WBBSE Madhyamik PPR PPS Result 2024 | মাধ্যমিকের স্ক্রটনি এবং রিভিউ রেজাল্ট ২০২৪

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

aikyashree scholarship

Aikyashree Scholarship 2022 Online Application for Minority Students

Last Updated on August 28, 2022 by Science Master

       ঐক্যশী স্কলারশিপ 2022 / Aikyashree Scholarship 2022   

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি ঐক্যশ্রী (Aikyashree) চালু হচ্ছে। এটি একটি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ বৃত্তি যোজনা। ঐক্যশ্রী (Aikyashree) বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ ধর্মের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদন শুরু হবে ১৫ আগষ্ট ২০২১ থেকে। পোর্টালে গিয়ে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ করা হবে তিনটি ধাপে।

প্রিম্যাট্রিক স্কলারশিপ (Pre- Metric Scholarship)
(
প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য)

যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে এবং যাদের পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকা পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এখানে বাৎসরিক ১১০০ থেকে ১১০০০ টাকা পর্যন্ত বৃত্তি ঐক্যশ্রী (Aikyashree) প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।

পোষ্টম্যাট্রিক স্কলারশিপ (Post- Metric Scholarship)
(
একাদশ থেকে Ph.D পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য)

যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, আই টি আই, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, B.Ed কোর্সে পড়াশোনা করছে এবং যাদের পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকা পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এখানে বাৎসরিক ১৬৫০০ টাকা পর্যন্ত বৃত্তি ঐক্যশ্রী (Aikyashree) প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।

মেরিটকাম মিনস স্কলারশিপ
( Merit-Cum Means Scholarship)
(
পেশাদারি কারিগরি কোর্সের জন্য)

যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক/ স্নাতকোত্তর/ পেশাদারি /কারিগরি কোর্সে পড়াশোনা করছে অথবা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভূক্ত প্রতিষ্ঠান যেমন IIT, IIM, NIT, NIFT, IIFT ইত্যাদি পড়াশোনা করছে এবং যাদের পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকা পর্যন্ত তারা আবেদন করতে পারবে।

এখানে প্রকৃত খরচ সাপেক্ষে সর্বাধিক ৩৩০০০ টাকা পর্যন্ত বৃত্তি ঐক্যশ্রী (Aikyashree) প্রদান করা হবে।

তালিকাভূক্ত প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পরিশোধ করা হবে। www.wbmdfc.org সাইটে তালিকাভূক্ত প্রতিষ্ঠানের নাম পাওয়া যাবে।

আরও দেখুন:  NMMSE Result 2023-2024 | পশ্চিমবঙ্গ NMMS ২০২৩ পরীক্ষার রেজাল্ট

⬜ ঐক্যশ্রী (Aikyashree) আবেদনের যোগ্যতাঃ-

1.একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন ছাত্র-ছাত্রীই আবেদনের জন্য যোগ্য।

2. ছাত্র-ছাত্রীদের অবশ্যই শেষ পরীক্ষায় কম পক্ষে ৫০% নম্বর পেতে হবে।

3. এক জন ছাত্র-ছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকেই বৃত্তি পেতে পারে।

4. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

5. যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করে তারা ঐক্যশ্রী (Aikyashree) এর আবেদন করতে পারবে না।

⬜ ঐক্যশ্রী (Aikyashree) আবেদনের জরুরি নির্দেশিকাঃ-

1. আবেদনের রেজিস্ট্রেশনের সময় একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

2. অনলাইনে আবেদন করার পর ঐক্যশ্রী (Aikyashree) আবেদনের প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

3. ঐক্যশ্রী (Aikyashree) আবেদনের সঙ্গে ব্যাঙ্কের পাস বইয়ের ফটোকপি জমা দিতে হবে যাতে অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড উল্লেখ আছে।

