মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

Swami Vevekananda Scholarship

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ ২০২২-২০২৩ | Swami Vevekananda Scholarship 2022-2023

Last Updated on August 25, 2022 by Science Master

 Swami Vevekananda Merit Cum Means Scholarship (SVMCM) 2022-2023 Online Application

পশ্চিমবঙ্গ রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবি ছাত্র-ছাত্রীদের উচ্চতর পড়াশোনা করতে সাহায্য করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপটি (Swami Vebekananda Merit Cum Means Scholarship) চালু করেছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী ভাল রেজাল্ট করে উচ্চমাধ্যমিক স্তরে পাঠরত, বিজ্ঞান / কলা / বাণিজ্য, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে স্নাতক স্তরে পাঠরত এবং যারা স্নাতকোত্তর স্তরে পাঠরত তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপটি (Swami Vebekananda Merit Cum Means Scholarship) তে আবেদন করতে পারবে। 

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদনের কিছু সাধারণ যোগ্যতাঃ-

এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য নিন্মলিখিত কিছু সাধারণ যোগ্যতা থাকতে হবে-

1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে। 

3.যে সমস্ত ছাত্র-ছাত্রী নতুন কোর্সে ভর্তি হয়েছে তারাই কেবলমাত্র য়াবেদনের যোগ্য।

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদনের কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতাঃ-

1. এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য নিন্মলিখিত কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা (যেমন কোর্স ও সর্বনিম্ন নম্বরের যোগ্যতা ) থাকতে হবে। 

2. নিম্নে দেওয়া নম্বরের যোগ্যতা গুলি পূরণ করলে ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপটি আবেদন করতে পারবে। 

বর্তমান কোর্সযোগ্যতাপ্রয়োজনীয় নম্বর 
উচ্চমাধ্যমিক (XI+XII)মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা60 %
ডিপ্লোমা (Polytechnic)মাধ্যমিক পরীক্ষা 60 %
স্নাতক (Hons/Engineering/
Medical/Para Medical)
উচ্চমাধ্যমিক তার সমতুল্য পরীক্ষা 
   
60 %
স্নাতকোত্তর 
Hons বিভাগ পাশ
53 %
কন্যাশ্রী K-3 (P.G) 
বৈধ K-2 Id এবং স্নাতক
45 %
Swami Vevekananda Scholarship (SVMCM)

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে টাকার পরিমানঃ-

আরও দেখুন:  NMMSE Result 2023-2024 | পশ্চিমবঙ্গ NMMS ২০২৩ পরীক্ষার রেজাল্ট

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ আবেদন Approve হওয়ার পর কোর্স অনুযায়ী ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ থেকে যে পরিমান টাকা পাবে তা নিচে দেওয়া হল।

বর্তমান কোর্সস্কলারশিপ পরিমান
উচ্চমাধ্যমিকপ্রতিমাসে 1000 টাকা 
স্নাতক স্তর (কলা)প্রতিমাসে 1000 টাকা 
স্নাতক স্তর (বাণিজ্য)প্রতিমাসে 1000 টাকা 
স্নাতক স্তর (বিজ্ঞান)প্রতিমাসে 1500 টাকা 
স্নাতকোত্তর স্তর (কলা)প্রতিমাসে 2000 টাকা 
স্নাতকোত্তর স্তর (বাণিজ্য)প্রতিমাসে 2000 টাকা 
স্নাতকোত্তর স্তর (বিজ্ঞান)প্রতিমাসে 2500 টাকা 
নন-নেট এম.ফিল / নন-নেট পি.এইচ.ডি এবং
নেট এল.এস.পি.এইচ.ডি
প্রতিমাসে 5000 টাকা এবং 8000 টাকা 
ইঞ্জিনিয়ারিংপ্রতিমাসে 5000 টাকা
পলিটেকনিকপ্রতিমাসে 1500 টাকা
মেডিক্যালপ্রতিমাসে 5000 টাকা
ডিপ্লোমাপ্রতিমাসে 1500 টাকা
Swami Vevekananda Scholarship (SVMCM)

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অনলাইন আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-

 1. ঠিকানার প্রমানপ্ত্র ।

2. রেশন কার্ড / আধার কার্ড / ভোটার কার্ড ।

3. শেষ পরীক্ষার মার্কশিট। 

4. ব্যাঙ্কের পাশ বই ।

5. পাশপোর্ট সাইজ রঙিন ফটো। 

6. ইনকাম সার্টিফিকেট।  (Income Certificate Format )

7. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 

8. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।  

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অনলাইন আবেদনের পদ্ধতিঃ-

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপটি (Swami Vebekananda Merit Cum Means Scholarship) আবেদনের বিভিন্ন ধাপ (Step) নিচে দেওয়া হল। 

Step-1 প্রথমে আবেদনকারীকে SVMCM এর অফিসিয়াল ওয়েবসাইট

আরও দেখুন:  বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ | Vidyasagar Science Olympiad 2024 (VSO)

  https://svmcm.wbhed.gov.in/  ওপেন করতে হবে। তারপর ‘ Register here ‘  অপশনে ক্লিক করতে হবে। 

Step-2 এরপর স্কলারশিপ সংক্রান্ত কিছু তথ্য দেখা যাবে। এটা প্রয়োজন হলে পড়ে নিয়ে তারপর Tick Box এ টিক দিয়ে ‘ Proceed for Registration ‘ বটনে ক্লিক করতে হবে। 

