Last Updated on November 20, 2023 by Science Master
আসন্ন 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষারর্থীর কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন ( Physical Science Madhyamik Suggestion 2024 ) তৈরী করে দেওয়া হলো। বিভিন্ন বই থেকে বিগত বছরের প্রশ্মপত্র পর্যবেক্ষন করে এই ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন তৈরী করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন করে দেওয়া আছে। এই পেজে শুধুমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় ” তাপের ঘটনাসমূহ ” থেকে 2024 সালের মাধ্যমিকের জন্য সাজেশন করে দেওয়া হলো।
◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ )ঃ প্রতিটি প্রশ্মের মান – 1
1. ত্রিমাত্রিক প্রসারণ লক্ষ করা যায়?
(a) তরল পদার্থের (b) গ্যাসীয় পদার্থের (c) কঠিন, তরল ও গ্যাসীয় প্রত্যেকটির ক্ষেত্রে (d) কঠিন পদার্থের।
2. তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে যেটি তরলের নিজস্ব ধর্ম-
(a) আপাত প্রসারণ (b) প্রকৃত প্রসারণ (c) দুটোই (d) কোনোটিই নয়।
3. নীচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি-
(a) তামা (b) সোনা (c) লোহা (d) হিরা।
4. তাপ পরিবহনের হার কোন বিষয়ের ওপর নির্ভর করে?
(a) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (b) বস্তুর উপাদান (c) বস্তুর ঘনত্ব (d) দুই বিপরীত তলের উষ্ণতার পার্থক্য।
5. রেললাইনের মাঝে ফাঁক রাখার কারণ-
(a) আয়তন প্রসারণ (b) ক্ষেত্র প্রসারণ (c) দৈর্ঘ্য প্রসারণ (d) কোনোটিই নয়।
6. কোন পদার্থটির উষ্ণতা বৃদ্ধিতে কার্যত প্রসারণ হয় না-
(a) ইস্পাত (b) নিকেল (c) কোবাল্ট (d) ইনভার
7. কোন ধরনের পদার্থের তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি?
(a) কঠিন (b) তরল (c) গ্যাসীয় (d) সব পদার্থের সমান
8. তাপের সুপরিবাহী একটি তরল হল-
(a) জল (b) পারদ (c) অ্যালকোহল (d) ব্রোমিন ।
9. আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত ?
(a) শূন্য (b) এক (c) আসীম (d) বলা সম্ভব নয়।
10. তাপীয় রোধের SI একক হল-
(a) WK-1 (b) KW-1 (c) Wm-1K-1 (d) mkW-1।
◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ) প্রতিটি প্রশ্মের মান – 1
1. কঠিন ও তরলের মধ্যে কোনটির প্রসারণে পাত্রের কোনো ভূমিকা নেই ?
2. পিতল ও লোহার দ্বি-ধাতব পাতকে উত্তপ্ত করলে বাঁকের ভিতর দিকে কোন পাত থাকবে ?
3. আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম ?
4. তরলের ঘনত্বের সঙ্গে কোন প্রাসারণ গুণাঙ্কের সম্পর্ক আছে ?
5. আদর্শ পরিবাহীর তাপ রোধাঙ্কের মান কত?
6. কী কারনে কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহনে বাধার সৃষ্টি হয় ?
7. SI পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কী?
8. হিরে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। [সত্য / মিথ্যা]
9. কেলভিন ও সেলসিয়াস স্কেলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান। [সত্য / মিথ্যা]
10. কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে। [সত্য / মিথ্যা]
11. গ্যাসের ক্ষেত্রেও আপাত প্রসারণ গুণাঙ্ক থাকে। [সত্য / মিথ্যা]
12. তাপ প্রয়োগে সবচেয়ে কম প্রসারিত হয় ________পদার্থ।
13. ______নামক সংকর ধাতুর উষ্ণতা বৃদ্ধিতে প্রায় কোনো প্রসারণ হয় না।
14. একই উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো পদার্থের একক দৈর্ঘ্যে যে প্রসারণ ঘটে তাকে ______বলে।
◪ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ) প্রতিটি প্রশ্মের মান – 2
1.একটি কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কী কী বিষয়ের ওপর নির্ভর করে? ব্যাখ্যা করো।
2. তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। তাপ পরিবাহীতাঙ্কের CGS এবং SI একক লেখো।
3. তাপ প্রবাহমাত্রা ও তড়িৎ প্রবাহমাত্রার গাণিতিক রূপটি তুলনা করে, তাপীয় রোধ কাকে বলে তা উল্লেখ করো।
4. দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এর রাশিমালা নির্ণয় করো।
5. লোহার সেতুর এক প্রান্ত রোলারের ওপর রাখা হয় কেন?
6. দ্বি- ধাতব পাত ব্যবহৃত হয় এমন একটি বৈদ্যুতিক যন্ত্রের উদাহরণ দাও । ছাদ ঢালাই করতে লোহার রড কেন ব্যবহার করা হয়?
7. রান্নার পাত্র অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয় কেন ? শীতকালে দরজার ধাতব হাতলে হাত দিলে বেশি ঠাণ্ডা লাগে কেন?
8. রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন?
9. তাপ সঞ্চালন কাকে বলে? তাপ সঞ্চালনের কয়টি পদ্ধতি ও কি কি? কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?
10. ” পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্ক 20 x 10-4/K ” বলতে কী বোঝো?
আরও দেখুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের তাপের ঘটনাসমূহ অধ্যায়ের প্রশ্ম-উত্তর
➤ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এই রকম গুরুত্বপূর্ণ পোস্টের সরাসরি আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram , WhatsApp চ্যানেল জয়েন করুন।
- অণুজীবের জগৎ- অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্নউত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 7
- কয়েকটি গ্যাসের পরিচিতি-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান | Class 8 Poribesh O Bigyan Chapter 3
- উত্তরসহ মাধ্যমিক ২০২৫ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | 2025 Madhyamik physical Science Solved paper
- মানুষের খাদ্য (পঞ্চম অধ্যায়): সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ম উত্তর | Class 7 Poribesh O Bigyan Chapter 5
- দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্নউত্তর | Class 10 Physical Science Question Answer