Liquid State class 12 chemistry chapter 1 mcq

তরল অবস্থা (Liquid State)- দ্বাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Chemistry Class 12 Chapter 1 MCQ Question Answer

Blinking Buttons WhatsApp Telegram

তরল অবস্থা (Liquid State)

WBCHSE Class 12 Chemistry Chapter 1 (Liquid State) MCQ: দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের সেমিস্টার (Semester-III) সিস্টেমের প্রথম অধ্যায় ” তরল অবস্থা (Liquid State) ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্মউত্তর দেওয়া হলো। দ্বাদশ শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীরা এই গুরুত্বপূর্ণ প্রশ্ম উত্তর গুলি প্র্যাকটিস করতে পারো। এখানে দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের সেমিস্টার (Semester-III) সিস্টেমের প্রথম অধ্যায় ” তরল অবস্থা (Liquid State) ” থেকে গুরুত্বপূর্ণ সাজেস্টিভ MCQ প্রশ্মউত্তর দেওয়া আছে।

(1) কোন দ্রবনটির স্ফূটনাঙ্ক সর্বোচ্চ- (a) 0.1 m NaCl (b) 0.1 m CaCl2 (c) 0.1 m BaCl2 (d) 0.1 m FeCl3

Ans:- (d) 0.1 m FeCl3

External Post List Link

আরও দেখুন>>

(2) কোন দ্রবনটির হিমাঙ্ক সর্বোচ্চ- (a) 0.1 m Al2(SO4)3 (b) 0.1 m BaCl2 (c) 0.1 m AlCl3 (d) 0.1 m NH4Cl

Ans:- (d) 0.1 m NH4Cl

(3) কোন জলীয় দ্রবনটির হিমাঙ্ক সর্বোচ্চ- (a) 0.1 m Al2(SO4)3 (b) 0.1 m C6H12O6 (c) 0.1 m KCl (d) 0.1 m CaCl2

Ans:- (b) 0.1 m C6H12O6

(4) নিন্মলিখিত কোনটি কলিগেটিভ ধর্ম নয়- (a) হিমাঙ্কের অবনমন (b) স্ফুটনাঙ্কের উন্নয়ন (c) অভিস্রবন চাপ (d) প্রতিসরাঙ্কের পরিবর্তন

Ans:- (d) প্রতিসরাঙ্কের পরিবর্তন

(5) কোন ধর্মটি কলয়েডের পরিশোধনের জন্য ব্যবহার করা হয়- (a) ইলেকট্রোডায়ালিসিস (b) ডায়ালিসিস (c) আলট্রাসেন্ট্রিফিউগেশন (d) পেপ্টাইজেশন।

Ans:- (b) ডায়ালিসিস (Dialysis)

(6) আর্সেনিক সালফাইড সল ঋণাত্মক আধানযুক্ত। কোন ইলেকট্রোলাইট এটি জমাট বাঁধার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হবে- (a) BaCl2 (b) KCl (c) K4[Fe(CN)6] (d) AlCl3

Ans:- (d) AlCl3

(7) 6 g ইউরিয়া 90 g জলে দ্রবিভূত করা হয়েছে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কত? (a) 0.02 (b) 0.05 (c) 0.1 (d) 0.04

Ans:- (a) 0.02

(8) নিন্মলিখিত কোনটিতে বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল- (a) জেল (b) সল (c) এরোসল (d) ফোম

Ans:- (b) সল

(9) কোলয়েড কণা দ্বারা আলোর ছড়িয়ে পড়াকে কী বলে? (a) ব্রাউনীয় গতি (b) টিন্ডাল প্রভাব (c) ইলেকট্রোফোরেসিস (d) পেপটাইজেশন।

Ans:- (b) টিন্ডাল প্রভাব

(10) কোন প্রক্রিয়ায় নদীর মোহনায় ব-দীপ গঠিত হয়- (a) ইমালসিফিকেশন (b) কোলয়েড (c) তঞ্চন (d) অপলয়ন।

আরও দেখুন:  West Bengal HS Result 2025 Direct Link | দেখুন উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৫

Ans:- (c) তঞ্চন

(11) কোন পদ্ধতিতে সদ্য প্রস্তুত অধঃক্ষেপ কখনো কখনো কোলয়েডে পরিবর্তিত হয়- (a) তঞ্চন (b) তড়িৎ বিশ্লেষণ (c) ব্যাপন (d) অপলয়ন

