রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন (Chemical Bonding and Molecular Structure Chemistry Class 11 Chapter 4)
Chemical Bonding and Molecular Structure (Chemistry Class 11 Chapter 4): পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর সেমিস্টার-1 এর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায় ” রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন (Chemical Bonding and Molecular Structure Chemistry Class 11 Chapter 4) ” অধ্যায়ের সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর দেওয়া হলো। একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা রসায়ন বিষয়ের Semester-I পরীক্ষার প্রস্তুতির জন্য এই গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো।
(1) কোন যৌগটি অষ্টক সূত্র মেনে চলছে না – (a) CO2 (b) NO2 (c) SiCl4 (d) CH4
Ans:- (b) NO2
আরও দেখুন>>
(2) কোন জোড়টির একই বন্ধন ক্রম (Bond Order) দেখা যায়- (a) O2, N2 (b) O2– , N2– (c) O2– , N2 (d) O2+, N2–
Ans:- (d) O2+, N2–
(3) O2+, O2, O2– , O22- এদের বন্ধন শক্তির ক্রম- (a) O2+ > O2 > O2– > O22- (b) O2+ >O2– > O22- > O2 (c) O22- >O2– > O2 > O2+ (d) O22- > O2– > O2+ > O2
Ans:- (a) O2+ >O2 > O2– > O22-
(4) সমযোজী চরিত্রের ঊর্দ্ধক্রমে সাজাও- (a) CCl4 < BeCl2 < BCl3 < LiCl (b) LiCl < BCl3 < BeCl2 < CCl4 (c) LiCl < BeCl2 < BCl3 < CCl4 (d) CCl4 < BCl3 < BeCl2 < LiCl
Ans:- (c) LiCl < BeCl2 < BCl3 < CCl4
(5) নীচের কোনটি পরাচৌম্বকীয় ধর্মী- (a) O2 (b) O2+ (c) O22- (d) O2–
Ans:- (a) O2, (d) O2–
(6) কোন অণুটির আকৃতি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়? (a) PCl3 (b) SO3 (c) CO32- (d) NO3–
Ans:- (a) PCl3
(7) কোন যৌগের দ্বিমেরু ভ্রামক নেই ? (a) মিথাইল ক্লোরাইড (b) কার্বন টেট্রাক্লোরাইড (c) মিথিলিন ক্লোরাইড (d) ক্লোরোফর্ম
Ans:- (b) কার্বন টেট্রাক্লোরাইড
(8) BF4– এর মধ্যে B এর সংকরায়ণ হল- (a) sp2 (b) sp (c) sp3 (d) sp3d
Ans:- (c) sp3
(9) SO2 এর মধ্যে S এর সংকরায়ণ হল- (a) sp (b) sp2 (c) sp3 (d) dsp2
Ans:- (b) sp2
(10) সমযোজী চরিত্রের ঊর্দ্ধক্রমে সাজাও- (a) NaCl < MgCl2 < AlCl3 (b) MgCl2 < NaCl < AlCl3 (c) AlCl3 < MgCl2 < NaCl (d) NaCl < AlCl3 < MgCl2
Ans:- (a) NaCl < MgCl2 < AlCl3
(11) কোন যৌগে কেন্দ্রীয় পরমানুর বন্ধন কোণ 109⁰28′- (a) SF4 (b) NH3 (c) NH4+ (d) BF3
Ans:- (c) NH4+
(12) N2+ বন্ধন ক্রম হলো – (a) 3 (b) 2 (c) 2.5 (d) 1
Ans:- (c) 2.5
(13) N2 অণুতে পাই বন্ধন এর সংখ্যা হল – (a) একটি (b) দুটি (c) তিনটি (d) চারটি।
Ans:- (b) দুটি
(14) সিলভার হ্যালাইড গুলির মধ্যে ___ এর ফলে দ্রাব্যতা সবচেয়ে কম । (a) AgCl (b) AgF (c) AgI (d) AgBr
Ans:- (b) AgF
(15) বন্ধন ক্রম যত কম হয় ____ এর মান তত বেশি হয়। (a) বন্ধন দৈর্ঘ্য (b) বন্ধন ক্রম (c) বন্ধন কোণ (d) বন্ধন শক্তি।
Ans:- (c) বন্ধন কোণ
আরও দেখুন >> পরমানুর গঠন- একাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Structure of Atom Class 11 Chemistry Chapter 2 MCQ
