
(d) H ∝ 1/I
Ans:- (c) H ∝ I2
1.9 কোনও পরিবহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12C আধান প্রবাহিত হলে, তড়িৎপ্রবাহমাত্রা হল
(a) 6 অ্যাম্পিয়ার
(b) 0.1 অ্যাম্পিয়ার
(c) 24 অ্যাম্পিয়ার
(d) 10 অ্যাম্পিয়ার
Ans:- (b) 0.1 অ্যাম্পিয়ার
1.10 দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল
(a) 9
(b) 13
(c) 18
(d) 19
Ans:- (c) 18
1.11 দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17-এর অন্তর্গত C1 (17), 1 (53), F (9), Br (35)-এর জারণ ধর্মের ক্রম হল
(a) F < CI < Br < I
(b) Cl > I > F > Br
(c) CI > F > Br > I
(d) F > Cl > Br > 1
Ans:- (d) F > Cl > Br > 1
1.12 নীচের কোন্ আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনও আয়নেরই অষ্টক নেই?
(a) LiH
(b) CaO
(c) NaCl
(d) MgCl2
Ans:- (a) LiH
1.13 নীচের কোন্ যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়?
(a) চিনি
(b) গ্লুকোজ
(c) সোডিয়াম ফুওরাইড
(d) হাইড্রোজেন ক্লোরাইড
Ans:- (c) সোডিয়াম ফুওরাইড
1.14 অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে
(a) তড়িতের অপরিবাহী
(b) সম্পূর্ণরূপে বিয়োজিত হয়
(c) আংশিক বিয়োজিত হয়
(d) বিয়োজিত হয় না
Ans:- (c) আংশিক বিয়োজিত হয়
1.15 তড়িৎ বিশ্লেষণের সময়-
(a) ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে
(b) উভয় তড়িদ্দ্বারে জারণ ঘটে
(c) উভয় তড়িদ্দারে বিজারণ ঘটে
(d) ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে
Ans:- (d) ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে
আরও দেখুনঃ দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্ম-উত্তর | Class 10 Physical Science Question Answer
‘খ’ বিভাগ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
2.1 জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো।
Ans:- প্রাকৃতিক গ্যাস।
2.2 বায়ুমণ্ডলের উন্নতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো।
Ans:- কার্বন-ডাই-অক্সাইড।
অথবা,
শূন্যস্থান পূরণ করো:
ওজোন স্তর সূর্য থেকে আগত ____ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।
Ans:- UV
2.3 SI পদ্ধতিতে গ্যাসের চাপ এর একক কী?
Ans:- পাস্কাল (Pa)।
2.4 চার্লসের সূত্রের ধ্রুবক কী কী?
Ans:- গ্যাসের ভর ও চাপ।
অথবা,
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো
উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান।
Ans:- সত্য।
2.5 কোনও দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি?
Ans:- হ্যাঁ পারে।
2.6 মোটরগাড়ির হেড লাইটে কোন্ ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
Ans:- অধিবৃত্তীয় ।
2.7 লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে µr ও µb হলে কোনটির মান বেশি?
Ans:- µb
2.8 SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী?
Ans:- কুলম্ব।
2.9 তড়িৎ-পরিবাহিতার একক কী?
Ans:- S/m (সিমেন্স / মিটার)।
অথবা,
ফিউজ তারের উপাদান কী কী?
Ans:- টিন ও লেডের সংকর।
2.10 ‘কিলোওয়াট-ঘণ্টা’ কোন্ ভৌত রাশির একক?
Ans:- তড়িৎ শক্তি।
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
বামস্তন্ত | ডানস্তম্ভ |
2.11.1 অ্যাসিটিক অ্যাসিড | (a) তড়িৎ অপরিবাহী |
2.11.2 কাচ | (b) মৃদু তড়িৎ বিশ্লেষ্য |
2.11.3 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল | (c) ক্রিপটন |
2.11.4 একটি অভিজাত মৌল | (d) ফ্লোরিন |
Ans:-
বামস্তন্ত | ডানস্তম্ভ |
2.11.1 অ্যাসিটিক অ্যাসিড | (b) মৃদু তড়িৎ বিশ্লেষ্য |
2.11.2 কাচ | (a) তড়িৎ অপরিবাহী |
2.11.3 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল | (d) ফ্লোরিন |
2.11.4 একটি অভিজাত মৌল | (c) ক্রিপটন |
2.12 F, I, Br, Cl কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও।
Ans:- F > Cl > Br > I
2.13 দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান?
Ans:- 17 নং শ্রেণি ।
অথবা,
ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন্ গ্রুপের অন্তর্গত?
Ans:- 1 নং গ্রুপ।
2.14 ‘ড্যাশ’ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও।
Ans:-
2.15 হাইড্রাইড আয়নের (H–) ইলেকট্রন বিন্যাস কোন্ মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো?
Ans:- হিলিয়াম।
অথবা,
হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো।
Ans:-
2.16 একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও।
Ans:- জল (H2O)।
2.17 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি।
Ans:- মিথ্যা।
2.18 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশণে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে?
Ans:- Al3+ + 3e = Al
অথবা,
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে।
Ans:- মিথ্যা।
[ আরও দেখুনঃ {PDF} উত্তরসহ মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞান প্রশ্মপত্র | 2023 Madhyamik Physical Science paper solved ]
‘গ’ বিভাগ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 2 x 9 = 18
3.1 বিশ্ব উন্নায়ন কী?
Ans:- বর্তমানে শিল্প এবং জ্বালানির প্রয়োজনে বনভূমি ধ্বংস করার ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস, মানুষ ও জীবজন্তুর মলমূত্র ও বিভিন্ন জৈব বজ্র পদার্থের পচন, ধান চাষ ইত্যাদির কারণে মিথেন গ্যাস এবং রেফ্রিজারেটর, মোটরগাড়ি, প্লাস্টিক ইত্যাদি শিল্পের কারণে CFC গ্যাস এর পরিমাণ বায়ুমন্ডলে বেড়ে যাচ্ছে। এর ফলে পৃথিবীপৃষ্ঠ কর্তৃক বিকীর্ণ ইনফ্রারেড রশ্মি বায়ুমণ্ডলে বেশি পরিমাণে শোষিত হচ্ছে। তাই পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় 0.05০C করে বৃদ্ধি পাচ্ছে। একে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে।
3.2 770 mmHg চাপে 27°C উষুতায় কোনও নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75cm3 আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে?
Ans:- প্রাথমিক আয়তন (V1)= 75 cm3, প্রাথমিক চাপ (P1) = 770 mm Hg, অন্তিম চাপ (P2) = 750 mm Hg, অন্তিম আয়তন (V2) = ?
P_1V_1 =P_2V_2\\V_2=\frac{P_1V_1}{P_2}\\V_2=\frac{770 \times 75}{750}\\V_2= 77\; cm^3
হাইড্রোজেন গ্যাস 77 cm3 আয়তন দখল করবে।
অথবা,
2 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300K উয়তায় 64g O₂ গ্যাসের (O=16) আয়তন কত হবে? (R = 0.082 লিটার-অ্যাটমস্ফিয়ার মোল”K”)
Ans:- চাপ (P)= 2 atm, উষ্ণতা (T) = 300 K, মোল সংখ্যা (n) = 64/32 = 2, আয়তন (V)= ?
PV=nRT; \\V=\frac{nRT}{P}; \\V=\frac{2\times 0.082 \times 300}{2}\\V=24.6\; Lit\\\therefore \; অক্সিজেন \; গ্যাসের \; আয়তন \; 24.6\; লিটার।
3.3 লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোরশ্মির প্রতিসরণে চ্যুতিকোন নির্ণয় করো। (আপতন কোণ i এবং প্রতিসরণ কোণ r)
Ans:- একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোকরশ্মি বিভেদতলে পূর্বের অভিমুখ থেকে কিছু ডিগ্রী কোণে সরে যায়। প্রতিসরণের ফলে প্রতিসৃত রশ্মিটি আপতিত রশ্মির অভিমুখ থেকে যত ডিগ্রী কোণে সরে যায়, তাকে প্রতিসরণের জন্য ওই আলোকরশ্মিটির কৌণিক চ্যুতি বলে।
লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোরশ্মির প্রতিসরণঃ ধরি, আপতিত রশ্মি PO লঘু মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে AB বিভেদতলের O বিন্দুতে আপতিত হয়ে প্রতিসৃত হওয়ার পরে ঘন মাধ্যমে OQ অভিলম্বের দিকে সরে এসেছে। OQ হল প্রতিসৃত রশ্মি এবং NOM অভিলম্ব। প্রতিসৃত রশ্মি OQ অভিলম্বের দিকে সরে এসেছে। POR হল আপতিত রশ্মির প্রাথমিক অভিমুখ। ∠PON হল আপতন কোণ ∠i এবং ∠QOM হল প্রতিসরণ কোণ ∠r । প্রতিসরণের জন্যে চ্যুতিকোণ ∠ROQ = δ । এখন, ∠ROQ= ∠ROM – ∠QOM । ∠ROM = ∠PON = ∠i (বিপ্রতীপ কোণ), ∠QOM=r, সুতরাং, ∠ROQ= δ = i – r
অথবা,
সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি ‘সবুজ’ দেখায় কেন?
