Last Updated on May 13, 2022 by Science Master

মাধ্যমিক ” আলো ” অধ্যায়ের অনলাইন মক টেস্ট | Madhyamik Light Chapter Online Mock Test

মাধ্যমিকের ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর অনলাইন মক টেস্টের (Online Mock Test) ব্যবস্থা করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অংশগ্রহণ করতে পারো। এতে তোমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর ভীত আরও মজবুত হবে। এই পেজে ভৌত বিজ্ঞান বিষয়ের ” আলো ” অধ্যায়ের ওপর অনলাইন মক টেস্টের (Online Mock Test) ব্যবস্থা করা হয়েছে।

তোমরা যারা অংশগ্রহণ করতে চাও তারা প্রথমে ভালো করে ভৌত বিজ্ঞান বিষয়ের ” আলো ” অধ্যায়টি ভালো করে পড়ে নেবে। সমস্ত প্রশ্ম MCQ এবং প্রতিটি প্রশ্মের মান ১ করে। নিচে দেওয়া লিঙ্কের Start Button এ ক্লিক করলেই টেস্ট শুরু হয়ে যাবে। টেস্টের শেষে নিজের নাম লিখে Submit করলেই রেজাল্ট দেখা যাবে।

আরও দেখুনঃ আলো অধ্যায়ের অনলাইন মক টেস্ট পার্ট -১

0%
206
Created on By
Science Master

ভৌতবিজ্ঞান বিষয়ের আলো অধ্যায়ের অনলাইন মক টেস্ট পার্ট - ২

1 / 20

প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে কৌণিক চ্যুতির মান হবে-

2 / 20

দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ আলোর-

3 / 20

যে ত্রুটির জন্য চোখ কাছে জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না-

4 / 20

বস্তুর সকল অবস্থানেই অসদ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে-

5 / 20

কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি-

6 / 20

যে ত্রুটির জন্য চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না-

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান অনলাইন মক টেস্ট | Madhyamik Physical Science Online Mock Test

7 / 20

কুয়াশার মধ্য দিয়ে কোনো লোক দেখতে পায় না, কারন

8 / 20

একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ?

9 / 20

প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক-

10 / 20

রামধনুতে আলোকের -

11 / 20

কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম-

12 / 20

যে কোনো প্রজমের প্রতিসারক কোণের মান সর্বদা-

13 / 20

দীর্ঘ দৃষ্টি ত্রুটি অপসারণ করতে ব্যবহৃত হয়-

14 / 20

কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে, এর চ্যুতি কোণ কত হবে?

15 / 20

মোটর বাইকের ভিউফাইণ্ডার হিসেবে যে দর্পন ব্যবহার করা হয়-

16 / 20

কোন লেন্স বস্তু অপেক্ষা বড়ো অসদ প্রতিবিম্ব গঠনে সক্ষম ?

17 / 20

স্বল্প দৃষ্টি ত্রুটি অপসারণ করতে প্রয়োজন হয়-

18 / 20

রেটিনাতে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয়-

19 / 20

বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলায় মেঘমুক্ত আকাশকে কেমন দেখাত?

20 / 20

আরও দেখুন:  মাধ্যমিক জীবন বিজ্ঞান মক টেস্ট | Madhyamik Life Science Mock Test

মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়, সেটি হল-

Your score is

The average score is 53%

0%

আরও দেখুনঃ গ্যাসের আচরন অধ্যায়ের অনলাইন মক টেস্ট

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: