তরল অবস্থা (Liquid State)
WBCHSE Class 12 Chemistry Chapter 1 (Liquid State) MCQ: দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের সেমিস্টার (Semester-III) সিস্টেমের প্রথম অধ্যায় ” তরল অবস্থা (Liquid State) ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্মউত্তর দেওয়া হলো। দ্বাদশ শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীরা এই গুরুত্বপূর্ণ প্রশ্ম উত্তর গুলি প্র্যাকটিস করতে পারো। এখানে দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের সেমিস্টার (Semester-III) সিস্টেমের প্রথম অধ্যায় ” তরল অবস্থা (Liquid State) ” থেকে গুরুত্বপূর্ণ সাজেস্টিভ MCQ প্রশ্মউত্তর দেওয়া আছে।
(1) কোন দ্রবনটির স্ফূটনাঙ্ক সর্বোচ্চ- (a) 0.1 m NaCl (b) 0.1 m CaCl2 (c) 0.1 m BaCl2 (d) 0.1 m FeCl3
Ans:- (d) 0.1 m FeCl3
আরও দেখুন>>
(2) কোন দ্রবনটির হিমাঙ্ক সর্বোচ্চ- (a) 0.1 m Al2(SO4)3 (b) 0.1 m BaCl2 (c) 0.1 m AlCl3 (d) 0.1 m NH4Cl
Ans:- (d) 0.1 m NH4Cl
(3) কোন জলীয় দ্রবনটির হিমাঙ্ক সর্বোচ্চ- (a) 0.1 m Al2(SO4)3 (b) 0.1 m C6H12O6 (c) 0.1 m KCl (d) 0.1 m CaCl2
Ans:- (b) 0.1 m C6H12O6
(4) নিন্মলিখিত কোনটি কলিগেটিভ ধর্ম নয়- (a) হিমাঙ্কের অবনমন (b) স্ফুটনাঙ্কের উন্নয়ন (c) অভিস্রবন চাপ (d) প্রতিসরাঙ্কের পরিবর্তন
Ans:- (d) প্রতিসরাঙ্কের পরিবর্তন
(5) কোন ধর্মটি কলয়েডের পরিশোধনের জন্য ব্যবহার করা হয়- (a) ইলেকট্রোডায়ালিসিস (b) ডায়ালিসিস (c) আলট্রাসেন্ট্রিফিউগেশন (d) পেপ্টাইজেশন।
Ans:- (b) ডায়ালিসিস (Dialysis)
(6) আর্সেনিক সালফাইড সল ঋণাত্মক আধানযুক্ত। কোন ইলেকট্রোলাইট এটি জমাট বাঁধার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হবে- (a) BaCl2 (b) KCl (c) K4[Fe(CN)6] (d) AlCl3
Ans:- (d) AlCl3
(7) 6 g ইউরিয়া 90 g জলে দ্রবিভূত করা হয়েছে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কত? (a) 0.02 (b) 0.05 (c) 0.1 (d) 0.04
Ans:- (a) 0.02
(8) নিন্মলিখিত কোনটিতে বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল- (a) জেল (b) সল (c) এরোসল (d) ফোম
Ans:- (b) সল
(9) কোলয়েড কণা দ্বারা আলোর ছড়িয়ে পড়াকে কী বলে? (a) ব্রাউনীয় গতি (b) টিন্ডাল প্রভাব (c) ইলেকট্রোফোরেসিস (d) পেপটাইজেশন।
Ans:- (b) টিন্ডাল প্রভাব
(10) কোন প্রক্রিয়ায় নদীর মোহনায় ব-দীপ গঠিত হয়- (a) ইমালসিফিকেশন (b) কোলয়েড (c) তঞ্চন (d) অপলয়ন।
Ans:- (c) তঞ্চন
(11) কোন পদ্ধতিতে সদ্য প্রস্তুত অধঃক্ষেপ কখনো কখনো কোলয়েডে পরিবর্তিত হয়- (a) তঞ্চন (b) তড়িৎ বিশ্লেষণ (c) ব্যাপন (d) অপলয়ন
Ans:- (d) অপলয়ন
(12) কোনটি একটি জেলের উদাহরণ- (a) কোল্ড ক্রিম (b) জিলেটিন (c) ধোঁয়া (d) মেঘ
Ans:- (b) জিলেটিন
(13) সাবানের গাঢ় জলীয় দ্রবণে সাবান কীরূপে আচরন করে- (a) আণবিক কোলয়েড (b) সংযোজিত কোলয়েড (c) বৃহদাকার কোলয়েড (d) দ্রাবক আকর্ষী কোলয়েড।
