States of Matter-Solid and Gases

পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম উত্তর | States of Matter-Solid and Gases | Chemistry Class 11 Chapter 5 MCQ

Blinking Buttons WhatsApp Telegram

পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় (States of Matter-Solid and Gases)

পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় (States of Matter-Solid and Gases)ঃ একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় (Chemistry Class 11 Chapter 5 MCQ) ” পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় (States of Matter-Solid and Gases)” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর দেওয়া হলো। কঠিন পদার্থ এবং গ্যাসীয় পদার্থ থেকে MCQ প্রশ্ম-উত্তর দুটি আলাদা পার্টে দেওয়া আছে। একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা তাদের Semester-I এর পরীক্ষার রসায়ন বিষয়ের প্রস্তুতির জন্য এই প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো। নীচে পদার্থের কঠিন অবস্থা থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর দেওয়া হলো।

পদার্থের অবস্থা-কঠিন পদার্থ (States of Matter-Solid Substance)

(1) নিম্নলিখিত কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী কেলাস? [WBHS-17]

(a) সোডিয়াম ক্লোরাইড (c) সুক্রোজ (d) আয়োডিন। (b) কোয়ার্জ

Ans (c) সুক্রোজ

(2) কঠিন অনিয়তাকার পদার্থটি হল- (a) NaCl (b) CaF2 (c) কাচ (d) CsCl

Ans (c) কাচ

(3) গ্রাফাইট (Graphite) কোন্ শ্রেণির অন্তর্ভুক্ত নয়?

(a) পরিবাহী কঠিন (b) জালকাকার কঠিন (c) সমযোজী কঠিন (d) আয়নীয় কঠিন।

Ans (d) আয়নীয় কঠিন।

(4) সমযোজী কঠিন পদার্থে জালক বিন্দুতে থাকে-

(a) আয়ন (b) ইলেকট্রন (c) পরমাণু (d) অণু।

Ans (c) পরমাণু

(5) অষ্টকোণাকৃতি আদিম একক কোশের বৈশিষ্ট্য কী?

(a) a = b = c , α = β = γ = 90o

(b) a ≠ b ≠ c, α = β = 90o , γ = 120o

(c) a =b ≠ c, α = β = γ = 90o

(d) a = b ≠ c, α = β = 90o , γ = 120o

Ans (d) a = b ≠ c, α = β = 90o , γ = 120o

6 সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠনে CI আয়নের বিন্যাস হল-

(a) দেহকেন্দ্রিক (b) পৃষ্ঠকেন্দ্রিক (c) উভয়ই (d) কোনোটিই নয়।

Ans (b) পৃষ্ঠকেন্দ্রিক

(7) চতুস্তলকীয় কেলাসের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?

(a) a = b ≠ c, α = β = γ = 90o

(b) a = b = c, α = β = 90o , γ = 120o

(c) a = b ≠ c, α = β = 90o , γ = 120o

(d) a ≠ b ≠ c, α = β = γ = 90o

Ans (a) a = b ≠ c, α = β = γ = 90o

(8) কোন্ কেলাস শ্রেণিতে দেহকেন্দ্রিক ল্যাটিস সম্ভব নয়?

(a) অর্থোরম্বিক (b) টেট্টাগোনাল (c) মনোক্লিনিক (d) ঘনকাকার।

Ans (c) মনোক্লিনিক

(9) কোন্ শ্রেণির কেলাসের ক্ষেত্রে সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক ও প্রান্তকেন্দ্রিক একক কোশ থাকে?

(a) মনোক্লিনিক (b) ঘনকাকার (c) অর্থোরম্বিক (d) ট্রাইক্লিনিক।

Ans (c) অর্থোরম্বিক

(10) একটি দেহকেন্দ্রিক কিউবিক কোশে একটি পরমাণু কোশের দেহকেন্দ্রে অংশ নেয়-

(a) 1 অংশ (b) 1/2 অংশ (c) 1/4 অংশ (d) 1/8 অংশ।

Ans (d) 1/8 অংশ।

(11) একটি পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক কোশে একটি পরমাণু একক কোশের পৃষ্ঠে অংশ নেয়-

(a) 1 অংশ (b) 1/2 অংশ (c) 1/4 অংশ (d) 1/8 অংশ।

Ans (b) 1/2 অংশ।

(12) সরল ঘনকাকার একক কোশের পরমাণুগুলি কোশের মোট আয়তনের কত ভগ্নাংশ দখল করে?

(a) π/(3√2)) (b) π/(4√2) (c) π/4 (d) π/6

Ans (d) π/6

আরও দেখুন:  তরল অবস্থা (Liquid State)- দ্বাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Chemistry Class 12 Chapter 1 MCQ Question Answer

(13) একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোশে কণার সংখ্যা কটি? [WBHS-16]

(a) 1 (b) 2 (c) 3 (d) 4

Ans (d) 4

(14) X (পারমাণবিক ভর কোশের সংখ্যা= 64)-এর 6.4 গ্রাম পরিমাণে একক সংখ্যা কত? (X দেহকেন্দ্রিক ঘনকাকার জালকরূপে কেলাসিত হয়) [WBCHSE 15]

(a) N/10 (b) N/20 (c) N/5 (d) 2N

Ans (b) N/20

(15) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসে একটি পরমাণুর কো-অর্ডিনেশন সংখ্যা হল-

(a) 12 (b) 8 (c) 6 (d) 4

Ans (a) 12

(16) hcp বিন্যাসে প্রতিটি গোলক কণার সবর্গাঙ্ক হল-

(a) 8 (b) 12 (c) 6 (d) 4

Ans (b) 12

(17) NaCl-এর কেলাসে একটি Na+ আয়নের চারপাশে যে ক-টি CI- আয়ন থাকে তা হল- [WBHS-18]

(a) 3 (b) 8 (c) 4 (d) 6

Ans (d) 6

(18) ব্রাভিস ল্যাটিসের মোট সংখ্যা- (a) 12 (b) 14 (c) 16 (d) 7

Ans (b) 14

(19) গ্রাফাইটের কেলাসে প্রতিটি কার্বন পরমাণুতে উপস্থিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা-

(a) 0 (b) 1 (c) 2 (d) 3

Ans (b) 1

(20) bcc একক কোশে উপস্থিত কণা সংখ্যা- (a) 4 (b) 3 (c) 2 (d) 1

Ans (c) 2

আরও দেখুনঃ পরমানুর গঠন MCQ-একাদশ শ্রেণীর রসায়ন | Structure of Atom MCQs Class 11 Chemistry Chapter 2

(21) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসের প্রতি একক কোশে মোট চতুস্তলকীয় ফাঁকা স্থানের সংখ্যা হল-

(a) 6 (b) 8 (c) 10 (d) 12

Ans (b) 8

(22) ঘনকাকার ঘনসন্নিবেশে প্রতি পরমাণুর জন্য অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা-

(a) 2 (b) 4 (c) 1 (d) 3

Ans (b) 4

(23) NaCl কেলাসে 10-3 মোল % SrCl₂ ডোপিং করার ফলে কেলাসে ক্যাটায়ন শূন্যতার পরিমাণ হয়-

(a) 2 × 10-3 মোল % (b) 10-3 মোল % (c) 10-2 মোল % (d) 4 × 10-3 মোল %

Ans (b) 10-3 মোল %

(24) বিভিন্ন ধরনের একক কোশে প্যাকিং দক্ষতার ক্রম-

(a) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার < দেহকেন্দ্রিক ঘনকাকার < সাধারণ ঘনকাকার

(b) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার > দেহকেন্দ্রিক ঘনকাকার > সাধারণ ঘনকাকার

(c) দেহকেন্দ্রিক ঘনকাকার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার > সাধারণ ঘনকাকার

(d) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার < দেহকেন্দ্রিক ঘনকাকার > সাধারণ ঘনকাকার

Ans (b) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার > দেহকেন্দ্রিক ঘনকাকার > সাধারণ ঘনকাকার

(25) কোনো ঘনকাকার একক কোশের প্যাকিং দক্ষতা 0.74 হলে একক কোশের প্রকৃতি হবে-

(a) প্রান্তকেন্দ্রিক (b) সরল (c) পৃষ্ঠকেন্দ্রিক (d) দেহকেন্দ্রিক।

Ans (c) পৃষ্ঠকেন্দ্রিক

(26) সরল ঘনকাকার একক কোশের প্যাকিং দক্ষতা-

(a) 52% (b) 26% (c) 32% (d) 48%

Ans (a) 52%

(27) ‘a’ কিনারার দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসে একটি কণার ব্যাসার্ধ হল-

(a) a/2 (b) (√3a)/4 (c) (√2a)/4 (d) a

Ans (b) (√3a)/4

(28) পৃষ্ঠকেন্দ্রিক একক কোশের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ‘a’ হলে, প্রতিটি কণার ব্যাসার্ধ সমান হবে-

(a) a/2 (b) a/(2√2) (c) (√3a)/2 (d) a/4

Ans (b) a/(2√2)

(29) নীচের কোন্ ক্ষেত্রে ক্যাটায়নগুলি অন্তঃস্থানিক স্থানে (Interstetial space) অবস্থান করে?

(a) ফ্রেনকেল ত্রুটি (b) স্কট্রিক ত্রুটি (c) ধাতব ঘাটতিজনিত ত্রুটি (d) এদের কোনোটিই নয়।

Ans (a) ফ্রেনকেল ত্রুটি

আরও দেখুন:  পরমানুর গঠন (Structure of Atom MCQ)-একাদশ শ্রেণীর রসায়ন প্রশ্ম-উত্তর

(30) ডোপিং-এর ফলে কোন্ ধরনের ত্রুটি সৃষ্টি হয়?

(a) বিচ্যুতিঘটিত ত্রুটি (b) স্কট্রিক ত্রুটি (c) ফ্রেনকেল ত্রুটি (d) ইলেকট্রনিক ত্রুটি।

Ans (d) ইলেকট্রনিক ত্রুটি।

(31) একটি কেলাসে ফ্রেনকেল ত্রুটির উপস্থিতি কেলাসের ঘনত্ব

(a) বৃদ্ধি করে (b) হ্রাস করে (c) পরিবর্তন হয় না (d) পরিবর্তিত হতেও পারে আবার নাও পারে।

Ans (c) পরিবর্তন হয় না

(32) ফ্রেনকেল ত্রুটি হল-

(a) ক্যাটায়ন শূন্যতাজনিত ত্রুটি (b) অ্যানায়ন শূন্যতাজনিত ত্রুটি (c) অন্তঃস্থানিক ত্রুটি (d) ক্যাটায়ন শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি।

Ans (d) ক্যাটায়ন শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি।

(33) নীচের কোন যৌগটির কেলাসে ফ্রেনকেল ত্রুটি দেখা যায়-

(a) NaCl (b) KCI (c) CsCl (d) AgCl

Ans (d) AgCl

(35) F-কেন্দ্র সৃষ্টি হয়-

(a) ধাতব ঘাটতিজনিত ত্রুটির কারণে (b) ধাতব আধিক্যজনিত ত্রুটির কারণে (c) ফ্রেনকেল ত্রুটির কারণে (d) স্কট্রিক ত্রুটির কারণে।

Ans (b) ধাতব আধিক্যজনিত ত্রুটির কারণে

আরও দেখুনঃ মৌলসমূহের শ্রেণিবিভাগ ও ধর্মাবলির পর্যাবৃত্তি- রসায়ন | একাদশ শ্রেণী | Classification of Elements and Periodicity in Properties Class 11 Chemistry

(36) কোন যৌগটির ক্ষেত্রে ফ্রেনকেল ও স্কটকি উভয় ত্রুটিই দেখা যায়?

(a) CsCl (b) ZnO (c) AgBr (d) FeO

Ans (c) AgBr

(37) আয়নীয় কঠিনের কেলাসে একটি ক্যাটায়ন এবং অ্যানায়নের অনুপস্থিতিকে বলা হয়-

(a) আয়নীয় ত্রুটি (b) ফ্রেনকেল ত্রুটি (c) স্কট্রিক ত্রুটি (d) অন্তঃস্থানিক ত্রুটি।

Ans (c) স্কট্রিক ত্রুটি

(38) n-প্রকৃতির অর্ধপরিবাহী তৈরিতে Si-এর সঙ্গে কোন্ মৌলটি যুক্ত করতে হবে?

(a) জার্মেনিয়াম (b) আর্সেনিক (c) অ্যালুমিনিয়াম (d) ইন্ডিয়াম।

Ans (b) আর্সেনিক

(39) p-টাইপ অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবহন করে-

(a) ইলেকট্রন (b) আয়ন (c) হোল (d) পরমাণু।

Ans (c) হোল

(40) গ্রাফাইটের তড়িৎ সুপরিবাহিতার কারণ-

(a) নিঃসঙ্গ ইলেকট্রন-জোড়ের উপস্থিতি (b) মুক্ত যোজক ইলেকট্রনের উপস্থিতি (c) ক্যাটায়নের উপস্থিতি (d) অ্যানায়নের উপস্থিতি।

Ans (b) মুক্ত যোজক ইলেকট্রনের উপস্থিতি

(41) একটি অর্ধপরিবাহী হল- (a) Zn (b) Mg (c) Ge (d) Hg

Ans (c) Ge

(42) জার্মেনিয়াম কেলাসে সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম যোগ করলে তৈরি হয়?

