SVMCM 2024-25: ২০২৪-২৫ সেশনের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit-Cum-Means) এর Fresh এবং Renewal আবেদন শুরু হল। তবে মাইনোরিটি বা সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) আবেদন করতে পারবে না। তাদের জন্য আলাদা পোর্টাল আছে সেখানে আবেদন করতে হবে। কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে Fresh হিসেবে আবেদন করতে পারবে এবং কারা Renewal হিসেবে আবেদন করবে তা নিচে আলোচনা করা হল। সে সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্টও দেওয়া আছে।
Fresh Application Starts: 20-11-2024
Renewal Application Starts: 20-11-2024
SVMCM 2024-25 স্কলারশিপে কারা কোন ক্ষেত্রে আবেদন করবেঃ
(1) যে সমস্ত ছাত্র-ছাত্রী WBBSE, ICSE, WBBME থেকে ৬০% বা তার বেশি নম্বর নিয়ে দশম শ্রেণী থেকে উত্তির্ণ হয়েছে তারা ‘ Fresh ‘ হিসেবে আবেদন করতে পারবে। তবে CBSE বোর্ড থেকে দশম শ্রেণী উত্তির্ণ হয়েছে এমন ছাত্র-ছাত্রীরা এখনও পর্যন্ত আবেদন করতে পারবে না।
(2) যে সমস্ত ছাত্র-ছাত্রী দ্বাদশ শ্রেণীতে পাঠরত এবং একাদশ শ্রেণীর পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেয়েছে তারা ‘ Renewal ‘ এর আবেদন করবে।
(3) যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৩ সালে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেয়েছে এবং ২০২৪ সালে একাদশ শ্রেণীতে পাড়ছে তারা ২০২৪-২৫ সেশনে ‘ Fresh ‘ হিসেবে আবেদন করতে পারবে।
(4) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
(5) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
SVMCM স্কলারশিপে আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবেঃ
(1) Board / Council / University /College থেকে প্রাপ্ত শেষ মার্কশিট।
(2) ভর্তির রসিদ (Admission receipt)।
(3) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
(4) আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড ।
(5) ব্যাঙ্কের পাস বই।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে Fresh হিসেবে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্টস আপলোড করতে হবেঃ
(1) Board / Council / University /College থেকে প্রাপ্ত শেষ মার্কশিট (Both Sides)।
(2) ভর্তির রসিদ (Admission receipt)।
(3) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate)। (Download Income Certificate Proforma)
(4) আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড ।
(5) ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতা (Bank Pass Book- 1st Page Containing A/C, IFSC Code)।
(6) এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ।
SVMCM 2024-25 Renewal এর ক্ষেত্রে যেসব ডকুমেন্টস লাগবেঃ
(1) Board / Council / University /College থেকে প্রাপ্ত শেষ মার্কশিট (Both Sides)।
(2) পরবর্তী ক্লাসে ভর্তির রসিদ (Admission receipt)।
স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit-Cum-Means: SVMCM) এর Fresh এবং Renewal আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো। এখানে ক্লিক করে সরাসরি SVMCM স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- VSO-2025 Layer-2 Admit Card | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫
- Group-18 Elements MCQ | দ্বাদশ শ্রেণীর রসায়ন (Semester 3)
- Taruner Swapna 2025 | তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্র-ছাত্রীরা পাবে 10000 টাকা। দেখে নিন কি কি তথ্য লাগবে?
- গ্রুপ-১৭ মৌলসমূহ MCQ | Group-17 Elements Class 12 Chemistry
- গ্রুপ-১৬ মৌলসমূহ MCQ দ্বাদশ শ্রেণী- রসায়ন (Sem-III) | Group-16 Elements MCQ Class 12 Chemistry