Ans:- একটি অস্বচ্ছ বস্তু যে বর্ণের আলো আমাদের চোখে প্রতিফলিত করে বস্তুটিকে সেই বর্ণের মনে হয়। সবুজ পাতার ওপর সূর্যের আলো পড়লে পাতা সবুজ আলো প্রতিফলিত করে দেয় এবং অন্য বর্ণের আলো শোষণ করে। তাই পাতা সবুজ দেখায়।
3.4 মুক্ত বর্তনীতে তড়িৎ-কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও।
Ans:- মুক্ত বর্তনীতে কোনো তড়িৎকোশের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে, তাকে ওই কোশের তড়িৎচালক বল বলে। অথবা, মুক্ত বর্তনীতে কোন তড়িৎ কোশের ভেতরে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভবের পাত থেকে উচ্চ বিভবের পাতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকে ওই কোশের তড়িৎচালক বল বলে।
3.5 দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2 এর মৌলগুলিকে ক্ষারয়মৃত্তিকা ধাতু বলা হয় কেন?
Ans:- দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 2 এর মৌলগুলিকে (Be, Mg, Ca, Sr এবং Ba) ক্ষারয়মৃত্তিকা ধাতু বলা। কারন এই ধাতুগুলির অক্সাইড জলের সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে।
অথবা,
একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও।
Ans:- সন্ধিগত মৌল- ম্যাঙ্গানিজ (Mn), ইউরেনিয়ামোত্তর মৌল- নেপচুনিয়াম (Np)।
3.6 NH3 তে কোন্ ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH3 এর লুইস ইলেকট্রন ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো।
(Hও N এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1ও7)
Ans:- সমযোজী বন্ধন।
3.7 সোডিয়াম ফুওরাইডে আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয়?
(F ও Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9 ও 11)
Ans:-
অথবা,
C এর সর্ববহিস্থ কক্ষে 4 টি ইলেকট্রন এবং O এর সর্ববহিস্থ কক্ষে 6 টি ইলেকট্রন আছে। CO2 অণুর লুইস ডট্ ডায়াগ্রাম অঙ্কন করো।
Ans:-
3.8 দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য করো।
Ans:-
ন্যাপথালিন | সোডিয়াম ক্লোরাইড |
ন্যাপথানিন একটি উদবায়ী কঠিন পদার্থ। | সোডিয়াম ক্লোরাইড কেলাসাকার কঠিন পদার্থ। |
এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম। | এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক উচ্চ। |
ন্যাপথানিন জলে দ্রবীভূত হয় না। | সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়। |
3.9 তীব্র তড়িদ্বিশ্লেষ্য বলতে কী বোঝায়?
Ans:- যেসব যৌগ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরুপে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয়, তাদের তীব্র তড়িদবিশ্লেষ্য বলা হয়। যেমন HCl, NaOH, NaCl
অথবা,
ক্যাথোড ও অ্যানোড তড়িদ্দ্বার বলতে কী বোঝায়?
