গ্রুপ-১৬ মৌলসমূহ MCQ দ্বাদশ শ্রেণী- রসায়ন (Sem-III) | Group-16 Elements MCQ Class 12 Chemistry

Blinking Buttons WhatsApp Telegram

গ্রুপ-১৬ মৌলসমূহ (Group-16 Elements MCQ)

(1) অক্সিজেন ও পটাশিয়ামের দহনে উৎপন্ন অক্সাইডটির সংকেত কী?

(a) K2O (b) K2O2 (c) KO2 (d) K4O2

Ans ➱ a

(2) প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোন্টি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন?

(a) NO2 (b) SO2 (c) N2 (d) Cl2

Ans ➱ b

(3) ফুলের বর্ণের বিরঞ্জন ঘটে আর্দ্র অবস্থায় একটি গ্যাসের বিজারণ ক্রিয়ায় এবং অপর গ্যাসের জারণ ক্রিয়ায়। গ্যাস দুটি হলো-

(a) CO এবং CO2 (b) H2S এবং Br2 (c) SO2 এবং Cl2 (d) NH3 এবং SO3

Ans ➱ C

(4) কোন্ মৌলটির ক্যাটিনেশন ধর্ম সর্বাধিক?

(a) S (b) Se (c) Te (d) O

Ans ➱ a

(5) নীচের কোনটি সুপার অক্সাইড?

(a) CO2 (b) KO2 (c) N2O (d) MgO

Ans ➱ b

(6) গ্রুপ-16 মৌলগুলি একত্রে কী নামে পরিচিত?

(a) চ্যালকোজেন (b) নিকটোজেন (c) হ্যালোজেন (d) ক্ষারধাতু।

Ans ➱ a

(7) H2O, H2S, H2Se, H2Te এর বন্ধন-কোণের সঠিক ক্রমটি হল-

(a) H2O > H2S > H2Se > H2Te (b) H2S >H2O > H2Se > H2Te

(c) H2Te < H2Se < H2O < H2S (d) H2S > H2Te > H2Se > H2O

Ans ➱ a

(8) নীচের কোন্ যৌগটির বন্ধন কোণ 90⁰ -এর কাছাকাছি-

(a) NH3 (b) H2S (c) H2O (d) CH4

Ans ➱ b

(9) গ্রুপ-16-এর তাপ ও তড়িতের সুপরিবাহী মৌলটি কোনটি?

(a) সালফার (b) অক্সিজেন (c) সেলেনিয়াম (d) পোলোনিয়াম।

Ans ➱ d

(10) গ্রুপ 16-এর কোন্ মৌলটি একটি ধাতুকল্প?

(a) পোলোনিয়াম (b) অক্সিজেন (c) টেলুরিয়াম (d) সালফার।

Ans ➱ C

(11) নীচের হাইড্রাইডগুলির অ্যাসিড ধর্মের সঠিক ক্রমটি হল-

(a) H2Te < H2Se < H2S < H2O (b) H2Te > H2Se > H2S > H2O

(c) H2S < H2Se< H2Te < H2O (d) H2S > H2Se > H2Te > H2O

Ans ➱ b

(12) ওজোন অণুর গঠন-

(a) সরলরৈখিক (b) ষড়ভুজাকৃতি (c) চতুস্তলক (d) কৌণিক।

Ans ➱ d

(13) জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হয়-

(a) SO2 (b) O3 (c) NH3 (d) CO

আরও দেখুন:  WB HS Exam Routine 2026 {Old Syllabus} | উচ্চমাধ্যমিক পুরানো সিলেবাসের পরীক্ষার রুটিন ২০২৬

Ans ➱ b

(14) নীচের কোনটি O3 দ্বারা জারিত হয় না?

