পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় (States of Matter-Solid and Gases)
পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় (States of Matter-Solid and Gases)ঃ একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় (Chemistry Class 11 Chapter 5 MCQ) ” পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় (States of Matter-Solid and Gases)” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর দেওয়া হলো। কঠিন পদার্থ এবং গ্যাসীয় পদার্থ থেকে MCQ প্রশ্ম-উত্তর দুটি আলাদা পার্টে দেওয়া আছে। একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা তাদের Semester-I এর পরীক্ষার রসায়ন বিষয়ের প্রস্তুতির জন্য এই প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো। নীচে পদার্থের কঠিন অবস্থা থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর দেওয়া হলো।
পদার্থের অবস্থা-কঠিন পদার্থ (States of Matter-Solid Substance)
(1) নিম্নলিখিত কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী কেলাস? [WBHS-17]
(a) সোডিয়াম ক্লোরাইড (c) সুক্রোজ (d) আয়োডিন। (b) কোয়ার্জ
Ans ➤ (c) সুক্রোজ
(2) কঠিন অনিয়তাকার পদার্থটি হল- (a) NaCl (b) CaF2 (c) কাচ (d) CsCl
Ans ➤ (c) কাচ
(3) গ্রাফাইট (Graphite) কোন্ শ্রেণির অন্তর্ভুক্ত নয়?
(a) পরিবাহী কঠিন (b) জালকাকার কঠিন (c) সমযোজী কঠিন (d) আয়নীয় কঠিন।
Ans ➤ (d) আয়নীয় কঠিন।
(4) সমযোজী কঠিন পদার্থে জালক বিন্দুতে থাকে-
(a) আয়ন (b) ইলেকট্রন (c) পরমাণু (d) অণু।
Ans ➤ (c) পরমাণু
(5) অষ্টকোণাকৃতি আদিম একক কোশের বৈশিষ্ট্য কী?
(a) a = b = c , α = β = γ = 90o
(b) a ≠ b ≠ c, α = β = 90o , γ = 120o
(c) a =b ≠ c, α = β = γ = 90o
(d) a = b ≠ c, α = β = 90o , γ = 120o
Ans ➤ (d) a = b ≠ c, α = β = 90o , γ = 120o
6 সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠনে CI– আয়নের বিন্যাস হল-
(a) দেহকেন্দ্রিক (b) পৃষ্ঠকেন্দ্রিক (c) উভয়ই (d) কোনোটিই নয়।
Ans ➤ (b) পৃষ্ঠকেন্দ্রিক
(7) চতুস্তলকীয় কেলাসের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?
(a) a = b ≠ c, α = β = γ = 90o
(b) a = b = c, α = β = 90o , γ = 120o
(c) a = b ≠ c, α = β = 90o , γ = 120o
(d) a ≠ b ≠ c, α = β = γ = 90o
Ans ➤ (a) a = b ≠ c, α = β = γ = 90o
(8) কোন্ কেলাস শ্রেণিতে দেহকেন্দ্রিক ল্যাটিস সম্ভব নয়?
(a) অর্থোরম্বিক (b) টেট্টাগোনাল (c) মনোক্লিনিক (d) ঘনকাকার।
Ans ➤ (c) মনোক্লিনিক
(9) কোন্ শ্রেণির কেলাসের ক্ষেত্রে সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক ও প্রান্তকেন্দ্রিক একক কোশ থাকে?
(a) মনোক্লিনিক (b) ঘনকাকার (c) অর্থোরম্বিক (d) ট্রাইক্লিনিক।
Ans ➤ (c) অর্থোরম্বিক
(10) একটি দেহকেন্দ্রিক কিউবিক কোশে একটি পরমাণু কোশের দেহকেন্দ্রে অংশ নেয়-
(a) 1 অংশ (b) 1/2 অংশ (c) 1/4 অংশ (d) 1/8 অংশ।
Ans ➤ (d) 1/8 অংশ।
(11) একটি পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক কোশে একটি পরমাণু একক কোশের পৃষ্ঠে অংশ নেয়-
(a) 1 অংশ (b) 1/2 অংশ (c) 1/4 অংশ (d) 1/8 অংশ।
Ans ➤ (b) 1/2 অংশ।
(12) সরল ঘনকাকার একক কোশের পরমাণুগুলি কোশের মোট আয়তনের কত ভগ্নাংশ দখল করে?
(a) π/(3√2)) (b) π/(4√2) (c) π/4 (d) π/6
Ans ➤ (d) π/6
(13) একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোশে কণার সংখ্যা কটি? [WBHS-16]
(a) 1 (b) 2 (c) 3 (d) 4
Ans ➤ (d) 4
(14) X (পারমাণবিক ভর কোশের সংখ্যা= 64)-এর 6.4 গ্রাম পরিমাণে একক সংখ্যা কত? (X দেহকেন্দ্রিক ঘনকাকার জালকরূপে কেলাসিত হয়) [WBCHSE 15]
(a) N/10 (b) N/20 (c) N/5 (d) 2N
Ans ➤ (b) N/20
(15) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসে একটি পরমাণুর কো-অর্ডিনেশন সংখ্যা হল-
(a) 12 (b) 8 (c) 6 (d) 4
Ans ➤ (a) 12
(16) hcp বিন্যাসে প্রতিটি গোলক কণার সবর্গাঙ্ক হল-
(a) 8 (b) 12 (c) 6 (d) 4
Ans ➤ (b) 12
(17) NaCl-এর কেলাসে একটি Na+ আয়নের চারপাশে যে ক-টি CI- আয়ন থাকে তা হল- [WBHS-18]
(a) 3 (b) 8 (c) 4 (d) 6
Ans ➤ (d) 6
(18) ব্রাভিস ল্যাটিসের মোট সংখ্যা- (a) 12 (b) 14 (c) 16 (d) 7
Ans ➤ (b) 14
(19) গ্রাফাইটের কেলাসে প্রতিটি কার্বন পরমাণুতে উপস্থিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা-
(a) 0 (b) 1 (c) 2 (d) 3
Ans ➤ (b) 1
(20) bcc একক কোশে উপস্থিত কণা সংখ্যা- (a) 4 (b) 3 (c) 2 (d) 1
Ans ➤ (c) 2
আরও দেখুনঃ পরমানুর গঠন MCQ-একাদশ শ্রেণীর রসায়ন | Structure of Atom MCQs Class 11 Chemistry Chapter 2
(21) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসের প্রতি একক কোশে মোট চতুস্তলকীয় ফাঁকা স্থানের সংখ্যা হল-
(a) 6 (b) 8 (c) 10 (d) 12
Ans ➤ (b) 8
(22) ঘনকাকার ঘনসন্নিবেশে প্রতি পরমাণুর জন্য অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা-
(a) 2 (b) 4 (c) 1 (d) 3
Ans ➤ (b) 4
(23) NaCl কেলাসে 10-3 মোল % SrCl₂ ডোপিং করার ফলে কেলাসে ক্যাটায়ন শূন্যতার পরিমাণ হয়-
(a) 2 × 10-3 মোল % (b) 10-3 মোল % (c) 10-2 মোল % (d) 4 × 10-3 মোল %
Ans ➤ (b) 10-3 মোল %
(24) বিভিন্ন ধরনের একক কোশে প্যাকিং দক্ষতার ক্রম-
(a) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার < দেহকেন্দ্রিক ঘনকাকার < সাধারণ ঘনকাকার
(b) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার > দেহকেন্দ্রিক ঘনকাকার > সাধারণ ঘনকাকার
(c) দেহকেন্দ্রিক ঘনকাকার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার > সাধারণ ঘনকাকার
(d) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার < দেহকেন্দ্রিক ঘনকাকার > সাধারণ ঘনকাকার
Ans ➤ (b) পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার > দেহকেন্দ্রিক ঘনকাকার > সাধারণ ঘনকাকার
(25) কোনো ঘনকাকার একক কোশের প্যাকিং দক্ষতা 0.74 হলে একক কোশের প্রকৃতি হবে-
(a) প্রান্তকেন্দ্রিক (b) সরল (c) পৃষ্ঠকেন্দ্রিক (d) দেহকেন্দ্রিক।
Ans ➤ (c) পৃষ্ঠকেন্দ্রিক
(26) সরল ঘনকাকার একক কোশের প্যাকিং দক্ষতা-
(a) 52% (b) 26% (c) 32% (d) 48%
Ans ➤ (a) 52%
(27) ‘a’ কিনারার দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসে একটি কণার ব্যাসার্ধ হল-
(a) a/2 (b) (√3a)/4 (c) (√2a)/4 (d) a
Ans ➤ (b) (√3a)/4
(28) পৃষ্ঠকেন্দ্রিক একক কোশের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ‘a’ হলে, প্রতিটি কণার ব্যাসার্ধ সমান হবে-
(a) a/2 (b) a/(2√2) (c) (√3a)/2 (d) a/4
Ans ➤ (b) a/(2√2)
(29) নীচের কোন্ ক্ষেত্রে ক্যাটায়নগুলি অন্তঃস্থানিক স্থানে (Interstetial space) অবস্থান করে?