Ans:- (d) অপলয়ন

(12) কোনটি একটি জেলের উদাহরণ- (a) কোল্ড ক্রিম (b) জিলেটিন (c) ধোঁয়া (d) মেঘ

Ans:- (b) জিলেটিন

(13) সাবানের গাঢ় জলীয় দ্রবণে সাবান কীরূপে আচরন করে- (a) আণবিক কোলয়েড (b) সংযোজিত কোলয়েড (c) বৃহদাকার কোলয়েড (d) দ্রাবক আকর্ষী কোলয়েড।

Ans:- (b) সংযোজিত কোলয়েড।

(14) কোনটি একটি হাইড্রফিলিক সল- (a) বেরিয়াম সালফেট সল (b) আর্সেনিয়াস সালফাইড সল (c) স্টার্চ সল (d) সিলভার আয়োডাইড সল

Ans:- (c) স্টার্চ সল

(15) নিন্মলিখিত কোনটি হাইড্রোফোবিক সল -(a) আঠা (b) জিলেটিন (c) স্টার্চ (d) সালফার

Ans:- (d) সালফার

(16) কোনটিতে টিণ্ডাল প্রভাব দেখা যায় না- (a) সাসপেনসন (b) ইমালসন (c) চিনির দ্রবণ (d) সোনার সল

Ans:- (c) চিনির দ্রবণ

(17) Fe(OH)3 সলের তঞ্চনের জন্য কোনটি সবচেয়ে কম কার্যকরী- (a) K3[Fe(CN)6] (b) K2CrO4 (c) KBr (d) K2SO4

Ans:- (c) KBr

(18) As2S3 সলের তঞ্চনের জন্য কোনটি বেশি কার্যকরী- (a) PO43- (b) Al3+ (c) SO42- (d) Na+

Ans:- (b) Al3+

(19) কোনটি ধনাত্মক আধানযুক্ত সল – (a) গোল্ড (b) আর্সেনিয়াস সালফাইড (c) স্টার্চ (d) ফেরিক হাইড্রক্সাইড

Ans:- (d) ফেরিক হাইড্রক্সাইড

(20) কোন আয়নের তঞ্চন মান সবচেয়ে বেশি- (a) [Fe(CN)6]4-  (b) Cl–  (c) SO42- (d) PO43-

Ans:- (a) [Fe(CN)6]4-

(21) রক্তের আইসোটোনিক মাত্রা সমান হয়-  (a) 0.16 M NaCl  (b) Conc. NaCl  (c) 50% NaCl  (d) 30% NaCl

Ans:- (a) 0.16 M NaCl

(22) একটি গ্লুকোজ (Glucose) দ্রবণ রক্ত প্রবাহে ইনজেকশন দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এর রক্তের সাথে একই থাকতে হবে- (a) মোলারিটি (b) বাষ্প চাপ (c) অভিস্রবণ চাপ (d) সান্দ্রতা

Ans:- (c) অভিস্রবণ চাপ

(23) যদি একটি তড়িৎযোজী দ্রবণ ভেঙে যায়, তবে Van,t Hoff  ফ্যাক্টর i – (a) > 1  (b) < 1  (c) = 1 (d) < বা > 1 হতে পারে

আরও দেখুন:  WB HS Exam Routine 2026 {Old Syllabus} | উচ্চমাধ্যমিক পুরানো সিলেবাসের পরীক্ষার রুটিন ২০২৬

Ans:- (a) > 1

(24) Van,t Hoff  ফ্যাক্টর i  হল- (a) পর্যবেক্ষিত আণবিক ভরের সাথে গণিত আণবিক ভরের অনুপাত  (b) পর্যবেক্ষিত কলিগেটিভ ধর্মের সাথে গণিত মানের অনুপাত  (c) গণিত কলিকাতিভ ধর্মের সাথে পর্যবেক্ষিত মানের অনুপাত  (d) দ্রবণের বিভাজিত মোল সংখ্যা ও মোট মোল সংখ্যার অনুপাত

Ans:- (b) পর্যবেক্ষিত কলিগেটিভ ধর্মের সাথে গণিত মানের অনুপাত 

(25) যদি একটি দ্রাব দ্রবণের সাথে যুক্ত হয় তবে Van,t Hoff  ফ্যাক্টর i  হবে- (a) i > 1  (b) i = 1  (c) i < 1 (d) এগুলির কোনোটিই নয়

Ans:- (c) i < 1

(26) এরোসলের মধ্যে বিস্তার মাধ্যম হলো-  (a) কঠিন  (b) তরল  (c) গ্যাস (d) যেকোনোটাই

