মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test

svmcm 2024-25 Swami Vivekananda Scholarship

SVMCM 2024-25 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫

WBJEE GNM ANM 2023

WBJEE GNM ANM 2023 | ২০২৩ সালের জি. এন. এম. এবং এ.এন.এম. পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের ধরন

Last Updated on March 21, 2024 by Science Master

WBJEE GNM ANM Question Paper Pattern 2023

WBJEE বোর্ড থেকে প্রকাশিত হল 2023 সালের WBJEE GNM ANM 2023 পরীক্ষার Question Pattern। পরীক্ষার সমস্ত প্রশ্ন হবে MCQ ধরনের এবং প্রত্যেক প্রশ্মের সাপেক্ষে মোট চারটি করে অপশন পাবেন। পরীক্ষার সম্ভাব্য তারিখ 2 জুলাই 2023 রবিবার, দুপুর 12:00 থেকে 1:30 পর্যন্ত। পরীক্ষার জন্য মোট 1 ঘণ্টা 30 মিনিট সময় থাকবে। সমস্ত প্রশ্ম বাংলা ও ইংরেজি এই দুটি ভাষায় থাকবে।

প্রশ্ন পত্রের ধরন (WBJEE GNM & ANM Question Paper Pattern) :

SubjectsCategory-1
Full marks of each Q=1
Category -2
Full marks of each Q=2
Total Number of QuestionsTotal Marks
No of QuestionsNo of Questions
Life Science30104050
Physical Science1552025
English151515
Mathematics101010
General Knowledge101010
Logical Reasoning555
Total100115
WBJEE GNM ANM 2023 Question paper Pattern

পরীক্ষার সিলেবাস ( WBJEE GNM ANM 2023 Exam Syllabus):

জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও গণিত বিষয়ের প্রশ্ম হবে দশম শ্রেণী স্টাণ্ডার্ড এবং ইংরেজী, জেনারেল নলেজ ও লজিক্যাল রিজেনিং বিষয়ের প্রশ্ম হবে দ্বাদশ শ্রেণী স্টাণ্ডার্ড।

স্কোরিং পদ্ধতি ( WBJEE GNM & ANM Scroring Methodology):

Category-1

  1. একটি সঠিক উত্তর থাকবে।
  2. প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে থাকবে।
  3. প্রতিটি ভুল উত্তরের জন্য-1/4 নম্বর কাটা যাবে।
  4. একাধিক উত্তর দিলে, তার মধ্যে সঠিক উত্তর থাকলেও এটি ভুল উত্তর হিসেবে গণ্য হবে।
  5. কোনো উত্তর না করলে তার জন্য শূন্য নম্বর দেওয়া হবে।

Category- 2

  1. একাধিক সঠিক উত্তর থাকবে।
  2. প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে থাকবে।
  3. একাধিক উত্তর দিলে, তার মধ্যে সঠিক উত্তর থাকলেও এটি ভুল উত্তর হিসেবে গণ্য হবে।
  4. আংশিক সঠিক উত্তরের জন্য নম্বর গণনা হবে প্রাপ্য নম্বর =2×(চিহ্নিত সঠিক উত্তর)÷ (বাস্তবে সঠিক উত্তরের নম্বর)

আবেদনের তারিখ (Application date):

আবেদনের তারিখ:- Available soon….

আবেদনের শেষ তারিখ:- Available soon….

পরীক্ষার তারিখ:- 2 জুলাই রবিবার 2023, সময় দুপুর 12:00 থেকে 1:30 পর্যন্ত।

nath GNM ANM Old Question Papers:

GNM ANM 2022 Session-I

GNM ANM 2022 Session-II

GNM ANM 2021 Session-I

GNM ANM 2021 Session-II

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top