4.যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২১-২০২২ সালে স্কলারশিপ পেয়েছে তাদের শুধুমাত্র রিনুয়াল করতে হবে।

5. 𝐅𝐫𝐞𝐬𝐡 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 এর ক্ষেত্রে বাংলার শিক্ষা পোর্টালে যে নাম আছে সেই নাম দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

6. একজন ছাত্র-ছাত্রী যেকোনো একটি সরকারি 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 আবেদন করার জন্য যোগ্য।

7. বাংলার শিক্ষা পোর্টালের 𝐔𝐧𝐢𝐪𝐮𝐞 𝐈𝐝 বিদ্যালয় স্তরে ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক।

8. সমস্ত বিভাগের অনলাইন স্কলারশিপের জন্য আধার বাঞ্ছনীয়।

9. আবেদনকারী ছাত্র-ছাত্রীদের ফর্ম ফিলাপের পর অ্যাপ্লিকেশনের হার্ড কপি, ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ডের জেরক্স এবং মার্কশিটের জেরক্স অবশ্যই বিদ্যালয় স্তরে জমা দিতে হবে।

⬜অনলাইনে ঐক্যশ্রী (Aikyashree)আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ ৩১/১০/২০২২।

অনলাইনে ঐক্যশ্রী (Aikyashree) আবেদন করা যাবে এই ওয়েব সাইটেhttps://wbmdfcscholarship.org/

⬜ ঐক্যশ্রী (Aikyashree) আবেদনের বিভিন্ন ধাপঃ-

1. প্রথমে আবেদনকারীকে ঐক্যশ্রী (Aikyashree) স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট https://wbmdfcscholarship.org/ ওপেন করতে হবে।

2. তারপর ‘ New Registration ‘ অপশনে ক্লিক করতে হবে। কিন্তু যারা ঐক্যশ্রী (Aikyashree) স্কলারশিপ Renewal করবে তাদের ‘Student Login’ অপশনে ক্লিক করতে হবে।

আরও দেখুন:  জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৪ | Junior Bigyani Kanya Medha Britti 2024

3. এরপর ‘Students Information’ সেকশনের সমস্ত তথ্য দিয়ে পূরণ করে ‘Submit and Proceed’ বটনে ক্লিক করতে হবে।

4. এরপর ‘Scheme Eligibility ‘ সেকশন ওপেন হবে। এই সেকশন সমস্ত তথ্য দিয়ে পূরণ করে ‘Submit and Proceed’ বটনে ক্লিক করতে হবে।

5. এরপর একটি উইন্ডো ওপেন হবে যেখানে User Id দেখা যাবে। এটা লিখে রাখতে হবে ‘Student Login’ করার সময় লাগবে। তার সঙ্গে মোবাইল নম্বর এবং ইমেলও User Id এবং Password আসবে।

6. এবার ‘Student Login’ সেকশনে User Id এবং Password দিয়ে লগ ইন করতে হবে।

7. Login হওয়ার পর Password পরিবর্তন করার অপশন আসবে। সেখান থেকে Password পরিবর্তন করে নিতে হবে।

8. এরপর ‘Basic Information ‘ অপশনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে পূরণ করে ‘Submit and Proceed’ বটনে ক্লিক করতে হবে।

9. একই ভাবে ‘Academic Information’ সেকশন এবং ‘Bank Information’ সেকশন পূরণ করে ‘Submit and Proceed’ বটনে ক্লিক করতে হবে।

10. এবার আবেদনপত্রটি Verify করার জন্য আবেদনপত্রটির Preview দেখা যাবে। Verify করার পর ‘Verify and Lock Application ‘ অপশনে ক্লিক করতে হবে।

11. ‘Verify and Lock Application ‘ অপশনে ক্লিক করার পর Application Form টি Print করার অপশন আসবে, সেখান থেকে Form টি Print করে নিতে হবে।

⬜ ঐক্যশ্রী (Aikyashree) আবেদনের Renewal করার বিভিন্ন ধাপঃ-

1. ঐক্যশ্রী ফর্ম রিনিউয়াল করতে গেলে গত বছরের 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐈𝐝 ও 𝐃𝐚𝐭𝐞 𝐨𝐟 𝐁𝐢𝐫𝐭𝐡 দিয়ে 𝐥𝐨𝐠 𝐢𝐧 করতে হবে।

2. গত বছরে যে 𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 𝐍𝐨 দিয়ে ফর্ম ফিলাপ করা হয়েছিল, সেই মোবাইল নাম্বারে 𝐎𝐓𝐏 যাবে, মোবাইল নাম্বার হারিয়ে গেলে বা মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেলে অবশ্যই মোবাইল নাম্বার স্কুলের 𝐋𝐨𝐠 𝐢𝐧 থেকে পরিবর্তন করতে হবে।

3. 𝐀𝐢𝐤𝐲𝐚𝐬𝐡𝐫𝐞𝐞 𝐑𝐞𝐧𝐞𝐰𝐚𝐥 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 করতে গেলে মার্কসিটের নাম্বার পরিবর্তন করা যাবে এবং ব্যাঙ্ক আইএফএসসি কোড পরিবর্তন করা যাবে। অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করা যাবে না।

আরও দেখুন:  বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ | Vidyasagar Science Olympiad 2024 (VSO)

4. বাংলার শিক্ষা পোর্টালের 𝐁𝐒𝐏 𝐈𝐃 দিতে হবে এবং বাংলা শিক্ষা পোর্টালের যে নাম আছে সেই নামের সঙ্গে না মিললে রিনিউয়াল করতে দেবে না, সে ক্ষেত্রে রিনিউয়াল অ্যাপ্লিকেশন তুলে নিয়ে নতুন করে বাংলা শিক্ষা পোর্টালে যে নাম আছে সেই নাম দিয়ে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে।

5. যে সমস্ত ছাত্র-ছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টালের নাম সঠিক আছে এবং গত বছরের ঐক্যশ্রী 𝐑𝐞𝐧𝐞𝐰𝐚𝐥 নাম সঠিক আছে তাদের সরাসরি 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 নিয়ে নিচ্ছে।

6. প্রত্যেক ছাত্র-ছাত্রীর 𝐅𝐫𝐞𝐬𝐡 ও 𝐑𝐞𝐧𝐞𝐰𝐚𝐥 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 এর হার্ড কপি বিদ্যালয়ে জমা করতে হবে। বিদ্যালয়ে জমা নেবার পর সেটা, প্রধান শিক্ষক ও 𝐍𝐨𝐝𝐚𝐥 𝐓𝐞𝐚𝐜𝐡𝐞𝐫 সেটা 𝐕𝐞𝐫𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 করবেন।

⬜ ঐক্যশ্রী (Aikyashree) আবেদনের সময় যে সমস্ত নথিপত্র লাগবেঃ-

Print করা Application Form টির সঙ্গে যাবতীয় নথিপত্র নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অফিসে জমা করতে হবে।

জমা দেওয়ার সময় যে সমস্ত নথিপত্র গুলি লাগবে তা নিচে দেওয়া হলঃ –

1. ইনকাম সার্টিফিকেট।

2. সর্বশেষ পরীক্ষার মার্কশিট ।

3. ভর্তির রসিদ।

4. ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতা ,( আবেদনকারীর নাম, Ac ও IFSC code থাকবে) ।

5. রেশন কার্ড / আধার কার্ড / ভোটার কার্ড ।

আরও দেখুনঃ Swami Vivekananda Merit Cum Means Scholarship 2021 for Minority Students

Aikyashree Scholarship 2022 Application Starts: 15 August 2022

Last date of Aikyashree Scholarship 2022 Application: 31 October 2022

1 thought on “Aikyashree Scholarship 2022 Online Application for Minority Students”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top