Ans:- (c) গ্যাস

(27) As2S3 সল হল-  (a) ধনাত্মক কোলয়েড  (b) ঋণাত্মক কোলয়েড (c) নিরপেক্ষ কোলয়েড (d) কোনোটিই নয়।

Ans:- (b) ঋণাত্মক কোলয়েড

(28) আইসক্রিম তৈরিতে উপাদান হিসেবে জিলেটিন ব্যবহৃত হয়- (a) মিশ্রণকে জমাট বাঁধানোর জন্য (b) স্বাদ উন্নত করার জন্য (c) কোলয়েডাল সিস্টেমকে স্থিতিশীল করে এবং স্ফটিক বৃদ্ধির প্রতিরোধ করার জন্য (d) কোলয়েড গঠনের প্রতিরোধ করার জন্য

Ans:- (c) কোলয়েডাল সিস্টেমকে স্থিতিশীল করে এবং স্ফটিক বৃদ্ধির প্রতিরোধ করার জন্য

(29) নিচের কোনটি সমাবর্তী ধর্ম বা কলিগেটিভ ধর্ম নয়- (a) আলোক সক্রিয়তা (b) অভিস্রবণ চাপ (c) হিমাঙ্কের অবনমন (d) স্ফুটনাঙ্কের উন্নয়ন

Ans:- (a) আলোক সক্রিয়তা

(30) আইসোটোনিক দ্রবণ হল সেই সমস্ত দ্রবণ যাদের একই থাকে-  (a) অভিস্রবণ চাপ (b) স্ফুটনাঙ্ক (c) বাষ্প চাপ (d) তড়িৎ পরিবাহিতা

Ans:- (a) অভিস্রবণ চাপ

(31) যে ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবের অনুর সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু তাদের প্রকৃতির ওপর নির্ভর করে না- (a) সাধারণ  (b) সমাবর্তী  (c) আইসোটোপিক (d) আইসো টনিক

Ans:- (b) সমাবর্তী

(32) নিচের কোনটি সংখ্যা কত ধর্ম- (a) অভিস্রবণ চাপ (b) স্ফুটনাংক (c) বাষ্প চাপ (d) সান্দ্রতা

Ans:- (a) অভিস্রবণ চাপ

(33) কোন জলীয় দ্রবণের সর্বোচ্চ হিমাঙ্ক আছে- (a) 0.1 M NaCl (b) 0.1 M BaCl2 (c) 0.1 M Al2(SO4)3  (d) 0.1 M ইউরিয়া

আরও দেখুন:  WBCHSE PPR PPS 2025 | উচ্চমাধ্যমিক রিভিউ এবং স্কুটনি পদ্ধতি ২০২৫

Ans:- (d) 0.1 M ইউরিয়া

(34) কোনটির অভিস্রবণ চাপ সবচেয়ে বেশি – (a) 1 M NaCl (b) 1 M  ইউরিয়া (c) 1 M সুক্রোজ (d) 1 M গ্লুকোজ

Ans:- (a) 1 M NaCl

(35) (a) (b) (c) (d)

Ans:-

(36) কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি- (a) 1 M NaCl (b) 1 M MgCl2 (c)  1 M  ইউরিয়া (d) 1 M গ্লুকোজ

Ans:- (b) 1 M MgCl2

(37) বেঞ্জিন ও টলুইন মিশ্রিত হয়ে তৈরি হয় – (a) আদর্শ দ্রবণ (b) অনাদর্শ দ্রবণ (c) সাসপেনশন (d) ইমালশন

Ans:- (a) আদর্শ দ্রবণ

(38) কোন দ্রবণে অভিস্রবণ চাপ নিচের সমীকরণ মেনে চলে- (a) π = (RT)/C  (b) π = (CT)/R  (c) π = (RC)/T (d) RT = (π)/C

Ans:- (d) RT = (π)/C

(39) সাধারণ লবণ জলে দ্রবীভূত করলে- (a) দ্রবণের গলনাঙ্ক বাড়ে  (b) দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে (c) দ্রবণের স্ফুটনাঙ্ক কমে (d) গলনাংক ও স্ফুটনাঙ্ক কমে

Ans:- (b) দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে

(40) অভিস্রবণ চাপ বাড়ে, যদি- (a) উষ্ণতা কমানো হয় (b) দ্রাবের গাঢ়ত্ব বাড়ানো হয় (c)  দ্রাবের গাঢ়ত্ব কমানো হয় (d) দ্রবণের আয়তন বাড়ানো হয়

Ans:- (a) উষ্ণতা কমানো হয়

nath আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Home
শিক্ষার খবর
ক্লাস নোটস
মক টেস্ট
Scroll to Top