WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

WBBSE Madhyamik Exam Routine 2025

মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ | Madhyamik Exam Routine 2025

svmcm 2024-25 Swami Vivekananda Scholarship

SVMCM 2024-25 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫

Last Updated on November 23, 2024 by Science Master

SVMCM 2024-25: ২০২৪-২৫ সেশনের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit-Cum-Means) এর Fresh এবং Renewal আবেদন শুরু হল। তবে মাইনোরিটি বা সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) আবেদন করতে পারবে না। তাদের জন্য আলাদা পোর্টাল আছে সেখানে আবেদন করতে হবে। কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে Fresh হিসেবে আবেদন করতে পারবে এবং কারা Renewal হিসেবে আবেদন করবে তা নিচে আলোচনা করা হল। সে সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্টও দেওয়া আছে।

(1) যে সমস্ত ছাত্র-ছাত্রী WBBSE, ICSE, WBBME থেকে ৬০% বা তার বেশি নম্বর নিয়ে দশম শ্রেণী থেকে উত্তির্ণ হয়েছে তারা ‘ Fresh ‘ হিসেবে আবেদন করতে পারবে। তবে CBSE বোর্ড থেকে দশম শ্রেণী উত্তির্ণ হয়েছে এমন ছাত্র-ছাত্রীরা এখনও পর্যন্ত আবেদন করতে পারবে না।

আরও দেখুন:  মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ | Madhyamik Exam Routine 2025 pdf Download

(2) যে সমস্ত ছাত্র-ছাত্রী দ্বাদশ শ্রেণীতে পাঠরত এবং একাদশ শ্রেণীর পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেয়েছে তারা ‘ Renewal ‘ এর আবেদন করবে।

(3) যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৩ সালে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেয়েছে এবং ২০২৪ সালে একাদশ শ্রেণীতে পাড়ছে তারা ২০২৪-২৫ সেশনে ‘ Fresh ‘ হিসেবে আবেদন করতে পারবে।

(4) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

(5) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

(1) Board / Council / University /College থেকে প্রাপ্ত শেষ মার্কশিট।

(2) ভর্তির রসিদ (Admission receipt)।

(3) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।

(4) আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড ।

(5) ব্যাঙ্কের পাস বই।

আরও দেখুন:  VSO Layer 2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024

(1) Board / Council / University /College থেকে প্রাপ্ত শেষ মার্কশিট (Both Sides)।

(2) ভর্তির রসিদ (Admission receipt)।

(3) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate)। (Download Income Certificate Proforma)

(4) আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড ।

(5) ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতা (Bank Pass Book- 1st Page Containing A/C, IFSC Code)।

(6) এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ।

(1) Board / Council / University /College থেকে প্রাপ্ত শেষ মার্কশিট (Both Sides)।

(2) পরবর্তী ক্লাসে ভর্তির রসিদ (Admission receipt)।

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit-Cum-Means: SVMCM) এর Fresh এবং Renewal আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো। এখানে ক্লিক করে সরাসরি SVMCM স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

nath আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

আরও দেখুন:  VSO Layer-1 Result 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৪ পরীক্ষার রেজাল্ট
WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
শিক্ষার খবর
ক্লাস নোটস
মক টেস্ট
টেলিগ্রাম