Last Updated on July 6, 2024 by Science Master
ভৌত বিজ্ঞান বিষয়ের তাপের ঘটনাসসমূহ (Thermal Phenomena) অধ্যায়ের প্রশ্ম উত্তর:-
⬜ তাপের ঘটনাসসমূহ অধ্যায়ের কিছু ‘ সঠিক উত্তর নির্বাচনধর্মী ‘ প্রশ্ম এবং তার উত্তর (MCQ s and Answers on Thermal Phenomena Chapter 4 )-
1.কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল –
m / m^{-1} / ^oC^{-1} / ^oC \;\;\;\;\;\;\;[MP-18]
উঃ- oC-1
2. নীচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ? উষ্ণতা / দৈর্ঘ্য / উপাদানের প্রকৃতি / প্রস্থচ্ছেদ । [MP-17]
উঃ- উপাদানের প্রকৃতি ।
3. নীচের পদার্থ গুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক ? রূপা / হীরা / তামা / অ্যালুমিনিয়াম। [MP-20]
উঃ- হীরা।
4. কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুনাঙ্ক আছে ? এক / দুই / তিন / চার।
উঃ- তিন।
5. তরলের আপাত প্রসারণ (γa) ও প্রকৃত প্রসারণ ( γr ) এর মধ্যে সম্পর্ক-
γa >γr , γa = γr , γa < γr , γa / γr =ধ্রুবক ।
উঃ- γa < γr
6. গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান –
\frac{1}{273^oC^{-1}}\; , \frac{1}{237^oC^{-1}}\; , \frac{1}{173^oC^{-1}}\; , \frac{1}{137^oC^{-1}}\; ,
উঃ-
\frac{1}{273^oC^{-1}}
7. γr , γa , γg এর মধ্যে সম্পর্ক হল-
γa = γr + γg , γr = γa + γg , γg =γa +γr , γr = γa +γg
উঃ- γr = γa + γg
8. পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক K হলে, তাপীয় রোধাঙ্ক হবে-
K , 1/K2 , K2 , 1/K
উঃ- 1/K
9. তরলের প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণের থেকে- বেশি, কম, সমান, কম বা বেশি।
উঃ- বেশি।
⬜ তাপের ঘটনাসসমূহ অধ্যায়ের কিছু ‘ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী ‘ প্রশ্ম এবং তার উত্তর (VSAQ s and Answers on Thermal Phenomena Chapter 4 )-
1. তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য ? [MP-17]
উঃ- তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্ক তার নিজস্ব ধর্ম।
2. তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী ? [MP-17, 18]
উঃ- J.S-1.m-1.K-1 বা W.m-1.K-1
3. উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো। [MP-17]
উঃ- গ্রাফাইট।
4. লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্ক কোনটির ? [MP-18]
উঃ- ইনভার ।
5. তাপের পরিবহন প্রক্রিয়ায় বস্তুটির উপাদান কণাগুলি স্থান পরিবর্তন করে। সত্য / মিথ্যা। [MP-19]
উঃ- মিথ্যা।
6. কোনো তরলের প্রকৃত প্রসারণ, তরলটি যে পাত্রে রাখা হয়, তার প্রসারণের ওপর নির্ভর করে। সত্য / মিথ্যা। [MP-18]
উঃ- সত্য মিথ্যা।
7. আয়তন প্রসারণ গুনাঙ্কের একক কী ? [MP-20]
উঃ- oC-1
8. তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। [MP-20]
উঃ- থার্মোমিটারের কুণ্ডটি কোনো উষ্ণ বস্তুর সংস্পর্শে এলে কুণ্ডের ভেতরে থাকা তরল উত্তপ্ত হয়ে প্রাসারিত হয়।
9. কোনো পরিবাহীর রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহির তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী? [MP-19]
উঃ-
তাপীয় \;রোধ \;∞\; \frac{1}{তাপ \;পরিবাহিতার}
10. কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য , ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুনাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো।
উঃ- দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্ক= ∝, ক্ষেত্রফল প্রসারণ গুনাঙ্ক= β , আয়তন প্রসারণ গুনাঙ্ক= γ
\alpha = \frac{\beta}{2}=\frac{\gamma}{3}
11. তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে ?
