Group-15 Elements

গ্রুপ-১৫ মৌলসমূহ MCQ-দ্বাদশ শ্রেণীর রসায়ন | Group-15 Elements Class 12 Chemistry Chapter 2 MCQ

Blinking Buttons WhatsApp Telegram

গ্রুপ-১৫ মৌলসমূহ (Group-15 Elements)

Group-15 Elements Class 12 Chemistry Chapter 2 MCQ: দ্বাদশ শ্রেণীর SEMESTER-III এর রসায়ন বিষয়ের দ্বিতীয় অধ্যায় ” p- ব্লক মৌলসমূহ ” তে মোট চারটি গ্রুপের (Group-15, Group-16, Group-17, Group-18) মৌলসমসুহ নিয়ে আলোচনা করা হয়েছে। এই পেজে আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের Group-15 Elements সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর দিলাম। যে সমস্ত ছাত্র-ছাত্রী দ্বাদশ শ্রেণীতে পাঠরত এবং যারা এই বছর SEMESTER-III পরীক্ষা দেবে তারা তাদের রসায়ন বিষয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য এই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো। Group-15 Elements সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর নীচে দেওয়া হলো।

(1) PH3, AsH3, NH3, BiH3-এর ক্ষারকীয়তার সঠিক ক্রম-

(a) NH3 > PH3 > AsH3 > BiH3

(b) PH3 > AsH3 > BiH3 > NH3

(c) AsH3 > PH3 > NH3 > BiH3

(d) BiH3 > NH3 > PH3 > AsH3

Ans (a) NH3 > PH3 > AsH3 > BiH3

(2) নীচের হাইড্রাইডগুলির স্থায়ীত্বের ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক?

(a) NH3 > PH3 > AsH3 > SbH3

(b) NH3 < PH3 < AsH3 < SbH3

(c) PH3 > NH3 > AsH3 > SbH3

(d) AsH3 < NH3 < PH3 < SbH3

Ans (a) NH3 > PH3 > AsH3 > SbH3

(3) বিজারণ ধর্মের সঠিক ক্রম হল-

(a) NH3 < PH3 < AsH3 < SbH3 < BiH3

(b) NH3 < SbH3 < PH3 < AsH3 < BiH3

(c) NH3 < BiH3 < SbH3 < PH3 < AsH3

(d) PH3 < SbH3 < AsH3 < BiH3 < NH3

Ans (a) NH3 < PH3 < AsH3 < SbH3 < BiH3

(4) প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি উভধর্মী?

(a) N2O3 (b) P4O6 (c) Bi2O3 (d) As2O3

Ans (b) P4O6

(5) নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা-

(a) 3 (b) 5 (c) 4 (d) 6

Ans (b) 5

(6) অসওয়াল্ড পদ্ধতিতে NH3 দ্বারা NO প্রস্তুতিতে 2 মোল NH3 থেকে NO পাওয়া যায়-

(a) 2 মোল (b) 3 মোল (c) 4 মোল (d) 6 মোল।

Ans (a) 2 মোল

(7) 3:1 অনুপাতে গাঢ় HCI ও গাঢ় HNO3-এর মিশ্রণের মধ্যে থাকে-

(a) CIO2 (b) NOCI (c) NCl3 (d) N2O4

Ans (b) NOCI

(৪) অ্যাকোয়া রিজিয়া হল-

(a) 3 আয়তন গাঢ় HCI + 1 আয়তন গাঢ় HNO3

(b) 3 আয়তন গাঢ় HCI + 1 আয়তন লঘু HNO3

(c) 3 আয়তন লঘু HCI + 1 আয়তন গাঢ় HCI

(d) 3 আয়তন লঘু HCI + 1 আয়তন লঘু HNO3

Ans (a) 3 আয়তন গাঢ় HCI + 1 আয়তন গাঢ় HNO3

(9) NH3 ও PH3-এর মধ্যে পার্থক্য করা যায় না-

(a) NaOH দ্রবণের সাহায্যে

(b) CuSO4 দ্রবণের সাহায্যে

(c) গন্ধের সাহায্যে

(d) ব্লিচিং পাউডারের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে।

Ans (a) NaOH দ্রবণের সাহায্যে

(10) 125°C উয়তায় NH₄HF₂-এর তড়িবিশ্লেষণের ফলে উৎপন্ন হয়-

(a) HF (b) NH3 (c) NF3 (d) N₂

আরও দেখুন:  {pdf} WB HS Exam 2025 Question Paper | উচ্চমাধ্যমিক ২০২৫ পরীক্ষার প্রশ্নপত্র

Ans (c) NF3

(11) নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে নাইট্রোজেনের জারণ সংখ্যা সর্বাধিক?