Ans:- (b) সংযোজিত কোলয়েড।
(14) কোনটি একটি হাইড্রফিলিক সল- (a) বেরিয়াম সালফেট সল (b) আর্সেনিয়াস সালফাইড সল (c) স্টার্চ সল (d) সিলভার আয়োডাইড সল
Ans:- (c) স্টার্চ সল
(15) নিন্মলিখিত কোনটি হাইড্রোফোবিক সল -(a) আঠা (b) জিলেটিন (c) স্টার্চ (d) সালফার
Ans:- (d) সালফার
(16) কোনটিতে টিণ্ডাল প্রভাব দেখা যায় না- (a) সাসপেনসন (b) ইমালসন (c) চিনির দ্রবণ (d) সোনার সল
Ans:- (c) চিনির দ্রবণ
(17) Fe(OH)3 সলের তঞ্চনের জন্য কোনটি সবচেয়ে কম কার্যকরী- (a) K3[Fe(CN)6] (b) K2CrO4 (c) KBr (d) K2SO4
Ans:- (c) KBr
(18) As2S3 সলের তঞ্চনের জন্য কোনটি বেশি কার্যকরী- (a) PO43- (b) Al3+ (c) SO42- (d) Na+
Ans:- (b) Al3+
(19) কোনটি ধনাত্মক আধানযুক্ত সল – (a) গোল্ড (b) আর্সেনিয়াস সালফাইড (c) স্টার্চ (d) ফেরিক হাইড্রক্সাইড
Ans:- (d) ফেরিক হাইড্রক্সাইড
(20) কোন আয়নের তঞ্চন মান সবচেয়ে বেশি- (a) [Fe(CN)6]4- (b) Cl– (c) SO42- (d) PO43-
Ans:- (a) [Fe(CN)6]4-
(21) রক্তের আইসোটোনিক মাত্রা সমান হয়- (a) 0.16 M NaCl (b) Conc. NaCl (c) 50% NaCl (d) 30% NaCl
Ans:- (a) 0.16 M NaCl
(22) একটি গ্লুকোজ (Glucose) দ্রবণ রক্ত প্রবাহে ইনজেকশন দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এর রক্তের সাথে একই থাকতে হবে- (a) মোলারিটি (b) বাষ্প চাপ (c) অভিস্রবণ চাপ (d) সান্দ্রতা
Ans:- (c) অভিস্রবণ চাপ
(23) যদি একটি তড়িৎযোজী দ্রবণ ভেঙে যায়, তবে Van,t Hoff ফ্যাক্টর i – (a) > 1 (b) < 1 (c) = 1 (d) < বা > 1 হতে পারে
Ans:- (a) > 1
(24) Van,t Hoff ফ্যাক্টর i হল- (a) পর্যবেক্ষিত আণবিক ভরের সাথে গণিত আণবিক ভরের অনুপাত (b) পর্যবেক্ষিত কলিগেটিভ ধর্মের সাথে গণিত মানের অনুপাত (c) গণিত কলিকাতিভ ধর্মের সাথে পর্যবেক্ষিত মানের অনুপাত (d) দ্রবণের বিভাজিত মোল সংখ্যা ও মোট মোল সংখ্যার অনুপাত
Ans:- (b) পর্যবেক্ষিত কলিগেটিভ ধর্মের সাথে গণিত মানের অনুপাত
(25) যদি একটি দ্রাব দ্রবণের সাথে যুক্ত হয় তবে Van,t Hoff ফ্যাক্টর i হবে- (a) i > 1 (b) i = 1 (c) i < 1 (d) এগুলির কোনোটিই নয়
Ans:- (c) i < 1
(26) এরোসলের মধ্যে বিস্তার মাধ্যম হলো- (a) কঠিন (b) তরল (c) গ্যাস (d) যেকোনোটাই
Ans:- (c) গ্যাস
(27) As2S3 সল হল- (a) ধনাত্মক কোলয়েড (b) ঋণাত্মক কোলয়েড (c) নিরপেক্ষ কোলয়েড (d) কোনোটিই নয়।
Ans:- (b) ঋণাত্মক কোলয়েড
(28) আইসক্রিম তৈরিতে উপাদান হিসেবে জিলেটিন ব্যবহৃত হয়- (a) মিশ্রণকে জমাট বাঁধানোর জন্য (b) স্বাদ উন্নত করার জন্য (c) কোলয়েডাল সিস্টেমকে স্থিতিশীল করে এবং স্ফটিক বৃদ্ধির প্রতিরোধ করার জন্য (d) কোলয়েড গঠনের প্রতিরোধ করার জন্য
Ans:- (c) কোলয়েডাল সিস্টেমকে স্থিতিশীল করে এবং স্ফটিক বৃদ্ধির প্রতিরোধ করার জন্য