উঃ- স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যে তাপ প্রবাহিত হয়, তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে।
\frac{Q}{t}=\frac{KA(\theta_1-\theta_2)}{l}\\যেখানে\; K \; সমানুপাতিক \;ধ্রুবক, একে \;পদার্থের\;তাপ\;পরিবাহিতা\;বা\;তাপ\;পরিবাহিতাঙ্ক \;বলে।
12. লোহার ক্ষেত্র প্রসারণ গুনাঙ্ক 24 x10-6 / oC হলে লোহার আয়তন প্রসারণ গুনাঙ্কের মান কত?
উঃ- ক্ষেত্রফল প্রসারণ গুনাঙ্ক= β , আয়তন প্রসারণ গুনাঙ্ক= γ
\frac{\beta}{2}=\frac{\gamma}{3},\therefore \gamma=\frac{3\beta}{2}\\\gamma=\frac{3\times24\times10^{-6}}{2}\\\gamma=36\times10^{-6}/^oC
13. কোনো পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
উঃ- পরিবহণ পদ্ধতিতে।
14. একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন কমে।
উঃ-
15. দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো।
উঃ- অগ্নিসংকেত যন্ত্রে দ্বিধাতব পাত (Bimetallic Strip) ব্যবহার করা হয়।
16. গ্যাসের প্রসারন গুনাঙ্কের মান লেখো।
উঃ- গ্যাসের প্রসারন গুনাঙ্ক (γp) = 1/273 oC-1
17. SI পদ্ধতিতে কঠিনের দৈর্ঘ্য প্রসারন গুনাঙ্কের একক লেখো।
উঃ- K-1
18.
উঃ-
আরও দেখুনঃ আয়নীয় ও সমযোজী বন্ধন আধ্যায়ের প্রশ্ন-উত্তর।
⬜ তাপের ঘটনাসসমূহ অধ্যায়ের কিছু ‘ সংক্ষিপ্ত উত্তরধর্মী ‘ প্রশ্ম এবং তার উত্তর (SAQ s and Answers on Thermal Phenomena Chapter 4 )-
1. স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্ক কাকে বলে ? এর মান কত ? [MP-17]
উঃ- চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা থেকে বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয়, তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্ক বলে।
গ্যাসের প্রসারন গুনাঙ্ক (γp) = 1/273 oC-1
2. তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। [MP-17]
উঃ- (১) কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ না থাকলে যেমন তড়িৎ প্রবাহণ হয় না ঠিক তেমনি পরিবাহীর দুই প্রান্তে উষ্ণতার পার্থক্য না থাকলে তাপ পরিবহণ হয় না।
(২) তাপ পরিবহনের সময় পরিবাহীর তাপীয় রোধ সৃষ্টি হয় এবং তড়িৎ পরিবহনের সময় পরিবাহীর তড়িৎ রোধ সৃষ্টি হয়।
4. কঠিনের ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও। এর SI একক কী ? [MP-18]
উঃ- প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয়, তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুনাঙ্ক বলে।
পদার্থের ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের SI একক হল K-1।
5. কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের ওপর নির্ভর করে লেখো। [MP-20]
উঃ- কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন যে তিনটি বিষয়ের ওপর নির্ভর করে তা হল-
১) কঠিন পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
২) কঠিন পদার্থের দৈর্ঘ্য।
৩) কঠিন পদার্থের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য।
6. একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 উষ্ণতায় A1 বর্গমিটার ও T2 উষ্ণতায় A2 বর্গমিটার । ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। [MP-20]
উঃ- কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 উষ্ণতায় A1 বর্গমিটার এবং T2 উষ্ণতায় A2 বর্গমিটার হলে ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুনাঙ্ক (β) হবে-
\beta=\frac{A_2-A_1}{A_1\times(T_2-T_1)}
7. তাপ প্রবাহমাত্রা ও তড়িৎ প্রবাহমাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো।
উঃ- একটি কঠিন পদার্থের ব্লকের দৈর্ঘ্য I, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং দুই প্রান্তের উষ্ণতা θ1 এবং θ2 হলে,
তাপ \;প্রবাহমাত্রা,\; I_H=\frac{Q}{t}=\frac{KA(\theta_1-\theta_2)}{I}\\=\frac{\theta_1-\theta_2}{\frac{I}{KA}}\\I_H=\frac{\theta_1-\theta_2}{R_H} ...........(i) \;যেখানে\; R_H=\frac{I}{KA}
যদি একটি তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য l, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং দুই প্রান্তের বিভব – প্রভেদ হয় (V1-V2), তাহলে ওহমের সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহমাত্রা I হবে-
I=\frac{V_1-V_2}{R}..............(ii) \;যেখানে\; R\;=পরিবাহির\; তড়িৎ\;রোধ।
সুতরাং, (i) এবং (ii) সমীকরণ তুলনা করে বলা যায় কঠিন পদার্থের ব্লকটির তাপীয় রোধ RH=I/KA
8. ঢালাই এর সময় লোহার তৈরি রড ব্যবহার করা হয় কেন?
