মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

Class 9 Physical Science Chapter 3

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান-পদার্থঃ গঠন ও ধর্ম (তৃতীয় অধ্যায়) প্রশ্ন-উত্তর । Class 9 Physical Science Chapter 3

Last Updated on February 12, 2024 by Science Master

পদার্থঃ গঠন ও ধর্ম । Class 9 Physical Science

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় (Class 9 Physical Science) ” পদার্থঃ গঠন ও ধর্ম ” থেকে সমস্ত রকম প্রশ্ন এবং তার উত্তর করে দেওয়া হলো।

সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে লেখোঃ মান-1

1.পৃষ্ঠটান বল কাজ করে-

(a) তলের স্পর্শকীয়ভাবে

(b) তলের লম্বভাবে

(c) তলের সঙ্গে কৌনিকভাবে

(d) সবকটিই

উঃ- তলের লম্বভাবে ।

2. স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা প্রদত্ত কোন রাশির সঙ্গে সমান?

(a) বল

(b) ভরবেগ

(c) পীড়ন

(d) ত্বরণ

উঃ- পীড়ন ।

3. প্লাবতা নির্ভর করে-

(a) শুধুমাত্র বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর

(b) শুধুমাত্র তরলের ঘনত্বের ওপর

(c) শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের ওপর

(d) প্রদত্ত তিনটির ওপর

উঃ- প্রদত্ত তিনটির ওপর ।

4. পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারন হল-

(a) বায়ুপ্রবাহ

(b) বায়ুর সান্দ্রতা

(c) পৃষ্ঠটান

(d) বায়ুর উর্দ্ধঘাত

উঃ- বায়ুর সান্দ্রতা ।

5. পৃষ্ঠটান যে বিষয়টির ওপর নির্ভর করে না , তা হল-

(a) তরলের প্রকৃতি

(b) উষ্ণতা

(c) অপদ্রব্যের উপস্থিতি

(d) বায়ুমণ্ডলের চাপ

উঃ- বায়ুমণ্ডলের চাপ ।

6. নুন্যতম স্থিতিস্থাপক সামর্থ্য দেখায়-

(a) কঠিন

(b) তরল

(c) গ্যাস

(d) কোনোটিই নয়।

উঃ- গ্যাস।

7. উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান –

(a) বৃদ্ধি পাবে

(b) হ্রাস পাবে

(c) একই থাকবে

(d) প্রথমে বৃদ্ধি পাবে, পরে হ্রাস পাবে

উঃ- একই থাকবে ।

8. সংকট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান-

(a) সর্বোচ্চ হয়

(b) শূন্য হয়

(c) একই থাকে

(d) ঋণাত্মক হয়

9. পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারন হল-

(a) বায়ুর উচ্চঘাত

(b) বায়ুর সান্দ্রতা

(c) বায়ু প্রবাহ

(d) পৃষ্ঠটান

উঃ- বায়ুর সান্দ্রতা।

10. প্লাবতা ক্রিয়া করে-

(a) অভিকর্ষের দিকে

(b) অভিকর্ষের বিপরীত দিকে

(c) তরলের নীচে

(d) সবদিকে

উঃ- অভিকর্ষের বিপরীত দিকে ।

11. তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কীসের সাহায্যে ?

(a) স্টোকস এর সূত্র

(b) নিউটনের সূত্র

(c) বার্নৌলির নীতি

(d) আর্কিমিডিসের নীতি

উঃ- বার্নৌলির নীতি।

12. ‘ ইয়ং গুনাঙ্ক’ এর SI একক-

(a) dyn.cm-2

(b) N.m-1

(c) N.m-2

(d) dyn.m-2

উঃ- N.m-2

13. বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে, কারন-

(a) সান্দ্রতা

(b) পৃষ্ঠটান

(c) প্লাবতা

(d) নমনীয়তা

উঃ- সান্দ্রতা ।

14. পীড়নের মাত্রীয় সংকেত হল-

(a) [MLT-2]

(b) [ML2T-2]

(c) [ML-1T-1]

(d) [ML-1T-2]

উঃ- [ML-1T-2]

15. বিমান আকাশে ওড়ার কারন হল –

(a) বার্নৌলির নীতি

(b) বায়ুর পৃষ্ঠটান

(c) আর্কিমিডিসের নীতি

(d) বায়ুর সান্দ্রতা বল

উঃ- বার্নৌলির নীতি ।

[ আরও দেখুনঃ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ অ্যাসিড, ক্ষার ও লবণ এর প্রশ্ন-উত্তর। ]

ভৌত বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের (Class 9 Physical Science) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ মান-1

1. তরলের ওপর চাপ কমালে স্ফুটনাঙ্কের কী পরিবর্তন হয়?