(a) K2MnO4 (b) FeSO4 (c) KI (d) KMnO4

Ans ➱ d

(15) O3 এর কেন্দ্রীয় O-পরমাণুটির সংকরায়ণ অবস্থা-

(a) sp (b) sp2 (c) sp3 (d) কোনোটিই নয়।

Ans ➱ b

(16) প্রকৃতিতে ওজোন উৎপন্ন হয়-

(a) স্ট্র্যাটোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মির প্রভাবে (b) স্ট্র্যাটোস্ফিয়ারে অবলোহিত রশ্মির প্রভাবে (c) স্ট্যাটোস্ফিয়ারে তড়িৎক্ষরণের দ্বারা (d) উপরের সবগুলি কারণের দ্বারাই।

Ans ➱ a

(17) পরীক্ষাগারে ওজোন প্রস্তুত করা হয়-

(a) কম বিভবপার্থক্য যুক্ত তড়িতের উৎস থেকে (b) তড়িৎক্ষরণ দ্বারা (c) উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় (d) শব্দহীন তড়িৎক্ষরণ দ্বারা।

Ans ➱ d

(18) ওজোন O3 সহজে দ্রবীভূত হয়-

(a) ইথানলে (b) কার্বন টেট্রাক্লোরাইডে (c) সিনামন তেলে (d) জলে।

Ans ➱ b

(19) ওজোন গ্যাস শনাক্তকরণে ব্যবহৃত ধাতুটি হল-

(a) Hg (b) Ag (c) Mg (d) কোনোটিই নয়।

Ans ➱ a

(20) সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা-

(a) +1 (b) -1 (c) – 1/2 (d) +3

Ans ➱ C

(21) ওজোনের বিরঞ্জন ধর্মের কারণ হল-

(a) জারণ (b) বিজারণ (c) স্বতঃজারণ (d) আম্লিক ধর্ম।

Ans ➱ a

(22) নিম্নলিখিত কোন্ বক্তব্যটি O3 সম্পর্কে সঠিক নয়?

(a) ওজোন তারপিন তেলে দ্রাব্য (b) 1টি O3 অণুতে 2টি O-O বন্ধন দৈর্ঘ্য সমান (c) ওজোন পরাচুম্বকীয় (d) 1টি O3 অণুতে উপস্থিত 2টি O-O বন্ধন আংশিক দ্বিবন্ধন চরিত্রবিশিষ্ট।

Ans ➱ C

(23) কোন্ অ্যাসিডে (O-O) বন্ধন আছে?

(a) H2S2O3 (b) H2S2O6 (c) H2S2O8 (d) H2S4O6

Ans ➱ C

(24) কোনটিতে S-O-S বন্ধন আছে-

(a) ক্যারো অ্যাসিড (b) পাইরোসালফিউরিক অ্যাসিড (c) ডাইথায়োনিক অ্যাসিড (d) পারক্সোডাইসালফিউরিক অ্যাসিড।

Ans ➱ b

(25) কোন্ অক্সিঅ্যাসিডে পারঅক্সো বন্ধন উপস্থিত?

(a) H2SO5 (b) H2SO3 (c) H2S2O7 (d) H2S2O8

Ans ➱ d

(26) নীচের কোনটি হাইপো নামে পরিচিত?

(a) Na2SO4 (b) Na2SO3 (c) Na2S2O3 (d) Na2SO2

Ans ➱ c

(27) গাঢ় H2SO4 এর সংস্পর্শে কাঠ কালো হয়। H2SO4 কোন্ ধর্ম এর জন্য দায়ী?

আরও দেখুন:  মৌলসমূহের শ্রেণিবিভাগ ও ধর্মাবলির পর্যাবৃত্তি- রসায়ন | একাদশ শ্রেণী | Classification of Elements and Periodicity in Properties Class 11 Chemistry

(a) জারণ ধর্ম (b) অ্যাসিড ধর্ম (c) জল শোষক (d) সবকটি।

Ans ➱ C

(28) সালফারের কোন্ রূপভেদটি CS2 তে অদ্রাব্য?

(a) শ্বেত (c) রম্বিক (b) মনোক্লিনিক (d) প্লাস্টিক।

Ans ➱ d

(29) সালফারের নীচের রূপভেদটিতে S8 বলয় নেই?

(a) রম্বিক সালফার (b) প্লাস্টিক সালফার (c) মনোক্লিনিক সালফার (d) ফ্লাওয়ার অফ সালফার।

Ans ➱ b

(30) সালফারের নিয়তাকার রূপভেদটি হল-

(a) প্লাস্টিক সালফার (b) কোলয়েডীয় সালফার (c) রম্বিক সালফার (d) শ্বেত সালফার।

Ans ➱ C

(31) নীচের কোনটির অস্তিত্ব নেই?