(a) বিবর্ধক (b) কুপরিবাহী (c) n-type অর্ধপরিবাহী (d) p-type অর্ধপরিবাহী।

Ans (d) p-type অর্ধপরিবাহী।

আরও দেখুনঃ রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন- MCQ একাদশ শ্রেণী Semester- I | Chemical Bonding and Molecular Structure Chemistry Class 11 Chapter 4

পদার্থের অবস্থা- গ্যাসীয় পদার্থ (States of Matter-Gaseus Substance)

একাদশ শ্রেণির সেমিস্টার-1 এর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা- গ্যাসীয় ও কঠিন থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণীর সেমিস্টার-1 পরীক্ষা দেবে তারা এই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তরগুলি তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য প্র্যাকটিস করে নাও। নিচে পদার্থের গ্যাসীয় অবস্থা (States of Matter-Gaseus Substance) থেকে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হলো।

(1) কোনটি ভ্যান ডার ওয়ালস a এর একক ? (a) atm L2 mol-2 (b) atm L mol-2 (c) atm-1 L mol-1 (d) atm L2 mol2

আরও দেখুন:  Group-18 Elements MCQ | দ্বাদশ শ্রেণীর রসায়ন (Semester 3)

Ans (a) atm L2 mol-2

(2) কোনো বাস্তব গ্যাসের PcVc /Tc এর মান হল- (a) 3/(8R) (b) 8R/3 (c) 3R/8 (d) 8/(3R)

Ans (c) 3R/8

(3) কোনটি ভ্যান ডার ওয়ালস b এর একক ? (a) L2 mol  (b) L mol-2  (c) L mol  (d) L mol-1

Ans  (d) L mol-1

(4) আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণক (Z) এর মান-  (a) 0  (b) 1  (c) অসীম (d) কোনটিই নয়।

Ans (b) 1

(5) নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হারের অনুপাত হবে – (a) 1:1  (b) 1:2  (c) 1:4  (d) 2:1

Ans (c) 1:4

(6) স্থির উষ্ণতা ও চাপে হিলিয়াম গ্যাসের ব্যাপনের হার নিম্নোক্ত গ্যাস গুলির কোনটির ব্যাপনের হারের চার গুণ হবে? (a) CO2  (b) SO2 (c)  NO2 (d) O2

Ans (b) SO2

(7) কোনো আদর্শ গ্যাসের চাপ P, উষ্ণতা T, আণবিক গুরুত্ব M, সার্বজনীন গ্যাস ধ্রুবক R হলে, ঘনত্ব হবে- (a) RT/PM  (b) PM/RT (c) P/MRT  (d) M/PRT

Ans  (b) PM/RT

(8) প্রদত্ত গ্যাস গুলির মধ্যে ____ এর ব্যাপন ক্ষমতা সবথেকে বেশি। (a) N (b) NH3  (c)  O2 (d) CO2

Ans (b) NH3

(9) সংকট তাপমাত্রা ও বয়েল তাপমাত্রার অনুপাত হল – (a) 27/8  (b)  8  (c) 27  (d) 8/27

Ans (d) 8/27

(10) একটি গ্যাসকে তরলে পরিণত করা যায়- (a) যেকোনো উষ্ণতায় (b) গ্যাসের ক্রান্তিক উষ্ণতায় (c) গ্যাসটির ক্রান্তিক উষ্ণতার ওপরে  (d) গ্যাসটির ক্রান্তিক উষ্ণতার নীচে।

Ans (d) গ্যাসটির ক্রান্তিক উষ্ণতার নীচে।

(11) বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কোন শর্তে? (a) উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রা  (b) নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রা  (c) নিম্নচাপ ও উচ্চতা তাপমাত্রা  (d) উচ্চচাপ ও উচ্চতা তাপমাত্রা।

Ans (c) নিম্নচাপ ও উচ্চতা তাপমাত্রা

(12) ভ্যান ডার ওয়ালস গ্যাসের ক্ষেত্রে Z=1, যখন ____ । (a) a = b (b)  Rb/a  (c) b/Ra  (d) a/Rb

Ans (d) a/Rb

(13) (a) (b) (c) (d)

Ans

(14) (a) (b) (c) (d)

Ans

(15) (a) (b) (c) (d)

Ans

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top