Senior Bigyani Kanya Medha Britti 2023

সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৩ | Senior Bigyani Kanya Medha Britti 2023

Last Updated on June 3, 2024 by Science Master

Senior Bigyani Kanya Medha Britti 2023

দ্বাদশ শ্রেণীর (১২+২) ছাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্কলারশিপ সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti)। এটি জগদিশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (Jagadis Bose National Science Talent Search) কতৃক আয়োজিত এক বৃত্তি পরীক্ষা। সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) পরীক্ষায় উত্তির্ণ হলেই প্রতি মাসে ৪০০০ টাকা করে স্কলারশিপ পাওয়া যাবে এবং বছরে ৫০০০ টাকা বুক গ্র্যান্ড হিসেবে পাওয়া যাবে।

আরও দেখুনঃ জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৩ | Junior Bigyani Kanya Medha Britti 2023

কারা আবেদন করতে পারবে (Eligibility Criteria):

১) যে সমস্ত আবেদনকারী চলতি ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তির্ণ হয়েছেন এবং যারা BSc (HONS) / BS-MS / Medicine / Engineering কোর্সে পশ্চিমবঙ্গে পাঠরত তারা আবেদন করতে পারবে। BSc (HONS) এর ক্ষেত্রে যেসমস্ত বিষয় গ্রাহ্য হবে তা হল- Physics, Chemistry, Mathematics, Biology, Statistics, Geology, Astrophysics, Astronomy, Electronics, Botany, Zoology, Bio-Chemistry, Anthropology, Microbiology, Geophysics, Geochemistry, Atmospheric Science, Oceanic Science

২) যে সমস্ত আবেদনকারী ২০২৩ সালের আগে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তির্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন না।

৩) আবেদনকারী BSc (pass), Diploma Course, BSc Nursing কোর্সে পাঠরত হলে আবেদন করতে পারবেন না।

৪) ফাইনাল সিলেশনের আগে পশ্চিমবঙ্গের যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির প্রমান দাখিল করতে হবে।

আরও দেখুন:  বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ | Vidyasagar Science Olympiad 2024 (VSO)

৫) আবেদনকারীকে শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠরত হতে হবে।

৬) সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) স্কলারশিপে শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।

সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) স্কলারশিপে আবেদনের শেষ তারিখ (Last date of application):

আবেদনের শেষ তারিখঃ- ৩১ জুলাই ২০২৩।

আবেদনের পদ্ধতি (Mode of Application):

শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই আবেদন করা যাবে। কোনো হার্ড কপি JBNSTS অফিসে পাঠানোর প্রয়োজন নেই।

প্রয়োজনীয় নথিপত্র (Documents):

১) মাধ্যমিকের মার্কশীটের স্ক্যান কপি।

২) উচ্চমাধ্যমিকের মার্কশীটের স্ক্যান কপি।

৩) সিগনেচারের স্ক্যান কপি।

৪) পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি।

৫) Valid Email Id এবং চালু মোবাইল নম্বর।

৬) আবেদনের সময় ২০০ টাকা লাগবে যা অনলাইন মোডে পেমেন্ট করতে হবে।

নিচে আবেদনের জন্য অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে।

পরীক্ষার তারিখ এবং সময় (Exam date and Time):

পরীক্ষা হবে ২০ আগষ্ট ২০২৩ । পরীক্ষার সময় সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। রিপোর্টিং টাইম সকাল ৯ঃ৩০ মিনিট।

সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) স্কলারশিপের প্রশ্মপত্রের ধরন (Question Pattern):

সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে এবং সময় থাকবে ৩ ঘণ্টা। প্রশ্মপত্রে দুটি অংশ থাকবে Section-A এবং Section-B ।

আরও দেখুন:  VSO Layer 2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024

Section-A: মোট ৭৫ নম্বর থাকবে। এখানে মোট চারটি বিষয়ের প্রশ্ম থাকবে (Physics, Chemistry, Mathematics, Biology) তার মধ্যে যেকোনো তিনটি বিষয়ের উত্তর করতে হবে। প্রত্যেক বিষয় থেকে ৮ টি করে প্রশ্ম থাকবে এবং তার মধ্যে উত্তর করতে হবে ৫ টি করে। প্রতিটি প্রশ্মের মান ৫ নম্বর করে থাকবে।

Section-B: মোট ২৫ নম্বর থাকবে। এখানেও মোট চারটি বিষয়ের প্রশ্ম থাকবে (Physics, Chemistry, Mathematics, Biology) তার মধ্যে যেকোনো একটি বিষয়ের উত্তর করতে হবে। প্রত্যেক বিষয় থেকে ৮ টি করে প্রশ্ম থাকবে এবং তার মধ্যে উত্তর করতে হবে ৫ টি করে। প্রতিটি প্রশ্মের মান ৫ নম্বর করে থাকবে।

সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) স্কলারশিপের সিলেবাস (Syllabus):

দ্বাদশ শ্রেণী স্ট্যাণ্ডার্ড প্রশ্মপত্র হবে। মোট চারটি বিষয় Physics, Chemistry, Mathematics, Biology । তার মধ্যে যেকোনো তিনটি বিষয়ের উত্তর করতে হবে।

স্কলারশিপের পরমান (Financial benefits):

সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) প্রতি মাসে ৪০০০ টাকা করে স্কলারশিপ পাওয়া যাবে এবং বছরে ৫০০০ টাকা বুক গ্র্যান্ড হিসেবে পাওয়া যাবে।

অ্যাকাডেমিক বেনিফিট (Academic Benefits):

1) পরীক্ষায় উত্তির্ণ সকলকে স্কলারশিপ সংক্রান্ত সার্টিফিকেট প্রদান করা হবে।

২) প্রথম ১০ জনের প্রত্যেককে একটি করে ল্যাপটপ প্রদান করা হবে।

আরও দেখুন:  Aikyashree Scholarship 2024-2025 | ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ, যোগ্যতা

৩) এছাড়াও পরীক্ষায় উত্তির্ণ প্রত্যেককে বিভিন্ন ওয়ার্কসোপ, রিসার্চ প্রাকটিস, সেমিনার, সায়েন্স ক্যাম্প এবং রিসার্চ প্রোজেক্টে নিযুক্ত করা হবে।

⬕ অ্যাডমিট কার্ড ডাউনলোড (Download Admit Card):

অনলাইন আবেদনপত্রের ফাইনাল সাবমিটের ঠিক ১০ দিন পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। নীচে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে।

Apply online for Senior Bigyani Kanya Medha Britti 2023

To Download Senior Bigyani Kanya Medha Britti 2023 Admit Card

স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top