Ans:- তড়িৎ বিশ্লেষণের সময় ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারে অ্যানায়নগুলি ইলেকট্রন বর্জন করে জারিত হয়। এই তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়। আর ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারে ক্যাটায়নগুলি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এই তড়িৎদ্বারকে ক্যাথোড বলে।
‘ঘ’ বিভাগ
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
4.1 বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো।
Ans:- P1 চাপে এবং T1 উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V1; যদি চাপ ও উষ্ণতা পরিবর্তিত হয় যথাক্রমে P2 ও T2 এবং গ্যাসটির অন্তিম আয়তন হয় V2 তবে।
চার্লস ও বয়েলের সূত্রানুসারে,
\frac{PV}{T}=\frac{P_1V_1}{T_1}=\frac{P_2V_2}{T_2}=K=ধ্রুবক
4.2 উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হল?
Ans:- ধরি, x গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন।
বিক্রিয়ক পদার্থের মোট ভর = বিক্রিয়াজাত পদার্থের মোট ভর
40 + x = 28 + 25.5
x = 53.5 – 40
x = 13.5
অতএব, বিক্রিয়াটিতে 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন।
অথবা,
সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হল:
H₂SO₄ + 2NaOH→ Na₂SO₄ + 2H₂O 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে? (H=1, O=16, Na=23, S=32)
Ans:- 98 g H2SO4 জন্য NaOH প্রয়োজন 80 g
4.9 g H2SO4 জন্য NaOH প্রয়োজন (4.9 x 80)/98 g = 4 g
অতএব, বিক্রিয়া করার জন্য 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে।
একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হল। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000A হলে, বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত?
Ans:-
আমরা \; জানি, প্রতিসরাঙ্ক (\mu)=\frac{মাধ্যমটিতে \;আলোটির\; তরঙ্গদৈর্ঘ্য(\lambda)}{বায়ু\; মাধ্যমে \; আলোর \; তরঙ্গ দৈর্ধ্য(\lambda_0)}\\\lambda_0=\frac{\lambda}{\mu}\\\therefore বায়ু\; মাধ্যমে \; আলোর \; তরঙ্গ দৈর্ধ্য(\lambda_0)=\frac{40000}{1.5}=26666.7 \; \AA
আবার, প্রতিসরাঙ্ক (\mu)=\frac{শুন্য\;মাধ্যমে\; আলোর\; বেগ }{মাধ্যমটিতে \; আলোর\; বেগ} \\\therefore মাধ্যমটিতে \; আলোর\; বেগ=\frac{3\times10^8}{1.5}=2\times 10^8\; m/s
অথবা,
কোনও সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হল 40°। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো।
Ans:-
চ্যুতিকোণ (\delta)=i_1+i_2-A\\40=2i_1-60\\2i_1=100\\i_1=50\\\therefore \; প্রিজমের \;প্রথম\; পৃষ্ঠে \;আপতন\; কোণ=50^0
4.4 একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। ফোকাস (F) চিহ্নিত করো।
Ans:-
অথবা,
উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো।
Ans:- আলোকরশ্মিগুচ্ছ উত্তল লেন্সে প্রতিসৃত হলে রশ্মিগুলি প্রধান অক্ষের দিকে বেঁকে অর্থাৎ রশ্মিগুলি পরস্পরের কাছাকাছি চলে আসে। তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। একটি লেন্সকে অনেকগুলি মাথা কাটা প্রিজমের সমন্বয় রূপে কল্পনা করা যেতে পারে। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রিজমগুলির ভূমি লেন্সের প্রধান অক্ষের দিকে থাকে। লেন্সের উপরের অংশের প্রিজমগুলির ভূমি নীচের দিকে এবং নীচের অংশের প্রিজমগুলির ভূমি উপরের দিকে থাকে। একটি প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে রশ্মিটি প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। প্রিজমগুলির প্রতিসারক কোণ (বা শীর্ষকোণ)-এর মান লেন্সের প্রধান অক্ষ থেকে দূরত্ব বাড়ার সঙ্গে বাড়ে। এখন একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিগুচ্ছ লেন্সে প্রতিসৃত হলে, প্রধান অক্ষের উপরের বেঁকে যায়। প্রতিসৃত রশ্মিগুলির চ্যুতি প্রধান অক্ষ থেকে দূরত্ব বাড়ার সঙ্গে বাড়তে থাকে। এর ফলে প্রতিসৃত রশ্মিগুলি প্রধান অক্ষের কাছে চলে আসে। প্রতিসৃত রশ্মিগুলি অভিসারী হয় এবং প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটি হল লেন্সের ফোকাস। এই ঘটনাকে উত্তল লেন্সের ফোকাসিং ক্রিয়া বলে। এই জন্যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে।
4.5 দীর্ঘদৃষ্টি ত্রুটি কী? কোন্ ধরণের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়?
Ans:- দীর্ঘদৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়াঃ যদি চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের দৃষ্টিজনিত ত্রুটিকে দীর্ঘদৃষ্টি ত্রুটি বলে। উপযুক্ত ফোকাস দূরত্বের উত্তল লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায়।
4.6 ‘240V-60W’ ও ‘240V-100W’ রেটিংএর দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণি সমবায়ে যুক্ত করা হলে কোন্ বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? (উভয় বাতির ফিলামেন্টের উপাদান একই)
Ans:- P= V2/R সূত্রানুসারে, 240 V-100 W এর বাতিটির রোধ (576 ohm), 240 V-60 W বাতির রোধ (960 ohm) অপেক্ষা কম। ফলে P=I2R সূত্রানুসারে, 240 V-60 W এর বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে।
অথবা,
5 ohm আভ্যন্তরীণ রোধ ও 2V তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ-কোশকে 15 ohm রোধের সঙ্গে যুক্ত করা হল। কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো।
Ans:-
প্রবাহমাত্রা, I=\frac{E}{R+r} = \frac{2}{15+5}\\I=\frac{2}{20}=0.1 \;amp\\কোশের \;প্রান্তদ্বয়ের\; মধ্যে\; বিভব\; প্রভেদ,V=I\times R\\V=0.1\times 15\\V=1.5\; \\\therefore \; কোশের \;প্রান্তদ্বয়ের\; মধ্যে\; বিভব\; প্রভেদ= 1.5\;V
4.7 ইলেকট্রিক মোটরে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?
Ans:- তড়িৎ শক্তি → যান্ত্রিক শক্তি । সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তনীর দুই প্রান্তের বিভবপ্রভেদ অপরিবর্তিত থাকে। গৃহস্থলীর বৈদ্যুতিক সরঞ্জাম গুলি (বাতি, পাখা, রেফ্রিজারেটর) একটি নির্দিষ্ট ভোল্টেজ (240) এ কাজ করে। সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার ফলে প্রত্যেকটির বিভব প্রভেদ এক হয়। উপরন্তু কোনো একটি সরঞ্জাম কাজ না করলেও অন্যগুলি ঠিক মতো কাজ করবে। এই কারণে গৃহস্থলীয় বৈদ্যুতিক সরঞ্জামগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে।
4.8 ওহম-এর সূত্রটি বিবৃত করো। কোনও পরিবাহীর দুই প্রান্তে 10V বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1A তড়িৎ প্রবাহমাত্রা হয়। পরিবাহীর রোধ নির্ণয় করো।
Ans:- উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা পরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়।
পরিবাহীর রোধ = R, তড়িৎ প্রবাহমাত্রা = I , পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ = V হলে,
ওহমের সূত্র অনুযায়ী, V= I.R
R= V/ I, R= 100
অতএব, পরিবারের রোধ হবে 100 ohm
4.9 দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 16 এর প্রথম তিনটি মৌল হল O, S ও Se। এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও।
Ans:- পর্যায় সারণির একই শ্রেণীতে অবস্থিত মৌল গুলির পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচের দিকে ক্রমশ বৃদ্ধি পায়।
পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম: Se > S > O
পর্যায় সারণির কোন নির্দিষ্ট শ্রেণীতে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ওপর থেকে নিচের দিকে ক্রমাগত হাস পায়।
তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম: Se < S < O
একই শ্রেণীতে অবস্থিত মৌল গুলি ওপর থেকে নিচের দিকে নামলে আয়নন শক্তির মান ক্রমাগত হ্রাস পায়।
আয়োনাইজেশন শক্তির নিম্নক্রম: O > S > Se
4.10 MgCl2, তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? কীভাবে MgCl2, তে রাসায়নিক বন্ধন গঠিত হয়। (Mg ও Cl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 ও 17)
Ans:- আয়নীয় বন্ধন।
অথবা,
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন ব্যাখ্যা করো?
