মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

Organic Compounds Containing Nitrogen

নাইট্রোজেন-ঘটিত জৈব যৌগসমূহ | Organic Compounds Containing Nitrogen

Last Updated on February 12, 2023 by Science Master

দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের ” নাইট্রোজেন-ঘটিত জৈব যৌগসমূহ (Organic Compounds Containing Nitrogen) ” অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ, SAQ প্রশ্মের উত্তর করে দেওয়া হল সঙ্গে কয়েকটি নাম বিক্রিয়া (Name Reactions) দেওয়া হলো। টেস্ট পেপার ফলো করে এই প্রশ্ম-উত্তর করা হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী সায়েন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বেশ উপকার হবে। এই অধ্যায় থেকে যদি আরও কোনো গুরুত্বপূর্ণ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে পোস্ট করলে পারো। আমরা যত তাড়াতাড়ি সম্ভব উত্তর এই পেজে আপডেট করে দেবো।

1.লিবারম্যানের নাইট্রোসো পরীক্ষা দ্বারা কোন ধরনের অ্যামিন কীভাবে শনাক্ত করা হয়?

উঃ- লিবারম্যানের নাইট্রোসো পরীক্ষা দ্বারা সেকেন্ডারি অ্যামিনের শনাক্তকরন করা হয়।

লিবারম্যানের নাইট্রোসো পরীক্ষাঃ 1. শীতল অবস্থায় সেকেণ্ডারি (2o) অ্যামিনের নমুনার সঙ্গে লঘু HCl ও সোডিয়াম নাইট্রাইট (NaNO2) দ্রবন মিশিয়ে বিক্রিয়া ঘটালে হলুদ বর্ণের একটি তৈলাক্ত পদার্থ N-নাইট্রোসোঅ্যামিন উৎপন্ন হয়।

2. ওই তৈলাক্ত পদার্থকে পৃথক করে ওর মধ্যে সামান্য পরিমান ফেনল ও কয়েক ফোঁটা গাঢ় H2SO4 যোগ করে উত্তপ্ত করলে মিশ্রণটি সবুজ বর্ণ ধারন করে।

3. মিশ্রণে জল যোগ লঘু করলে দ্রবণটি লাল বর্ণ ধারন করে। আবার, NaOH দ্বারা মিশ্রণটিকে ক্ষারীয় করলে গাঢ় নীল বর্ণের সৃষ্টি হয়।

R2N-H + HO-N=O ⇾ R2N-N=O + H2O

2. একটিমাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য লেখোঃ CH3CN, CH3NC

উঃ- CH3CN যৌগকে Na/C2H2OH দ্বারা বিজারিত করলে প্রাইমারি অ্যামিন করে। কিন্তু CH3NC Na/C2H2OH দ্বারা বিজারিত করলে সেকেণ্ডারি অ্যামিন উৎপন্ন করে।

CH_3CN\xrightarrow[C_2H_5OH]{Na}CH_3CH_2NH_2\;(ইথাইল\;অ্যামিন)\\CH_3CN\xrightarrow[C_2H_5OH]{Na}CH_3-NH-CH_3 \;(ডাই\;মিথাইল\;অ্যামিন)

3. মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব অ্যানিলিনের ক্ষারকত্ব অপেক্ষা বেশি কেন?

উঃ- অ্যানিলিন অণুতে N-পরমানুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ের পাই (π)- ইলেকট্রনের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে, তাই -পরমানুর ইলেকট্রন দানের প্রবণতা কমে যায়। কিন্তু মিথাইল অ্যামিনের ক্ষেত্রে -CH3 গ্রুপের +I প্রভাব -পরমানুর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে ফলে N-পরমানুর ইলেকট্রন দানের প্রবণতা বাড়ায়। অর্থাৎ মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব অ্যানিলিন অপেক্ষা বেশি হয়।

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক ২০২৪ ইতিহাস প্রশ্মপত্র | HS History Question Paper 2024 pdf Download

4. মিথাইল অ্যামিন ও মিথাইল সায়ানাইডের মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন?

উঃ- মিথাইল অ্যামিন (CH3-NH2) এবং মিথাইল সায়ানাইডের (CH3-CN) নাইট্রোজেন পরমানু দুটি যথাক্রমে sp3 এবং sp সংকরায়িত। sp3 সংকরায়িত N পরমানু অপেক্ষা sp সংকরায়িত N পরমানুর তড়িৎ ঋণাত্মকতা বেশি। সুতরাং, মিথাইল সায়ানাইডের N পরমানু অপেক্ষা মিথাইল অ্যামিনের N পরমানু ওপর ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। এছাড়া মিথাইল অ্যামিনের N পরমানুর সঙ্গে সরাসরি একটি ইলেকট্রন বিকর্ষী মিথাইল গ্রুপ যুক্ত থাকার ফলে N পরমানতে ইলেকট্রন ঘনত্বের মান আরও বেশি হয়। স্বভাবতই মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব বেশি। অর্থাৎ মিথাইল সায়ানাইড বেশি আম্লিক।

5. নাইট্রোবেঞ্জিন ফ্রিডেল ক্র্যাফটস বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না কেন?

উঃ- -NO2 গ্রুপের তীব্র -I ও -R প্রভাবের ফলে অ্যারোমেটিক বলয়ে ইলেকট্রনের ঘনত্ব এতটাই হ্রাস পাই যে ফ্রিডেল ক্র্যাফটস বিক্রিয়ায় অংশগ্রহনকারী দুর্বল ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে পারে না। তাই নাইট্রোবেঞ্জিন ফ্রিডেল ক্র্যাফটস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।

6. ক্ষারকত্বের ঊর্দ্ধক্রমে সাজাও।

Organic Compounds Containing Nitrogen

উঃ- অর্থো প্রভাবের দরুন অর্থো-টলুইডিনের ক্ষারকীয়তা অ্যানিলিন অপেক্ষা কম হয়। অপরদিকে, মিথাইল (-CH3 ) গ্রুপের +I প্রভাবের ফলে এর মেটা-টলুইডিনের ক্ষারকীয়তা অ্যানিলিন অপেক্ষা কিছুটা বেশি হয়। আবার, মিথাইল (-CH3 ) গ্রুপের +I প্রভাব ও হাইপারকনজুগেটিভ প্রভাবের ফলে প্যারা-টলুইডিনের ক্ষারকীয়তা, মেটা-টলুইডিনের থেকে বেশি হয়।

অর্থাৎ ক্ষারকত্বের ক্রম হবে- (i) < (iii) < (ii) < (iv)

7. ক্ষারকীয়তার ক্রম লেখোঃ

image 5

উঃ- o-প্রতিস্থাপিত অ্যানিলিন অর্থো-এফেক্টের জন্য সাধারণত মৃদু ক্ষারকীয় হয়। m-মিথোক্সি অ্যানিলিনের ক্ষেত্রে m অবস্থানের -OCH3 গ্রুপ এর -I ও -R প্রভাবের জন্য ক্ষারকীয়তা সবচেয়ে কম। কিন্তু p প্রতিস্থাপিত -OCH3 গ্রুপের জন্য +R প্রভাব কার্যকরী হওয়ায় ক্ষারকীয়তা সর্বাধিক। তাই, ক্ষারকীয়তার ক্রম হলো – (i) > (ii) > (iii) > (iv)

8. অ্যানিলিন ও বেঞ্জাইল অ্যামিনের মধ্যে পার্থক্য লেখো।

উঃ-

অ্যানিলিনবেঞ্জাইল অ্যামিনের
অ্যানিলিন NaNO2/HCl বা HNO2 এর সঙ্গে বিক্রিয়ায় ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে।
C6H5NH2 + HNO2 ⇾ C6H5N2+Cl + NaCl + H2O
বেঞ্জাইল অ্যামিন NaNO2/HCl বা HNO2 এর সঙ্গে বিক্রিয়ায় N2 গ্যাস উৎপন্ন করে।
C6H5CH2NH2 + HNO2 ⇾ C6H5 CH2OH +N2 + H2O
অ্যাজো-রঞ্জক পরীক্ষায় লাল বর্ণের অ্যাজো যৌগ উৎপন্ন করে।অ্যাজো-রঞ্জক পরীক্ষায় সাড়া দেয় না।

9. গ্যাব্রিয়াল থ্যালিমাইড পদ্ধতিতে অ্যানিলিন প্রস্তুত করা যায় না কেন?

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক ২০২৪ দর্শন প্রশ্নপত্র pdf | WB HS Exam 2024 Philosophy Question Paper pdf

উঃ- গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানিলিন প্রস্তুত করার জন্য প্রথম ধাপে পটাশিওথ্যালিমাডের সঙ্গে হ্যালোবেঞ্জিনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে হবে। কিন্তু অ্যারাইল হ্যালাইড গুলি (যেমন ক্লোরোবেঞ্জিন) সাধারন নিউক্লিওফাইলের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাই গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানিলিন প্রস্তুত করা যায় না।

10. কোনো অ্যারোমেটিক যৌগে -NH2 গ্রুপের উপস্থিতিতে কীভাবে -NO2 গ্রুপকে শনাক্ত করা যায় ?

উঃ- মুলিকেন বার্কার পরীক্ষা দ্বারা অ্যারোমেটিক যৌগে -NH2 গ্রুপের উপস্থিতিতে -NO2 গ্রুপকে শনাক্ত করা যায়। এই পরীক্ষায় অ্যারোমেটিক যৌগটিকে জিংক, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং 50% অ্যালকোহল সহযোগে জলগ্রাহে উত্তপ্ত করে মিশ্রণকে টোলেন্স বিকারকের মধ্যে ছাঁকা হয়। ধূসর বা কালো রঙের অধঃক্ষেপ নির্দেশ করে যে জৈব যৌগে নাইট্রো (-NO2) গ্রুপ উপস্থিত।

image 12

নাইট্রোজেন-ঘটিত জৈব যৌগসমূহ অধ্যায়ের MCQ প্রশ্ম-উত্তর ( Organic Compounds Containing Nitrogen)

1.গ্যাব্রিয়েল থ্যালিমাইড পদ্ধতিতে কোন যৌগ প্রস্তুত করা যায় না?

(a) CH3NH2

(b) C6H5NH2

(c) (CH3)2NH

(d) কোনোটিই নয়

উঃ- C6H5NH2

2. অ্যাসিটামাইডকে কোন বিকারকসহ উত্তপ্ত করলে অ্যাসিটনাইট্রাইল উৎপন্ন হয়?

(a) KOH দ্রবন

(b) P2O5

(c) লঘু HCl

(d) NaOH দ্রবন

উঃ- P2O5

3. অ্যামাইড থেকে অ্যামিনে রূপান্তর বিক্রিয়াটি হল-

(a) ক্লেইসেন

(b) রোজেনমাণ্ড বিজারন

(c) পার্কিন

(d) হফম্যান অবনমন

উঃ- হফম্যান অবনমন

4. বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড CuCN ও KCN এর উপস্থিতিতে বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে আর্দ্রবিশ্লেষন করলে উৎপন্ন হয়-

(a) সায়ানো বেঞ্জিন

(b) বেঞ্জোয়িক অ্যাসিড

(c) অ্যানিলিন

(d) বেঞ্জামাইড

উঃ- বেঞ্জোয়িক অ্যাসিড

5. কোনটির ক্ষারকীয়তা সর্বধিক-

(a) অ্যানিলিন

(b) বেঞ্জাইল অ্যামিন

(c) প্যারা নাইট্রো অ্যানিলিন

(d) মেটা নাইট্রো অ্যানিলিন

উঃ- বেঞ্জাইল অ্যামিন

6. ইথাইল অ্যামিন থেকে অ্যানিলিনকে পার্থক্য করা যায়-

(a) কার্বিল অ্যামিন পরীক্ষা

(b) হিন্সবার্গের পরীক্ষা

(c) নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া

(d) অ্যাজো রঞ্জক পরীক্ষা

উঃ- অ্যাজো রঞ্জক পরীক্ষা

7.

