বাধ্যতামূলক হল মাধ্যমিকের টেস্ট পরীক্ষা (Madhyamik Test Exam)
উচ্চমাধ্যমিকের পর এবার বাধ্যতামূলক হল মাধ্যমিকের টেস্ট পরীক্ষা (Madhyamik Test Exam)। আগে সরকারের তরফে বলা হয়েছিল স্কুল চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিতে পারে। কিন্ত আজ বুধবার পর্ষদের তরফে জানানো হলো মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক নিতেই হবে।
মাধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের টেস্ট পরীক্ষা (Madhyamik Test Exam) নিতে হবে এই ডিসেম্বর মাসের 13 থেকে 24 তারিখের মধ্যে। পর্ষদের নির্দেশ অনুযায়ী সমস্ত বিষয়েরই পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। পর্ষদের নির্দেশিকা মেনে প্রশ্ম তৈরী করবেন স্কুলের শিক্ষকরাই। তবে সেই প্রশ্নপত্র পাঠাতে হবে পর্ষদেও। পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন স্কুলের শিক্ষকরা।
জানা গেছে যেভাবে করোনার চোখ রাঙাচ্ছে তাতে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কিনা তা নিয়ে সংশয় আছে। যদি একান্তই মাধ্যমিক পরীক্ষা সম্ভব না হয় তবে এই টেস্ট পরীক্ষার নম্বরের ভিত্তিতেই মূল্যায়ন হতে পারে বলে জানা যাচ্ছে।
👉 পর্ষদ থেকে প্রকাশিত নির্দেশিকা নিচে দেওয়া হলো:





