মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test

Madhyamik Physical Science Mock Test

মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test

class 9 physical science

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ অ্যাসিড, ক্ষার ও লবণ | Class 9 Physical Science Chapter 4.4

Last Updated on July 7, 2024 by Science Master

অ্যাসিড, ক্ষার ও লবণ (Class 9 Physical Science)

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান (Class 9 Physical Science) বিষয়ের চতুর্থ অধ্যায় “পদার্থঃ পরমানুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম ” থেকে মোট ছয় টি ভাগ আছে। ১) পরমানুর গঠন, ২) মোলের ধারনা, ৩) দ্রবন, ৪) অ্যাসিড, ক্ষার ও লবণ, ৫) মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, ৬) জল। এই পেজে “অ্যাসিড, ক্ষার ও লবণ” অংশ থেকে পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ MCQ, VSAQ এবং SAQ প্রশ্নের উত্তর করে দেওয়া হলো। নবম শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্র-ছাত্রীদের খুব উপকার হবে।

অ্যাসিড, ক্ষার ও লবণ (Class 9 Physical Science) অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তরঃ

1. একটি লবণের জলীয় দ্রবন নিয়ে বলয় পরীক্ষা করা হলো এবং বাদামি বলয় দেখা গেল। প্রদত্ত লবণে নীচের কোন আয়নটি উপস্থিত- কার্বনেট / সালফেট / নাইট্রেট / ক্লোরাইড।

উঃ- নাইট্রেট।

2. যেটি মৃদু অ্যাসিড সেটি হল- HCl / HBr / CH3COOH / HNO3

উঃ- CH3COOH

3. নীচের কোন ধাতুটি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে?

জিংক / কপার / ম্যাগনেসিয়াম / ক্যালশিয়াম।

উঃ- ম্যাগনেসিয়াম।

4. কোনটি শমিত লবণের উদাহরণ নয়? খাবার সোডা / কাপড় কাচার সোডা / তুতে / গ্লবার লবণ।

উঃ- গ্লবার লবণ।

5. কস্টিক সোডা দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে- Zn / Al / Zn, Al / কোনোটিই নয়।

উঃ- Zn, Al ।

6. কোনটি ত্রি- ক্ষারীয় অ্যাসিড? H3PO3 / H3PO4 / H3PO2 / CH3COOH

উঃ- H3PO4

7. লঘু ও শীতল HNO3 এর সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয়- Mg / Cu / Zn / Al

উঃ-Mg

8. অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে- Cu / Zn / Mg / Fe

উঃ- Zn

9. প্রশম দ্রবণের pH এর মান – 7 / 8 / 9 / 6

উঃ-7

10. তীব্র ক্ষার ও মৃদু অ্যাসিডের প্রশমন ক্ষণ নির্ণয়ের জন্য কোন নির্দেশক ব্যবহার করা হয়? মিথাইল অরেঞ্জ / ফেনলপথ্যালিন / যেকোনো নির্দেশক / কোনো উপযুক্ত নির্দেশক নেই।

উঃ- ফেনলপথ্যালিন।

11. অম্ল বৃষ্টির জলের pH এর মান – 5.6 থেকে 3.5 এর মধ্যে / 5.6 থেকে 7 এর মধ্যে / 7 / 7 থেকে 8 এর মধ্যে।

উঃ- 5.6 থেকে 3.5 এর মধ্যে।

12. কাপড় কাচার সোডার জলীয় দ্রবণে এক ফোঁটা ফেনলপথ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে? লাল / নীল / বেগুনী / বর্ণহীন।

উঃ- বেগুনী।

13. লিটমাসের অ্যাসিড বর্ণ- লাল / নীল / হলুদ / বেগুনী।

উঃ- লাল।

[ আরও দেখুনঃ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ঃ দ্রবন এর প্রশ্ন উত্তর। ]

অ্যাসিড, ক্ষার ও লবণ (Class 9 Physical Science) অধ্যায়ের VSAQ প্রশ্ন-উত্তরঃ

1. প্রধানত কোন কোন অ্যাসিড, অ্যাসিড বৃষ্টির জন্য দ্বায়ী ?

উঃ- H2SO4, HNO3

2. একটি অ্যাসিড লবণের উদাহরণ দাও।

উঃ- সোডিয়াম বাইকার্বনেট (Na2HCO3) ।

3. হাইড্রোজেনঘটিত যৌগ মাত্রই অ্যাসিড নয়। [সত্য / মিথ্যা]

উঃ- সত্য।

4. অ্যাসিড অণুতে অক্সিজেন থাকলে তাকে …………. অ্যাসিড বলে। [শূন্যস্থান পূরন]

উঃ- অক্সি অ্যাসিড।

5. মিউরিয়েটিক অ্যাসিড কী?

উঃ- হাইড্রোক্লোরিক অ্যাসিড।

6. দাঁতের এনামেল …….. দ্বারা গঠিত । [শূন্যস্থান পূরন]

উঃ- ক্যালশিয়াম ফসফেট।

7. ক্যালশিয়াম হাইড্রক্সাইডের অম্লগ্রাহীতা ……..। [শূন্যস্থান পূরন]

উঃ- 2

8. সালফিউরিক অ্যাসিড কোন অক্সাইড থেকে পাওয়া যায়?

উঃ- সালফার ট্রাই অক্সাইড।

9. দইতে কোন অ্যাসিড থাকে?

উঃ- ল্যাকটিক অ্যাসিড।

10. সোডিয়াম বাইকার্বনেট একটি …… লবণ। [শূন্যস্থান পূরন]

উঃ- আম্লিক লবণ বা বাই লবণ।

10. টুথপেস্টের pH এর মান অনুযায়ী এটি ক্ষারীয় প্রকৃতির। [সত্য / মিথ্যা]

উঃ- সত্য।

11. মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড থাকে?

উঃ- HCl

12. একটি ক্ষারীয় লবণের নাম ও সংকেত লেখো।

উঃ- ক্ষারীয় লেড ক্লোরাইড, [Pb(OH)Cl]

13. দুটি ধাতুর নাম লেখো যারা লঘু HCl , লঘু HNO3 এবং H2SO4 লঘু প্রত্যেকের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন দেয়।

উঃ- জিংক, ম্যাগনেসিয়াম।

14. “Milk of Magnesia” এর মূল উপাদানটি কী?

উঃ- ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড [Mg(OH)2]

15. ………. একটি মিশ্র অক্সাইড। [শূন্যস্থান পূরন]

উঃ- ফেরসোফেরিক অক্সাইড [ Fe3O4 ]

16. BaCl2 দ্রবন দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়?

উঃ- সালফিউরিক অ্যাসিডকে।

17. NaHSO4 কে অম্লিক লবণ বলে কেন?

উঃ- NaHSO4 লবণটি H2SO4 এর প্রতিস্থাপনযোগ্য দুটি হাইড্রোজেনের মধ্যে একটিমাত্র প্রতিস্থাপিত হওয়ার ফলে উৎপন্ন হয়েছে। তাই একে আম্লিক লবণ বলে।

অ্যাসিড, ক্ষার ও লবণ (Class 9 Physical Science) অধ্যায়ের SAQ প্রশ্ন-উত্তরঃ

1. গাঢ় NaOH দ্রবণকে জিংক চূর্ণসহ ফোটালে কী ঘটে সমীকরণসহ লেখো।

উঃ- বিচুর্ণ জিঙ্কের সাথে গাঢ় NaOH দ্রবণকে ফোটালে জলে দ্রাব্য সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।

Zn + 2NaOH = Na2ZnO2 + H2

2. দুটি পাত্রে HCl ও লঘু H2SO4 এর জলীয় দ্রবন আছে। রাসায়নিক পরীক্ষার সাহায্যে এদের কীভাবে শনাক্ত করবে? বিক্রিয়ার সমীকরন দাও।

উঃ- দুটি পাত্রে আলাদা ভাবে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে, যে পাত্রে সাদা রঙের কেলাসাকার অধঃক্ষিপ উৎপন্ন হয়, সেই পাত্রে লঘু H2SO4 এর জলীয় দ্রবন আছে। কারন লঘু H2SO4 এর জলীয় দ্রবন বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে বেরিয়াম সালফেটের সাদা অধঃক্ষিপ উৎপন্ন করে। যা HCl এর জলীয় দ্রবনে অদ্রাব্য।

BaCl2 + H2SO4 = BaSO4 + 2HCl

আর পাত্র দুটিতে সিলভার নাইট্রেট যোগ করলে, যে পাত্রে সাদা রঙের অধঃক্ষেপ উৎপন্ন হয়, সেই পাত্রে HCl এর জলীয় দ্রবন আছে। কারণ HCl সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ উৎপন্ন করে।

AgNO3 + HCl = AgCl + HNO3

3. জিংক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবন একত্রে উত্তপ্ত করলে কী ঘটবে তা সমীকরনসহ লেখো।

উঃ- ওপরের 1 নং প্রশ্নের উত্তর দেখো।

4. অ্যাসিড ও ক্ষার দ্রবণের প্রশমনে নির্দেশক ব্যবহার করা হয় কেন?

উঃ- নির্দেশক বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের প্রশমন ক্ষণ নির্দেশ করে। তাই অ্যাসিড ও ক্ষার দ্রবণের প্রশমনে নির্দেশক ব্যবহার করা হয়. ।

5. জিংক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়- উপযুক্ত সমীকরনসহ ব্যাখ্যা করো।

উঃ- যেসব অক্সাইড তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, তাদের উভধর্মী অক্সাইড বলে। যেমন জিংক অক্সাইড। জিংক অক্সাইড তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে।

ZnO + 2HCl = ZnCl2 + H2O ; ZnO + 2NaOH = Na2ZnO2 + H2O

6. উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করলে কী ঘটে সমীকরনসহ লেখো।

উঃ- উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠালে কপার কালো রঙের কিউপ্রিক অক্সাইডে জারিত হয় এবং নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেনে বিজারিত হয়। এছাড়া জলীয় বাষ্প উৎপন্ন হয়।

5Cu + 2HNO3 = 5CuO + N2 + H2O

7. তামার সঙ্গে ঠাণ্ডা ও লঘু নাইট্রিক অ্যাসিড মেশালে কি ঘটবে?

উঃ- তামার সঙ্গে ঠাণ্ডা ও লঘু নাইট্রিক অ্যাসিড মেশালে নীলাভ-সবুজ রঙের কিউপ্রিক নাইট্রেট দ্রবন, বর্ণহীন নাইট্রাস অক্সাইড ও জল উৎপন্ন হয়।

4Cu + 10HNO3 = 4Cu(NO3)2 + N2O + 5H2O

8. ” সব ক্ষারক ক্ষার নয়, কিন্তু সব ক্ষারই ক্ষারক ” – ব্যাখ্যা করো।

উঃ- যেসব ক্ষারক জলে দ্রবীভূত হয় শুধুমাত্র তাদেই ক্ষার বলে। আর যেসব ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে তাদের ক্ষার বলা হয় না। অর্থাৎ ক্ষার হলেই সে ক্ষারক হবে, কিন্তু ক্ষারক হলেই সে ক্ষার হবে না। তাই বলা হয় ” সব ক্ষারক ক্ষার নয়, কিন্তু সব ক্ষারই ক্ষারক “।

9. স্টোন ক্যানসার বলতে কী বোঝায়?

উঃ- অ্যাসিড বৃষ্টি ধাতুনির্মিত সেতু, বিভিন্ন কাঠামো, অট্টালিকা, বাড়িঘর ও তাজমহলের মতো শ্বেতপ্রস্তর নির্মিত ঐতিহাসিক সৌধে ক্ষত সৃষ্টি করে ক্ষতিসাধন করে। এইভাবে উৎপন্ন ক্ষতকেই স্টোন ক্যানসার বলে।

10. পরীক্ষাগারে ঘন সালফিউরিক অ্যাসিড যে কাঠের তাকে রাখা হয়, তা কিছুদিন পর কালো হয়ে যায় কেন?

উঃ- ঘন সালফিউরিক অ্যাসিড নিরুদক পদার্থ। ঘন H2SO4 ব্যবহারের ফলে বোতলের গা বেয়ে কিছু অ্যাসিড কাঠের তাকে এসে পড়ে এবং কাঠ থেকে গঠন-জল শোষন করে কাঠকে কালো কার্বনে পরিণত করে। এর জন্য কাঠের তাক কিছুদিন পর কালো হয়ে যায়।

11. গাড় HNO3 পূর্ণ কাচের বোতল সূর্যালোকে রেখে দিলে হলুদ বর্ণ ধারন করে কেন?

উঃ- গাড় HNO3 কে বোতলে অনেকদিন রেখে দিলে বা সূর্যালোকে রাখলে সেটি ধীরে ধীরে বিয়োজিত হয়ে বাদামি বর্ণের NO2 গ্যাস উৎপন্ন করে।

4HNO3 = 4NO2 + O2 +2H2O

উৎপন্ন NO2, নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয় এবং এই কারনে অ্যাসিডের বর্ণ বর্ণহীন থেকে হলুদ বর্ণে পরিণত হয়।

12. কষ্টিক সোডার (NaOH) ব্যবহার লেখো।

উঃ- 1) সাবান, ডিটারজেন্ট , কাগজ, কৃত্রিম সিল্ক প্রভৃতির পন্য উৎপাদনে ব্যবহৃত হয়।

2) পেট্রোলিয়াম শোধনে ব্যবহৃত হয়।

3) রঙ ও বিরঞ্জক প্রস্তুতিতে প্রচুর পরিমানে ব্যবহৃত হয়।

13. অ্যাসিড ধর্মী গ্যাসীয় পদার্থগুলি থেকে জল মুক্ত করতে গাড় H2SO4 ব্যবহার করা হয় কেন?

উঃ- জলের প্রতি তীব্র আসক্তি থাকার জন্য রসায়নে এটি উৎকৃষ্ট নিরুদক রূপে ব্যবহৃত হয়। যেসব গ্যাসীয় পদার্থের সঙ্গে এর বিক্রিয়া হয় না সেই স্ব গ্যাস জল মুক্ত করতে গাড় H2SO4 ব্যবহার করা হয়।

14. দুটি লেবেলহীন বোতলের একটিতে HCl ও অপরটিতে HNO3 আছে। একটিমাত্র পরীক্ষার সাহায্যে অদেরকে কীভাবে শনাক্ত করবে।

উঃ- পাত্র দুটিতে সিলভার নাইট্রেট যোগ করলে, যে পাত্রে সাদা রঙের অধঃক্ষেপ উৎপন্ন হয়, সেই পাত্রে HCl আছে। কারণ HCl সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ উৎপন্ন করে।

AgNO3 + HCl = AgCl + HNO3

15. সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে শব্দসহ বুদবুদ সৃষ্টি হয় কেন?

উঃ- সোডা ওয়াটারের বোতলে অধিক চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে। বোতলের ছিপি খুললে বোতলের ওপর চাপ কমে যায় এবং বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে আসে।

16. অম্ল বৃষ্টি কাকে বলে? এর কারণ উল্লেখ করো।

উঃ- বাতাসে উপস্থিত প্রধানত কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড, বৃষ্টির জলের সাথে মিশে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে বৃষ্টির জলে স্বাভাবিক আম্লিকতার মাত্রা বৃদ্ধি পায়। এই বৃদ্ধিপ্রাপ্ত আম্লিক মাত্রাযুক্ত বৃষ্টিকে অম্ল বৃষ্টি (Acid Rain) বলে।

17. একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো। উক্ত অক্সাইডটির অম্ল ও ক্ষারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো।

উঃ- জিংক অক্সাইড (ZnO) হল একটি উভধর্মী অক্সাইড।

অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াঃ

ZnO + 2HCl = ZnCl2 + H2O

ক্ষারের সঙ্গে বিক্রিয়াঃ

ZnO + 2NaOH = Na2ZnO2 + H2O

18. গাড় H2SO4 কে ‘ Oil of vitriol ‘ বলা হয় কেন?

উঃ- মধ্যযুগের অ্যালকেমিস্টগণ হিরাকস (ফেরাস সালফেট) থেকে তাপজারনের ফলে উৎপন্ন গ্যাসকে জলের সঙ্গে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতেন। এই অ্যাসিডকে তখন “অয়েল অফ ভিট্রিয়ল” বলা হত।

19. Al2O3 কে উভধর্মী অক্সাইড বলে কেন?

উঃ- Al2O3 উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তাই একে উভধর্মী অক্সাইড বলে।

অ্যাসিডের সবগে বিক্রিয়াঃ Al2O3 + 6HCl = 2AlCl3 + 3H2O

ক্ষারের সঙ্গে বিক্রিয়াঃ Al2O3 + 2NaOH = 2NaAlO2 + H2O

20. দাঁত পরিস্কারের সময় টুথপেস্ট ব্যবহার করা হয় কেন?

উঃ- টুথপেস্ট সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয়, তাই টুথপেস্ট দিয়ে দাঁত পরিস্কার করলে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত হয় এবং দাঁতের ক্ষয় নিবারন করা যায়।

21. অ্যাসিড – ক্ষার প্রশমন বিক্রিয়া বলতে কী বোঝায়? তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমনের জন্য উপযুক্ত নির্দেশকের নাম লেখো।

উঃ- অ্যাসিড ও ক্ষার পরস্পরের সঙ্গে নির্দিষ্ট ভরের অনুপাতে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে এবং পরস্পরকে প্রশমিত করে। এই বিক্রিয়াকে অ্যাসিড- ক্ষার প্রশমন বিক্রিয়া বলে। তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমনের জন্য মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহার করা হয় ।

22. মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় কী নির্দেশক ব্যবহার করবে? pH এর মান কত অপেক্ষা কম হলে দাঁতের ক্ষয় হওয়ার সম্ভবনা থাকে?

উঃ- মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় ফেনলপথ্যালিন নির্দেশক ব্যবহার করা হয়। pH এর মান 5.5 অপেক্ষা কম হলে দাঁতের ক্ষয় হওয়ার সম্ভবনা থাকে।

23. পূর্বে অ্যান্টাসিড হিসেবে খাবার সোডা ব্যবহার হত, কিন্তু বর্তমানে Mg(OH)2, Al(OH)3 ব্যবহৃত হয়, এরূপ হওয়ার কারণ কী?

উঃ- খাবার সোডা হলো সোডিয়াম বাই কার্বনেট যা জলে দ্রাব্য। একে অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করলে এটি পাকস্থলীতে উৎপন্ন HCl সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম লবণ ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। সোডিয়াম লবণ উৎপন্ন হওয়ার ফলে শরীরে Na+ আয়নের ভারসাম্য বিঘ্নিত হয়, ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে। তাছাড়াও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন কারনে শরীরে অস্বস্তি হয়। আর বেশি পরিমানে ব্যবহার করলে মুত্র ক্ষারধর্মী হয়ে মূত্রনালীর সংক্রমন ঘটে। এইসব কারনে অ্যান্টাসিড হিসেবে খাবার সোডা ব্যবহার করা হয় না তার পরিবর্তে বর্তমানে Mg(OH)2, Al(OH)3 ব্যবহৃত হয়।

24. তামার পাত্রে গাড় HNO3 রাখা যায় না কেন?

উঃ- তামার পাত্রে গাড় HNO3 রাখলে তামার সঙ্গে গাড় HNO3 এর বিক্রিয়ায় নীলাভ- সবুজ রঙের কিউপ্রিক নাইট্রেট দ্রবন, লালাভ- বাদামী রঙের NO2 গ্যাস ও জল উৎপন্ন হয়।

Cu + 4HNO3 = Cu(NO3)2 + 2NO2 + H2O

25. প্রতিবার খাওয়ার পর দাঁত পরিস্কার করা উচিত কেন?

উঃ- শর্করা জাতীয় খাদ্য ও অন্যান্য খাদ্যকণা দাঁতের ফাঁকে ফাঁকে আটকে থাকলে ওইসব খাদ্যের উপর মুখের ভেতর থাকা ব্যাকটেরিয়ার প্রভাবে পচন ঘটে ও অ্যাসিড উৎপন্ন হয়। আর উৎপন্ন অ্যাসিডের pH যখন 5.5 এর নীচে নেমে যায় তখন দাঁতের ক্ষয় শুরু হয়। দাঁতের ক্ষয় থেকে বাঁচার জন্য প্রতিবার খাওয়ার পর দাঁত পরিস্কার করা উচিত।

26. ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কী? এরূপ নামকরনের কারণ কী?

উঃ- গাড় HNO3 অধিক পরিমানে বিয়োজিত হয়ে উৎপন্ন NO2 গ্যাস অধিক পরিমানে অ্যাসিডে দ্রবীভূত হলে সেটি লালাভ বাদামি বর্ণের তরলে পরিণত হয়। এই অবস্থায় নাইট্রিক অ্যাসিডের বোতল খুললে সেটি থেকে বাদামি বর্ণের NO2 গ্যাস নির্গত হয়। এরূপ অধিক পরিমানে NO2 গ্যাস দ্রবীভূত লালাভ বাদামি বর্ণের তরলকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে।

27. লঘু HCl দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে কীসের অধঃক্ষেপ পড়ে? ওই অধঃক্ষেপে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে কী হবে?

উঃ- লঘু HCl দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে AgCl এর অধঃক্ষেপ পড়ে। ঐ অধঃক্ষেপে NH4OH যোগ করলে দ্রাব্য ডাই অ্যামিনো সিলভার ক্লোরাইড নামক জটিল লবণ উৎপন্ন হয়।

AgNO3 + HCl = AgCl + HNO3

AgCl + NH4OH = [Ag(NH3)2]Cl + H2O

28. বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? এই পরীক্ষায় ব্যবহৃত বিকারক গুলি কী কী? সমীকরনগুলি লেখো।

উঃ- বলয় পরীক্ষা দ্বারা HNO3 অ্যাসিডকে শনাক্ত করা হয়। এই পরীক্ষায় ব্যবহৃত বিকারক গুলি নাইট্রিক অ্যাসিড, ফারাস সালফেট, গাড় সালফিউরিক অ্যাসিড।

6FeSO4 + 3H2SO4 + 2HNO3 = 3Fe2(SO4)3 + 2NO + 4H2O;

FeSO4 + 6H2O = [Fe(H2O)6]SO4 ;

[Fe(H2O)6]SO4 + NO ⇌ [Fe(H2O)5NO]SO4 + H2O

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top