(a) NH2OH (b) N3H (c) N2H4 (d) NH4OH

Ans (d) NH4OH

(12) গাঢ় HNO3 অ্যাসিড রাখা যায়-

(a) অ্যালুমিনিয়াম পাত্রে (b) তামার পাত্রে (c) দস্তার পাত্রে (d) রুপোর পাত্রে।

Ans (a) অ্যালুমিনিয়াম পাত্রে

(13) NO2+, NO3 এবং NH4+ আয়নে কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণুর সংকরায়ণের মাত্রা যথাক্রমে-

(a) sp, sp³, sp2

(b) sp, sp², sp³

(c) sp², sp³, sp

(d) sp², sp, sp³

Ans (b) sp, sp², sp³

(14) নাইট্রোজেনের কোন্ অক্সাইডটি প্রশম?

(a) N2O (b) N2O3 (c) N2O5 (d) N2O4

Ans (a) N2O

(15) নীচের কোন্টি নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড?

(a) NO (b) N2O5 (c) N2O3 (d) N2O4

Ans (c) N2O3

(16) কোন্ যৌগকে উত্তপ্ত করলে নাইট্রোজেন (N₂) পাওয়া যায়?

(a) NH4NO2 (b) (NH4)2Cr2O7 (c) NaN3 (d) সবগুলি।

Ans (b) (NH4)2Cr2O7

(17) N এর কোন্ হ্যালাইডটি আর্দ্রবিশ্লেষিত হয় না?

(a) NCI3 (b) NF3 (c) NI3 (d) NBr3

Ans (b) NF3

(18) NO3 এর বলয় পরীক্ষায় বাদামি বলয় উৎপন্ন হওয়ার জন্য দায়ী-

(a) [Fe(H2O)5 (NO)]2+

(b) FeSO4. NO2

(c) [Fe(H2O)4(NO2)]2+

(d) FeSO4.HNO3

Ans (a) [Fe(H2O)5 (NO)]2+

(19)

(a) (b) (c) (d)

Ans

(20) O-N-O বন্ধন কোণ সর্বনিম্ন হল-

(a) NO2 (b) N2O3 (c) N2O4 (d) N2O5

Ans (b) N2O3

আরও দেখুনঃ তরল অবস্থা (Liquid State)- দ্বাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Chemistry Class 12 Chapter 1 MCQ Question Answer

(21) কোন্ গ্যাসটি লাফিং গ্যাস হিসেবে পরিচিত?

(a) N2O (b) N2 (c) NO2 (d) NO

Ans (a) N2O

(22) কেবলমাত্র জারকধর্মী এবং কেবলমাত্র বিজারকধর্মী ফসফরাসের যৌগ দুটি হল যথাক্রমে-

(a) PH3 এবং H3PO4

(b) H3PO2 এবং H3PO4

(c) H3PO4 এবং PH3

(d) H3PO3 এবং H3PO4

Ans (c) H3PO4 এবং PH3

(23) ফসফরাসের হাইড্রাইড যৌগ PH3 হল-

(a) তড়িৎযোজী (b) সমযোজী (c) ধাতবধর্মী (d) কোনোটিই নয়।

Ans (b) সমযোজী

(24) দেশলাই প্রস্তুতিতে ব্যবহার করা হয়-

(a) সাদা ফসফরাস (b) লাল ফসফরাস (c) কালো ফসফরাস (d) বেগুনি ফসফরাস।

Ans (b) লাল ফসফরাস

(25) ফসফিনের শোষক হল-

(a) গাঢ় H2SO4 (b) গাঢ় H3PO4 (c) NaOH দ্রবণ (d) Ca(OCl)Cl

Ans (d) Ca(OCl)Cl

(26) নিম্নলিখিত কোন্টির ক্ষেত্রে ফসফরাসের অনুপ্রভা দেখা যায়?

(a) লাল P (b) কালো P (c) সাদা P (d) বেগুনি P

Ans (c) সাদা P

(27) ফসফোর ব্রোঞ্জ হল ফসফরাসযুক্ত একটি ধাতুসংকর যাতে থাকে-

(a) Fe এবং Cr (b) Cu এবং Zn (c) Cu এবং Sn (d) Al এবং Mg

Ans (c) Cu এবং Sn

(28) ফসফরাসের কোন্ রূপভেদটি তড়িতের পরিবাহী?