(16) ক্যাটায়নের চার্জ বেশি হলে ধ্রুবায়ন ক্ষমতা ____ হয়।(a) কম (b) বেশি (c) সমান (d) শূন্য।
Ans:- (b) বেশি
(17) বর্ণ হেবার চক্রের সাহায্যে নির্ণয় করা হয়- (a) ল্যাটিস শক্তি (b) ইলেকট্রন আসক্তি (c) আয়নন শক্তি (d) হাইড্রেশন শক্তি।
Ans:- (a) ল্যাটিস শক্তি।
(18) নিচের কোন যৌগটিতে কেন্দ্রীয় পরমাণু অষ্টক সূত্র মেনে চলে- (a) XeOF2 (b) SCl2 (c) XeF4 (d) BF3
Ans:- (b) SCl2
(19) LiF, LiCl, LiBr, LiI যৌগ গুলির সমযোজী চরিত্রের ক্রম- (a) LiF > LiBr > LiI > LiCl (b) LiCl > LiF > LiBr > LiI (c) LiI > LiBr > LiCl > LiF (d) LiF > LiCl > LiBr > LiI
Ans:- (c) LiI > LiBr > LiCl > LiF
(20) কোনটিতে অসমোজী বন্ধন নেই- (a) NH4Cl (b) SF6 (c) H3O+ (d) BF4–
Ans:- (b) SF6
(21) কোনটি I3– আয়নের কেন্দ্রীয় I- পরমানুর সংকরায়ণ অবস্থা – (a) sp3 (b) dsp2 (c) sp3d2 (d) sp3d
Ans:- (d) sp3d
(22) ClF3 যৌগের সংকরায়ণ অবস্থা – (a) sp3d (b) sp2 (c) sp3 (d) sp3d2
Ans:- (a) sp3d
(23) NO3– আয়নে কেন্দ্রীয় পরমানুর সংকরায়ণ অবস্থা (a) sp (b) sp2 (c) sp3 (d) dsp2
Ans:- (b) sp2
(24) IF7 এর গঠনাকৃতি হল- (a) ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় (b) বর্গপিরামিডীয় (c) পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় (d) অষ্টতলকীয়।
Ans:- (c) পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়।
(25) XeF4 এর গঠনাকৃতি হল- (a) গোলাকার (b) ট্রাইগোনাল বাইপিরামিড (c) চতুস্তলকীয় (d) বর্গসমতলীয়
Ans:- (d) বর্গসমতলীয়
(26) PCl5 এর গঠনাকৃতি হল- (a) T-আকৃতি বিশিষ্ট (b) বিকৃত চতুস্তলক (c) ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় (d) বর্গপিরামিডীয়
Ans:- (c) ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়।
(27) লুইস বিন্দু গঠনের দ্বারা ____ যৌগের গঠন প্রকাশ করা হয়। (a) তড়িৎযোজী (b) সমযোজী (c) অসামযোজী (d) পোলার।
Ans:- (b) সমযোজী (c) অসামযোজী।
(28) উচ্চমানের ল্যাটিস শক্তি দেখা যায়- (a) BaO (b) SrO (c) CaO (d) MgO
Ans:- (d) MgO
(29) নিচের কোন যৌগটিতে সমযোজী প্রকৃতি সর্বাধিক- (a) LiCl (b) BeCl2 (c) BCl3 (d) CCl4
Ans:- (d) CCl4
(30) প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটিতে বন্ধন কোন সর্বনিম্ন- (a) CH4 (b) H2O (c) C2H2 (d) NH3
Ans:- (b) H2O
(31) নিচের কোনটির কেন্দ্রীয় পরমানুর সংকরন অবস্থা sp3d2 – (a) SF4 (b) PCl5 (c) SF6 (d) SO42-
Ans:- (c) SF6
(32) H2O অণুতে H-O-H বন্ধন কোণের মান 109⁰28′ না হয়ে 104⁰5′ হয়, কারণ – (a) O পরমাণুর উচ্চ ইলেকট্রোনেগেটিভিটি (b) bp-bp বিকর্ষণ (c) lp-lp বিকর্ষণ (d) lp-bp বিকর্ষণ
Ans:- (c) lp-lp বিকর্ষণ
(33) প্রদত্ত কোন অণুটি সরলরৈখিক নয় – (a) CO2 (b) SO2 (c) C2H2 (d) MgCl2
Ans:- (b) SO2
(34) কোনটি বণ্ড অর্ডারের সঠিক ক্রম – (a) N22- < N2– < N2 (b) N2 < N22- < N2– (c) N2– < N22- < N2 (d) N2– < N2 < N22-
Ans:- (a) N22- < N2– < N2
(35) নীচের কোনটি ডায়াম্যাগনেটিক? (a) O22- (b) O2+ (c) O2 (d) NO
Ans:- (a) O22-
(36) XeF4 এর আকৃতি ____। (a) বর্গপিরামিডীয় (b) বর্গসমতলীয় (c) ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় (d) অষ্টতলকীয়