(a) ফ্রেনকেল ত্রুটি (b) স্কট্রিক ত্রুটি (c) ধাতব ঘাটতিজনিত ত্রুটি (d) এদের কোনোটিই নয়।
Ans ➤ (a) ফ্রেনকেল ত্রুটি
(30) ডোপিং-এর ফলে কোন্ ধরনের ত্রুটি সৃষ্টি হয়?
(a) বিচ্যুতিঘটিত ত্রুটি (b) স্কট্রিক ত্রুটি (c) ফ্রেনকেল ত্রুটি (d) ইলেকট্রনিক ত্রুটি।
Ans ➤ (d) ইলেকট্রনিক ত্রুটি।
(31) একটি কেলাসে ফ্রেনকেল ত্রুটির উপস্থিতি কেলাসের ঘনত্ব
(a) বৃদ্ধি করে (b) হ্রাস করে (c) পরিবর্তন হয় না (d) পরিবর্তিত হতেও পারে আবার নাও পারে।
Ans ➤ (c) পরিবর্তন হয় না
(32) ফ্রেনকেল ত্রুটি হল-
(a) ক্যাটায়ন শূন্যতাজনিত ত্রুটি (b) অ্যানায়ন শূন্যতাজনিত ত্রুটি (c) অন্তঃস্থানিক ত্রুটি (d) ক্যাটায়ন শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি।
Ans ➤ (d) ক্যাটায়ন শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি।
(33) নীচের কোন যৌগটির কেলাসে ফ্রেনকেল ত্রুটি দেখা যায়-
(a) NaCl (b) KCI (c) CsCl (d) AgCl
Ans ➤ (d) AgCl
(35) F-কেন্দ্র সৃষ্টি হয়-
(a) ধাতব ঘাটতিজনিত ত্রুটির কারণে (b) ধাতব আধিক্যজনিত ত্রুটির কারণে (c) ফ্রেনকেল ত্রুটির কারণে (d) স্কট্রিক ত্রুটির কারণে।
Ans ➤ (b) ধাতব আধিক্যজনিত ত্রুটির কারণে
(36) কোন যৌগটির ক্ষেত্রে ফ্রেনকেল ও স্কটকি উভয় ত্রুটিই দেখা যায়?
(a) CsCl (b) ZnO (c) AgBr (d) FeO
Ans ➤ (c) AgBr
(37) আয়নীয় কঠিনের কেলাসে একটি ক্যাটায়ন এবং অ্যানায়নের অনুপস্থিতিকে বলা হয়-
(a) আয়নীয় ত্রুটি (b) ফ্রেনকেল ত্রুটি (c) স্কট্রিক ত্রুটি (d) অন্তঃস্থানিক ত্রুটি।
Ans ➤ (c) স্কট্রিক ত্রুটি
(38) n-প্রকৃতির অর্ধপরিবাহী তৈরিতে Si-এর সঙ্গে কোন্ মৌলটি যুক্ত করতে হবে?
(a) জার্মেনিয়াম (b) আর্সেনিক (c) অ্যালুমিনিয়াম (d) ইন্ডিয়াম।
Ans ➤ (b) আর্সেনিক
(39) p-টাইপ অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবহন করে-
(a) ইলেকট্রন (b) আয়ন (c) হোল (d) পরমাণু।
Ans ➤ (c) হোল
(40) গ্রাফাইটের তড়িৎ সুপরিবাহিতার কারণ-
(a) নিঃসঙ্গ ইলেকট্রন-জোড়ের উপস্থিতি (b) মুক্ত যোজক ইলেকট্রনের উপস্থিতি (c) ক্যাটায়নের উপস্থিতি (d) অ্যানায়নের উপস্থিতি।
Ans ➤ (b) মুক্ত যোজক ইলেকট্রনের উপস্থিতি
(41) একটি অর্ধপরিবাহী হল- (a) Zn (b) Mg (c) Ge (d) Hg
Ans ➤ (c) Ge
(42) জার্মেনিয়াম কেলাসে সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম যোগ করলে তৈরি হয়?
(a) বিবর্ধক (b) কুপরিবাহী (c) n-type অর্ধপরিবাহী (d) p-type অর্ধপরিবাহী।
Ans ➤ (d) p-type অর্ধপরিবাহী।
পদার্থের অবস্থা- গ্যাসীয় পদার্থ (States of Matter-Gaseus Substance)
একাদশ শ্রেণির সেমিস্টার-1 এর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা- গ্যাসীয় ও কঠিন থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণীর সেমিস্টার-1 পরীক্ষা দেবে তারা এই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তরগুলি তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য প্র্যাকটিস করে নাও। নিচে পদার্থের গ্যাসীয় অবস্থা (States of Matter-Gaseus Substance) থেকে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হলো।
(1) কোনটি ভ্যান ডার ওয়ালস a এর একক ? (a) atm L2 mol-2 (b) atm L mol-2 (c) atm-1 L mol-1 (d) atm L2 mol2
Ans ➤ (a) atm L2 mol-2
(2) কোনো বাস্তব গ্যাসের PcVc /Tc এর মান হল- (a) 3/(8R) (b) 8R/3 (c) 3R/8 (d) 8/(3R)
Ans ➤ (c) 3R/8
(3) কোনটি ভ্যান ডার ওয়ালস b এর একক ? (a) L2 mol (b) L mol-2 (c) L mol (d) L mol-1
Ans ➤ (d) L mol-1
(4) আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণক (Z) এর মান- (a) 0 (b) 1 (c) অসীম (d) কোনটিই নয়।
Ans ➤ (b) 1
(5) নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হারের অনুপাত হবে – (a) 1:1 (b) 1:2 (c) 1:4 (d) 2:1
Ans ➤ (c) 1:4
(6) স্থির উষ্ণতা ও চাপে হিলিয়াম গ্যাসের ব্যাপনের হার নিম্নোক্ত গ্যাস গুলির কোনটির ব্যাপনের হারের চার গুণ হবে? (a) CO2 (b) SO2 (c) NO2 (d) O2
Ans ➤ (b) SO2
(7) কোনো আদর্শ গ্যাসের চাপ P, উষ্ণতা T, আণবিক গুরুত্ব M, সার্বজনীন গ্যাস ধ্রুবক R হলে, ঘনত্ব হবে- (a) RT/PM (b) PM/RT (c) P/MRT (d) M/PRT
Ans ➤ (b) PM/RT
(8) প্রদত্ত গ্যাস গুলির মধ্যে ____ এর ব্যাপন ক্ষমতা সবথেকে বেশি। (a) N2 (b) NH3 (c) O2 (d) CO2
Ans ➤ (b) NH3
(9) সংকট তাপমাত্রা ও বয়েল তাপমাত্রার অনুপাত হল – (a) 27/8 (b) 8 (c) 27 (d) 8/27
Ans ➤ (d) 8/27
(10) একটি গ্যাসকে তরলে পরিণত করা যায়- (a) যেকোনো উষ্ণতায় (b) গ্যাসের ক্রান্তিক উষ্ণতায় (c) গ্যাসটির ক্রান্তিক উষ্ণতার ওপরে (d) গ্যাসটির ক্রান্তিক উষ্ণতার নীচে।
Ans ➤ (d) গ্যাসটির ক্রান্তিক উষ্ণতার নীচে।
(11) বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কোন শর্তে? (a) উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রা (b) নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রা (c) নিম্নচাপ ও উচ্চতা তাপমাত্রা (d) উচ্চচাপ ও উচ্চতা তাপমাত্রা।
Ans ➤ (c) নিম্নচাপ ও উচ্চতা তাপমাত্রা
(12) ভ্যান ডার ওয়ালস গ্যাসের ক্ষেত্রে Z=1, যখন ____ । (a) a = b (b) Rb/a (c) b/Ra (d) a/Rb
Ans ➤ (d) a/Rb
(13) (a) (b) (c) (d)
Ans ➤
(14) (a) (b) (c) (d)
Ans ➤
(15) (a) (b) (c) (d)
Ans ➤
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর
- s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন
- WB NMMSE Scholarship 2025 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস
- VSO-2025 Layer-2 Admit Card | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