Physical Science Model Activity Task August 2021 Class 10

Blinking Buttons WhatsApp Telegram
 Physical Science Model Activity Task 2 Answer 2021 Class 10
Physical Science Model Activity Task 2 Answer 2021 Class 10

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ 
 
১.১ যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো- 
 (ক) সোডিয়াম ক্লোরাইড
 (খ)  অ্যামোনিয়াম সালফেট
(গ) সালফিউরিক অ্যাসিড
(ঘ) অ্যাসেটিক অ্যাসিড।
উঃ- অ্যাসেটিক অ্যাসিড।
১.২ অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো- 
(ক) 
(খ) গাড় 
(গ) অনার্দ্র 
(ঘ) 
উঃ-  ।
১.৩ তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো- 
(ক) 
 (খ) 
(গ) 
(ঘ) 
উঃ- 
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করোঃ 
২.১ তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবনের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে ইলেকট্রন। 
উঃ-  মিথ্যা।
২.২ ধাতুর আকরিক থেকে ধাতুর নিষ্কাশনে বিজারণ অপরিহার্য। 
উঃ- সত্য।
২.৩ দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই। 
উঃ- সত্য।
৩. সংক্ষিপ্ত উত্তর দাওঃ 
 
৩.১ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসেবে ক্যালশিয়ামের শতকরা পরিমান নির্ণয় করো (Ca=40) । 
উঃ- ক্যালশিয়াম কার্বনেটের (CaCO3) আণবিক ভর = (40+12+48) = 100 gm
100 গ্রাম CaCO3 তে ক্যালশিয়াম আছে 40 গ্রাম
অতএব,  ক্যালশিয়াম কার্বনেটে ক্যালশিয়ামের শতকরা পরিমান 40 %।
৩.২ অ্যামোনিয়া, সালফার ট্রাই অক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন? 
উঃ- অ্যামোনিয়া, সালফার ট্রাই অক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয়, কারন অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখলে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আর অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অনুঘটন বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়।
৪. নীচের প্রশ্মটির উত্তর দাওঃ 
 
৪.১ একটি তড়িৎ কোষের তড়িচ্চালক বল 10V ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম । তড়িৎ কোশটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হল। রোধকটিতে 60 সেকেণ্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। 
উঃ- তড়িচ্চালক বল (E) =10 V
অভ্যন্তরীণ রোধ = 2 ওহম
রোধকের রোধ = 8 ওহম
মোট রোধ (R) = (2+8) = 10 ওহম
প্রবাহমাত্রা (I) = E/R
I = 10/10  অ্যাম্পিয়ার
I = 1 অ্যাম্পিয়ার
জুলের সূত্র অনুযায়ী পরিবাহীতে উৎপন্ন তাপ, 
H = 600 J
 
 রোধকটিতে উৎপন্ন তাপের পরিমান = 600 জুল

Physical Science Model Activity Compilation – Click here

Physical Science Model Activity Task September 2021

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top