(a) SF6 (b) SF4 (c) SCI6 (d) SCI2

Ans ➱ C

(32) কোনটি মার্শালের অ্যাসিড হিসেবে পরিচিত?

(a) H2SO5 (b) H2S2O7 (c) H2S2O8 (d) H2SO4

Ans ➱ C

(33) সালফার-এর সবচেয়ে স্থায়ী রূপভেদটি হল-

(a) ẞ-সালফার (b) α – সালফার (c) x-সালফার (d) এঞ্জেল’স সালফার।

Ans ➱ b

(34) ‘রাসায়নিক দ্রব্যসমূহের রাজা’ হিসেবে পরিচিত-

(a) সালফিউরিক অ্যাসিড (b) হাইড্রোজেন সালফাইড (c) সালফার ডাইঅক্সাইড (d) সালফার ট্রাইঅক্সাইড।

Ans ➱ a

(35) ফোটোগ্রাফিতে Na2S2O3 ব্যবহৃত হয় কারণ-

(a) বিজারণ ধর্মের জন্য (b) জারণ ধর্মের জন্য (c) জটিল যৌগ গঠন ক্ষমতার জন্য (d) আলোর সঙ্গে বিক্রিয়া করার জন্য।

Ans ➱ c

(36) H2S2O8‌ যৌগে S-এর জারণ অবস্থা-

(a) +2 (b) +4 (c) +6 (d) +8

Ans ➱ C

(37) প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে বলা হয়-

(a) ব্রিমস্টোন (b) টোনোরাইট (c) লাইমস্টোন (d) ব্রোকোমাইট।

Ans ➱ a

(38) উত্তপ্ত গাঢ় H2SO4 মোটামুটি তীব্র জারক পদার্থ। এটি ধাতু এবং অধাতু উভয়কেই জারিত করে। নীচের কোন্ মৌলটি গাঢ় H2SO4 দ্বারা জারিত হয়ে দুটি গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে-

(a) S (b) Cu (c) C (d) Zn

Ans ➱ C

(39) ẞ সালফার হল-

(a) শ্বেত সালফার (b) রম্বিক সালফার (c) মনোক্লিনিক সালফার (d) বাদামি সালফার।

Ans ➱ C

(40) কোন্ অ্যাসিড লেড স্টোরেজে ব্যবহৃত হয়?

আরও দেখুন:  পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম উত্তর | States of Matter-Solid and Gases | Chemistry Class 11 Chapter 5 MCQ

(a) হাইড্রোক্লোরিক অ্যাসিড (b) ফসফোরিক অ্যাসিড (c) নাইট্রিক অ্যাসিড (d) সালফিউরিক অ্যাসিড।

Ans ➱ d

(41) দেশলাই কাঠি জ্বালালে ঝাঁজালো গন্ধ অনুভূত হয় কারণ-

(a) H2S গ্যাস উৎপন্ন হয় (b) SO2 গ্যাস উৎপন্ন হয় (c) SO3 গ্যাস উৎপন্ন হয় (d) সব কটি গ্যাস উৎপন্ন হয়।

Ans ➱ b

(42) SF4 যৌগে কয় প্রকার F-S-F বন্ধন দেখা যায়?

(a) 2 (b) 3 (c) 4 (d) 5

Ans ➱ a

(43) SO2 গ্যাসের ক্ষেত্রে কোন্ বিবৃতিটি সঠিক?

(a) শুষ্ক অবস্থায় বিরঞ্জক (b) SO2 অণু রৈখিক (c) এর জলীয় দ্রবণ জীবাণুনাশক (d) ধাতব সালফাইড ও লঘু H2SO4 এর বিক্রিয়ায় এটি প্রস্তুত করা যায়।

Ans ➱ C

(44) গ্রুপ-16 মৌলগুলির টেট্রাহ্যালাইড যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ণ অবস্থা কী হবে?

(a) sp3 (b) sp3d (c) sp3d2 (d) dsp2

Ans ➱ b

(45) নীচের কোন্ যৌগটি জারক ও বিজারক উভয়রূপে আচরণ করে?

(a) H2O (b) CO2 (c) SO2 (d) NH3

Ans ➱ C

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top