উঃ- তরলের ওপর চাপ কমালে স্ফুটনাঙ্কের হ্রাস হয়।

2. প্লাবতা কোন অভিমূখে ক্রিয়া করে?

উঃ- উর্দ্ধমুখী।

3. প্লাবতার কেন্দ্র কোথায় অবস্থিত?

আরও দেখুন:  পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সিলেবাস ২০২৪ | Class 9 Life Science Syllabus 2024

4. তরলের বেগ……..অতিক্রম করলে অশান্ত প্রবাহে পরিণত হয়।

উঃ- সন্ধিবেগ।

5. পীড়ন ও বিকৃতি পরস্পরের সঙ্গে …………।

উঃ- সমানুপাতিক হয়।

6. পৃষ্ঠটান তরলের সর্বত্র ক্রিয়া করে। [সত্য / মিথ্যা]

উঃ- মিথ্যা।

7. পীড়ন সর্বদা বিকৃতির সমানুপাতিক। [সত্য / মিথ্যা]

উঃ- মিথ্যা।

8. একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত?

উঃ- অসীম।

9. কোনো স্প্রিংকে কেটে ছোট করলে সেটির বলধ্রুবকের মান বাড়বে না কমবে?

উঃ- বলধ্রুবকের মান বাড়বে।

10. আর্কিমিডিসের সূত্রটি কি কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে প্রযোজ্য?

উঃ- কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে বস্তুর ওজন শূন্য হয়। তাই কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে আর্কিমিডিসের সূত্রটি প্রযোজ্য নয়।

11. বিকৃতির কোনো একক নেই। [সত্য / মিথ্যা]

উঃ- সত্য।

12. ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে?

উঃ- চাঁদে বায়ুর চাপ শূন্য। তাই ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে কোনো পাঠ দেবে না।

13. চাপের মাত্রীয় সংকেত কী?

উঃ- [ML-1T-2]

14. ভাসমান বস্তুর আপাত ওজন কত?

উঃ- ভাসমান বস্তুর আপাত ওজন থাকে না।

15. স্থিতিস্থাপক সীমার মধ্যে ………বিকৃতির সমানুপাতিক।

উঃ- পীড়ন।

16. ব্যারোমিটারের পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কীসের পূর্বাভাস পাওয়া যায়?

উঃ- ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়।

17. বিকৃতি বস্তুতে …….. সৃষ্টি করে।

উঃ- পীড়ন সৃষ্টি করে।

18. প্লাবতার SI একক কী?

উঃ- নিউটন।

19. রবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে?

উঃ- ইস্পাতের মধ্যে ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে।

20. পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি উভয়ই মাত্রাগত দিক থেকে এক। [সত্য / মিথ্যা]

উঃ- সত্য।

21. সর্বোচ্চ যে বেগে প্রবাহী কোনো নলের মধ্যে দিয়ে ধারারেখ প্রবাহে প্রবাহিত হয়, তা হল প্রবাহীর……..।

উঃ- সন্ধি বেগ।

আরও দেখুনঃ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান চতুর্থ অধ্যায়ঃ অ্যাসিড, ক্ষার ও লবণ 

ভৌত বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের (Class 9 Physical Science) সংক্ষিপ্ত উত্তর দাওঃ মান-2

1.সান্দ্রতা কাকে বলে? CGS পদ্ধতিতে এর একক লেখো।

উঃ- কোনো প্রবহমান প্রবাহীর দুটি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে প্রবাহী দুটি স্তরের আপেক্ষিক বেগ কমাতে চায় অর্থাৎ দ্রুততর স্তর মন্থর স্তরের বেগ বাড়াতে চায় এবং মন্থর স্তর দ্রুততর স্তরের বেগ কমাতে চায়। প্রাবাহীর এই ধর্মকে সান্দ্রতা বলে। CGS পদ্ধতিতে এর একক “পয়েজ”।

2. বার্নৌলির নীতির গাণিতিক রূপটি লেখো।

উঃ- বার্নৌলীর উপপাদ্যঃ কোনো তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহনালির যে কোনো ছেদে তরলের প্রতি একক ভরের চাপশক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্ব্দা ধ্রুবক।

গাণিতিক রূপঃ

\frac{P}{\rho}+gh+\frac{1}{2}v^2=\;ধ্রুবক \\যেখানে \;প্রবাহীর \;চাপ=P,\;ঘনত্ব =\rho\; \;গতিবেগ=v\;, তল\; থেকে\; উচ্চতা= h

3. হুকের সূত্রটি লেখো।

উঃ- স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়। পীড়ন ∝ বিকৃতি।

4. ইয়ং গুণাঙ্কের রাশিমালা নির্ণয় করো।

5. সাম্যবস্থায় বস্তুর ভাসনের ক্ষেত্রে দুটি শর্ত লেখো।

উঃ- সাম্যবস্থায় বস্তুর ভাসনের শর্ত- ১) তরলে ভাসমান বস্তু নিজ ওজনের সমান ওজন-বিশিষ্ট তরল অপসারণ করবে। ২) বস্তুর ভারকেন্দ্র ও প্লবতাকেন্দ্র একই উলম্ব রেখায় থাকবে।

6. সন্ধিবেগ কাকে বলে? পীড়নের SI একক কী?

উঃ- সন্ধিবেগ: প্রবাহের বেগ যে নির্দিষ্ট বেগের কম হলে ধারারেখ প্রবাহ হয়, তাকে সন্ধিবেগ বলে। পীড়নের SI একক Nm-2

7. ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখো।

উঃ-

ঘনত্বআপেক্ষিক গুরুত্ব
1. পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে।1. কোনো বস্তুখণ্ডের ওজন এবং 4oC তাপমাত্রায়
বস্তুখণ্ডের সম-আয়তন জলের ওজনের
অনুপাতকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে।
2. ঘনত্বের একক আছে, SI একক kg m-3 এবং CGS একক g cm-32. আপেক্ষিক গুরুত্ব একটি সংখ্যা, তাই ের কোনো একক নেই।
3. পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে ঘনত্বের মান বিভিন্ন হয়।3. পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান সমান।

8. প্রবাহীর চাপ বলতে কী বোঝায়? এর একক লেখো।

আরও দেখুন:  নবম শ্রেণীর ভূগোল সিলেবাস | Class 9 Geography Syllabus

উঃ- প্রবাহীর চাপঃ প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে ওই প্রবাহীর চাপ বলে। চাপের SI একক পাস্কাল (Pa) এবং CGS একক ডাইন/সেমি2

9. সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো।

উঃ- সাইফন ক্রিয়ার শর্তঃ ১) বায়ুমণ্ডলের চাপের প্রভাবে সাইফন ক্রিয়া করে। বায়ু শূন্য স্থানে ক্র্যা করে না। ২) যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরলতল থেকে অপর পাত্রটি নীচে রাখতে হবে। ৩) যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরলতল থেকে নলের উচ্চতা , বায়ুমণ্ডলীয় চাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার চেয়ে কম হওয়া প্রয়োজন।

10. রং করার তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলি গায়ে লেগে যায় কেন?

উঃ- রং করার তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে তুলির আঁশের ভেতর জলের পাতলা সর লেগে থাকে এবং জলের পৃষ্ঠটানের জন্যে তার ক্ষেত্রফলের সংকোচন ঘটে, ফলে আঁশগুলি কাছাকাছি আসে গায়ে লেগে যায়।

11. আর্কিমিডিসের নীতিটি লেখো।

উঃ- আর্কিমিডিসের নীতিঃ কোনো বস্তুকে স্থির প্রবাহীতে (তরল বা গ্যাসে) আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং এই হ্রাস বস্তু যে প্রবাহী অপসারণ করে তার ওজনের সমান হয়।

12. সান্দ্রবল ও ঘর্ষন বলের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উঃ-

সান্দ্রবল ঘর্ষন বল
সান্দ্রবল স্পর্শতলের ক্ষেত্রফলের সমানুপাতিক।কিন্তু ঘর্ষন বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না।
এই বল দুটি তরল স্তরের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে।এই বল দুটি তরল স্তরের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না।

13. তরলের পৃষ্ঠটান কাকে বলে?