(a) লাল ফসফরাস (b) সাদা ফসফরাস (c) কালো ফসফরাস (d) বেগুনি ফসফরাস।

আরও দেখুন:  মৌলসমূহের শ্রেণিবিভাগ ও ধর্মাবলির পর্যাবৃত্তি- রসায়ন | একাদশ শ্রেণী | Classification of Elements and Periodicity in Properties Class 11 Chemistry

Ans (c) কালো ফসফরাস

(29) সাদা ফসফরাসের গঠনাকৃতি-

(a) সামতলিক বর্গাকার (b) অষ্টতলাকৃতি (c) সামতলিক ত্রিকোণাকার (d) চতুস্তলকীয়

Ans (d) চতুস্তলকীয়

(30) ধাতব ফসফাইডের আর্দ্রবিশ্লেষণে উৎপন্ন হয়-

(a) H4P2O6 (b) H3PO4 (c) PH3 (d) H3PO3

Ans (c) PH3

(31) অর্থোফসফরাস অ্যাসিডকে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন

(a) (HPO3)3 (b) P2O5 (c) H3PO2 (d) PH3

Ans (d) PH3

(32) H3PO5 এর ক্ষারগ্রাহিতা-

(a) 1 (b) 2 (c) 3 (d) 4

Ans (c) 3

(33) কঠিন অবস্থায় PCI5 কীরূপে অবস্থান করে?

(a) [ PCl6 + ] [ PCl4 ] (b) [ PCl3+ ] [ PCl7 ] (c) [ PCl4+ ] [PCl6] (d) [ PCl7+ ] [PCl3]

Ans (c) [ PCl4+ ] [PCl6]

(34) কোন্ দ্বিক্ষারীয় অ্যাসিডটির বিজারণ ধর্ম বর্তমান?

(a) H3PO4 (b) H3PO2 (c) H3PO3 (d) HPO3

Ans (c) H3PO3

(35) কোন্ যৌগটির নিরুদনে P4O10 সাহায্য করে?

(a) H3PO2 (b) H3PO3 (c) H3PO4 (d) H4P2O7

Ans (c) H3PO4

(36) H3PO4 এর অনুবন্ধী ক্ষারকটি হল-

(a) H3PO4 (b) PO43- (c) H2PO4 (d) HPO42-

Ans (c) H2PO4

(37) কোনটি অ্যাসিডগুলির আম্লিক চরিত্রের সঠিক ক্রম নির্দেশ করে

(a) H3PO4 > H3PO3 > H3PO2

(b) H3PO2 > H3PO3 > H3PO4

(c) H3PO4 > H3PO2 > H3PO3

(d) H3PO4 = H3PO3 = H3PO2

Ans (a) H3PO4 > H3PO3 > H3PO2

(38) নীচের অ্যাসিডগুলির মধ্যে কোনটি তিন ধরনের লবণ উৎপাদন করে?

(a) H3PO2 (b) H3PO4 (c) H3PO3 (d) H3BO3

Ans (b) H3PO4

(39) ফসফিন গ্যাস বাতাসের সংস্পর্শে এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় কারণ রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয়-

(a) NH4Cl (b) PH4Cl (c) P2O5 (d) P3N5

Ans C

(40) অর্থোফসফরিক অ্যাসিডের সংকেতটি হল-

(a) H3PO2 (b) H3PO3 (c) H3PO4 (d) H3PO5

Ans (c) H3PO4

(41) কোনটিতে P-O-P বন্ধন আছে?

(a) হাইপোফসফরিক অ্যাসিড (b) পাইরোফসফরাস অ্যাসিড (c) ফসফরাস অ্যাসিড (d) অর্থো ফসফরিক অ্যাসিড।

Ans (b) পাইরোফসফরাস অ্যাসিড

(42) সবচেয়ে বেশি স্থিতিশীল রূপভেদটি হল-

(a) সাদা P (b) α-কালো P (c) লাল P (d) β-কালো P

Ans (d) β-কালো P

(43) অর্থোফসফরিক অ্যাসিডে P-O-H বন্ধনের সংখ্যা হলো-

(a) 2 (b) 4 (c) 3  (d) 1

Ans (c) 3

(44) কোন্ লবণটির অস্তিত্ব নেই?

(a) Na2HPO3 (b) NaH2PO4 (c) Na3PO4 (d) Na3PO3

Ans (d) Na3PO3

(45) নিম্নলিখিত কোনটির আকার অষ্টতলকীয়-

(a) PCl3 (b) PCl5 (c) PCl4+ (d) PCl6

Ans (d) PCl6

(46) P4O10 – এ সেতুবন্ধনকারী O-এর সংখ্যা-

(a) 6 (b) 4 (c) 2 (d) 5

Ans (a) 6

Group-15 Elements

(47) লাল ফসফরাসে P-P-P কোণের মান-

(a) 101⁰ (b) 90⁰ (c) 60⁰ (d) 135⁰

Ans (a) 101⁰

(48) কোন্ অ্যাসিডে ফসফরাস +5 জারণস্তরে অবস্থান করে?

(a) অর্থোফসফরিক অ্যাসিড (b) পাইরোফসফরিক অ্যাসিড (c) মেটাফসফরিক অ্যাসিড (d) উপরে উল্লিখিত তিনটিই।

আরও দেখুন:  রাসায়নিক বন্ধন- MCQ একাদশ শ্রেণী Semester- I | Chemical Bonding Chemistry Class 11 Chapter 4 MCQ

Ans (d) উপরে উল্লিখিত তিনটিই।

(49) NaH2PO2 যৌগের অ্যান্যায়ন মধ্যস্থ কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা-

(a) +3 (b) +5 (c) +1 (d) -3

Ans (c) +1

(50) সাইক্লোট্রাইমেটাফসফরিক অ্যাসিডে P-O-P বন্ধনের সংখ্যা-

(a) শূন্য (b) তিন (c) দুই (d) চার।

Ans (b) তিন

(51) নিম্নলিখিতগুলির মধ্যে শক্তিশালী অ্যাসিডটি হল-

(a) H3PO3 (b) H3PO4 (c) HPO2 (d) H3PO2

Ans (b) H3PO4

(52) নীচের কোনটিতে P-P বন্ধণী উপস্থিত?

(a) H3PO2 (b) H4P2O6 (c) H4P2O7 (d) H4P2O5

Ans (b) H4P2O6

Group-15 Elements

(53) নিম্নলিখিত কোনটিতে P-H বন্ধন অনুপস্থিত?

(a) H3PO2 (b) H3PO3 (c) H4P2O5 (d) H3PO4

Ans (d) H3PO4

(54) সাদা ফসফরাস ধাতব ক্যালশিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যে যৌগ গঠিত করে তার আর্দ্রবিশ্লেষণে উৎপন্ন গ্যাসটি হল-

(a) PH3 (b) H2 (c) P2H4 (d) O3

Ans (a) PH3

(55) সাদা ফসফরাস ও গাঢ় H2SO4 কে উত্তপ্ত করলে পাওয়া যায়-

(a) H3PO4 (b) H3PO3 (c) HPO3 (d) H4P2O7

Ans (a) H3PO4

(56) সাদা ফসফরাস বেশি দ্রবীভূত হয়-

(a) কেরোসিন (b) Cs2 (c) CO2 (d) SO2

Ans (b) Cs2

(57) নীচের কোন্ মৌলটি বহুরুপতা দেখায় না?

(a) N (b) P (c) As (d) Sb

Ans➯ (a) N

(58) কোন্ অক্সাইডটি বেশি আম্লিক?

(a) P4O6 (b) As4O6 (c) N2O3 (d) Bi2O3

Ans c

(59) হাইপোফসফরাস অ্যাসিড ও NaOH-এর প্রশমনে উৎপন্ন লবণটি হল-

(a) Na3PO (b) Na3PO3  (c) NaH2PO2  (d) Na2HPO2

Ans (c) NaH2PO2 

(60) H3PO3 প্রতিস্থাপনযোগ্য H-পরমাণুর সংখ্যা হল-

(a) 0 (b) 1 (c) 2 (d) 3

Ans (c) 2

(61) কোনটি সবচেয়ে ক্ষারীয়?

(a) BH3 (b) PH3 (c) CH4 (d) NH3

Ans (d) NH3

(62) নীচের কোনটির ক্ষারকীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি?

(a) NH3 (b) PH3 (c) AsH3 (d) BiH3

Ans (a) NH3

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

Latest Posts:

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top