West Bengal NMMSE Scholarship 2025: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য ন্যাশনাল মিনস-কাম-মেরিট স্কলারশিপের (National Means-Cum-Merit Scholarship) পরীক্ষার আবেদন শুরু হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত এবং যাদের সপ্তম শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর আছে তারা এই স্কলারশিপ পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। NMMSE Scholarship 2025 পরীক্ষায় পাশ করলে বছরে 12000 টাকা করে মোট 4 বছর স্কলারশিপ পাওয়া যাবে। এই স্কলারশিপের পরীক্ষায় আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে, পরীক্ষার ধরন, সিলেবাস ইত্যাদি বিষয় নিয়ে নীচে আলোচনা করা আছে।
এক নজরে দেখুন>>
NMMSE Scholarship 2025 Overview
Name of Examination | National Means-Cum-Merit Scholarship (NMMSE Scholarship 2025) |
Standard | Class – VIII |
Mode of Application | Online |
Application Starts | 07. 08. 2025 |
Last date of Application | 09. 09. 2025 |
Date of NMMS Examination | 21. 12. 2025 |
Scholarship amount | 12000/- per year |
Official website link | https://scholarships.wbsed.gov.in/ |
Official Notice | Click here |
NMMSE Scholarship 2025 পরীক্ষার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
(1) কেবলমাত্র অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। যে সমস্ত ছাত্র-ছাত্রী সপ্তম শ্রেণীর পরীক্ষায় ৫৫% নম্বর নিয়ে অষ্টম শ্রেণীতে পাঠরত তারা আবেদন করতে পারবে। ( SC, ST এবং Disabled Candidate রা ৫% ছাড় পাবে)
(2) যে সমস্ত ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় বিদ্যালয়, নবদয় বিদ্যালয়, বেসরকারি স্কুলে পাঠরত তারা এই আবেদন করতে পারবে না। শুধুমাত্র সেই সমস্ত ছাত্র-ছাত্রীই আবেদন করতে পারবে যারা সরকারী বিদ্যালয়, সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং মাদ্রাসায় পাঠরত।
(3) অবিভাবকের বার্ষিক আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার (350000/-) টাকার মধ্যে হতে হবে। আবেদনের সময় ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট BDO বা Jt BDO এর কাছ থেকে নিতে হবে।
(4) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট হলে আবেদনকারীকে অবশ্যই ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে।
(5) আবেদনকারীকে অবশ্যই তার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করে রাখতে হবে।
আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে ?
National Means-Cum-Merit Scholarship পরীক্ষার আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে তা নীচে দেওয়া হল।
(1) অবিভাবকের ইনকাম সার্টিফিকেট (Income Certificate of parents)।
(2) ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতা (First page of Bank passbook)।
(3) কাস্ট সার্টিফিকেট (Caste certificate)।
(4) হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট (Disablity Certificate)।
NMMSE পরীক্ষার প্রশ্মপত্রের ধরন
দুই ধরনের পরীক্ষা Mental Ability Test এবং Scholastic Aptitude Test একই দিনে দুটি সেশনে হবে। প্রতিটি সেশনের সময় থাকবে দেড় ঘণ্টা করে।
Name of the Test | Type | Marks | No of items | Duration in minuits |
Mental Ability Test | MCQ | 90 | 90 | 90 min |
Scholastic Aptitude Test | MCQ | 90 | 90 | 90 min |
NMMS পরীক্ষার সিলেবাস
NMMS পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। তবে প্রশ্মপত্র হবে ক্লাস VII এবং ক্লাস VIII Standerd । Scholastic Aptitude Test যে সমস্ত বিষয়ের ওপর হবে টা হল- গণিত, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। প্রশ্নের উত্তর বুকলেটের মাধ্যমে দিতে হবে এবং প্রতিটি প্রশ্ন এক নম্বরের হবে, কোনো নেগেটিভ মার্কেটিং থাকবে না।
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদজগৎ-অষ্টম শ্রেণীর বিজ্ঞান| Poribesh Bigyan Class 8 Chapter 11
- পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ | Poribesh Bigyan Class 8 Chapter 10
- অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি (নবম অধ্যায়)-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 9
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর