মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

Exam Schedule ANM-GNM 2022 (1)

এ.এন.এম-জি.এন.এম ২০২২ সালের পরীক্ষার সূচি | Exam Schedule ANM-GNM 2022

Last Updated on June 2, 2022 by Science Master

Exam Schedule ANM-GNM 2022

2022 সালের জন্য পশ্চিমবঙ্গ JEE বোর্ডের ANM এবং GNM কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল 11 জানুয়ারি এবং চলে 28 জানুয়ারি পর্যন্ত। যখন আবেদন প্রক্রিয়া শুরু হয় তখন ANM এবং GNM পরীক্ষার সম্ভাব্য সূচি (Exam Schedule ANM-GNM 2022) প্রকাশ করা হয়েছিল। 31 মে 2022 JEE বোর্ড এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিলেন ANM এবং GNM পরীক্ষার ফাইনাল দিনক্ষণ।

পশ্চিমবঙ্গ JEE বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বছরের ANM এবং GNM পরীক্ষা হবে 12 জুন 2022। জানানো হয়েছে দুটি Shift এ পরীক্ষা নেওয়া হবে। আরও জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের নাম, Shift এবং সময় অ্যাডমিট ডাউনলোড করার পরই পরীক্ষার্থীরা জানতে পারবে।

আরও দেখুন:  HS Semester System 2024 | উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু! দেখুন সংসদের বিজ্ঞপ্তি

নিচে পরীক্ষার তারিখ, Shift এবং সময় নিচে দেওয়া হলো।

ShiftDateTime
Shift-112 th June 2022 (Sunday)11:00 am to 12:30 pm
Shift-212 th June 2022 (Sunday)2:00 pm to 3:30 pm
Exam Schedule ANM-GNM 2022

নিচে অ্যাডমিট ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হল। এখান থেকে সরাসরি পরীক্ষার্থীরা অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবে। নির্দিষ্ট বক্সে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করতে হবে। অথবা অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগিং করেও অ্যাডমিট ডাউনলোড করা যাবে।

Exam Schedule ANM-GNM 2022 Download ANM-GNM Admit Card

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top