উঃ- তাপের বৃদ্ধি বা হ্রাসে লোহার তৈরি রডের মাপের যে বাড়া কমা হয় তা কংক্রিটের বাড়া কমার সঙ্গে প্রায় সমান হয়। লোহার তৈরি রডের মাপের এই বাড়া কমা কংক্রিটের সমান না হলে যে চাপ সৃষ্টি হবে তাতে ঢালাই ফেটে যেতে পারে।
9. তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্ক ও আপাত প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও। এদের মধ্যে সম্পর্কটি লেখো।
উঃ- তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্কঃ প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0oC উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়ত্নে যে প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্ক (γr) বলে।
তরলের আপাত প্রসারণ গুনাঙ্কঃ প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0oC উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়ত্নে যে আপাত প্রসারণ হয় তাকে ওই তরলের তরলের আপাত প্রসারণ গুনাঙ্ক (γa) বলে।
γr এবং γa এর মধ্যে সম্পর্কঃ γr = γa + γg , যেখানে γg হল পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুনাঙ্ক।
10. শীতকালে পাথরের মেঝের তুলনায় কার্পেটের মেঝে আরামদায়ক মনে হয় কেন?
উঃ- শীতকালে কার্পেটের মেঝের তুলনায় পাথরের মেঝে বেশি ঠাণ্ডা মনে হয়। কার্পেটের তুলনায় পাথর তাপের সুপরিবাহী। পাথর মানুষের পা থেকে বেশি তাপ পরিবাহিত করে, কার্পেট কম তাপ পরিবাহিত করে, ফলে পাথরের মেঝে বেশি ঠাণ্ডা মনে হয় এবং কার্পেটের মেঝে কম ঠাণ্ডা মনে হয়।
11.
উঃ-
12. তরলের দুই প্রকার আয়তন প্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম, তা যুক্তিসহ লেখো।
উঃ- তরলের দুই প্রকার আয়তন প্রসারণ গুনাঙ্ক আপাত প্রসারণ গুনাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুনাঙ্ক। এদের মধ্যে প্রকৃত প্রসারণ গুনাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। তরলের প্রসারণ লক্ষ করতে হলে তরলকে একটি পাত্রে নিয়ে উত্তপ্ত করতে হয়। তাপ প্রয়োগের ফলে যেমন তরলের প্রসারণ হয় তেমনি তার সঙ্গে পাত্রেরও প্রসারণ হয়। পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে আয়তন প্রসারণ হয়, তাকেই তরলের প্রকৃত প্রসারণ বলে। তাই তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্ক হবে তরলের নিজস্ব ধর্ম।
13. একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 2:3 হলে পরিবাহী দুটির তাপীয় রোধের অনুপাত কত?
উঃ- তাপীয় রোধ, (RH)1 = I/K1.A , যেখানে K তাপ পরিবাহিতাঙ্ক
এবং (RH)2 = I/K2.A
(RH)1 : (RH)2 = K2 : K1
(RH)1 : (RH)2 = 3 : 2
পরিবাহী দুটির তাপীয় রোধের অনুপাত 3:2
14. দৈর্ঘ্য প্রসারন গুনাঙ্কের সংজ্ঞা দাও। তাপ পরিবাহিতার SI একক কি?
উঃ- প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য-প্রসারণ হয়, তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারন গুনাঙ্ক বলে।
তাপ পরিবাহিতার SI একক J.m-1 .s-1 .oC-1
15. তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝ? কোন পদার্থের তাপ পরিবহণ ক্ষমতা সর্বোচ্চ?
উঃ- স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যে তাপ প্রবাহিত হয়, তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে। হিরের তাপ পরিবহণ ক্ষমতা সর্বোচ্চ।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
- মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ | Madhyamik Exam Routine 2025 pdf Download
- মাধ্যমিক জীবন বিজ্ঞান-জীবনের প্রবাহমানতা প্রশ্ম-উত্তর Madhyamik Life Science Chapter 2
- {pdf} WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫
- WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫
- WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