Senior Bigyani Kanya Medha Britti 2025
শুরু হলো দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্কলারশিপ ” সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৫ (Senior Bigyani Kanya Medha Britti 2025) ” এর আবেদন । এটি জগদিশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (Jagadis Bose National Science Talent Search) কর্তৃক আয়োজিত এক বৃত্তি পরীক্ষা। সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) পরীক্ষায় উত্তির্ণ হলেই প্রতি মাসে ৪০০০ টাকা করে বছরে ৪৮০০০ টাকা স্কলারশিপ পাওয়া যাবে এবং বছরে ৫০০০ টাকা বুক গ্র্যান্ড হিসেবে পাওয়া যাবে।
Scholarship Name | Senior Bigyani Kanya Medha Britti 2025 (SBKMB) |
Organize by | Jagadis Bose National Science Talent Search (JBNSTS) |
Application Starts | 1 June 2025 |
Last date of Application | 31 July 2025 |
Examination Date | 24 August 2025 |
⬕ কারা আবেদন করতে পারবেন (Eligibility Criteria)
(১) যে সমস্ত আবেদনকারী চলতি ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তির্ণ হয়েছেন এবং যারা BSc (HONS) / BS-MS/Medicine / Engineering কোর্সে পশ্চিমবঙ্গে পাঠরত তারা আবেদন করতে পারবে। BSc (HONS) এর ক্ষেত্রে যেসমস্ত বিষয় গ্রাহ্য হবে তা হল- Physics, Chemistry, Mathematics, Biology, Statistics, Geology, Astrophysics, Astronomy, Electronics, Botany, Zoology, Bio-Chemistry, Anthropology, Microbiology, Geophysio Geochemistry, Atmospheric Science, Oceanic Science
(২) যে সমস্ত আবেদনকারী ২০২৫ সালের আগে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তির্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন না।
(৩) আবেদনকারী BSc (pass), Diploma Course, BSc Nursing কোর্সে পাঠরত হলে আবেদন করতে পারবেন না।
(৪) ফাইনাল সিলেশনের আগে পশ্চিমবঙ্গের যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির প্রমান দাখিল করতে হবে।
(৫) আবেদনকারীকে শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠরত হতে হবে।
(৬) সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) স্কলারশিপে শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।
⬕ আবেদনের পদ্ধতি (Mode Of Application):
শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই আবেদন করা যাবে। কোনো হার্ড কপি JBNSTS অফিসে পাঠানোর প্রয়োজন নেই।
⬕ প্রয়োজনীয় নথিপত্র (Documents):
(১) মাধ্যমিকের মার্কশীটের স্ক্যান কপি।
(২) উচ্চমাধ্যমিকের মার্কশীটের স্ক্যান কপি।
(৩) সিগনেচারের স্ক্যান কপি।
(৪) পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি।
(৫) Valid Email Id এবং চালু মোবাইল নম্বর।
(৬) আবেদনের সময় ২০০ টাকা লাগবে যা অনলাইন মোডে পেমেন্ট করতে হবে।
⬕ আবেদনের অফিসিয়াল লিঙ্ক (Official Link For Application):
নিচে আবেদনের জন্য অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে।
⬕ সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti 2025) স্কলারশিপের প্রশ্নপত্রের ধরনQuestion Pattern):
সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে এবং সময়
থাকবে ৩ ঘণ্টা। প্রশ্নপত্রে দুটি অংশ থাকবে Section-A এবং Section-B
Section-A: মোট ৭৫ নম্বর থাকবে। এখানে মোট চারটি বিষয়ের প্রশ্ন থাকবে (Physics, Chemistry, Mathematics, Biology) তার মধ্যে যেকোনো তিনটি বিষয়ের উত্তর করতে হবে। প্রত্যেক বিষয় থেকে ৮ টি করে প্রশ্ন থাকবে এবং তার মধ্যে উত্তর করতে হবে ৫ টি করে। প্রতিটি প্রশ্নের মান ৫ নম্বর করে থাকবে।
Section-B: মোট ২৫ নম্বর থাকবে। এখানেও মোট চারটি বিষয়ের প্রশ্ন থাকবে (Physics, Chemistry, Mathematics, Biology) তার মধ্যে যেকোনো একটি বিষয়ের উত্তর করতে হবে। প্রত্যেক বিষয় থেকে ৮ টি করে প্রশ্ন থাকবে এবং তার মধ্যে উত্তর করতে হবে ৫ টি করে। প্রতিটি প্রশ্নের মান ৫ নম্বর করে থাকবে।
⬕ সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) স্কলারশিপের সিলেবাস (Syllabus):
দ্বাদশ শ্রেণী স্ট্যাণ্ডার্ড প্রশ্নপত্র হবে। মোট চারটি বিষয় Physics, Chemistry, Mathematics, Biology। তার মধ্যে যেকোনো তিনটি বিষয়ের উত্তর করতে হবে।
স্কলারশিপের পরিমান (Financial Benefits):
সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) প্রতি মাসে ৪০০০ টাকা করে স্কলারশিপ পাওয়া যাবে এবং বছরে ৫০০০ টাকা বুক গ্র্যান্ড হিসেবে পাওয়া যাবে।
⬕ অ্যাকাডেমিক বেনিফিট (Academic Benefits):
(1) পরীক্ষায় উত্তির্ণ সকলকে স্কলারশিপ সংক্রান্ত সার্টিফিকেট প্রদান করা হবে।
(২) প্রথম ১০ জনের প্রত্যেককে একটি করে ল্যাপটপ প্রদান করা হবে।
(৩) এছাড়াও পরীক্ষায় উত্তির্ণ প্রত্যেককে বিভিন্ন ওয়ার্কসোপ, রিসার্চ প্রাকটিস, সেমিনার, সায়েন্স ক্যাম্প এবং রিসার্চ প্রোজেক্টে নিযুক্ত করা হবে।
⬕ অ্যাডমিট কার্ড ডাউনলোড (Download Admit Card):
অনলাইন আবেদনপত্রের ফাইনাল সাবমিটের ঠিক ১০ দিন পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। নীচে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে।
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর
- s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন
- WB NMMSE Scholarship 2025 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস
- VSO-2025 Layer-2 Admit Card | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