(29) নিচের কোনটি সমাবর্তী ধর্ম বা কলিগেটিভ ধর্ম নয়- (a) আলোক সক্রিয়তা (b) অভিস্রবণ চাপ (c) হিমাঙ্কের অবনমন (d) স্ফুটনাঙ্কের উন্নয়ন
Ans:- (a) আলোক সক্রিয়তা
(30) আইসোটোনিক দ্রবণ হল সেই সমস্ত দ্রবণ যাদের একই থাকে- (a) অভিস্রবণ চাপ (b) স্ফুটনাঙ্ক (c) বাষ্প চাপ (d) তড়িৎ পরিবাহিতা
Ans:- (a) অভিস্রবণ চাপ
(31) যে ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবের অনুর সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু তাদের প্রকৃতির ওপর নির্ভর করে না- (a) সাধারণ (b) সমাবর্তী (c) আইসোটোপিক (d) আইসো টনিক
Ans:- (b) সমাবর্তী
(32) নিচের কোনটি সংখ্যা কত ধর্ম- (a) অভিস্রবণ চাপ (b) স্ফুটনাংক (c) বাষ্প চাপ (d) সান্দ্রতা
Ans:- (a) অভিস্রবণ চাপ
(33) কোন জলীয় দ্রবণের সর্বোচ্চ হিমাঙ্ক আছে- (a) 0.1 M NaCl (b) 0.1 M BaCl2 (c) 0.1 M Al2(SO4)3 (d) 0.1 M ইউরিয়া
Ans:- (d) 0.1 M ইউরিয়া
(34) কোনটির অভিস্রবণ চাপ সবচেয়ে বেশি – (a) 1 M NaCl (b) 1 M ইউরিয়া (c) 1 M সুক্রোজ (d) 1 M গ্লুকোজ
Ans:- (a) 1 M NaCl
(35) (a) (b) (c) (d)
Ans:-
(36) কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি- (a) 1 M NaCl (b) 1 M MgCl2 (c) 1 M ইউরিয়া (d) 1 M গ্লুকোজ
Ans:- (b) 1 M MgCl2
(37) বেঞ্জিন ও টলুইন মিশ্রিত হয়ে তৈরি হয় – (a) আদর্শ দ্রবণ (b) অনাদর্শ দ্রবণ (c) সাসপেনশন (d) ইমালশন
Ans:- (a) আদর্শ দ্রবণ
(38) কোন দ্রবণে অভিস্রবণ চাপ নিচের সমীকরণ মেনে চলে- (a) π = (RT)/C (b) π = (CT)/R (c) π = (RC)/T (d) RT = (π)/C
Ans:- (d) RT = (π)/C
(39) সাধারণ লবণ জলে দ্রবীভূত করলে- (a) দ্রবণের গলনাঙ্ক বাড়ে (b) দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে (c) দ্রবণের স্ফুটনাঙ্ক কমে (d) গলনাংক ও স্ফুটনাঙ্ক কমে
Ans:- (b) দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে
(40) অভিস্রবণ চাপ বাড়ে, যদি- (a) উষ্ণতা কমানো হয় (b) দ্রাবের গাঢ়ত্ব বাড়ানো হয় (c) দ্রাবের গাঢ়ত্ব কমানো হয় (d) দ্রবণের আয়তন বাড়ানো হয়
Ans:- (a) উষ্ণতা কমানো হয়
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- Aikyashree Scholarship 2025-26 | ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন শুরু হল
- Nabanna Scholarship 2025 | নবান্ন স্কলারশিপে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি
- মৌলসমূহের শ্রেণিবিভাগ ও ধর্মাবলির পর্যাবৃত্তি- রসায়ন | একাদশ শ্রেণী | Classification of Elements and Periodicity in Properties Class 11 Chemistry
- পরমানুর গঠন- একাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Structure of Atom Class 11 Chemistry Chapter 2 MCQ
- বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ Layer-1 প্রশ্মপত্র | Vidyasagar Science Olympiad 2025 Layer 1 Question Paper with Answer Keys