anm gnm exam 2025

ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ

Blinking Buttons WhatsApp Telegram

WBJEE ANM GNM Exam 2025

ANM GNM Exam 2025: পশ্চিমবঙ্গের WBJEE বোর্ড GNM (General Nursing & Midwifery) এবং ANM (Auxiliary Nursing & Midwifery) এর 2025-2026 সেশনে  ভর্তির জন্য নোটিস প্রকাশ করল । অনলাইন পদ্ধতিতে GNM এবং ANM নার্সিং এর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদনকারী অনলাইনে GNM এবং ANM নার্সিং এর ভর্তির পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। বিভিন্ন সরকারী এবং বেসরকারী  ইনস্টিটিউট গুলি WBJEE বোর্ডের পরীক্ষার (WBJEE ANM GNM Exam 2025) মাধ্যমে ভর্তি করবে। পরীক্ষা WBJEE বোর্ড দ্বারা পরিচালিত হবে এবং পরীক্ষা হবে OMR ভিত্তিক। GNM নার্সিং হল 3 বছরের নার্সিং কোর্স এবং ANM হল 2 বছরের কোর্স। ANM GNM Exam 2025 পরীক্ষার ফর্ম ফিলাপের তারিখ, যোগ্যতা, ডকুমেন্টস, পরীক্ষার ফি ইত্যাদি নিচে দেওয়া হলো।

Board NameWBJEEB
ExamANM GNM Exam 2025
Online Application Starts04-09-2025
Last Date of Application15-09-2025
Date of Exam19-10-2025 (Sunday)
Official website for Applicationhttps://wbjeeb.in/anm-gnm/

⬕ প্রয়োজনীয় যোগ্যতা (Eligible Criteria):-

WBJEE GNM ANM Exam 2025 ভর্তির আবেদনের প্রার্থীর নিন্মলিখিত যোগ্যতা থাকতে হবে-  

আরও দেখুন:  HS Semester 3 Routine 2025-2026 | উচ্চমাধ্যমিক সেমিস্টার ৩ পরীক্ষার রুটিন

1. শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে নুন্যতম 40% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। যে সমস্ত প্রার্থী এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তারাও আবেদন করতে পারবেন। SC, ST, OBC-A, OBC-B এর ক্ষেত্রে নম্বরের 5% ছাড় আছে।

2. বয়স সীমা – 31 ডিসেম্বর 2025 অনুযায়ী প্রার্থীর বয়স নুন্যতম 17 বছরের হতে হবে।  বয়সের কোনো উর্দ্ধসীমা নেই।

3. প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

4. প্রার্থীকে অবশ্যই বাংলা অথবা নেপালী ভাষা পড়তে  ও লিখতে জানতে হবে। 

5. ANM পদে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এবং GNM পদে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবে।

আরও দেখুন:  {VSO Layer 1 Admit Card 2025} বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ অ্যাডমিট কার্ড | Vidyasagar Science Olympiad 2025 Layer 1 Admit Card pdf Download

⬕  ফর্ম ফিলাপের সময় কি কি তথ্য লাগবে?

  • নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ ইত্যাদি।
  • সচল মোবাইল (Mobile) নম্বর এবং Email Id
  • ফটো এবং সিগনেচারের স্ক্যান কপি।
  • ক্যাটাগোরি সার্টিফিকেট।

ANM GNM Exam 2025 ফর্ম ফিলাপের জন্য কত টাকা লাগবে (Application Fees)?

ANM GNM Exam 2025 ফর্ম ফিলাপের জন্য SC, ST, OBC-A, OBC-B, EWS, Orphan পরীক্ষার্থীদের লাগবে 300 টাকা। আর অন্যান্যদের লাগবে 400 টাকা।

⬕ পরীক্ষা সংক্রান্ত সমস্যার জন্য অফিসের ঠিকানা এবং ফোন নম্বর

The Controller of Examinations
West Bengal Joint Entrance Examinations Board
RUPANNA

DB -118, Sector – I, Salt Lake City, Kolkata-700064
Examination Helpdesk: – 1800-123-4782 (Extn. No. -2)
Email: info@wbjeeb.in

আরও দেখুনঃ Nabanna Scholarship 2025 | নবান্ন স্কলারশিপে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি

⬕ কতগুলি গুরুত্বপূর্ণ দিন এবং সময় (ANM GNM Exam 2025, important Date and Time):-

SLActivityDate (with time)
1Online application with payment of fees04.09.2025 (Thursday) 4:00 pm onward
to
15.09.2025 (Monday)
2Online correction and downloading revised conformation page17.09.2025 (Wednesday)
to
18.09.2025 (Thursday)
3Publication of Downloadable Admit Card10.10.2025 (Friday)
to
19.10.2025 (Sunday)
4Date of Examination19.10.2025 (Sunday)
From 12:00 noon to 1:30 pm

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

আরও দেখুন:  Taruner Swapna 2025 | তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্র-ছাত্রীরা পাবে 10000 টাকা। দেখে নিন কি কি তথ্য লাগবে?
WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top