Ans:- সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে আয়নীত হয়ে ধনাত্মক আয়ন Na+ও ঋণাত্মক আয়ন Cl– উৎপন্ন করে। তাই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী। কিন্তু চিনি বা গ্লুকোজ জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে না। তাই চিনি বা গ্লুকোজ তড়িৎ সুপরিবাহী নয়।
4.11 তড়িৎলেপন কী? কপারের কোনও বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোডটি কী?
Ans:- তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কোন নিকৃষ্ট মানের ধাতু বা সংকর ধাতু নির্মিত বস্তুর ওপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোন উৎকৃষ্ট মানের ধাতুর নিরবিচ্ছিন্ন হতে পাতলা সুষম আস্তরণ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলা হয়।
কপারের কোনও বস্তুর ওপর সিলভারের তড়িৎলেপনে ক্যাথোডটি হবে কপারের বস্তু।
4.12 প্লাটিনাম তড়িদ্দার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎবিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন?
Ans:- ক্যাথোড বিক্রিয়া: H+ + e ➝ H [বিজারণ], H + H ➝ H2 (g)
বিশুদ্ধ জল সাধারণ উষ্ণতায় অতি অল্প মাত্রায় আয়নিত হয়ে H+ এবং OH – উৎপন্ন করে। তাই বিশুদ্ধ জল তড়িৎ এর কুপরিবাহী। বিশুদ্ধ জলে যে কোন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়। জলীয় দ্রবণের আয়নের সংখ্যাধিক্যের জন্য জলের তড়িৎ পরিবাহিতা বহুগুণ বৃদ্ধি পায়। তখন জল তড়িৎ এর সুপরিবাহী হয়। এই কারণে তড়িৎবিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয়।
অথবা,
Cu-ইলেকট্রোড ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াদুটি লেখো। তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়?
Ans:- ক্যাথোড বিক্রিয়া: Cu2+(aq) + 2e ➝ Cu(s) [বিজারণ]
অ্যানোড বিক্রিয়া: Cu(s) ➝ Cu2+(aq) + 2e [জারণ]
তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় তাপ বিশোধনে প্রাপ্ত অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড।
‘ঙ’ বিভাগ
(কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনও চারটি): 1×4
5.1 জ্বালানির তাপনমূল্যের SI একক কী?
Ans:- জ্বালানির তাপনমূল্যের SI একক কিলোজুল/গ্রাম (kJ/g) ।
5.2 1 mol গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো।
Ans:- PV = RT
5.3 দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণি থেকে শ্রেণি 12 পর্যন্ত সন্ধিগত মৌলগুলির অবস্থান?
Ans:- 3 শ্রেণি থেকে।
5.4 ডায়নামোতে কোন্ ধরণের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়?
Ans:- যান্ত্রিক শক্তি।
5.5 CHCl3 অণুতে কয়টি সমযোজ্যতা বন্ধন আছে?
Ans:- 4 টি।
6. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনও তিনটি):
6.1 6 ওহম ও 4 ওহম রোধ বিশিষ্ট দুটি পরিবাহী তার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে?
Ans:- 1/R = 1/6 + 1/4, 1/R = 10/24 , R = 2.4 ohm
সমবায়টির তুল্য রোধ = 2.4 ohm
6.2 অবতল লেন্সের প্রধান অক্ষ বলতে কী বোঝায়?
Ans:- অবতল লেন্সের দুটি তলের বক্রতাকেন্দ্রগামী কাল্পনিক সরলরেখাকে ওই অবতল লেন্সের প্রধান অক্ষ বলে।
6.3 হাইড্রোজেনের ধর্মের সঙ্গে দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো।
Ans:- হাইড্রোজেনের মতো দীর্ঘ পর্যায় সারণির শ্রেণী 17 মৌলগুলির যোজ্যতা 1।
হাইড্রোজেনের মতো দীর্ঘ পর্যায় সারণির শ্রেণী 17 মৌলগুলি দ্বিপরমাণুক।
6.4 গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে কেন?
Ans:- গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড ধনাত্মক আয়ন Na+ এবং ঋণাত্মক আয়ন Cl– উৎপন্ন করে। তাই গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে। NaCl ➝ Na+ + Cl–
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test
- উত্তরসহ ২০২২ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | Physical science Solved paper 2022
- মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Madhyamik Life Science Chapter 1 VSAQ
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4