মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

MCQ p-Block Elements

MCQ p-Block Elements | দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের p- ব্লক মৌল অধ্যায়ের MCQ প্রশ্ম ও তার উত্তর।

Last Updated on February 17, 2022 by Science Master

MCQ p-Block Elements

MCQ p-Block Elements (Group -15)

1.NH3 , PH3 , AsH3 এর ক্ষারীয় ক্ষমতার সঠিক ক্রম-

(a) NH3 > PH3 > AsH3 (b) AsH3>PH3 >NH3 (c) AsH3>PH3 >NH3(d) PH3>NH3>AsH3

উঃ- NH3 > PH3 > AsH3

2. কোন ফ্লোরাইডটির অস্তিত্ব নেই?

(a) NF5 (b) PF5 (c) AsF5 (d) SbF5

উঃ- NF5

3. কোনটি pπ – pπ বন্ধনে অংশ গ্রহন করে?

উঃ- ফসফরাস।

4. P4O10 কোন অ্যাসিডের নিরুদক?

(a) কার্বন (b) নাইট্রোজেন (c) ফসফরাস (d) বোরন।

(a) H3PO2 (b) H3PO3 (c) H3PO4 (d) H4P2O7

উঃ- H3PO4

5. মেটাফসফোরিক অ্যাসিডে P−O−P বন্ধন-

(a) 0 (b) 2 (c) 3 (d) 4

উঃ- 2

6. H3PO2 তে আম্লিক প্রোটনের সংখ্যা-

(a) 0 (b) 1 (c) 2 (d) 3

উঃ- 1

7. নীচের অ্যাসিড গুলির মধ্যে কোনটি তিন ধরনের লবণ উৎপাদন করে ?

(a) H3PO2 (b) H3BO3 (c) H3PO4 (d) H3PO3

উঃ- H3PO4

8. P4O10 এ সেতু বন্ধনকারী O এর সংখ্যা-

(a) 4 (b) 2 (c) 5 (d) 6

উঃ- 6

9. কোনটি আম্লিক হাইড্রাইড-

(a) NH3 (b) N2H4 (c) N2H2 (d) HN3

উঃ- HN3

10. সর্বাধিক স্থায়ী হাইড্রাইডটি হল-

(a) NH3 (b) PH3 (c) AsH3 (d) SbH3

উঃ- AsH3

11. N এর কোন হ্যালাইডটি আর্দ্রবিশ্লেষিত হয় না?

(a) NCl3 (b) NF3 (c) NI3 (d) NBr3

উঃ- NF3

12. ফসফিন গ্যাস বাতাসের সংস্পর্শে এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় কারন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয়- (a) NH4Cl (b) PH4Cl (c) P2O5 (d) P3N5

আরও দেখুন:  {PDF} উচ্চমাধ্যমিক ২০২৪ পরীক্ষার প্রশ্মপত্র | WB HS Exam 2024 Question Paper pdf

13.

MCQ p-Block Elements (Group -16)

1.কোন অক্সি অ্যাসিডে পারঅক্সো বন্ধন উপস্থিত?

(a) H2SO3 (b) H2SO5 (c) H2S2O7 (d) H2SO4

উঃ- H2SO5

2. কোনটি সর্বাপেক্ষা অ্যাসিড ধর্মী?

(a) H2SO4 (b) H2SO3 (c) HClO4 (d) HClO3

উঃ- HClO3

3. নীচের কোনটি হাইপো নামে পরিচিত?

(a) Na2SO4 (b) Na2SO3 (c) SO2 (d) Na2S2O3

উঃ- Na2S2O3

4. অক্সিজেন ও পটাশিয়ামের দহনে উৎপন্ন অক্সাইডটির সংকেত কী?

(a) K2O (b) K2O2 (c) KO2 (d) K4O2

উঃ- K2O2

5. প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন?

(a) NO2 (b) SO2 (c) N2 (d) Cl2

উঃ- SO2

6. কোনটি মার্শালের অ্যাসিড হিসাবে পরিচিত?

(a) H2SO5 (b) H2S2O7 (c) H2S2O8 (d) H2SO4

উঃ- H2S2O8

7. নীচের কোন যৌগটির জারক ও বিজারক উভয় রূপে আচরণ করে?

(a) H2O (b) CO2 (c) SO2 (d) NH3

উঃ- SO2

8. ওজোন গ্যাস শনাক্তকরনে ব্যবহৃত ধাতুটি হল-

(a) Hg (b) Mg (c) Ag (d) কোনোটিই নয়।

উঃ- Hg

9. নীচের হাইড্রাইড গুলির অ্যাসিড ধর্মের সঠিক ক্রম-

(a) H2Te < H2Se < H2S < H2O

(b) H2Te > H2Se > H2S > H2O

(c) H2S < H2Se < H2Te < H2O

(d) H2S > H2Se > H2Te > H2O

উঃ- H2Te > H2Se > H2S > H2O

10. দেশলাই কাঠি জ্বালালে ঝাঁজালো গন্ধ অনুভূত হয় কারন-

(a) H2S গ্যাস উৎপন্ন হয় (b) SO2 গ্যাস উৎপন্ন হয় (c) SO3 গ্যাস উৎপন্ন হয় (d) সবকটিই গ্যাস উৎপন্ন হয়।

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক ২০২৪ দর্শন প্রশ্নপত্র pdf | WB HS Exam 2024 Philosophy Question Paper pdf

উঃ- SO2 গ্যাস উৎপন্ন হয় ।

MCQ p-Block Elements (Group -17)

1.প্রদত্ত বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া- 4ClO3 → 3ClO4 + Cl

(a) জারণ (b) বিজারণ (c) অসমঞ্জস (d) বিয়োজন।

উঃ- অসমঞ্জস

2. I2 এর সঙ্গে গাড় HNO3 এর বিক্রিয়ায় পাওয়া যায়-

(a) HI (b) HOIO (c) HOIO2 (d) HOIO3

উঃ- HOIO2

3. ক্ষারীয় মাধ্যমে MnO4 আয়ন দ্বারা I আয়নের জারণের ফলে উৎপন্ন হয়-

(a) IO3 (b) I2 (c) IO4 (d) IO

উঃ- IO3

4. ফ্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে-

(a) HF এবং O2 (b) HF এবং F2O (c) HF এবং O3 (d) HF,O2 এবং O3

উঃ- HF,O2 এবং O3

5. নীচের কোনটি দূর্বলতম অ্যাসিড-

(a) HF (b) HCl (c) HBr (d) HI

উঃ- HF

6. নীচের কোনটি দূর্বলতম অ্যাসিড-

(a) HF (b) HCl (c) HBr (d) HI

উঃ- HI

7. সর্বনিন্ম উদবায়ী হাইড্রোজেন হ্যালাইডটি হল-

(a) HF (b) HCl (c) HBr (d) HI

উঃ- HCl

8. NaOH এর শীতল ও লঘু দ্রবণের সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন হয়-

(a) Cl ও ClO (b)Cl ও ClO2(c) ClO ও ClO3 (d) ClO2 ও ClO3

উঃ- Cl ও ClO

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৪-২০২৫ | WBCHSE Bengali Syllabus 2024-2025 pdf Download

9. HBr এর জলীয় দ্রবন থেকে ব্রোমিন নির্গত করার জন্য কোনটি প্রয়োজন-

(a) Cl2 (b) N2 (c) CO2 (d) I2

উঃ- Cl2

10. HF, HCl, HI, HBr বিজারণ ক্ষমতার সঠিক ক্রম-

(a) HF< HCl< HI<HBr (b) HF< HCl<HBr < HI (c) HCl< HF< HBr< HI (d) HF< HCl< HI<HBr

উঃ- HF< HCl< HI<HBr

MCQ p-Block Elements (Group -18)

1.কোনটির কেন্দ্রীয় Xe পরমাণু sp3d2 সংকরায়িত?

(a) XeF2 (b) XeF4 (c) XeF6 (d) XeOF2

উঃ- XeF4

2. XeF4 যৌগটির গঠন –

(a) চতুস্তলকীয় (b) অষ্টতলকীয় (c) সামতলিক বর্গাকার (d) কোনোটিই নয়।

উঃ- সামতলিক বর্গাকার।

3. XeF6 এর আর্দ্রবিশ্লেষনে উৎপন্ন যৌগটি হল-

(a) XeF4O (b) XeF2O2 (c) XeO3 (d) XeO3

উঃ- XeO3

4. নীচের কোনটির আকার T আকৃতির-

(a) XeOF2 (b) XeOF4 (c) XeO3F2 (d) XeO2F2

উঃ- XeOF2

আমাদের ওয়েবসাইটের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইনস্ট্রাগ্রাম চ্যানেল জয়েন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top