Step-3 এরপর কোর্স অনুযায়ী Directorate বেছে নিয়ে ‘ Apply for Fresh application ‘ অপশনে ক্লিক করতে হবে। কোর্স অনুযায়ী Directorate এর নাম নিচে দেওয়া হল। 

কোর্সের নাম Directorate
উচ্চমাধ্যমিক (XI+XII)Directorate of Education (DSE)
ডিপ্লোমা (Polytechnic)Directorate of Technical Education and Training (DTE & T)
স্নাতক ও স্নাতকোত্তর Directorate of Public Instraction (DPI)
মেডিকেলDirectorate of Medical Education (DME)
ইঞ্জিনিয়ারিংDirectorate of Technical Education (DTE)
কন্যাশ্রী K-3 (P.G) 
Kanyashree Prakalpa (K-3)
Swami Vevekananda Scholarship (SVMCM)

Step-4  এরপর একটি Registration Form পূরণ করতে হবে। যেখনে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ই-মেল সহ বিভিন্ন তথ্য দিয়ে এবং একটি পাসওয়ার্ড দিয়ে ‘ Register ‘ বটনে ক্লিক করতে হবে। এখনে দেওয়া পাসওয়ার্ড পরবর্তিতে লগ ইন করার জন্য লাগবে। 

কন্যাশ্রী K-3 এর ক্ষেত্রে কন্যাশ্রী K-2 Id, নিজের নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম,মোবাইল নম্বর, ই-মেল  ইত্যাদি তথ্য দেওয়ার পর ‘ K-2 Authentication ‘ বটনে ক্লিক করতে হবে। 

Step-5 ‘ Register ‘ বটনে ক্লিক করার পর মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটা দিয়ে সাবমিট করলে মোবাইল নম্বর ভেরিফিকেশন হয়ে যাবে। 

Step-6 Registration হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি পাবে, যেটা লিখে রাখতে হবে। পরে লগ ইন করার সময় কাজে লাগবে এবং তার সঙ্গে ‘ Download Registration Slip ‘ বলে একটি অপশন আসবে, সেখান থেকে ‘Registration Slip ‘ ,Download করে নিতে পারবে। 

আরও দেখুন:  সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৪ | Senior Bigyani Kanya Medha Britti 2024 Apply

Step-7 এরপর  ‘ Applicant Login ‘ অপশনে ক্লিক করে ID এবং Password দিয়ে লগ ইন করতে হবে। 

Step-8 এরপর Edit Application অপশনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে ‘ Save and Continue ‘ বটনে ক্লিক করতে হবে। 

Step-9 এরপর এখনে কিছু Documents, Upload করার অপশন আসবে, সেগুলো করে নিয়ে Tick Box টিক দিয়ে ‘ Save and Continue ‘ অপশনে ক্লিক করতে হবে। সবশেষে ‘Submit Application’ অপশনে ক্লিক করতে হবে। 

◼️ যে সমস্ত Documents গুলি Upload করতে হবে- 

1. মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট ( উভয় দিক )। 

2. সর্বশেষ পরীক্ষার মার্কশিট । 

3. ভর্তির রসিদ। 

4. ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতা ,( আবেদনকারীর নাম, Ac ও IFSC code থাকবে) ।

5. রেশন কার্ড / আধার কার্ড / ভোটার কার্ড ।

6.  ইনকাম সার্টিফিকেট। 

7. পাশপোর্ট সাইজ রঙিন ফটো। 

8. আবেদনকারীর Signature । 

Step-9 রপর সমস্ত তথ্য সেভ হয়ে যাওয়ার পর ‘Finalize Application’   অপশনে ক্লিক করতে হবে। পরে আবেদনকারী আর কোনো Edit করতে পারবে না। 

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অনলাইন আবেদনের Renewal পদ্ধতিঃ-

1.আবেদন Renewal করার জন্য আবেদনকারীকে প্রথমে  SVMCM এর অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in/  ওপেন করতে হবে। 

2. তারপর  ‘ Applicant Login ‘ অপশনে ক্লিক করে ID এবং Password দিয়ে লগ ইন করতে হবে।  

3. এরপর Edit Application অপশনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে ‘ Save and Continue ‘ বটনে ক্লিক করতে হবে। 

4. এরপর এখনে কিছু Documents, Upload করার অপশন আসবে, সেগুলো করে নিয়ে Tick Box টিক দিয়ে ‘ Save and Continue ‘ অপশনে ক্লিক করতে হবে। সবশেষে ‘Submit Application’ অপশনে ক্লিক করতে হবে।

 ◼️ এক্ষেত্রে যে সমস্ত Documents গুলি Upload করতে হবে- 

1. সর্বশেষ পরীক্ষার মার্কশিট । 2. ভর্তির রসিদ। 

SVMCM আবেদনের গুরুতবপূর্ণ তারিখঃ-

আবেদনের ধরনতারিখ
Fresh application start (Only Class XI)17-08-2022
Last date Fresh applicationNot available
Renewal  application start (Only Class XII)17-08-2022
Last date Renewal  application
 
Not available
Swami Vevekananda Scholarship (SVMCM)

SVMCM আবেদনের হেল্পলাইনঃ-

আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা আবেদনের সময় কোনো রকম সমস্যা হলে নিন্মলিখিত হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। 

Email – helpdesk.svmcm-wb@gov.in

Toll free help line 1800 102 8014 (10 am to 6 pm except Sunday)

স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top