উঃ- কোনো তরল পৃষ্ঠের উপর একটি রেখা কল্পনা করলে, ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শকভাবে ক্রিয়াশীল বলকে ওই তরলের পৃষ্ঠটান বলে। পৃষ্ঠটানেরSI একক হল Nm-1 এবং CGS একক হল dyne cm-1

14. ঘাত কী জাতীয় রাশি?

উঃ- স্কেলার রাশি।

15. রবার এবং ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক এবং কেন?

উঃ- রবার ও ইস্পাতের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। ইস্পাতের এবং রবারের বিকৃতি ঘটাতে হলে রবারের চেয়ে ইস্পাতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। তাই রবারের চেয়ে ইস্পাত অনেক বেশি স্থিতিস্থাপক ।

16. স্প্রিং এর বল ধ্রুবক কী? SI তে স্প্রিং ধ্রুবকের একক কী?

উঃ- একটি স্প্রিং তুলার স্প্রিং এর উপর F পরিমান প্রসার্য বল প্রযুক্ত হলে যদি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি হয় x, তাহলে F=Kx হয়; যেখানে K হল স্প্রিং এর বল ধ্রুবক। অর্থাৎ K=F/x । এর SI একক Nm-1

17. আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক লেখো।

উঃ- কোনো বস্তুখণ্ডের ওজন এবং 4oC তাপমাত্রায় বস্তুখণ্ডের সম-আয়তন জলের ওজনের অনুপাতকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে।

আপেক্ষিক \;গুরুত্ব = \frac{পদার্থের \; ঘনত্ব}{ 4^oC\;উষ্ণতায় \; জলের\; ঘনত্ব}

18. পৃষ্ঠটানের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব গুলি লেখো।

উঃ- পৃষ্ঠটানের ওপর প্রভাবকারী বিষয়ঃ

১) উষ্ণতাঃ উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে, আবার উষ্ণতা কমলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। ২) দূষনঃ তরল পৃষ্ঠ কোনো অপদ্রব্য দ্বারা দুষিত হলে পৃষ্ঠটান কমে যায়। ৩) দ্রবীভূত পদার্থের উপস্থিতিঃ তরলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে ওই তরলের পৃষ্ঠটান বৃদ্ধি পায় কিন্তু জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। ৪) তরলের উপরিস্থ মাধ্যমঃ তরলের উপরিস্থ মাধ্যম পরিবর্তন করলে, তরলের পৃষ্ঠটান পরিবর্তিত হয়।

আরও দেখুন:  নবম শ্রেণীর ইতিহাস সিলেবাস | Class 9 History Syllabus

আরও দেখুনঃ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ঃ তাপ এর প্রশ্ন-উত্তর

ভৌত বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের (Class 9 Physical Science) দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নঃ মান-3

1. 1 m দৈর্ঘ্যের একটি তারের একপ্রান্ত উপরের কোনো অবলম্বনে আটকানো আছে এবং অপর প্রান্তে 10 kg ভরের একটি বস্তু ঝোলানো হল। তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ মিলি মিটার হলে এর দৈর্ঘ্য প্রসারন নির্ণয় করো।(Y=2×1011 Nm-2 এবং g=10 ms-2)

উঃ- তামার তারের দৈর্ঘ্য (L)=1 m, ভার (W) =10×10 N, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A)= 1 বর্গ মিলিমিটার= 10-6m, তারের দৈর্ঘ্য বৃদ্ধি = l

আমরা\; জানি, Y=\frac{W/A}{l/L}\\Y=\frac{W\times L}{A\times l}\\2\times 10^{11}=\frac{10 \times 10}{10^{-6}\times l}\\l=\frac{100}{2\times 10^{11}\times10^{-6}}\\l=0.5\times10^{-3}\;m

অতএব, তারের দৈর্ঘ্য প্রসারণ হবে 0.5 mm

2. 200 cm দীর্ঘ একটি তারের প্রান্তে 5 kg ভর ঝোলালে তারটির দৈর্ঘ্য 2 mm বাড়ে। তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 0.4 mm হলে, তারটির পীড়ন, বিকৃতি ও তারের উপাদানের ইয়ং গুনাঙ্ক নির্ণয় করো।

উঃ= তারের দৈর্ঘ্য (L)=2 m ভার (W) =5×9.8 N, তারের দৈর্ঘ্য বৃদ্ধি (l)=2 mm = 2 x 10-3 m, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A)= πr2 = 3.141 x (0.4×10-3)2 =0.5 x 10-6 m2

তারটির\; পীড়ন= \frac{W}{A}\\=\frac{5\times 9.8}{0.5\times 10^{-6}}N/m^2\\=98\times 10^{6}\;N/m^2
তারের \; বিকৃতি= \frac{l}{L}\\=\frac{2\times 10^{-3}}{2}\\=10^{-3} 
ইয়ং \;গুনাঙ্ক(Y)=\frac{98\times 10^{6}}{10^{-3}}N/m^2\\=98\times10^{11}\;N/m^2

3. ধারারেখ প্রবাহ কাকে বলে? কখন প্রবাহ ধারারেখ হয়?

উঃ- যদি তরলের মধ্যে প্রতিটি বিন্দুতে তরলকণার বেগ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তাহলে তরলের প্রবাহকে ধারারেখ প্রবাহ বলে। তরলের প্রবাহবেগ কম থাকলে প্রবাহ ধারারেখ হয়।

4. সান্দ্রতার দুটি ব্যবহারিক উপযোগিতা লেখো।

উঃ- ১) কোনো ব্যক্তি বিমান থেকে প্যারাসুট নিয়ে নীচে জরুরী অবতরন করার সময়ে বায়ুর সান্দ্রবল বাধা সৃষ্টি করায় কম বেগে নীচে নামে। ২) মেঘ থেকে বৃষ্টি কণা যখন পৃথিবীপৃষ্ঠে নেমে আসে তখন বায়ুর সান্দ্রতার জন্যে কম বেগে ভূপৃষ্ঠে পড়ে।

5. সাইফন ক্রিয়ার সাহায্যে কীভাবে কোনো একটি পাত্রের তরলকে অপেক্ষাকৃত নীচু জায়গায় রাখা পাত্রে স্থানান্তরিত করা যায় তা চিত্রসহ ব্যাখ্যা করো। অথবা সাইফন ক্রিয়া ব্যাখ্যা করো।

উঃ- U-আকারের কাচ বা রবারের নলকে সাইফন হিসেবে ব্যবহার করা যায়। সাইফনের নলের একটি বাহু ছোটো এবং অন্যটি বড়ো। যে তরল স্থানান্তরিত করতে হবে সেই তরল দিয়ে নলটি ভরতি করতে হবে। এই নলের দুটি মুখ আঙুল দিয়ে বন্ধ করে ছোটো বাহুটি (AB), তরল্পূর্ণ পাত্রে ডোবাতে হবে এবং বড়ো বাহুটি (CD), খালি পাত্রে রাখা হয়। আঙুল সরিয়ে নিলে তরলপূর্ণ পাত্র থেকে তরল নলের মধ্যে দিয়ে খালি পাত্রে জমা থাকে।

Class 9 Physical Science

6. সান্দ্র মাধ্যমে কোনো বস্তুর প্রান্তীয় বেগ কাকে বলে? SI তে সান্দ্রতাঙ্কের একক কী?

উঃ- কোনো সান্দ্র প্রবাহীর মধ্যে দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নীচে পড়তে থাকে, তাকে বাস্তুটির প্রান্তীয় বেগ বলে।

7. প্রবাহীর কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো। বিকৃতি এবং পীড়নের SI এককটি লেখো।

উঃ- ধরা যাক, একটি পাত্রে d ঘনত্বের একটি তরল আছে। তরলের উপরিতল থেকে h গভীরতায় O বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে।

O বিন্দুকে কেন্দ্র করে A ক্ষেত্রফলের একটি বৃত্তাকার তল কল্পনা করা হল। A তলকে ভূমি ধরে h উচ্চতার তরলের চোঙ ভাবা হল। এই চোঙের মধ্যে থাকা তরলের আয়তন হল A x h, ভর হল A x h x d এবং ওজন হল A x h x d x g । g হল অভিকর্ষজ ত্বরণ । সুতরাং O বিন্দুতে চাপ,

P=\frac{বল}{ক্ষেত্রফল}\\ \therefore \;P=\frac{A\times h \times d \times g}{A}=hdg\\সুতরাং, \;চাপ=গভীরতা\times ঘনত্ব \timesঅভিকর্ষজ \;ত্বরণ

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top