মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

d and f Block Elements

d and f Block Elements MCQ | দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের d এবং f ব্লক মৌলের MCQ প্রশ্ম ও উত্তর

Last Updated on March 2, 2023 by Science Master

d and f Block Elements MCQ Question Answer

দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের d এবং f ব্লক মৌল (d and f Block Elements) অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম তার উত্তর নিয়ে আমাদের এই পেজে আলোচনা করা হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুব উপকার হবে।

1.Gd3+ এর স্থায়িত্বের কারণ হল- (a) 4f কক্ষক অর্ধপূর্ণ (b) 4f কক্ষক সম্পূর্ণ (c) নোবেল গ্যাসের e বিন্যাস (d) 4f কক্ষ অপুর্ণ।

উঃ- 4f কক্ষক অর্ধপূর্ণ

2. কোন জারণ স্তরটি সাধারণভাবে ল্যান্থানয়েডের ক্ষেত্রেই প্রযোজ্য-

(a) +2 (b) +3 (c) +4 (d) +5

উঃ- +5

3. গ্যাডোলিয়াম পরমানুর সর্বশেষ ইলেকট্রনটি কোন উপকক্ষে প্রবেশ করে?

(a) 4f (b) 5d (c) 6s (d) 6p

উঃ- 5d

4. আম্লিক মাধ্যমে CrO42- এর পরিবর্তিত রূপটি হল-

(a) Cr2O42- (b) Cr3+ (c) Cr(IV) (d) Cr2O3

উঃ- Cr2O42-

5. ল্যান্থানাইড মৌলগুলির সর্বাধিক পরিচিত জারণ স্তর হল-

(a) +1 (b) +2 (c) +3 (d) -2

আরও দেখুন:  {PDF} উচ্চমাধ্যমিক ২০২৪ ইংরেজী প্রশ্মপত্র | WBHS 2024 English Question Paper pdf

উঃ- +3

6. নিন্মলিখিত কোনটি শুধুমাত্র +3 জারণ স্তর দেখায়?

(a) Th (b) Ac (c) Pa (d) U

উঃ- Ac

7. নীচের কোন সন্ধিগত মৌলটি +7 জারণ স্তর প্রদর্শণ করে?

(a) Cr (b) Mn (c) Fe (d) Ni

উঃ- Mn

8. নিন্মলিখিত টাইটেনিয়ামের যৌগগুলির মধ্যে কোনটি তৈরী করা যায় না ? (Ti এর পয়ারমাণবিক সংখ্যা =22)

(a) TiO (b) TiO2 (c) K2TiO4 (d) TiCl2

উঃ- K2TiO4

9. নিন্মলিখিত পারমাণবিক সংখ্যাগুলির মধ্যে কোনটি ল্যান্থানাইড মৌলের পারমাণবিক সংখ্যা?

(a) 54 (b) 58 (c) 92 (d) 74

উঃ- 58

10. নিন্মলিখিত 3d মৌল সমূহের মুক্ত গ্যাসীয় আয়নগুলির মধ্যে কোনটির পরাচুম্বকীয় ভ্রামকের মান সর্বাধিক ? (Mn, Fe, Ni, Cu এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 25, 26, 28, 29 )

(a) Ni2+ (b) Mn2+ (c) Fe2+ (d) Cu2+

উঃ- Mn2+

11. ল্যান্থানাইড সংকোচনের ফলে কোন পরমাণু জোড়টির আকার একই হয়?

(a) Mo, W (b) Mo, Ta (c) MO, Mn (d) Mo, Hf

উঃ- Mo, Ta

12. ভিটামিন B12 এ কোন সন্ধিগত মৌল থাকে?

আরও দেখুন:  {PDF} উচ্চমাধ্যমিক ২০২৪ পরীক্ষার প্রশ্মপত্র | WB HS Exam 2024 Question Paper pdf

(a) Fe (b) Co (c) Ni (d) Na

উঃ- Co

13. প্রদত্ত কোনটির দ্রবন বর্ণহীন হবে?

(a) V4+ (b) Sc3+ (c) Ni2+ (d) Mn3+

উঃ- Sc3+

14. কোন ল্যান্থানাইড মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম?

(a) Ce (b) Lu (c) Gd (d) Eu

উঃ- Lu

15. ল্যান্থানাইড সংকোচনের কারনে নীচের কোন পরমানু জোড়টির একই আকার হয়?

(a) Zr এবং Y (b) Zr এবং Hf (c) Zr এবং Zn (d) Zr এবং Nb

উঃ- Zr এবং Hf

16. কোন অ্যাকটিনাইড মৌল +7 পর্যন্ত জারণ স্তর দেখায়?

(a) Am (b) Cf (c) U (d) Np

উঃ- Np

17. কোন আয়ন দুটির চৌম্বক ভ্রামকের মান সমান?

(a) Ca2+, Ti2+ (b) Fe2+, Cr2+ (c) Mn2+, Cr2+ (d) Cu2+, Ti2+

উঃ- Fe2+, Cr2+

18. কোন আয়নটির চৌম্বক ভ্রামকের মান 4.89 BM এর কাছাকাছি?

(a) 3d8 (b) 3d9 (c) 3d4 (d) 3d5

উঃ- 3d5

আরও দেখুন:  {pdf} উচ্চমাধ্যমিক ২০২৪ সংস্কৃত প্রশ্নপত্র | HS Exam 2024 Sanskrit Question Paper pdf

19. d ব্লক মৌলের আয়ন গুলির দ্বারা বর্ণ প্রদর্শনের কারণ-

(a) d-s স্থানান্তকরণ (b) p-d স্থানান্তকরণ (c) d-d স্থানান্তকরণ (d) d-f স্থানান্তকরণ

উঃ- d-d স্থানান্তকরণ।

20. সন্ধিগত মৌলগুলিকে প্রায়শই অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় কারন-

(a) তাদের সকলের d উপকক্ষে অযুগ্ম ইলেকট্রন বর্তমান এবং পরিবর্তনশীল যোজ্যতা দেখায়

(b) তাদের আয়নীয় আধান বেশি (c) তাদের বিশেষ ধর্মের জন্য (d) তাদের বিক্রিয়ক হিসাবে বড় ক্ষেত্র অঞ্চল পাওয়া যায়।

উঃ- তাদের সকলের d উপকক্ষে অযুগ্ম ইলেকট্রন বর্তমান এবং পরিবর্তনশীল যোজ্যতা দেখায়।

[আরও দেখুনঃ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের p- ব্লক মৌল অধ্যায়ের MCQ প্রশ্ম ও তার উত্তর।]

আমাদের ওয়েবসাইটের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top