Last Updated on March 21, 2024 by Science Master
WBJEE GNM ANM Question Paper Pattern 2023
WBJEE বোর্ড থেকে প্রকাশিত হল 2023 সালের WBJEE GNM ANM 2023 পরীক্ষার Question Pattern। পরীক্ষার সমস্ত প্রশ্ন হবে MCQ ধরনের এবং প্রত্যেক প্রশ্মের সাপেক্ষে মোট চারটি করে অপশন পাবেন। পরীক্ষার সম্ভাব্য তারিখ 2 জুলাই 2023 রবিবার, দুপুর 12:00 থেকে 1:30 পর্যন্ত। পরীক্ষার জন্য মোট 1 ঘণ্টা 30 মিনিট সময় থাকবে। সমস্ত প্রশ্ম বাংলা ও ইংরেজি এই দুটি ভাষায় থাকবে।
New Update: WBJEE GNM ANM 2024 | GNM ANM পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন, পুরোনো প্রশ্মপত্র
◪ প্রশ্ন পত্রের ধরন (WBJEE GNM & ANM Question Paper Pattern) :
Subjects | Category-1 Full marks of each Q=1 | Category -2 Full marks of each Q=2 | Total Number of Questions | Total Marks |
No of Questions | No of Questions | |||
Life Science | 30 | 10 | 40 | 50 |
Physical Science | 15 | 5 | 20 | 25 |
English | 15 | – | 15 | 15 |
Mathematics | 10 | – | 10 | 10 |
General Knowledge | 10 | – | 10 | 10 |
Logical Reasoning | 5 | – | 5 | 5 |
Total | 100 | 115 |
◪ পরীক্ষার সিলেবাস ( WBJEE GNM ANM 2023 Exam Syllabus):
জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও গণিত বিষয়ের প্রশ্ম হবে দশম শ্রেণী স্টাণ্ডার্ড এবং ইংরেজী, জেনারেল নলেজ ও লজিক্যাল রিজেনিং বিষয়ের প্রশ্ম হবে দ্বাদশ শ্রেণী স্টাণ্ডার্ড।
◪ স্কোরিং পদ্ধতি ( WBJEE GNM & ANM Scroring Methodology):
Category-1
- একটি সঠিক উত্তর থাকবে।
- প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে থাকবে।
- প্রতিটি ভুল উত্তরের জন্য-1/4 নম্বর কাটা যাবে।
- একাধিক উত্তর দিলে, তার মধ্যে সঠিক উত্তর থাকলেও এটি ভুল উত্তর হিসেবে গণ্য হবে।
- কোনো উত্তর না করলে তার জন্য শূন্য নম্বর দেওয়া হবে।
Category- 2
- একাধিক সঠিক উত্তর থাকবে।
- প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে থাকবে।
- একাধিক উত্তর দিলে, তার মধ্যে সঠিক উত্তর থাকলেও এটি ভুল উত্তর হিসেবে গণ্য হবে।
- আংশিক সঠিক উত্তরের জন্য নম্বর গণনা হবে প্রাপ্য নম্বর =2×(চিহ্নিত সঠিক উত্তর)÷ (বাস্তবে সঠিক উত্তরের নম্বর)
◪ আবেদনের তারিখ (Application date):
আবেদনের তারিখ:- Available soon….
আবেদনের শেষ তারিখ:- Available soon….
পরীক্ষার তারিখ:- 2 জুলাই রবিবার 2023, সময় দুপুর 12:00 থেকে 1:30 পর্যন্ত।
GNM ANM Old Question Papers:
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test
- উত্তরসহ ২০২২ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | Physical science Solved paper 2022
- মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Madhyamik Life Science Chapter 1 VSAQ
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4