Last Updated on September 29, 2021 by Science Master
Physical Science Model Activity Task 2 Class 9
১. ঠিক উত্তর নির্বাচন করোঃ
১.১ জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো-
(ক) জলের ঘনত্ব
(খ) জলের সান্দ্রতা
(গ) জলের তাপ পরিবাহিতা
(ঘ) জলের পৃষ্ঠটান ।
উঃ- জলের পৃষ্ঠটান ।
১.২ নীচের যে মিশ্রণটি অব্দ্রব বা ইমালশনের উদাহরণ সেটি হলো-
(ক) কুয়াশা
(খ) ধোঁয়াশা
(গ) দুধ
(ঘ) জল ও চিনির সম্পৃক্ত মিশ্রণ।
উঃ- দুধ ।
১.৩ শক্তির মাত্রীয় সংকেত হলো –
(ক)
(খ)
(গ)
(ঘ)
উঃ- ।
২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ
২.১ SI এককে এক মোল পরিমান কার্বন ডাই অক্সাইডের ভর কত ?
উঃ- এক মোল পরিমান কার্বন ডাই অক্সাইডের ভর 44 গ্রাম।
SI এককে এক মোল পরিমান কার্বন ডাই অক্সাইডের ভর হবে 0.044 কিলোগ্রাম।
২.২ রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুনাঙ্কের মান বেশি হবে ?
উঃ- ইস্পাতের ইয়ং গুনাঙ্কের মান বেশি হবে ।
২.৩ একটি অ্যাসিড লবণের সংকেত লেখো।
উঃ- সোডিয়াম বাই সালফেট ()।
৩. সংক্ষিপ্ত উত্তর দাওঃ
৩.১ এক লিটার দ্রবনে 18 g গ্লূকোজ (আণবিক ওজন 180 ) আছে। দ্রবনের মোলার মাত্রা নির্ণয় করো।
উঃ- গ্লূকোজের মোল সংখ্যা = 18 / 180 = 0.1
এক লিটার দ্রবনে গ্লূকোজ আছে 0.1 মোল।
অতএব, দ্রবনের মোলার মাত্রা = 0.1 (M)।
৩.২ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবনের পার্থক্য নির্ণয় করতে কী বিকারক ব্যবহার করবে ? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তন উল্লেখ করো।
উঃ- সিলভার নাইট্রেট বিকারক হিসেবে ব্যবহার করতে হবে।
লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ক্ষেত্রে সাদা অধঃক্ষেপ পড়বে কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড এর ক্ষেত্রে সাদা অধঃক্ষেপ পড়বে না।
৪. নীচের প্রশ্মটির উত্তর দাওঃ
৪.১ একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে m ও M । বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো।
উঃ- হালকা বস্তুর ভর = m এবং বেগ = v , গতিশক্তি =
ভারী বস্তুর ভর = M এবং বেগ = V , গতিশক্তি =
প্রশ্মানুসারে, MV = mv
এবং
এবার, = এবং =
বা , ,
বা ,
বা ,
বা ,
বা , ,
অতএব, হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি অপেক্ষা বেশি।