নাইট্রোজেন-ঘটিত জৈব যৌগসমূহ অধ্যায়ের নাম বিক্রিয়া ( Name Reaction on Organic Compounds Containing Nitrogen)

কার্বিল অ্যামিন বিক্রিয়া (Carbylamine Reaction)

অ্যালিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় KOH সহযোগে উত্তপ্ত করলে অত্যন্ত দুর্গন্ধযুক্ত পদার্থ আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন উৎপন্ন হয়। বিক্রিয়াটিকে কার্বিল অ্যামিন বিক্রিয়া বলে।

CH_3CH_2NH_2 +CHCl_3+3KOH\xrightarrow[]{\Delta} CH_3CH_2NC+3KCl+3H_2O
Organic Compounds Containing Nitrogen

হফম্যান অবনমন (Hoffman degradation)

প্রাইমারি অ্যামাইড যৌগকে NaOH অথবা KOH এর উপস্থিতিতে Br2 এর সঙ্গে বিক্রিয়া করালে অ্যামাইডের তুলনায় এক একক কম কার্বন পরমানুযুক্ত প্রাইমারি অ্যামিনে পরিণত হয়। এই বিক্রিয়াটিকে হফম্যান অবনমন বিক্রিয়া বলে।

CH_3CONH_2+Br_2+4NaOH\xrightarrow[]{\Delta} CH_3NH_2+2NaBr+Na_2CO_3+2H_2O
image 8

গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ (Gabriel phthalimide synthysis)

থ্যালিমাইডকে অ্যালকোহলীয় KOH সহ বিক্রিয়া করিয়ে পটাশিয়াম থ্যালিমাইড লবণ তৈরি করা হয়। তারপর একে অ্যালকিল হ্যালাইডসহ উত্তপ্ত করলে N-অ্যালকিল থ্যালিমাইড পাওয়া যায়, যাকে আদ্রবিশ্লেষিত করে প্রাইমারি অ্যামিন তৈরি করা হয়। এইভাবে অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন তৈরি করার পদ্ধতিকে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ বলে।

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক ২০২৪ পদার্থবিদ্যা প্রশ্নপত্র pdf | HS Exam 2024 Physics Question Paper pdf
Organic Compounds Containing Nitrogen

স্যাণ্ডম্যায়ার বিক্রিয়া (Sandmeyer Reaction)

অ্যারোমেটিক ডায়াজোনিয়াম লবণের দ্রবণকে HCl অ্যাসিডে দ্রবীভূত কিউপ্রাস ক্লোরাইড দ্রবনের মধ্যে অথবা HBr অ্যাসিডে দ্রবীভূত কিউপ্রাস ব্রোমাইড দ্রবনের মধ্যে যোগ করলে ডায়াজোনিয়াম গ্রুপ ক্লোরিন বা ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয় এবং N2 নির্গত হয়। এক্ষেত্রে কিউপ্রাস লবণ অনুঘটক রূপে কাজ করে। এই বিক্রিয়াটিকে স্যাণ্ডম্যায়ার বিক্রিয়া বলে।

Organic Compounds Containing Nitrogen

শীম্যান বিক্রিয়া (Schimann Reaction)

অ্যারিনডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট লবণকে উত্তপ্ত করলে অ্যারোমেটিক বলয়ে ফ্লোরিন পরমানু প্রবেশ করে। অ্যারাইল ফ্লোরাইড প্রস্তুত করার এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। এই বিক্রিয়াটি শীম্যান বিক্রিয়া নামে পরিচিত।

image 11

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

আরও দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top