Ans:- (b) বর্গসমতলীয়
(37) PCl5 অণুতে ফসফরাস পরমাণু ____ সংকরায়িত (a) sp3 (b) sp2 (c) sp3d (d) sp3d2
Ans:- (c) sp3d
(38) ____কক্ষকগুলির অভিলেপনে পাই- বন্ধন গঠিত হয়। (a) s – s (b) pz – pz (c) s – p (d) py – py
Ans:- (d) py – py
(39) ____ যৌগটির সমযোজী চরিত্র সর্বাধিক – (a) SnF2 (b) SnF4 (c) SnCl2 (d) SnCl4
Ans:- (d) SnCl4
(40) NaCl, MgCl2, AlCl3 যৌগগুলির স্ফুটনাঙ্ক এর সঠিক উর্ধ্বক্রম হলো- (a) MgCl2 < NaCl < AlCl3 (b) NaCl < MgCl2 < AlCl3 (c) AlCl3 < MgCl2 < NaCl (d) MgCl2 < AlCl3 < NaCl
Ans:- (c) AlCl3 < MgCl2 < NaCl
(41) নীচের কোনটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় (lp) ও বন্ধন ইলেকট্রন জোড় (bp) এর বিকর্ষণ ক্রিয়ার সঠিক ক্রম – (a) lp-lp > lp-bp > bp-bp (b) lp-bp > lp-lp > bp-bp (c) bp-bp > lp-lp > lp-bp (d) lp-lp > bp-bp > lp-bp
Ans:- (a) lp-lp > lp-bp > bp-bp
(42) নীচের কোনটিতে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান – (a) SO2 (b) BrF5 (c) SF4 (d) XeF4
Ans:- (d) XeF4
(43) বন্ধন কোণের সঠিক ক্রম – (a) NH3 > PH3 > AsH3 (b) PH3 > NH3 >AsH3 (c) NH3 > AsH3 > PH3 (d) PH3 > AsH3 > NH3
Ans:- (a) NH3 > PH3 > AsH3
(44) O2, O2+, O2–, O22- এদের বন্ধন ক্রমের সঠিক ক্রম – (a) O2+ > O2 > O2– > O22- (b) O2+ > O2– > O2 > O22- (c) O2+ > O22- > O2– > O2 (d) O2 > O2+ > O2– > O22-
Ans:- (a) O2+ > O2 > O2– > O22-
(45) IF7 এর গঠনাকৃতি হল- (a) অষ্টতলকীয় (b) চতুস্তলকীয় (c) ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় (d) পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়
Ans:- (d) পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয।
(46) ____অণুটির দ্বিমেরু ভ্রামক শূন্য – (a) CH3Cl (b) CH2Cl2 (c) CHCl3 (d) CCl4
Ans:- (d) CCl4
(47) ____ সংকরায়ণের ফলে অষ্টতলকীয় আকৃতি দেখা যায় – (a) sp3 (b) sp3d (c) sp3d2 (d) sp3d3
Ans:- (c) sp3d2
(48) O22- এর বণ্ডিং আণবিক কক্ষকে মোট ইলেকট্রনের সংখ্যা – (a) 12 (b) 10 (c) 8 (d) 9
Ans:- (b) 10
(49) সংকরায়িত কক্ষকে s- চরিত্র বৃদ্ধি পেলে বন্ধন কোণের মান- ____। (a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায় (c) শূন্য হয় (d) অপরিবর্তিত থাকে।
Ans:- (a) বৃদ্ধি পায়
(50) CO- এর সঙ্গে সম ইলেকট্রনীয় সিস্টেম হল____। (a) CN– (b) O2+ (c) O2– (d) N2+
Ans:- (a) CN–
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts
- পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম উত্তর | States of Matter-Solid and Gases | Chemistry Class 11 Chapter 5 MCQ
- Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025
- রাসায়নিক বন্ধন- MCQ একাদশ শ্রেণী Semester- I | Chemical Bonding Chemistry Class 11 Chapter 4 MCQ
- Aikyashree Scholarship 2025-26 | ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন শুরু হল
- Nabanna Scholarship 2025 | নবান্ন স্কলারশিপে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি