মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

group 16 elements

Group 18 Elements | গ্রুপ 18 মৌল দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের প্রশ্ম ও উত্তর

Last Updated on October 26, 2022 by Science Master

Group 18 Elements Class 12 Chemistry

উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের p-ব্লক মৌল একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই রসায়ন বিষয়ের p-ব্লক মৌল অধ্যায়ের গ্রুপ 18 এর মৌল (Group 18 Elements) থেকে সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক প্রশ্মের উত্তর করে দেওয়া হলো। যেসমস্ত ছাত্র-ছাত্রী বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তাদের p-ব্লক মৌল অধ্যায়ের গ্রুপ 18 এর মৌল ( Group 18 Elements ) অংশের প্রস্তুতিতে কাজে লাগবে।

অতি সংক্ষিপ্ত প্রশ্ম- উত্তর (VSAQ on Group 18 Elements)

1.স্ফুটনাঙ্কের অধঃক্রমে সাজাও- Rn, Kr, Ne, Ar, Xe

উঃ- Rn > Xe > Kr > Ar > Ne

2. XeF4 + SbF5

উঃ- XeF4 + SbF5 → [XeF3]+ [SbF6]

3.

উঃ-

◪ সংক্ষিপ্ত প্রশ্ম- উত্তর (SAQ on Group 18 Elements):

1.KI এর সঙ্গে XeF4 এর বিক্রিয়াটি সম্পূর্ণ হলে কী ঘটে সমীকরণসহ লেখো।

উঃ- KI এর সঙ্গে XeF4 এর বিক্রিয়ায়, XeF4 পটাশিয়াম আয়োডাইডকে আয়োডিনে জারিত করে এবং নিজে Xe বিজারিত হয়।

XeF4 + 4KI Xe + 4KF + I2

2. XeF2 কীভাবে প্রস্তুত করবে? এর সংকরায়ন অবস্থা ও গঠনাকৃতি কীরুপ?

আরও দেখুন:  {PDF} উচ্চমাধ্যমিক ২০২৪ ইংরেজী প্রশ্মপত্র | WBHS 2024 English Question Paper pdf

উঃ- উপযুক্ত অবস্থায় জেননের সঙ্গে ফ্লোরিনের বিক্রিয়া ঘটিয়ে XeF2 প্রস্তুত করা হয়।

Xe + F2 → XeF2

XeF2 এর সংকরায়ন অবস্থা sp3d ও গঠনাকৃতি সরলরৈখিক।

XeF2

3. XeOF4 এর সংকরায়ণ স্তরটি কী? এর গঠন আকৃতি কি রকম?

উঃ- XeOF4 এর সংকরায়ণ স্তর sp3 d2 । এর গঠন আকৃতি সামতলিক পিরামিডীয়।

4. XeF2 , XeF4 , XeF6 কে আর্দ্রবিশ্লেষিত করলে কী ঘটে সমীকরনসহ লেখো।

উঃ- (1) XeF2 জলের উপস্থিতিতে আর্দ্রবিশ্লেষিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে।

2XeF2 + 2H2O → 2Xe + 4HF + O2

(2) XeF4 জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে এবং ডিসপ্রোপরসনেশন বিক্রিয়ার মাধ্যমে জেনন এবং জেনন ট্রাই অক্সাইডে পরিণত হয়।

6XeF4 + 12H2O → 4Xe + 2XeO3 + 24HF + 3O2

(3) XeF6 জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে HF ও জেনন ট্রাই অক্সাইড গঠন করে।

XeF6 + 3H2O → XeO3 + 6HF

5. XeF4 কীভাবে প্রস্তুত করবে?

উঃ- উপযুক্ত অবস্থায় জেননের সঙ্গে ফ্লোরিনের বিক্রিয়া ঘটিয়ে XeF4 প্রস্তুত করা হয়।

Xe + 2F2 → XeF4

6. XeOF4 কাচের পাত্রে রাখা যায় না কেন?

উঃ- XeOF4 একটি বর্ণহীন উদবায়ী তরল। এটি SiO2 এর সঙ্গে বিক্রিয়ায় XeO2F2 গঠন করে। এই কারনে XeOF4 কে কাচের পাত্রের রাখা হয় না, তার পরিবর্তে নিকেলের পাত্রে রাখা হয়।

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৪-২০২৫ | WBCHSE Bengali Syllabus 2024-2025 pdf Download

2XeOF4 + SiO2 → 2XeO2F2 + SiF4

7. XeF4 অণুর আকৃতি কীরূপ?

উঃ- সামতলিক বর্গাকার।

XeF2 1

8. নিস্ক্রিয় গ্যাস গুলি এক পরমানুক হয় কেন?

উঃ- সর্ববহিস্থ কক্ষের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস (ns2 np6) এর জন্যই এই গ্যাস গুলি এক পরমানুক হয়।

9. কীভাবে XeO3 ও XeOF4 প্রস্তুত করবে?

XeF6 জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে HF ও জেনন ট্রাই অক্সাইড গঠন করে।

XeF6 + 3H2O → XeO3 + 6HF

XeF6 এর আংশিক আর্দ্রবিশ্লেষণে XeOF4 উৎপন্ন হয়।

XeF6 + H2O → XeOF4 + 2HF

10. XeO3 এর গঠন ব্যাখ্যা করো।

উঃ- XeO3 এর সংকরায়ন অবস্থা sp3 এবং এর গঠন পিরামিডীয়।

11. ব্যাখ্যা করোঃ জেনন ফ্লোরাইডে সর্বদা যুগ্ম সংখ্যাক F পরমানু থাকে।

উঃ- Xe পরমানুর বহিঃস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসঃ 5s2 5p6

স্থিতাবস্থায়,

image 3

প্রথম উদ্দিপ্ত অবস্থায়,

image 4

প্রথম উদ্দিপ্ত অবস্থা (অযুগ্ম ইলেকট্রনঃ 2, জারণ অবস্থাঃ 2) জেনন শুধুমাত্র +2, +4, +6 এবং +8 জারণ স্তর প্রদর্শন করতে পারে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ উদ্দিপ্ত অবস্থায় জেনন এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এবং সমযোজ্যতা যথাক্রমে 4, 6, এবং 8 হবে। ফলে Xe শুধুমাত্র XeF2, XeF4 এবং XeF6 গঠন করে। কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স এর কারনে XeF8 গঠিত হয় না।

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক ২০২৪ দর্শন প্রশ্নপত্র pdf | WB HS Exam 2024 Philosophy Question Paper pdf

12. একই পর্যায়ে উপস্থিত অন্য মৌলগুলির তুলনায় নিস্ক্রিয় গ্যাসের মৌল গুলির পারমাণবিক ব্যাসার্ধ অনেক বেশি হয় কেন?

উঃ- নিস্ক্রিয় গ্যাসের মৌল গুলি এক পরমানুক হওয়ায় এদের পারমাণবিক ব্যাসার্ধ একই পর্যায়ে উপস্থিত অন্য মৌল গুলির তুলনায় বেশি হয়।

যেসমস্ত ছাত্র-ছাত্রী বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সুবিধার জন্য তাদের p-ব্লক মৌল অধ্যায়ের (Group-15, Group-16, Group-17, Group-18) এর সাজেশন ভিত্তিক প্রশ্ম-উত্তর করে দেওয়া আছে। সমস্ত গ্রুপের সাজেশন ভিত্তিক প্রশ্ম-উত্তর পেতে আমাদের পেজে যুক্ত থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top